Plassey News

Plassey News local news

15/09/2025

এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে নেমে কার্যত ল্যাজেগোবরে পাকিস্তান। পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার মাঠে নামা নিয়ে দ্বিধাবিভক্ত ছিল দেশ। তবে ২২ গজে টিম ইন্ডিয়ার হাতে ধরাশায়ী পাকিস্তান।

যদিও প্রথম বল শুরুর আগেই বিব্রত হয়ে পড়েছিল সালমান আলি আঘার নেতৃত্বাধীন পাক শিবির।টসের পর অধিনায়ক সূর্যকুমার যাদব হাত মেলাননি পাক অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে। হাত মেলানো তো দূর দুই অধিনায়ক পরস্পরের দিকে তাকাননি পর্যন্ত। এর পরপরই, উভয় দলই নিজ নিজ দেশের জাতীয় সংগীতের জন্য সারিবদ্ধভাবে মাঠে দাঁড়ায়। তখনই ডিজের চরম ভুলে হাসির খোরাক হল টিম পাকিস্তান। যখন পাকিস্তানের জাতীয় সংগীত বাজানোর সময় এসেছিল, তখন ঘোষণা করা হয়- 'এবার জাতীয় গান বাজার সময়। প্রথমে পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাজবে, তারপর ইন্ডিয়ার'। তখন ডিজে ভুলবশত টেশার এবং জেসন ডেরুলোর 'জলেবি বেবি' গানটির চালিয়ে দেয় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ভরা জনতার সামনে। গানটি প্রায় ছয় সেকেন্ড ধরে গান চলার পর বন্ধ করা হয়, শুরু হয় পাকিস্তানের জাতীয় সঙ্গীত।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। ভারত ও পাকিস্তান উভয়ই তাদের আগের ম্যাচগুলি থেকে অপরিবর্তিত প্লেয়িং একাদশ মাঠে নামিয়েছিল। যদিও পাক অধিনায়কের সিদ্ধান্ত শাপে বর হয় সূর্যকুমার যাদবদের জন্য়। ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান।

ভারতের ঝুলিতে পর পর ২ উইকেট আসে ৬ রানের মধ্যে। এরপর ম্যাচ গড়াতেই ময়দানে নামেন ভারতের স্পিনাররা। কার্যত স্পিনের ভেল্কিতে কাবু হয় পাকিস্তানি ব্যাটিং অর্ডার। সাহিবজ়াদা ফারহান, ফাকর জমান পাক শিবিরের রাশ ধরতে না ধরতেই প্যাভিলিয়নে ফেরেন। বরুণ চক্রবর্তী ও অক্ষর পটেলের বল কোন দিকে যাবে তা বুঝতে বুঝতেই ড্রেসিংরুমে ফিরে যান একের পর এক পাক ব্য়াটার।

কিস্তানের ইনিংসের শেষের দিকে শাহিন আফ্রিদির দুই ৬ ছক্কা বেশ কিছুটা মাইলেজ দেয় পাক শিবিরকে! পাক ইনিংস শেষ হয় ১২৭ রানে। সঙ্গে ৯ উইকেট। জয়ের প্রয়োজনীয় রান তুলতে বেশি কসরত করতে হয়নি মেন ইন ব্লুকে। ম্যাচের ২৫ বল বাকি থাকতেই ১৫.৫ ওভারেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক সূর্য কুমার যাদব। ৪৭ রানের অপরাজিত ইনিংস খেললেন ভারত অধিনয়াক।

15/09/2025

সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগেই ভোটার তালিকা সংশোধন নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। শাসক-বিরোধী তরজায় মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। পরবর্তীকালে আধার কার্ড ভোটার তালিকায় নাম তোলার ১২ নম্বর পরিচয়পত্রের স্বীকৃতি পেয়েছে।জানেন, বাকি ১১টা কী ।

এমন পরিস্থিতিতে, আসুন জেনে নিই সেই ১২টি নথি কী কী, যেগুলির যেকোনও একটি দিয়ে আপনি ভোটার তালিকায় আপনার নাম যুক্ত করতে পারবেন।

এখন এই ১২টি পরিচয়পত্র ভোটার তালিকায় নাম যুক্ত করার জন্য বৈধ।

১. জন্মের শংসাপত্র: পৌর কর্পোরেশন, পঞ্চায়েত বা যেকোনও স্বীকৃত সরকারি প্রতিষ্ঠান কর্তৃক জারি করা উচিত।

২. পাসপোর্ট: ভারত সরকারের বৈধ পাসপোর্ট পরিচয়পত্র হিসেবে প্রয়োজন।

৩. ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা অন্য কোনও শিক্ষাগত শংসাপত্র: একটি স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা।

৪. সরকারি চাকরির পরিচয়পত্র বা পেনশন অর্ডার : সরকারি কর্মচারী বা পেনশনভোগীদের জন্য বৈধ নথি।

৫. স্থায়ী বসবাসের শংসাপত্র: জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা শংসাপত্র।

৬. বন অধিকার শংসাপত্র বা ফরেস্ট রাইট সার্টিফিকেট : এটি উপজাতি বা বনাঞ্চলে বসবাসকারী মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি।

৭. কাস্ট সার্টিফিকেট : সমাজকল্যাণ বিভাগ বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত শংসাপত্র

৮. এনআরসি নথি: ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্সের পাওয়া প্রাপ্ত নথি

৯. ফ্য়ামিলি রেজিস্টার : নগর পালিকা বা গ্রাম পঞ্চায়েতের মতো স্থানীয় সংস্থা কর্তৃক প্রদত্ত

১০. জমি বা বাড়ি বরাদ্দের শংসাপত্র: জমি বা বাড়ির বিবরণ সম্বলিত যেকোনো সরকারি বিভাগ কর্তৃক প্রদত্ত শংসাপত্র

১১. ১৯৮৭ সালের আগে জারি করা যেকোনো সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পরিচয়পত্র: ১৯৮৭ সালের আগে সরকারি বিভাগ বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং (PSU) তে নিযুক্ত ব্যক্তিদের কাছে থাকা পরিচয় পত্র।

১২. আধার কার্ড: সুপ্রিম কোর্টের আদেশের পর, এটি এখন পরিচয়ের প্রমাণ হিসেবেও স্বীকৃত হবে।

06/07/2025
06/07/2025

পলাশীতে মহরমের শোভাযাত্রা

23/06/2025

12 রাউন্ড শেষে প্রায় ৩১ হাজার ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ

23/06/2025

অষ্টম রাউন্ড শেষে ২৪ হাজার ৯৫৫ ভোটে আগে আলিফা আহমেদ

23/06/2025

পঞ্চম রাউন্ড শেষে তৃণমূল এগিয়ে ১৮৪৭২ ভোটে

23/06/2025

পোস্টাল ভোট গণনায় এগিয়ে আলিফা আহমেদ দ্বিতীয় স্থানে বিজেপি

14/06/2025

৯৮০ গ্রাম হিরোইন সহ গ্রেফতার চার

Address

Plassey, Nadia
Plassey
741156

Alerts

Be the first to know and let us send you an email when Plassey News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Plassey News:

Share