24/09/2025
🌺 বড় ভাই 🌺
জীবনে বাবা-মায়ের পর যদি কাউকে সবচেয়ে বেশি ভরসা করেছি, তবে সে আমার বড় ভাই।
ছোটবেলা থেকে যত ঝড়ঝাপটা গেছে, ভাই সবসময় সামনে দাঁড়িয়েছে—
কখনো ঢাল হয়ে, কখনো ছায়া হয়ে।
👉 নিজের স্বপ্নগুলো অনেক সময় পাশে সরিয়ে রেখে আমার স্বপ্নকে এগিয়ে দিয়েছে।
👉 নিজের কষ্ট চেপে রেখে আমাকে হাসিখুশি রাখার চেষ্টা করেছে।
বড় ভাই আসলে শুধু একজন মানুষ না,
সে হলো একটা অনুভূতি, একটা নিরাপদ ছায়া।
💭 আল্লাহর কাছে শুধু দোয়া করি—
যেন আমার বড় ভাই সবসময় ভালো থাকে, হাসিখুশি থাকে, আর তার সব কষ্ট দূর হয়ে যায়।
---
#বড়ভাই #ভালোবাসা #জীবনেরশ্রেষ্ঠসম্পর্ক