04/04/2025
#কচি_পাতা
#নতুন_বই
আদি অনন্ত কাল ধরে সমগ্র বিশ্ব জুড়ে শক্তির এক বিশেষ সাধনার স্রোত বয়ে চলেছে। শিবের অপর নাম ঈশান। ঈশানীরা সারা ভারতবর্ষ, এশিয়া, মিশর, রোম ও গ্রিসে ব্যাপকভাবে এক সময় ছড়িয়ে পড়েছিলেন। এদেশে এঁরা নাথযোগী হিসেবে পরিচিত। ঈশানাথ ছিলেন এঁদের আদিগুরু। নাথযোগীরা লিঙ্গরূপী শিবের উপাসক। মহেন-জো-দাড়োয় প্রাপ্ত পোড়ামাটির সিলে দেখা যায় ধ্যানমগ্ন এক যোগী। এটিকে পশুপতির মূর্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁর মাথায় একটি ত্রিশীর্ষ শিরস্ত্রান। মূর্তিটির চারদিকে হাতি, বাঘ, গন্ডার, সাপ, মাছ ও মানুষ রয়েছে। শিবের বর্তমান ত্রিশূলের সাথে যার অদ্ভুত মিল। আফগানিস্তানের বন্ন প্রদেশ, বালুচিস্তান, খোটান প্রভৃতি স্থানে পশুপতিদের যথেষ্ট প্রভাব ছিল। বাইবেলের পুরাতন সমাচারে দেখা যায়, রোহোবোয়েমের পুত্র আশা তাঁর মা মায়াক্কাকে লিঙ্গের সামনে বলি দিতে নিষেধ করেছিলেন। ইহুদিরা লিঙ্গরূপী দেবতা বেলফেগোর পূজা করতেন। তার আগে তাঁরা বেলফেগোর গুপ্তমন্ত্রে দীক্ষিত হতেন। মোয়াবিরবাসীরা ফেগোর পাহাড়ে অবস্থিত এক লিঙ্গের উপাসনা করতেন। জুদাবাসীরা ঘন জঙ্গলাকীর্ণ পর্বতের চূড়ায় লিঙ্গের উপাসনা করতেন। তাঁদের এই দেবতার নাম ছিল 'Baal'। সিন্ধুনদের পূর্বে কোটিশ্বর লিঙ্গের প্রাচীন মন্দির রয়েছে। গ্রিস ও মিশরের Bacchus দেবের চক্রপীঠস্থ লিঙ্গমূর্তি এই কোটিশ্বরের অনুরূপ। বাইবেলে এই লিঙ্গমূর্তি Chium বা শিউম নামে উল্লিখিত (শিউম-শিবম)। এঁরা লিঙ্গ উপাসক ও নাথযোগীদের মতো কপালে ভস্মতিলক ধারন করতেন।
বাইবেলার ওল্ড টেস্টামেন্টে যীশুর জীবনের ১৯ বছরের কোনো তথ্য পাওয়া যায়না। তাঁর সমসাময়িক এমন কিছু পুঁথি পাওয়া যায় যেখানে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে তিনি মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ স্থান পরিভ্রমণ করে সিন্ধুদেশ পার করে ভারতে প্রবেশ করেছিলেন। জীবনের প্রথম অধ্যায় এবং শেষ অধ্যায়ে তাঁর জীবনের এক গভীর আধ্যাত্মিক যাত্রার দিনলিপি তুলে ধরার চেষ্টা করেছি এই উপন্যাসের মাধ্যমে। আমাদের এশিয়া মহাদেশের এই ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করেছে বিদেশি শক্তি। তাই তো লাদাখের হেমেসি থেকে ফিরে এসে Notovitch যখন ২০০০ বছরের প্রাচীন সেই পুঁথির কথা জানালেন, তখন Max muller সেই প্রাচীন পুঁথিকে ধ্বংস করার জন্য হেমিসে লোক পাঠালেন। স্বামী অভেদানন্দের কাশ্মির ও তিব্বত গ্রন্থেও সেই রহস্যময় পুঁথির কথা উঠে এসেছে। ম্যাক্স মুলারের মনে এই পুঁথিকে নিয়ে কেন এতো দুশ্চিন্তা তৈরি হয়েছিল?
প্রসঙ্গত, ঈশ্বরের পুত্রের জীবনে প্রেম আসতে পারবে না, তাঁর কোনো সন্তান থাকতে পারবে না। এমনকি তাঁর গস্পেল গুলোকেও পোপের শহরের গোপন অন্ধকার কুঠুরিতে বন্দী করে নিজেদের ইচ্ছে মতো বানী তাঁর মুখে বসিয়ে দেওয়া হয়েছে। তাঁর নাম করে সারা বিশ্বে সাম্রাজ্যবাদী আগ্রাসন চালানো হচ্ছে। স্বীকৃতি দেওয়া হয়নি তাঁর একমাত্র কন্যা সারাকে। তাঁর সম্পূর্ণ অস্তিত্বকে বন্দী করা হয়েছে।
সমগ্র মধ্য প্রাচ্য, সিন্ধুদেশ এবং ভারতের বুকে তাঁর জীবনের এক অজ্ঞাত অধ্যায়ের ইতিহাস লুকিয়ে আছে। এই ইতিহাসকেই বিভিন্ন তথ্যসহ 'এক অনন্ত জীবন' উপন্যাসটির মাধ্যমে তুলে ধরেছেন লেখক দেবশ্রী চক্রবর্তী।
আজ প্রচ্ছদ প্রকাশিত হল।
প্রচ্ছদ: সন্তু কর্মকার