Agomoni Barta

Agomoni Barta Educational, Job, Career, Science, Technology,Entertainment, Health and update Bengali news Blog.

খাঁটি ও শুদ্ধ বাংলায় ক্যারিয়ার, চাকুরী, খেলাধুলা, বিনোদন, সাস্থ, বিজ্ঞান, ইত্যাদি টাটকা খবর নিয়ে হাজির আগমনী বার্তা (Agomoni Barta) । নিজে পড়ুন অন্যকেও পড়তে উৎসাহিত করুন । (My Self Agomoni Barta , writer of www.agomonibarta.com. Agomoni Barta is bengali news, career, Jobs, Education, science,health, informational, PC, Tips and more informational news portal blog ...[..] read more visit -- http://www.agomonibarta.com )

27/04/2024

মাধ্যমিকের ফলাফল ওয়েবসাইটে

►► মাধ্যমিক পরীক্ষার ফল আগামী ২ মে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাবে। পরীক্ষার্থীরা সে দিনই স্কুল থেকে মার্কশিট পাবে।

৮ মে উচ্চ মাধ্যমিকের ফল বেরোবে বেলা একটায়। বিকেল তিনটে থেকে ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করা যাবে।

স্কুল থেকে মার্কশিট দেওয়া হবে ১০ মে দশটা থেকে। কোন ওয়েবসাইটে ফল দেখা যাবে, তা পরে জানাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মাধ্যমিকের ফল দেখা যাবে - www.wbbse. wb.gov.in, www.results. shiksha। প্লে-স্টোর থেকে Madhyamik Results 2024, Madhyamik Result, FASTRESULT ডাউনলোড করে মোবাইল অ্যাপের সাহায্যেও ফল দেখা যাবে। বিস্তারিত - https://agomonibarta.com
#মাধ্যমিক #উচ্চমাধ্যমিক #ফলাফল #রেজাল্ট

27/04/2024

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল

►► এ বারের মধ্যমিক পরীক্ষার ফল বেরোচ্ছে ২ মে। উচ্চ মাধ্যমিকের দি ফল বেরোবে ৮ মে, ২৫ বৈশাখ, রবীন্দ্রজয়ন্তীর দিনে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৃহস্পতিবার সন্ধ্যায় এই কথা জানিয়েছেন। এ বার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয় ১২ ফেব্রুয়ারি। উচ্চ মাধ্যমিক শুরু হয় ১৬ ফেব্রুয়ারি এবং শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। প্রধান পরীক্ষকেরা পরীক্ষার্থীদের নম্বর অনলাইনে তুলেছিলেন। ফলে নম্বর জমা দিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা মাধ্যমিক শিক্ষা পর্ষদের অফিসে যেতে হয়নি। কর্তাদের দাবি, তাই পরীক্ষার ফল দ্রুত ও নির্ভুল বেরোচ্ছে।

#মাধ্যমিক #উচ্চমাধ্যমিক #রেজাল্ট #ফলাফল

সাহেব-দিল্লি পর্যন্ত যাওয়ার পয়সা নেই, দয়া করে ডাকযোগে পুরস্কার পাঠিয়ে দিন!হলধর নাগ, যার নামের আগে কখনও শ্রী লাগেনি, খা...
30/03/2024

সাহেব-দিল্লি পর্যন্ত যাওয়ার পয়সা নেই, দয়া করে ডাকযোগে পুরস্কার পাঠিয়ে দিন!
হলধর নাগ, যার নামের আগে কখনও শ্রী লাগেনি, খান তিনেক জামা, একটি ছেঁড়া রাবার চপ্পল, একটা অ-খিলানযুক্ত চশমা এবং ৭৩২ টাকার জমা মূলধনের মালিক.....আজ পদ্মশ্রী ঘোষিত
ইনি হলেন পশ্চিম ওড়িশার বাসিন্দা হলধর নাগ।
যিনি কোসলি ভাষার বিখ্যাত কবি। বিশেষ কথা হল, তিনি এ পর্যন্ত যতগুলো কবিতা ও ২০টি মহাকাব্য রচনা করেছেন, তার সবগুলোই তার জিহ্বার ডগায়। এবার তাঁর লেখা 'হলধর গ্রন্থাবলী-২'-এর একটি সংকলন সম্বলপুর বিশ্ববিদ্যালয়ে সিলেবাসের অংশ করা হবে।
সাদা পোশাক, সাদা ধুতি, গামছা ও গেঞ্জি পরিহিত হলধর নাগ খালি পায়েই থাকে্ন। উড়িশ্যার লোক-কবি হলধর নাগ একটি দরিদ্র পরিবারের মানুষ। ১০ বছর বয়সে বাবা-মায়ের মৃত্যুর পর তৃতীয় শ্রেণিতেই পড়া ছেড়ে দেন তিনি।
অনাথ জীবনে, তিনি বহু বছর ধরে ধাবায় বাসনপত্র পরিষ্কার করে কাটিয়েছেন।
পরে একটি স্কুলে রান্নাঘর দেখাশোনার কাজ পান তিনি। কয়েক বছর পরে ব্যাঙ্ক থেকে ১০০০ টাকা ঋণ নিয়ে পেন-পেনসিল ইত্যাদির একটি ছোট দোকান খোলেন সেই স্কুলের সামনেই।
এটাই ছিল তার আর্থিক অবস্থা। এবার আসা যাক তাঁর সাহিত্যের বিশেষত্বে। ১৯৯৫ সালের দিকে হলধর স্থানীয় ওড়িয়া ভাষায় "রাম-শবরী" র মতো কিছু ধর্মীয় পর্বের উপর লেখালেখি শুরু করেন এবং মানুষকে সেগুলো আবৃত্তি করে শোনাতে শুরু করেন।
আবেগে ভরপুর কবিতা লিখে মানুষের মধ্যে জোর করে উপস্থাপন করে তিনি এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে, ২ বছর আগে রাষ্ট্রপতি তাকে সাহিত্যের জন্য পদ্মশ্রী দেন।
শুধু তাই নয়, ৫ জন গবেষক এখন তার সাহিত্যে পি.এইচ.ডি করছেন যেখানে হলধর নিজেই তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।

#সংগৃহীত
#সর্বোপরিবাঁকুড়া

#হলধরনাগ

21/02/2024

শীতল ষষ্ঠী ব্রত ও ব্রতের ফল - Sheetala Sasthi Brata, জেনে নিন শীতল ষষ্ঠী ব্রত ও ব্রতের ফল - Free Sheetala Sasthi Brata PDF

Today,s Best photo ❤❤❤❤❤️                                   #রাধাক্রিশ্ন
06/11/2023

Today,s Best photo
❤❤❤❤❤️


























#রাধাক্রিশ্ন


 #টিপস 💚ইস্ত্রি করার সময় কাপড়ে যে জল ছেটান তাতে কয়েক ফোঁটা পারফিউম ফেলে দিন। ইস্ত্রি হওয়া  কাপড়টি সুগন্ধ ধরে রাখবে।💚চশমা...
04/11/2023

#টিপস
💚ইস্ত্রি করার সময় কাপড়ে যে জল ছেটান তাতে কয়েক ফোঁটা পারফিউম ফেলে দিন। ইস্ত্রি হওয়া কাপড়টি সুগন্ধ ধরে রাখবে।

💚চশমা ঝকঝকে পরিষ্কার রাখতে হলে এক ফোঁটা ভিনিগার দিয়ে কাঁচ পলিশ করুন এতে চশমা ঝকঝকে হয়ে যাবে।

💚কাঠের আসবাবপত্রে চা-পাতা ফোটানো ঠান্ডা পানি দিয়ে পলিশ করুন। দেখবেন ঝকঝকে হয়ে উঠবে।

💚ফ্রিজের গায়ে দাগ ধরে গেলে স্পঞ্জে টুথপেস্ট লাগিয়ে ঘষুন। দাগ উঠে যাবে

💚 জানালা, দরজার কাঁচ ঝকঝকে করে তুলতে মিহি চক গুঁড়োর সঙ্গে জল আর স্পিরিট অথবা কেরোসিন মিশিয়ে কিছুক্ষণ কাঁচের ওপর মাখিয়ে রাখুন। শুকিয়ে গেলে খবরের কাগজ দিয়ে মুছে নিন।দেখবেন ঝকঝকে হয়ে গিয়েছে।

💚ডিটারজেন্টের সঙ্গে একটা লেবুর রস ও এক চামচ ফিনাইল মিশিয়ে বাথরুমের টাইলস ঘষে দেখুন, কেমন ঝকঝক করে।

💚হাতব্যাগের ধাতব অংশগুলিতে ন্যাচারাল কালারের নেলপালিশের এক প্রস্থ প্রলেপ দিয়ে রাখুন। সহজে বিবর্ণ হবে না।

💚ছোট্ট একটুকরো ফ্লানেল বা কম্বলের কাপড়ে পাতিলেবুর রস মাখিয়ে চামড়ার ব্যাগ বা স্যুটকেশে ঘষলে। চামড়ার ঔজ্বল্ল্য বাড়বে।

💚গ্যাসস্টোভের বার্নারে ময়লা ঢুকে গেলে বাড়িতে পরিষ্কার করার সহজ উপায় হল অ্যালুমিনিয়াম স্টিল বা লোহার বালতিতে ফুটন্ত জল ঢেলে তাতে দু টেবিল চামচ ড্রেনেক্স (Drainex) পাউডার গুলে বার্নার দুটি তার মধ্যে দু ঘণ্টা ডুবিয়ে রাখুন। জলে ঘসে ঘসে ধুয়ে নিন। দেখবেন নতুনের মতো সুন্দর হয়েছে।

💚উলের পোশাক ধোওয়ার পর এক বালতি জলে আধ চামচ গ্লিসারিন দিয়ে তাতে ডুবিয়ে নিন। পোশাকের নরম ভাব বজায় থাকবে।

💚বাচ্চাদের জামাকাপড় বা কাঁথায় যদি তার বমির দুর্গন্ধ থেকে যায়, তবে কাচার পর জলে আধ চামচ বেকিং সোডা মিশিয়ে তাতে জামাকাপড় ডুবিয়ে নেবেন। দুর্গন্ধ দূর হবে।

💚সুগন্ধির শিশি সবসময় তুলো বা কাপড়ে জড়িয়ে রাখবেন। তাতে সুগন্ধি বেশি দিন টিকবে।

💚 ফ্লাক্সের ভেতরে অংশ ভালভাবে ধুতে হলে ফ্লাক্সে গরম জল ভর্তি করুন। তাতে কয়েক টুকরো কাগজ ফেলে দিন। ঘণ্টাখানেক পর ভাল করে ঘসে নিয়ে জল ফেলে দিন। ভেতরের যাবতীয় নোংরা পরিষ্কার হয়ে যাবে।

💚চিনির পাত্রের মধ্যে দু-চারটি লবঙ্গ দিয়ে রাখলে পিঁপড়ে ঢুকবে না।


#কিচেন #টিপস #কিচেনটিপস

দুর্গা পূজায় মেয়েদের পোষাক স্টাইলিং: কোন পোষাকে মানাবে ভালো
19/10/2023

দুর্গা পূজায় মেয়েদের পোষাক স্টাইলিং: কোন পোষাকে মানাবে ভালো

দুর্গা পূজায় মেয়েদের পোষাক স্টাইলিং: কোন পোষাকে মানাবে ভালোঃ দুর্গাপূজ.....

নল সংক্রান্তি, ডাক সাঁকরাত" বা "মজুর সাঁকরাত' বা 'নলপোতা"
18/10/2023

নল সংক্রান্তি, ডাক সাঁকরাত" বা "মজুর সাঁকরাত' বা 'নলপোতা"

2024 Dak Sankranti Date & Time | Nol Sankranti | ডাক সংক্রান্তি

2023 Jhulan Yatra Date and Time - ২০২৩ ঝুলন যাত্রা ক্যালেন্ডার
20/07/2023

2023 Jhulan Yatra Date and Time - ২০২৩ ঝুলন যাত্রা ক্যালেন্ডার

झूलन यात्रा 2023, ঝুলন যাত্রা ২০২3 , 2023 Jhulan Yatra Date Time, Jhulan Yatra Puja Schedule, 2023 Radha Govinda Jhulana Yatra 2023 Jhulan Yatra Start Date, 2023 Jhulan Yatra End Date

Address

Old Malda

Alerts

Be the first to know and let us send you an email when Agomoni Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Agomoni Barta:

Share

Category