09/04/2025
মৃত শহর
এ শহরে প্রতি রাতেই মৃত্যু ঢলে পড়ে,
বিশ্বজোড়া বিবেক আজ নিরুদ্দেশ সমূহান।
হত্যার মিছিলে ক্ষমতার আস্ফালনে-
'রাফা' তুমি কেবলই আজ মৃত শহরের নাম!
শহরের শরীরে ভাঁজে ভাঁজে ভগ্নস্তূপে-
শত সহস্র নীরবতার জয়গান।
ভাঙা অট্টালিকায় মৃতের শহরে-
'রাফা' তুমি কেবলই আস্ত একটি কাফনের নাম!
6/04/2025