কচি পাতা - Kochi Pata

কচি পাতা - Kochi Pata Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কচি পাতা - Kochi Pata, Publisher, Kanksa Subhas Pally, Panagarh.

 #কচি_পাতা  #বইমেলার_বই “…ব্যক্তি জীবনানন্দের বিপুল ‘পাঠ’-এর সম্ভার ধীরে-ধীরে উঠে আসছে আমাদের কাছে। আমার দৃঢ় বিশ্বাস, জী...
12/12/2025

#কচি_পাতা
#বইমেলার_বই

“…ব্যক্তি জীবনানন্দের বিপুল ‘পাঠ’-এর সম্ভার ধীরে-ধীরে উঠে আসছে আমাদের কাছে। আমার দৃঢ় বিশ্বাস, জীবনানন্দের কবিতায় এমন অনেক বিষয় রয়ে গেছে আজও যা আমাদের ‘স্তম্ভিত’ করে দিতে পারে। রয়ে গেছে এমন অনেক সংকেত যা ডিকোডেড হবার অপেক্ষায়।
এই লেখাগুলি প্রকাশিত হয়েছে নিকট অতীতে। লেখাগুলির কাছে ফিরে গিয়ে বুঝতে পারছিলাম পাঠ-প্রক্রিয়াও শিল্পের, কবিতার একটি ‘অংশ’। কোনও উচ্চমানের শিল্পের রহস্য-অনুসন্ধান প্রক্রিয়ায় ‘ঠিক’, ‘ভুল’ বলে কিছু হতে পারে না। যা হতে পারে তা হল, শুধু দরজার পর দরজা ও সম্ভাবনার পর সম্ভাবনা ‘আবিষ্কার’ করে চলা। এই আবিষ্কারের আনন্দই ধরা রইল এই গ্রন্থে।…”

আসন্ন ‘কলকাতা বইমেলা ২০২৬’-এ ‘কচি পাতা’ থেকে পার্থজিৎ চন্দের কলমে প্রকাশিত হতে চলেছে ‘মেরু-নিশীথের নাবিকেরা’।

প্রচ্ছদ: অর্পণ

প্রিবুকিং শীঘ্রই শুরু হবে।

 #কচি_পাতা  #বইমেলার_বই ‘লোকবাংলার সংস্কৃতি ও লোকাচার’ গ্রন্থটিতে সমগ্র বাংলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভ...
11/12/2025

#কচি_পাতা
#বইমেলার_বই

‘লোকবাংলার সংস্কৃতি ও লোকাচার’ গ্রন্থটিতে সমগ্র বাংলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন লোকসংস্কৃতি ও আচারের একটি বিশ্বস্ত রূপরেখা ধরা পড়েছে। কতশত অজানা লোকাচার আজও আমাদের জীবনের অংশ হয়ে রয়েছে, কিন্তু সেসব লোকচক্ষুর আড়ালেই রয়ে গিয়েছে। এই গ্রন্থ সেইসব অমূল্য সম্পদকে বাংলার হৃদয়-আকর থেকে সিঞ্চন করে তুলে আনতে সক্ষম হয়েছে। লোকবাংলার সংস্কৃতির প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে এ গ্রন্থে।

আসন্ন ‘কলকাতা বইমেলা ২০২৬’-এ ‘কচি পাতা’ থেকে সৌমিত্র ঘোষের কলমে প্রকাশিত হতে চলেছে ‘লোকবাংলার সংস্কৃতি ও লোকাচার’।

প্রচ্ছদ: সন্তু কর্মকার

প্রিবুকিং শীঘ্রই শুরু হবে।

 #কচি_পাতা  #বইমেলার_বই শিশু-কিশোরদের মুখে আজকাল নির্মল হাসি যেন ক্রমেই দুর্লভ হয়ে উঠছে। সেই হাসি ফিরিয়ে আনার আকাঙ্ক্ষা ...
10/12/2025

#কচি_পাতা
#বইমেলার_বই

শিশু-কিশোরদের মুখে আজকাল নির্মল হাসি যেন ক্রমেই দুর্লভ হয়ে উঠছে। সেই হাসি ফিরিয়ে আনার আকাঙ্ক্ষা থেকেই এই লেখনী উঠে এসেছে। আগামী দিনের কান্ডারী এই শিশুরাই। তাই তাদের জন্য সময় দেওয়া, আনন্দ দেওয়া ও কল্পনার জগতে ডেকে নেওয়া আমাদের অন্যতম দায়িত্ব।
এই গ্রন্থে স্থান পেয়েছে ভিন্ন ভিন্ন স্বাদের গল্প। গল্পগুলোকে নো-সেন্স বা অবচেতনের লেখা বলেই অভিহিত করা যায়। কারণ, অবচেতনের গভীরেও জীবনের নানা বোধ, হাসি-কান্না, স্বপ্ন-কল্পনা, চেতনা-অচেতনা মিলেমিশে থাকে। সেইসব উপাদানকেই প্রাণবন্ত করে তোলার চেষ্টা হয়েছে এই বইয়ের প্রতিটি গল্পে। আমাদের বিশ্বাস, শিশু থেকে কিশোর—সবাই ভয়হীনভাবে এগুলো পড়ে আনন্দ পাবে।

আসন্ন ‘কলকাতা বইমেলা ২০২৬’-এ ‘কচি পাতা’ থেকে প্রকাশিত হতে চলেছে পবিত্র চক্রবর্তী বিরচিত ‘শিশু কিশোর রচনা সংগ্রহ ১’।

প্রচ্ছদ: কৃষ্ণেন্দু মণ্ডল

প্রিবুকিং শীঘ্রই শুরু হবে…

 #কচি_পাতা  #বইমেলার_বই আসন্ন কলকাতা বইমেলা ২০২৬-এ সুলেখক দীপশেখর চক্রবর্তীর কলমে আসছে গদ্যের বই, ‘আজীবন নির্বাসনে আছি’।...
07/12/2025

#কচি_পাতা
#বইমেলার_বই

আসন্ন কলকাতা বইমেলা ২০২৬-এ সুলেখক দীপশেখর চক্রবর্তীর কলমে আসছে গদ্যের বই, ‘আজীবন নির্বাসনে আছি’।

প্রিবুকিং শীঘ্রই শুরু হবে।

 #কচি_পাতা  #বইমেলার_বই চিনারের পাতা যখন শুঁকিয়ে যায়, তখন তা লাল রক্তবর্ণ ধারণ করে। নভেম্বরের শেষ সময় থেকেই এই শুঁকনো পা...
03/12/2025

#কচি_পাতা
#বইমেলার_বই

চিনারের পাতা যখন শুঁকিয়ে যায়, তখন তা লাল রক্তবর্ণ ধারণ করে। নভেম্বরের শেষ সময় থেকেই এই শুঁকনো পাতা উড়ে গিয়ে দূর-দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পরে। ঠিক যেভাবে ১৯৯০ সালে কাশ্মীর উপত্যকা থেকে বিতাড়িত হয়েছিলেন কাশ্যপ ভূমির ভূমিপুত্র কাশ্মীরি পন্ডিতেরা। ১৯৯০ সাল থেকে শুরু হল কাশ্মীরি পণ্ডিত খেদাও অভিযান, মিছিল জমায়েত থেকে আওয়াজ উঠতে লাগলো – “না রা য়ে তক দির, আল্লা হো আকবর”। পণ্ডিত মহল্লায় হামলার সময় মসজিদের মাইকে আজানের আওয়াজ বহু গুন বাড়িয়ে দেওয়া হল যাতে আর্তনাদ, চিৎকার বাইরে শোনা না যায়। স্লোগান দেওয়া হতে লাগলো – “হাম ক্যা চাহতে আজাদি কিংবা অ্যায় জালিমো, অ্যায় কাফিরোঁ, কাশ্মীর হমারা ছোড় দো”। হ*, অপ*রণ, লুটপাট, মহিলাদের রে* কোনো কিছুই বাদ গেলো না, ১৯৯০ সালের মধ্যে প্রায় সাড়ে তিন লক্ষ পণ্ডিত পরিবার হল কাশ্মীর ছাড়া। বেশিরভাগ আশ্রয় পেল জম্মুতে তৈরি হওয়া আশ্রয় শিবিরে আর বাকিরা ছড়িয়ে পড়ল ভারতের অন্যান্য শহরে। জম্মুর হাঁসফাঁস করা গরমে নোংরা বস্তির এক চিলতে তাঁবুতে কোনোমতে সংসার, সরকারের দেওয়া রেশনের চাল-ডাল নিয়ে কোনোরকমে ক্ষুন্নিবৃত্তি। এক সময়ে যাঁদের আপেলের বাগান ছিল, দেওদার কাঠের বহুমুল্য আসবাব ছিল তারাই জম্মুতে চরম অসম্মানের জীবনযাপন করে চলেছেন।

কেউ তো প্রশ্নও করেন না – এ কেমন স্বাধীনতার লড়াই? যেখানে এক সম্প্রদায়কে স্বদেশ, ঘরবাড়ি, পরিবার, ইজ্জত সব কিছু হারাতে হবে? কেনই বা দারিদ্রতার সুযোগ নিয়ে, উপত্যকায় পণ্ডিতদের ফেরার সম্ভাবনা কমে আসায়, নেকড়েরা তাঁদের বসতবাড়ি, বাগান জলের দরে কিনে নিতে জম্মুতে দালাল পাঠাতে থাকবে? এই এত বড় exodus, কিন্তু তদানীন্তন ভারত সরকারের টনক নড়ল অনেক বাদে, ততদিনে কাশ্মীরি পণ্ডিতদের যা ক্ষতি হবার হয়ে গেছে। কাশ্মীরের স্টেট পুলিশের হাত থেকে ক্ষমতা নিয়ে দেওয়া হল সেনাবাহিনী আর প্যারা মিলিটারি বাহিনীর হাতে, কাশ্মীর পরিণত হল battlefield এ। যেকোনো যুদ্ধক্ষেত্রে যা হয়, সন্ত্রাসবাদী/ জিহাদীদের সাথে প্রাণ যেতে লাগলো সাধারন নিরাপরাধ মানুষের। আপনাদের মনে আছে পাকিস্থানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো একসময় বলেছিলেন “হাম হাজার সাল ঘাস খায়েঙ্গে, লেকিন কাশ্মীর লেকে রেহেঙ্গে”, পাকিস্থানের চিরদিনের স্বপ্ন কাশ্মীর বনেগা পাকিস্থান। তাই বাস্তবতার নিরিখে কাশ্মীরের স্বাধীনতার অসম্ভব। একটু জেনে নেওয়া যাক এই স্বাধীনতার দাবী কি আপামর জম্মু এবং কাশ্মীরের জনগনের? না, এই দাবী প্রধানত মুসলিম প্রধান কাশ্মীর ভ্যালির। কয়েকটি জেলা নিয়ে এই কাশ্মীর ভ্যালি। হিন্দু প্রধান জম্মু এবং বৌদ্ধ প্রধান লাদাখ ভারতের সাথেই থাকতে চায়। তাহলে কয়েকটি জেলা নিয়ে তৈরি কাশ্মীর ভ্যালির অবস্থা কেমন? একটি ল্যান্ড লকড জায়গার মতন, ভারতের মাথার উপর এধরনের একটি ল্যান্ড লকড দেশ না ভারতের পক্ষে শুভ হবে না সেই দেশটির পক্ষে শুভ। তর্কের খাতিরে যদি মেনে নেওয়া হয় যে কাশ্মীর ভ্যালি স্বাধীনতা পায়ও তবে পরের দিনই পাকিস্থান এটিকে দখল করে নেবে। আর তাঁর ফল হবে এই যে, কাশ্মীর ভ্যালীতে এখনও যে কয়েক লক্ষ হিন্দু, বৌদ্ধ, শিখ ধর্মাবলম্বী মানুষ আছে তাঁদের নির্মমভাবে হত্যা করা হবে। নয়ত কাশ্মীরি পণ্ডিতদের সাথে যা ঘটে ছিল ঠিক তাই হবে।
এই উপন্যাসে সাধারণ মানুষের সুখ দুঃখের অনুভূতিও তুলে ধরা হয়েছে। উপত্যকায় বাসবাসকারি প্রতিটি মুসলিম পরিবার দেশদ্রোহী, হিন্দুবিদ্বেষী, এ ধারণা সঠিক নাকি বেঠিক, তা এই উপন্যাস পড়লে পাঠকরা বুঝতে পারবেন। এখনও উপত্যকায় বহু পণ্ডিত পরিবার থাকেন যারা কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে কোনো সাহায্যই পাননি, কিন্তু তারা কাশ্মীর উপত্যকায় এখনও বসবাস করছেন এবং তারা বসবাস করছেন তাঁদের প্রতিবেশীদের ওপর নির্ভর করে।

‘কচি পাতা’ থেকে প্রকাশিত হতে চলেছে দেবশ্রী চক্রবর্তী বিরচিত ‘লাল চিনার পাতা’।

প্রচ্ছদ: কৃষ্ণেন্দু মণ্ডল

প্রিবুকিং শীঘ্রই শুরু হবে…

09/11/2025

পানাগড় বইমেলা ও সাহিত্য উৎসবের মঞ্চে প্রকাশিত হল বিশিষ্ট গবেষক শ্রী হরিপদ ভৌমিক বিরচিত 'অচেনা অজানা শ্রীরামকৃষ্ণ'। উপস্থিত ছিলেন 'কচি পাতা'র সম্পাদক দীপাঞ্জন দাস ও বিশিষ্ট লেখক বাসুদেববাবু।

পানাগড় বইমেলায় সেজে উঠেছে 'কচি পাতা'-এর স্টল। সকলকে আমন্ত্রণ জানালাম। স্টল নং: ১৭
05/11/2025

পানাগড় বইমেলায় সেজে উঠেছে 'কচি পাতা'-এর স্টল।

সকলকে আমন্ত্রণ জানালাম।

স্টল নং: ১৭

সকলে ভালো থাকুন❤️🙏🏻
04/10/2025

সকলে ভালো থাকুন❤️🙏🏻

আজ, কলকাতা প্রেমিক শ্রী হরিপদ ভৌমিকের ৭৫তম জন্মদিবসে সম্মাননা জ্ঞাপন করলেন কচি পাতার সম্পাদক দীপাঞ্জন দাস ও আখরকথার কর্ণ...
19/09/2025

আজ, কলকাতা প্রেমিক শ্রী হরিপদ ভৌমিকের ৭৫তম জন্মদিবসে সম্মাননা জ্ঞাপন করলেন কচি পাতার সম্পাদক দীপাঞ্জন দাস ও আখরকথার কর্ণধার শুভঙ্কর মাজি...❤️

 #কচি_পাতা  #শারদসংখ্যা  ‘কচি পাতা’ নিবেদিত ‘শারদ সংখ্যা ১৪৩২’ ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। বিষয়: নস্টালজিয়ার তিন দশক, সত্...
26/08/2025

#কচি_পাতা
#শারদসংখ্যা


‘কচি পাতা’ নিবেদিত ‘শারদ সংখ্যা ১৪৩২’ ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে।

বিষয়: নস্টালজিয়ার তিন দশক, সত্তর থেকে নব্বই

মুদ্রিত মূল্য: ২৪৯/-

পাওয়া যাচ্ছে নিম্নে উল্লিখিত স্টোরগুলিতে। এছাড়া পাবেন আমাদের ওয়েবসাইটে।



কচি পাতা বইঘর
পানাগড়,
পশ্চিম বর্ধমান-৭১৩১৪৮
৮৬৩৭৮৪৬৪২৪


দে বুক স্টোর (দীপু)
১৩, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা-৭০০০৭৩
৭০০৩১৩৪৪৪৯


অরণ্যমন
স্টল ২০, ব্লক ২, সূর্য সেন স্ট্রিট, কলকাতা-৭০০০১২
৭২৭৮৯৯২৫৪০


শব্দ প্রকাশন
স্টল ১১, ব্লক ২, সূর্য সেন স্ট্রিট, কলেজ স্কোয়ার (দক্ষিণ), কলকাতা-৭০০০১২
৯৮৫১৭৪১২১৫

গল্পগুচ্ছ
১৩/১, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা-৭০০০৭৩
৬২৯১৬৮৮৪০০


প্ল্যাটফর্ম
কলেজ স্কোয়ার (পূর্ব), ব্লক ৪, স্টল ১৪, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা-৭০০০৭৩
৭৯৮০০৩৮২৮০


বইওয়ালা এক্সপ্রেস
১৮এ, বালক দত্ত লেন, কলকাতা-৭০০০০৭
৯০৭৩৮৮৪৭৪৭

এছাড়া সরাসরি আমাদের কাছে অর্ডার করতে যোগাযোগ করতে পারেন ৮৬৩৭৮৪৬৪২৪ নম্বরে।

 #কচি_পাতা  #শারদসংখ্যা ‘কচি পাতা’ নিবেদিত ও দীপাঞ্জন দাস সম্পাদিত ‘শারদ ১৪৩২’ ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। বিষয়: নস্টালজিয়...
19/08/2025

#কচি_পাতা
#শারদসংখ্যা

‘কচি পাতা’ নিবেদিত ও দীপাঞ্জন দাস সম্পাদিত ‘শারদ ১৪৩২’ ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে।

বিষয়: নস্টালজিয়ার তিন দশক, সত্তর থেকে নব্বই

মুদ্রিত মূল্য: ২৪৯/-

কলেজস্ট্রিটের বিভিন্ন দোকানে পাওয়া যাচ্ছে।

সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ৮৬৩৭৮৪৬৪২৪ নম্বরে।

আমাদের ওয়েবসাইটে, প্রিবুকিং-এর ২৭% ডিসকাউন্ট আরো কিছুদিন বজায় থাকবে। চাইলে, সেখান থেকেও আপনার কপিটি বুক করে নিতে পারেন।

লিংক কমেন্টবক্সে দিলাম।

স্বাধীনতা দিবসের পূণ্য দিনে শ্রী প্রীতম চট্টোপাধ্যায় এর মূল্যবান আলোচনা  #ঊনবিংশতি_মিথ, বীরভূম পর্ব নিয়ে Goodreads এ।অ...
18/08/2025

স্বাধীনতা দিবসের পূণ্য দিনে শ্রী প্রীতম চট্টোপাধ্যায় এর মূল্যবান আলোচনা #ঊনবিংশতি_মিথ, বীরভূম পর্ব নিয়ে Goodreads এ।

অনেক অনেক ধন্যবাদ।

Address

Kanksa Subhas Pally
Panagarh
713148

Alerts

Be the first to know and let us send you an email when কচি পাতা - Kochi Pata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কচি পাতা - Kochi Pata:

Share

Category