
14/07/2025
উষ্ণ অভিনন্দন ♥️
পাথারকান্দির কাবাড়ীবন্দের বাসিন্দা মরহুম আব্দুল কাইয়ুম সাহেবের মেয়ে আফরুজা সুলতানা পাথারকান্দি কলেজ অফ এডুকেশন-এর প্রশিক্ষণার্থী বিএড ২০২৩-২০২৫ বর্ষের ছাত্রী।বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত ফলাফল শীট অনুসারে, পাথারকান্দি বি.এড কলেজের প্রশিক্ষণার্থী আফরুজা সুলতানা ৮৪.২% নম্বর নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। আফরুজা সুলতানার এই ফলাফলে প্রশিক্ষণার্থী বন্ধুদের সঙ্গে এলাকাবাসী ও শিক্ষকসমাজ খুব আনন্দিত পাথারকান্দিবাসীদের জন্য গর্বের দিন। আফরুজা সুলতানার দীর্ঘায়ু ও স্বাস্থ্য এবং ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি 🤲