07/11/2025
আজকের সকালে মায়ের দর্শন যেন এক অপূর্ব শান্তির ছোঁয়া। ভোরের আলো ফুটতেই মন্দির প্রাঙ্গণে ঢুকতেই মনে হল, সব দুঃখ, সব অশান্তি যেন মায়ের চরণে মিশে গেল। ঢাকের আওয়াজ, ফুলের গন্ধ, ধূপের ধোঁয়া আর ভক্তের ভিড় সব মিলিয়ে এক অনন্য আবেগে ভরে উঠল মন। মায়ের চোখের সেই করুণ দৃষ্টি যেন আশীর্বাদে ভরে দিল হৃদয়, মনে হল জীবনের সব ক্লান্তি, সব সংশয় মুছে গেল এক মুহূর্তে। সত্যিই, এমন সকাল বারবার আসুক জীবনে যেখানে মায়ের দর্শনে দিনটা শুরু হয়, আর অন্তর ভরে ওঠে শান্তি, শক্তি ও ভালোবাসায়।
#গ্রামেরগন্ধ