27/06/2025
✨ শুভ রথযাত্রা ২০২৫ :: মোহনপুর ⭕‼️⭕
জয় জগন্নাথ! জয় বলরাম! জয় সুভদ্রা! 🙏
আজ সেই পবিত্র দিন—যখন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী মহারথে চড়ে আমাদের মাঝে আসেন।
এই রথযাত্রা শুধুই উৎসব নয়, এটি ভক্তির এক অপার প্রকাশ।
শত সহস্র মানুষের কণ্ঠে ধ্বনিত হয়—"জয় জগন্নাথ!", আর রথের চাকা ঘুরতে থাকে ভক্তির শক্তিতে।
রথ টানা মানে শুধু একটা রশি টানা নয়—এ হল ঈশ্বরকে হৃদয়ে টেনে আনা, আত্মাকে পবিত্র করার এক সুযোগ।
রথের সঙ্গে সঙ্গে যেন আমাদের মন থেকেও মোহ, অহংকার ও হিংসা রথে চড়ে বেরিয়ে যায়।
এই শুভ দিনে প্রার্থনা করি—
🌾 সবের মঙ্গল হোক
🌺 সবাই যেন ভক্তির আলোয় আলোকিত হন
🙏 হোক শান্তি, সুস্থতা ও সম্প্রীতির বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ুক
জগন্নাথ দেবের কৃপায় ভরে উঠুক আমাদের জীবন।
শুভ রথযাত্রা! রথে চড়ে আসুন প্রভু, আশীর্বাদ দিন আমাদের সকলকে।
🚩✨
#শুভরথযাত্রা #জয়জগন্নাথ #ভক্তিরপথে #রথযাত্রা
পশ্চিম মেদিনীপুর এর ছোট্ট শহর মোহনপুর ❤️