The tale of Hinduism’s

The tale of Hinduism’s hare krishna

31/10/2023

Hare krishna🥰🥰

#লক্ষ্মীদেবী

মন খারাপ থাকলে,মন্দিরে  যান।মন ভালো থাকলে মন্দিরে  যান,মন ভারী থাকলে মন্দিরে যান,মন হালকা থাকলে মন্দিরে যান🥺❣️মন্দিরে  য...
04/09/2023

মন খারাপ থাকলে,মন্দিরে যান।
মন ভালো থাকলে মন্দিরে যান,
মন ভারী থাকলে মন্দিরে যান,
মন হালকা থাকলে মন্দিরে যান🥺❣️
মন্দিরে যাওয়ার মত অবস্থা না থাকলে,
ঘরের দেবালয় অর্থাৎ ঠাকুর ঘরে যান😊
যিনি প্রতিষ্ঠিত থাকবে ওই ঘর বা মন্দিরে,
আপনার আনন্দ,দু:খ শেয়ার করুন।দেখবেন এক অসামান্য শান্তি অনুভব হচ্ছে😞🙏💟

যখন সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একা দাড়ায়।কেননা অসত্যের কাহিনী হয় বিশাল । কারণ তার পিছনে মূর্খ, লোভী, স্বার্থ...
04/07/2023

যখন সত্যের সাথে অসত্যের লড়াই হয়
তখন সত্য একা দাড়ায়।কেননা অসত্যের কাহিনী হয় বিশাল ।

কারণ তার পিছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে ।

হরে কৃষ্ণ ❤️❤️

03/07/2023





রাধা রানী কে❣️আমরা অনেকেই রাধা রানী কে, সেটা জানি না। আর না জেনে অনেক ভুল ধারনাকরে থাকি।। চলুন দেখি আমাদের বৈদিক গন্থে ক...
02/07/2023

রাধা রানী কে❣️

আমরা অনেকেই রাধা রানী কে, সেটা জানি না। আর না জেনে অনেক ভুল ধারনাকরে থাকি।। চলুন দেখি আমাদের বৈদিক গন্থে কি বলছে রাধা রানী সম্পর্কে।ভগবান শ্রীকৃষ্ণের আদিশক্তি শ্রীমতী রাধারাণী। শ্রী রাধারানী ও শ্রীকৃষ্ণের মধ্যে কোন পার্থক্য নেই, তাঁরা এক । কেবলমাত্রলীলারস আস্বাদন করার জন্য দুই দেহ ধারণ করেছেন । ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে, ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে আনন্দ প্রদানকরার জন্য নিজের বাম অংশ থেকে শ্রীরাধাকে সৃষ্টি করলেন। শ্রীমতী রাধারাণী আদিশক্তি রূপে জগতে খ্যাত হয়ে তাঁরনিজের চিৎশক্তির বলে অসংখ্য গোপী ও লক্ষ্মীদেবীদের কৃষ্ণের প্রীতিবিধান করার জন্য সৃষ্টি করেছেন । তবে সাধারণ লোকেরা এ তত্ত্ব না জেনে শ্রীমতী রাধারাণীকে একজনসাধারন নারী বলে জ্ঞান করেন । কারণ কামের বশবর্তী হয়ে তারা এ জগতে সমস্ত বস্তুকে কামময় দৃষ্টিতে দর্শন করেন । কিন্তুভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারাণী সমস্ত লীলা হচ্ছে প্রেমময় । এ জগতে প্রেমের লেশমাত্র গন্ধ নেই । এটি কামময় জগত। কাম ও প্রেমের মধ্যে আকাশ পাতাল তফাৎ ।আত্মেন্দ্রিয় প্রীতি-বাঞ্ছা—তারে বলি, ‘কাম’।কৃষ্ণেন্দ্রিয় প্রীতি-ইচ্ছা ধরে ‘প্রেম’ নাম ।। (চৈতণ্য চরিতামৃত৪/১৬৫)“নিজের ইন্দ্রিয় তৃপ্তির বাসনাকে বলা হয় কাম, আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের প্রীতিসাধনের ইচ্ছাকে বলা হয় প্রেম ।”শ্রীমতী রাধারাণীর অন্য একটি নাম ‘ক্যাচিৎ’, অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণকে অখন্ড সুখ প্রদান করেন। “সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন ।” দেহধর্ম, বেদ ধর্ম, লোক ধর্ম সব ত্যাগ করে কৃষ্ণের সেবা করেছিলেন । তবে এ তত্ত্ব সম্বন্ধে সকলে অবগত নয় ।কখনও কখনও কেউ যুক্তি প্রদান করেন যে শ্রীমতী রাধারাণীর নাম শ্রীমদভাগবতে নেই । কিন্তু এটিজানা উচিত শ্রীমতী রাধারাণীর নাম ও মহিমা শ্রীমদভাগবত ছাড়া ও শ্রীব্যাসদেবের রচিত বহু প্রামাণিক শাস্ত্রে উল্লেখিত আছে । শ্রীবৃহৎ ভাগবতামৃতে শ্রীপরীক্ষিত মহারাজের উক্তি –গোপীনাং বিততাদ্ভুতস্ফুটতর প্রেমানলার্চিশ্ছটাদগ­্ধানাংকিল নামকীর্তনকৃতাত্তাসাং­ স্পর্শেন সদ্যো মহা-বৈকল্যং স ভজন্ কদাপি ন মুখে নমানি কর্তুং পভুঃ ।।(বৃহদ্ভাগবতামৃতম্ – ১/৭/১৩৪)অর্থাৎ মহারাজ পরীক্ষিত নিজ জননী উত্তরাকে বললেন, “হে মাতা ! আমার গুরুদেব শুকমনি ভাগবত কথা কীর্তন করার সময়গোপীদের কারোর নাম উচ্চারণ করতে সমর্থন হননি ।

🌺  ✺  একাদশী বার্তা  ✺ 🌺🙏 কৃষ্ণ ময় শুভ হৈক দিনগুলো হরে কৃষ্ণ 🙏সুধী সনাতনী ভক্তবৃন্দ আগামী ১৪-জুন-২০২৩ ইংবার: বুধবার একা...
12/06/2023

🌺 ✺ একাদশী বার্তা ✺ 🌺
🙏 কৃষ্ণ ময় শুভ হৈক দিনগুলো হরে কৃষ্ণ 🙏
সুধী সনাতনী ভক্তবৃন্দ আগামী ১৪-জুন-২০২৩ ইং
বার: বুধবার
একাদশীর নাম: যোগিনী ব্রত তিথি উপবাস।
অনুগ্রহপূর্বক আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন, এবং আপনার আত্মীয়-স্বজন ও বন্ধু -বান্ধবকে এই একাদশী ব্রত পালনে উৎসাহিত এবং সহযোগীতা করুন হরে কৃষ্ণ 🙏

পারনের সময়
⊰᯽⊱┈──◑❊◑┈──┈⊰᯽⊱
পরের দিন : সকাল ০৫:১১ থেকে ০৯:০৪ মি: মধ্যে ঢাকা, বাংলাদেশ সময় এবং সকাল ০৪:৫১ থেকে ০৮:৩৫ মি: মধ্যে কলকাতা, ভারত সময়।

সকলকে ধন্যবাদ
┈┉━❀❈🙏🏻❈❀━┉┈
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।। 🙏

জরা,ব্যাধ,শর।এই তিনটা জিনিস অনেক পরিচিত☺️।এই তিন জিনিস নিয়েই যে জীবন গঠিত তা ভগবান পুরাকালেই এর ইংগিত দিয়ে গেছেন😊।জরার শ...
06/06/2023

জরা,ব্যাধ,শর।এই তিনটা জিনিস অনেক পরিচিত☺️।
এই তিন জিনিস নিয়েই যে জীবন গঠিত তা ভগবান পুরাকালেই এর ইংগিত দিয়ে গেছেন😊।জরার শর
স্বয়ং ভগবান নিজে প্রাণ ত্যাগ করেছিলেন😊।তাহলে জরার শর আমাদের জীবন কেও একিই ভাবে প্রভাবিত করবে, তাইনা☺️?

হরে কৃষ্ণ🥰

হরে কৃষ্ণ🙏👉স্নানযাত্রা কি?🌼🌼জৈষ্ঠ্য পূর্ণিমার মহেন্দ্রক্ষনে জগন্নাথকে স্নান করানোর যে আয়োজন সেটিই হচ্ছে স্নানযাত্রা। স্ক...
04/06/2023

হরে কৃষ্ণ🙏

👉স্নানযাত্রা কি?
🌼🌼জৈষ্ঠ্য পূর্ণিমার মহেন্দ্রক্ষনে জগন্নাথকে স্নান করানোর যে আয়োজন সেটিই হচ্ছে স্নানযাত্রা। স্কন্ধ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন যখন জগন্নাথদেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন তখন থেকেই শুরু হয় এই স্নান যাত্রা উৎসব। অর্থাৎ এই দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয় সমগ্র পুরীধামে। এই কারনে দেবস্নানা পূর্ণিমার পূর্ণময় তিথি এবং স্নানযাত্রা উৎসব প্রভু জগন্নাথের সকল ভক্ত তথা বৈষ্ণবদের জন্য এটি অত্যন্ত শুভ দিন। এদিন জগন্নাথ দেবের দর্শন করলে সমস্ত পাপ বিনাশ করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই পুরীতে জগন্নাথ বা দারুব্রহ্ম রূপে অবস্থান করেন।

সুখ অপেক্ষা দু:খ শ্রেষ্ঠ। এক মাত্রই এই সময় টাই তোমায় অনুভব করা যায় প্রভু❤️তখনই বোঝা যায় এক মাত্র তুমি ছাড়া গতি নেই।তোমার...
21/05/2023

সুখ অপেক্ষা দু:খ শ্রেষ্ঠ। এক মাত্রই এই সময় টাই তোমায় অনুভব করা যায় প্রভু❤️তখনই বোঝা যায় এক মাত্র তুমি ছাড়া গতি নেই।তোমার উপস্থিতি কেবল টের পাওয়া যায়।আর তুমি সেই ক্ষনেই বোঝাও যে ❝তুমিই জীবের অনুভুতি, আশ্রয়❞

#হরে_কৃষ্ণ❤️

Address

Pondicherry

Website

Alerts

Be the first to know and let us send you an email when The tale of Hinduism’s posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share