Homeouttraveller বাংলা

Homeouttraveller বাংলা Just Go With the Flow

05/05/2025

জোহার আলিপুরদুয়ারে আসেছি এখন ঘুরতে লাগে দেখা যাক কিভাবে এক্সপ্লোর করতে পারি 👋

উড়িষ্যার স্বর্গ বলা হয় এই কোরাপুট কে।উড়িষ্যা রাজ্যের এক নির্জন জায়গা হল কোরাপুট ।এখানে বেশি মানুষের ভিড় নেই, এটা আপ...
21/04/2025

উড়িষ্যার স্বর্গ বলা হয় এই কোরাপুট কে।উড়িষ্যা রাজ্যের এক নির্জন জায়গা হল কোরাপুট ।এখানে বেশি মানুষের ভিড় নেই, এটা আপনার উড়িষ্যার ভূস্বর্গ বলা হয়। এটা হাওড়া থেকে এক রাতের মধ্যেই কোরাপুট পৌঁছানো যায়। সম্বলপুরি এক্সপ্রেস। এখানে সহজেই ট্রেনের টিকিট ও পাওয়া যায়। এখানে থাকার জায়গাও আছে এখানে এখানে থাকার যে জায়গা গুলো আছে সেগুলো হচ্ছে উড়িষ্যা সরকারের। এখানে আপনারা এলে মনে করবেন যে আমি স্বর্গে আছি এখানে সারি সারি প্রচুর পাহাড় আছে। উড়িষ্যা
যোগাযোগঃ করার জন্য ৯০৬৪৯৫৭৪১৯
আমার লেখাগুলো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

22/03/2025

জোহার, একদিনের জন্য Indian Cow Boy হয়ে দেখো… রোদ, মাটির সঙ্গে সময় কাটা, গরুর সঙ্গে মাঠে হাঁটা—এটাই আসল ধৈর্যের পরীক্ষা।
Barta Media purulia

01/02/2025

পুরুলিয়ার বান্দোয়ানে সুরজানি রিসোর্ট ঘুরতে আসে চারদিকে পাহাড়ে ঘেরা দুয়ারসিনি জঙ্গলের ভিতরে, একদিন ঘুরতে আসে দারুন অভিজ্ঞতা হল। রাতের বেলায় জঙ্গলের নিস্তব্ধতা আর দিনের বেলায় চারদিকে ঘুরে ঘুরে প্রকৃতিকে কাছে পাওয়া। এই রিসোর্ট-এর এক সাইডে কিছু শীতকালীন সবজি চাষ করা হয়েছে, যেখান থেকে সরাসরি সবজি তুলে নিজের খাবারের থালায় একটা সত্যি দারুন এক্সপেরিয়েন্স হল এইখানে একদিন কাটাই। 😍
#পুরুলিয়া #বার্তামিডিয়া

01/02/2025

পুরুলিয়া জেলার মকর পরব বা পোষ পরবে আসে বিদেশি লোক ঢেঁকি কুটা দেখছে। কি করে গ্রামীন পরিবেশে পিঠা তৈরি করা হয় চালের গুড়ির লে, পুরুলিয়ার মানুষের গ্রামীণ জীবনযাত্রা এতটাই প্রকৃতির সঙ্গে জুড়ে আছে আর সংস্কৃতির গুলাতে এতটা মাটির ছাপ পাওয়া যায় যেটা ভাষায় ব্যক্ত করা যাবেক নাই।
#বার্তামিডিয়া #পুরুলিয়া

01/02/2025

হাতে দু’-তিন দিনের ছুটি? ঘুরে আসুন জঙ্গলঘেরা দুয়ারসিনি

গা ছমছমে জঙ্গলের ভিতর ছোট ছোট ঘর। রাত কাটাতে চান সেখানে? চলে যাতে পারেন পুরুলিয়ার দুয়ারসিনি। কোথায় থাকবেন, কেমন খরচ?

শহরের কোলাহলের থাকে দূরে দিন দুয়েকের জন্য ঘুরে আসতে চান? যদি জঙ্গল পছন্দ হয় হবে চলে যেতে পারেন পুরুলিয়ার দুয়ারসিনি। গা ছমছমে জঙ্গলের ভিতর ছোট ছোট কটেজে রাত কাটাবার অ্যাডভেঞ্চারের টানে এখন অনেকেই ছুটে যাচ্ছেন পুরুলিয়া ও ঝাড়গ্রামের দিকে। তেমনই একটি স্থান দুয়ারসিনি। ছোট ছোট পাহাড়ের মাঝে রয়েছে শাল-পিয়াল-শিমুলের বন।

গাড়ি ভাড়া করে দেখে লিতে পারেন টটকো জলাধার, হাড়গাড়া জঙ্গল, রাইকা পাহাড়। দুয়ারসিনির কাছেই বয়ে চলছে সাতগুড়ুম নদী। হাতে সময় থাকলে দেখে লিতে পারেন হাতিবাড়ি। এইখানে আছে একটি হাতি চলাচলের পথ বা ‘এলিফ্যান্ট করিডর’, যা ঝাড়গ্রাম থাকে দলমা রেঞ্জ পর্যন্ত বিস্তৃত।

দুয়ারসিনি থাকে ঘাটশিলার দূরত্ব ২৮ কিলোমিটার। হাতে সময় আর সঙ্গে গাড়ি থাকলে ঘুরে দেখতে পারেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ‘গৌরীকুঞ্জ’, পঞ্চপাণ্ডব টিলা বুরুডি লেক, ধারাগিরি ফল্‌স।

কী ভাবে যাবেন?

সড়কপথে যেতে চাইলে, কলকাতা থাকে বান্দোয়ান বাস যায়, বান্দোয়ান থেকে ছোট গাড়ি বা ট্রেকারে দুয়ারসিনি।

ট্রেনে করে যেতে চাইলে প্রথমে ঘাটশিলা যাওয়াই সুবিধা। রয়েছে বহু ট্রেন। হাওড়া-বারবিল জনশতাব্দী, ইস্পাত এক্সপ্রেস কিংবা লালমাটি এক্সপ্রেস ধরতে পারেন। স্টেশন থেকে অটো পেয়ে যাবেন। চাইলে পুরুলিয়া স্টেশনে নেমে সেখান থেকে বান্দোয়ান হয়েও যাওয়া যেতে পারে।

কোথায় থাকবেন?

দুয়ারসিনিতে সবচেয়ে ভাল থাকার জায়গা রাজ্য সরকারের বনোন্নয়ন নিগমের বাংলো। অনলাইনে বুক করতে হয় ঘর। ভাড়া ২০০০ টাকা প্রতি রাতে। এসির বন্দোবস্ত আছে। সঙ্গে ডরমেটারিও। একসঙ্গে চার জন থাকতে পারেন সেখানে। ভাগাভাগি করে থাকা যাতে পারে। ভাড়া মাথাপিছু ২০০ টাকা। খাবারের ব্যবস্থাও আছে এইখানে।

ADDRESS: Asanpani, Bandwan, Purulia
PLACE: Duarsini
PIN CODE: 723129
DISTRICT: Purulia
Division: Kangsabati (South) Division
Division Office Ph. No: 7432810325
Centre in charge Mobile No: 9851039256 / 8942808328

01/02/2025

পুরুলিয়ার প্রত্যন্ত জায়গায় কি করে বিনা কোন মাচিস বা দেশলাইখাড়ি ব্যবহার করে চকমকে দিয়ে আগুন জ্বালা হচ্ছে ?🧐

01/02/2025

পুরুলিয়ার প্রত্যন্ত জায়গায় কি করে দড়ি ধরে ডুংরি তে চাপছি 😍
আমাদের মধ্যে অনেক জনেই আছে যারা দৈনন্দিন দিনের একটা স্ট্রাকচার লাইভ থাকে বাইরে বার হয়ে কিছু এডভেঞ্চার এক্টিভিটি করতে চাই, তাদের লাগে একটা ভালো জায়গা হচ্ছে পুরুলিয়ার বিভিন্ন ডুংরি আমরা এখন পুরুলিয়ার রঘুনাথপুরের কুপ পাহাড়িতে দড়ি ধরে উঠা নামা করছি। এইটা একটা জীবনে অন্য ধরনের এক্সপেরিয়েন্স যারা দৈনন্দিন জীবনের গতিধারা থাকে কিছুটা সময় ব্রেক নিতে চাই সেটা বড় নিজের তাদের মধ্যে সামনা-সামনি একটা জায়গা হচ্ছে কুক পাহাকুপ পাহাড়ি, যেখানে দ্যা প্লেটু বলে একটা কোম্পানির সাথে পাহাড়ে ওঠা নামা সাথে জঙ্গল সাভার ড্রাইভিং এসব জিনিস গুলো রাখতে এক্সপেরিয়েন্স পাচ্ছি।
যদি কেউ দৈনন্দিন জীবনের থেকে একটু বিরক্ত হয়ে গেছে কিছু একটা নতুন এডভেঞ্চার করার উদ্দেশ্যে জায়গা খুঁজে বেড়াচ্ছে তাদের জন্য একটা ভালো জায়গা হচ্ছে কুপ পাহাড়ি।The plateau
Abir Banarjee
Purulia Raghunathpur
Ph no. +919641851737

01/02/2025

ঝাড়খণ্ডের বাবা বৈদ্যনাথ ধাম মন্দির দর্শন করতে অসেছি, এই জায়গাটা আধ্যাত্মিক দিক থেকে একটা High Energetic জায়গা।
আমাদের ভারতবর্ষে বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে বাবা বৈদ্যনাথ ধাম, জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা। এই জায়গাতে ভোলেবাবা আর সতী, মা পার্বতীর একসাথে পূজা করা হয়।
আজকের ভিডিওটাতে বাবা বৈদ্যনাথ ধামের সম্পূর্ণ ইতিহাস তুলে ধরার চেষ্টা করলাম এইখানে একজন পূজারী পন্ডার কাছ থাকে।
বার্তা মিডিয়া পুরুলিয়া
Barta Media Purulia
#বার্তামিডিয়া #ঝাড়খণ্ড

আজকের সকালে, পুরুলিয়ার এক ধান ক্ষেতে, ধান কাটার অভিজ্ঞতা হল। হালকা মেঘলা আকাশের নিচে, বৃষ্টির গন্ধ মিশে থাকা মাটি যেমন ...
09/12/2024

আজকের সকালে, পুরুলিয়ার এক ধান ক্ষেতে, ধান কাটার অভিজ্ঞতা হল। হালকা মেঘলা আকাশের নিচে, বৃষ্টির গন্ধ মিশে থাকা মাটি যেমন জীবনের এক নতুন প্রেসপেকটিভ শিখাই দিল। আগেকার লোকে চাষাবাদকে জীবনের কেন্দ্র হিসেবে ভাবত, কিন্তু এখন আমরা মাটি থাকে দূরে যায়ে শহরের চাকচিক্যের পিছনের দৌড়ে বলছি। আর এই দূরে সরে যাওয়াই আমাদের জীবনে রোগ-অসুখ ঢুকছে আর অস্থিরতা বাড়ে যাচ্ছে জীবনে।
🔸ভারতের বর্তমান সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা দমে জটিল। কৃষি আমাদের দেশের ১৮% জিডিপি যোগান দেয়, কিন্তু কর্মক্ষম জনসংখ্যার মাত্র ৪২.৬% কৃষির সাথে জুড়ে আছে। চাষাবাদের অভাব শুধু খাদ্যের সংকট লয়, স্বাস্থ্য সমস্যারও কারণ হয়ে দাঁড়ায়ছে। জেনারেশন ধরে রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহারের ফলে খাবারে বিষক্রিয়া বাড়ছে। শহরের জীবনযাত্রা আর প্রক্রিয়াজাত খাবার আমাদের শরীর আর মনকে রোগগ্রস্ত করে তুলেছে।

🔸বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর তথ্য অনুযায়ী, ভারতে প্রতি ১০ জনের মধ্যে ৭ জন কোনো না কোনো লাইফস্টাইল ডিজিজে আক্রান্ত। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, এমনকি ক্যানসারের মতন রোগ দমে বাড়ছে। এর পেছনের অন্যতম কারণ হল খাদ্যের গুণগত মানের অবনতি এবং প্রাকৃতিক জীবন থাকে দূরে সরে যাওয়া।

Address

Purulia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Homeouttraveller বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Homeouttraveller বাংলা:

Share