
19/11/2024
কিছু অভিমান,,আজও অম্লান, শ্রাবণ গেছে ফিরে
খুব একাকী,সজল আঁখি, ঝাপসা স্মৃতির ভীড়ে
আড়াল করা,সোহাগ মোড়া,নাম না জানা ভুল
সাঁঝের বুকে ,রঙিন সুখে, শিশির মাখা ফুল।
খুব গোপনে, মন গহীনে, নীলচে গভীর ক্ষত
আমি রয়েই যাবো, বয়েই যাবো, ধানসিঁড়িটির মত।
রীনা...