01/10/2024
দেবী পক্ষের সূচনা ✨🎉❤️🙏
💁🏻♂️ মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের শুরু। দেবী মহামায়ার আগমন আসন্ন বোঝায়।
*🌸কিন্তু মহালয়া কি ??*
*🌸 কেনো এই মহালয়া??*
💠✢💠 ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের জন্য। বসন্ত কালে আসল যে দুর্গাপূজা হয় তাকে বলা হয় বাসন্তী পূজা।
💠✢💠 সনাতন ধর্মে কোনো শুভ কাজ করতে গেলে, বিবাহ করতে গেলে প্রয়াত পূর্বপুরুষদেরদের উদ্দেশ্যে তর্পণ করতে হয়।
💠✢💠 সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের মর্তে পাঠিয়ে দেওয়া হয়, প্রয়াত আত্মার যে সমাবেশ হয় তাকে মহালয় বলা হয়। এই মহালয় থেকেই মহালয়া।
💠✢💠 পিতৃপক্ষের শেষক্ষণ ও মাতৃপক্ষের সূচনাকালের সময়কেই মহালয়া বলা হয়। প্রলয়কালে পৃথিবী এক বিরাট কারণ-সমুদ্রে পরিণত হলে শ্রীবিষ্ণু সেই সমুদ্রের উপর অনন্তনাগকে শয্যা করে যোগনিদ্রায় মগ্ন হলেন। এই সময় বিষ্ণুর কর্ণমল থেকে মধু ও কৈটভ নামে দুই দৈত্যে নির্গত হয়ে বিষ্ণুর নাভিপদ্মে স্থিত ব্রক্ষ্মাকে বধ করতে উদ্যত হল। ভতি হয়ে ব্রম্মা বিষ্ণুকে জাগরিত করবার জন্য তাঁর নয়নাশ্রিতা যোগনিদ্রাকে স্তব করতে লাগলেন। সৃষ্টি হয়ে দেবী শ্রীবিষ্ণুকে জাগরিত করলে তিনি পাঁচ হাজার বছর ধরে মধু ও কৈটভের সাথে মহাযুদ্ধে রত হলেন। পতিৃপক্ষ আর দেবীপক্ষরে সন্ধক্ষিণ হচ্ছে মহালয়া।
*🌸জয় মা দুর্গা🌸*
*🌸জয় শ্রীরাধা গোবিন্দ🌸*
┈┉━❀❈🙏🏻❈❀━┉┈
┗══━══·٠•●∞| ✠ |∞●•٠·══━══┛
©️