
29/08/2025
অভিনয় জগতে আসা আমার 2015 সালে, মনে একজন অভিনয় শিক্ষার্থী হিসাবে। আর আজ 2025। এই 10 বছরের মধ্যে প্রায় 3 বছর ব্যক্তিগত এবং একটি বিশেষ কারণে (Covid) অভিনয় জগৎ থেকে দূরে ছিলাম। কিন্তু বাকি এই 7 বছরে ভালো মানুষের তুলনায় খারাপ মানুষের সাথে পরিচয় হয়েছে অনেক বেশি। কিন্তু ওই কথায় আছে "খারাপ যতই বড় হোক না কেন, ভালোর সামনে সব সময় ছোটই থাকে"। ঠিক সেই ভাবেই বেশ কিছু ভালো মানুষরা আমাকে অনেক কিছু ভালো শিখিয়েছেন। সেই সব মানুষদের হাত ধরে প্রায় 30 টির ও বেশি চরিত্রে অভিনয় করেছি। শিখেছি, ভুল করেছি, আবার চেষ্টা করেছি। সেটা হোক Junior Artist বা Talky Charector বা হোক Charector Artist। হ্যাঁ হয়তো আজও আমি পারফেক্ট হয়ে উঠতে পারিনি, কিন্তু চেস্টা সবসময় করে যাচ্ছি। সেটা হোক I.P.S AZAD থেকে রোমান্টিক প্রমিক বিতান বা হোক চায়ের দোকানদার সান্তনু থেকে বাস কন্ডাক্টর রাহুল, সব জায়গাতেই নিজের সব থেকে শ্রেষ্ঠটাই দর্শকদের দেবার চেষ্টা করেছি। কাজেই যতদিন বেঁচে আছি অভিনয় করে যাবো। কারণ আমাকে আমার অভিনয়ের গুরু বলে ছিলেন - "যদি সবার ওপরে উঠতে চাও তাহলে সবার থেকে বেশি পরিশ্রম করতে হবে, কারণ ঝড়ের ধুলো যতই ওপরে চলে যাকনা কেনো কখনও আকাশকে নোংরা করতে পারবে না"