26/12/2025
আজ শুক্রবারের পবিত্র সকালে মায়ের দর্শন এক অন্যরকম প্রশান্তি এনে দিল। 🙏
ভক্তির চোখে মায়ের চরণে মাথা নত হতেই যেন সমস্ত ক্লান্তি, সংশয় আর অস্থিরতা দূরে সরে গেল।
এই বিশ্বাসই আমাদের শক্তি—মা আছেন বলেই পথচলা নির্ভয়ে, মন ভরসায় ভরা।
মায়ের কৃপায় জীবনের প্রতিটি মুহূর্ত হোক আলোকিত, শান্তিময় ও মানবিকতায় পরিপূর্ণ।