কবিতায় ভাবনায়

কবিতায় ভাবনায় সেদিনও প্রতিবাদ বইতাম,
থাকি দুমড়ে-গুমটে কিংবা জেলখানা।

09/04/2025

মৃত শহর

এ শহরে প্রতি রাতেই মৃত্যু ঢলে পড়ে,
বিশ্বজোড়া বিবেক আজ নিরুদ্দেশ সমূহান।
হত্যার মিছিলে ক্ষমতার আস্ফালনে-
'রাফা' তুমি কেবলই আজ মৃত শহরের নাম!

শহরের শরীরে ভাঁজে ভাঁজে ভগ্নস্তূপে-
শত সহস্র নীরবতার জয়গান।
ভাঙা অট্টালিকায় মৃতের শহরে-
'রাফা' তুমি কেবলই আস্ত একটি কাফনের নাম!
6/04/2025

06/01/2025

>পুরুষ<
মাঠের কোলাহল কান বেয়ে সোজা অতীতের পৃষ্ঠায় ধাক্কা দেয়,
ভাপাপিঠের গন্ধেও আজ আর পা থামে নি!
এখন আমি শুধুই 'পুরুষ'।
মহাকাশ সাক্ষী-
আজও কোনো পুরুষ বুক পকেটে দিন শেষে এক বিন্দু শখ রাখে নি।
ক্লান্তিহীন পৃথিবী যেমনটা ঘুরছেই,
বাঁচানোর যুদ্ধে-
একেকটা পুরুষ প্রহরী ভীষ্মের অভেদ্য হস্তিনাপুর নগরী।

18/08/2024

>>>>>>>শেখার পালা

18/08/2024

>>>উপসর্গ

13/08/2024

>>>কনফারেন্স রুম

04/07/2024

>>>>>গ্রাস

15/04/2024

>>>>>জাগতিক

05/04/2024

ভোটের বাজার
গরমাগরম,
হরেক রকম-
স্লোগান।

নেতার ভাষণ
ছমছমাছম,
মানুষ ঠকার-
দোকান।
6/04/2024

05/04/2024

>>>>>নিরুদ্দেশ

13/02/2024

>>>>বধিরত্যকা

22/01/2024

এবারেও কলকাতা বইমেলায় প্রতিবাদী কবিতা পাওয়া যাবে।
এবারেও আমার কবিতা থাকছে।
প্রতিবাদী কবিতা লেখার মজাই আলাদা, অনেকের মনে আসলেও হাতে আসে না।সুবিধাবাদী অবস্থানে থেকে প্রেম-গাছ-পরিবার-নদীর মধ্যেই থাকতে চান।
শেষ ছয় বছরে প্রতি সংখ্যাই সব কপি বিক্রি হয়ে যায়।
আশা করছি এবারেও হবে।
মাত্র 50 টাকা প্রতি কপি।
8 ও 9 নম্বর গেট দিয়ে ঢুকে 585 নম্বর স্টলে।

12/01/2024

>>>>ডাকবাক্স

Address

Patiram
733133

Telephone

9002678088

Website

Alerts

Be the first to know and let us send you an email when কবিতায় ভাবনায় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কবিতায় ভাবনায়:

Share

Category