
23/07/2025
।।জয় মা তারা জয় গুরু বামদেব।।
শ্রীশ্রী তারামা আমাদের আদি শক্তি, ভক্তদের কষ্টহারিণী, করুণাময়ী। আগামী ৬ই শ্রাবণ(ইংরেজি 23 শে জুলাই'2025)বুধবার রাত্রি ২ঃ২৪ মিনিট থেকে পর দিবস ৭ই শ্রাবণ (24শে জুলাই'2025)বৃহস্পতিবার রাত্রি ১২:৫৯ পর্যন্ত অমাবস্যা থাকবে। এই উপলক্ষে বৃহস্পতিবার রাত্রিতে শ্রীশ্রী তারামা মন্দিরে আয়োজন করা হয়েছে এক বিশেষ পূজা, যজ্ঞ ও নাম কীর্তন।
এই পবিত্র চিতলোগি অমাবস্যা তিথিতে আপনাদের পরিবারের সকল সদস্যসহ সশ্রদ্ধ উপস্থিতি একান্তভাবে প্রার্থনীয়। আসুন, সকলে মিলে মাতৃচরণে নিবেদন করি আমাদের প্রণাম, প্রার্থনা ও ভালোবাসা।
নমস্কারান্তে
চক্ গোপাল শ্রী শ্রী তারা মা মঙ্গলময়ী সেবা ট্রাস্ট।