18/09/2025
বীরভূম জেলার রামপুরহাটের বারমেশিয়া গ্রামের এক আদিবাসী ছাত্রী ২৮ আগস্ট নিখোঁজ হয়।অভিযোগ দায়ের হলেও পুলিশ উদাসীন! ১ সেপ্টেম্বর পদার্থবিজ্ঞানের শিক্ষক মনোজ পালকে আটক করা হয়েছিল, কিন্তু “প্রমাণ নেই” বলে ছেড়ে দেওয়া হয়। প্রশ্ন উঠছে – তখন প্রমাণ ছিল না, এখন হঠাৎ কীভাবে প্রমাণ পাওয়া গেল? নাকি সে আদিবাসী বলেই পুলিশ গুরুত্ব দেয়নি?
👉 যদি এই ঘটনা কোনো উচ্চবর্ণের বা কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রীর সাথে ঘটত, তবে পুলিশ-প্রশাসন কি এভাবে উদাসীন থাকত? না! তখনই তৎপরতা দেখা যেত।
কিন্তু এখানে এক আদিবাসী কন্যার রক্ত বৃথা গেছে। শিক্ষক সমাজের কলঙ্ক মনোজ পাল ধর্ষণ ও খুন করার পর ছাত্রীটির দেহ টুকরো টুকরো করে বস্তায় ভরে সেচ খালে ফেলে দেয়। এমন নৃশংসতা ক্ষমার অযোগ্য। আমরা দোষীর ফাঁসি চাই!
কিন্তু এখানেই শেষ নয়—
⚫ পুরুলিয়ার বড়গেড়িয়া স্কুলের প্রধান শিক্ষক ভাস্কর মাহাত এখনও অধরা।
⚫ বাঁকুড়ার পাত্রসায়েরে আজই আরেক আদিবাসী ছাত্রী শ্লীলতাহানির শিকার।
👉 আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি—
এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আর নীরব দর্শক থাকব না, অবিলম্বে ময়দানে নামছি। দোষীর কঠোরতম শাস্তি অর্থাৎ ফাঁসি চাই।
আদিবাসী সমাজ আর সহ্য করবে না। আমাদের কণ্ঠস্বর এবার গর্জে উঠবেই, উলগুলান হবেই প্রয়োজনে সেন্দ্রাও হবে।
Bhumij