Zilla Varta News. জেলা বার্তা নিউজ

  • Home
  • India
  • Purulia
  • Zilla Varta News. জেলা বার্তা নিউজ

Zilla Varta News. জেলা বার্তা নিউজ Purulia, Bankura, Midnapur, Bokaro, Kolkata, India

*সাড়ম্বরে সরবড়িতে খুঁটি পুজো সম্পন্ন হলো সরবড়িতে*শুভদীপ চৌধুরী, নিতুড়িয়া:- ঢাকে কাঠি পড়লো মানেই আগমন হবে দেবী দুর্গার ...
18/08/2025

*সাড়ম্বরে সরবড়িতে খুঁটি পুজো সম্পন্ন হলো সরবড়িতে*

শুভদীপ চৌধুরী, নিতুড়িয়া:- ঢাকে কাঠি পড়লো মানেই আগমন হবে দেবী দুর্গার আর সর্বধর্ম সমন্বয়ে মেতে উঠবেন সবাই দেবীর আরাধনায় আর তাই পুজো যাতে মানুষ উপভোগ করতে পারেন প্রত্যেকবার সেই চেষ্টাতেই তাক লাগানো থিমের আয়োজন করে সরবড়ি সার্বজনীন দুর্গাপুজো কমিটি। অন্যান্য বছরের মতো এবছরও খুঁটি পুজো করে দুর্গাপুজোর সূচনা করলেন সরবড়ি শিব মন্দির প্রাঙ্গণে কমিটির সভাপতি পূর্ণচন্দ্র বাউরি। এদিন শিব মন্দিরে পুজো দিয়ে খুঁটি পুজো করে তার সঙ্গে সহযোগিতা করলেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা সন্তোষি দত্ত বাউরি সহ কমিটির অন্যান্য সদস্য সদস্যারা। এদিন প্রথমেই শিব মন্দিরে পুজো দিয়ে খুঁটিপুজো করে কমিটির সভাপতি পূর্ণচন্দ্র বাউরি বলেন, 'অন্যান্য বছরের মতো আমরা এবছরও সবার সহযোগিতায় ২২তম সরবড়ি সার্বজনীন দুর্গাপুজোর সূচনা করলাম এবং অন্যান্য বছরের মতো এবছরও কিছু আলাদা করার চেষ্টা করছি আমরা তাই এবছরের থিম প্রাচীন কাল্পনিক মন্দির। যার মাধ্যমে আমরা আশা করছি মানুষ দূর দূরান্ত থেকে মণ্ডপসজ্জা ও মা দুর্গার দর্শনে আসবেন।' এদিন তিনি আরও বলেন, 'অন্যান্য বছর আমরা রাজ্য সরকারের কাছে শারদ সন্মানের পুরস্কার পাই মণ্ডপসজ্জার ও মূর্তির জন্য, তাই আশা করছি এবারেও সেই পুরস্কার আমরা পাবো তাই চেষ্টা করবো যাতে আরও সুন্দরভাবে আয়োজন করতে পারি।'

বিদ্যুৎ মল্লিক পাড়াঃ- পাড়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী পাড়া বড় মনসা মন্দিরে প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হচ্ছে বিশাল...
18/08/2025

বিদ্যুৎ মল্লিক পাড়াঃ- পাড়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী পাড়া বড় মনসা মন্দিরে প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হচ্ছে বিশাল জাঁকজমক সহকারে মনসা পূজো। প্রায় ৫০০ বছরেরও বেশি সময় ধরে এই পূজো চলে আসছে, যা স্থানীয় মানুষদের ঐতিহ্য ও ভক্তির প্রতীক হয়ে উঠেছে। পূজো উপলক্ষে মন্দির চত্বরকে সাজানো হয়েছে নানান রকমের আলোকসজ্জা ও বিভিন্ন সাজসজ্জার উপকরণে। অপরূপ সাজে সজ্জিত মা মনসার মূর্তি ইতিমধ্যেই নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের। পূজো উপলক্ষে রবিবার সন্ধ্যা থেকে পূজার্চনা শুরু হবে। এদিন দুপুরে পূজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছরও এই মহোৎসব চলবে টানা সাত দিন ধরে। প্রতিদিনের পূজা আর্চনার পাশাপাশি থাকছে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভক্তিমূলক কার্যক্রম। শুধু পাড়া নয়, আশেপাশের বিভিন্ন গ্রাম থেকেও হাজার হাজার মানুষ ভিড় জমায় এই পূজোয়। ভক্তদের বিশ্বাস, মা মনসার কৃপায় গ্রামাঞ্চল সুরক্ষিত ও সমৃদ্ধ থাকে। ঐতিহ্য ও ভক্তির মেলবন্ধনে পাড়া মনসা পূজো আজও এক অবিচ্ছেদ্য সাংস্কৃতিক উৎসব হয়ে উঠেছে গোটা অঞ্চলের মানুষের কাছে।

নিজস্ব  সংবাদদাতা,পুরুলিয়া, ১৬ আগষ্ট- স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন খোদ জেলাশাসকের দপ্তর চত্বরেই নিজের শরীরে ব্লেড...
18/08/2025

নিজস্ব সংবাদদাতা,পুরুলিয়া, ১৬ আগষ্ট- স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন খোদ জেলাশাসকের দপ্তর চত্বরেই নিজের শরীরে ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক শিল্পপতি। পতাকা উত্তোলনের অনুষ্ঠান চলাকালীন হঠাৎই ডিএম অফিস চত্বরে পুরুলিয়ার শিল্পপতি দীনেশ আগারওয়াল চলে আসেন। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে দুর্নীতির প্রতিবাদ করে হঠাৎ করে পকেট থেকে ব্লেড বার করে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন তিনি। ছুটে আসেন পুলিশকর্মীরা। কোনভাবে উদ্ধার করলেও রক্ত ঝরতে থাকে গোটা গা থেকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে। শিল্পপতি অভিযোগ করে বলেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে কোটি কোটি টাকার দূর্নীতি হচ্ছে। ঘটনা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে এডিএম এল আর রাজেশ রাঠোর বলেন, প্রাথমিকভাবে জানা গেছে উনি সরকারি জমি নিজের নামে চাইছিলেন। সরকারি জমি দেওয়ার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। তা মেনে চলতে হয়। কোন নির্দিষ্ট ব্যাক্তির জন্য এর ব্যাতিক্রম করা সম্ভব নয়। জেলাশাসক রজত নন্দা বলেন বিষয়টি ভূমি সংস্কার দপ্তর দেখছে।(ছবি)

শিক্ষক নিয়োগে সীমাহীন দুর্নীতি ও বিচার ব‍্যবস্থার অমানবিক রায়ের পরিনতিতে চাকরি হারা যোগ্য শিক্ষক সুবল সরেনের মর্মান্তিক ...
18/08/2025

শিক্ষক নিয়োগে সীমাহীন দুর্নীতি ও বিচার ব‍্যবস্থার অমানবিক রায়ের পরিনতিতে চাকরি হারা যোগ্য শিক্ষক সুবল সরেনের মর্মান্তিক মৃত্যুর দায় রাজ‍্য সরকার কে নিতে হবে, সুবল সরেনের পরিবারে একজনের চাকরি ও উপযুক্ত ক্ষতিপূরন এবং অবিলম্বে যোগ্য শিক্ষক দের চাকরিতে বহাল রাখার দাবিতে আজ ছাত্র সংগঠন AIDSO এবং যুবসংগঠন AIDYO--এর উদ্যোগে পুরুলিয়া শহরে অনুষ্ঠিত হল প্রতিবাদ মিছিল ও সভা। মিছিল নীলকুঠি ডাঙ্গা থেকে শুরু হয়ে কোর্ট মোড়ে সভা হয়। এই সভায় বক্তব্য রাখছেন AIDYO এর রাজ‍্য সম্পাদকমন্ডলীর সদস্য অশোক মাইতি এবং AIDYO এর জেলা সম্পাদকমন্ডলীর সদস্য বিপীন মাজি। এছাড়াও এই প্রতিবাদ সভা থেকে আর জি কর থে সিঙ্গুর নারী নির্যাতনের ঘটনায় দোষীদের শাস্তির দাবি তোলা হয়। এছাড়াও এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন AIDYO এর জেলা সম্পাদক স্বদেশ প্রিয় মাহাত।

মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার স্বাস্থ্যকর্মী।নিজস্ব সংবাদদাতা,পুরুলিয়া,১৭ আগষ্ট — চিকিৎসা করাতে আসা এক  মহিলাকে...
18/08/2025

মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার স্বাস্থ্যকর্মী।

নিজস্ব সংবাদদাতা,পুরুলিয়া,১৭ আগষ্ট — চিকিৎসা করাতে আসা এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হল স্বাস্থ্যকর্মীকে। জানা যায় ঐ মহিলা পুরুলিয়ার বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করাতে এসেছিলেন। অভিযোগ ওই মহিলাকে হাসপাতালের মধ্যেই দুই তিন ধরে শ্লীলতাহানি করেন ওই স্বাস্থ্যকেন্দ্রেরই এন আর সি বিভাগের এক কর্মী। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম এনামুল হক। বাড়ি পুরুলিয়ার নয় নম্বর ওয়ার্ডের রানীবাঁধ এলাকায়। শনিবার এ বিষয়ে বান্দোয়ান থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতা। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। রবিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার জেল হেপাজত হয়।(ছবি)

১৪টিবিষয়ের ৩০ টি বিভাগের ২৭০০০ প্রতিযোগী অংশগ্রহণের মধ্য দিয়ে এবিটিএ পুরুলিয়া জেলার মহকুমা স্তরের সাংস্কৃতিক প্রতিযোগ...
18/08/2025

১৪টিবিষয়ের ৩০ টি বিভাগের ২৭০০০ প্রতিযোগী অংশগ্রহণের মধ্য দিয়ে এবিটিএ পুরুলিয়া জেলার মহকুমা স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হল

জেলার কুড়িটি ব্লক ও তিনটি পৌরসভার স্তরের ২৫০টির ও বেশি বিদ্যালয়ের ২৭ হাজার প্রতিযোগীর অংশগ্রহণের মধ্য দিয়ে এবিটিএ পুরুলিয়ার তিনটি মহকুমার সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হলো। পুরুলিয়া শহরের চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ে পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মহকুমার সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমিতির জেলা সম্পাদক ব্যোমকেশ দাস জানান- ৬ ডিসেম্বর, ১৯৯২- এর কলঙ্কজনক ঘটনা ও দেশব্যাপী তার প্রতিক্রিয়ার বিষবাষ্পকে প্রতিরোধের লক্ষ্যে ১৯৯৩ সাল থেকে সমিতির উদ্যোগে ছাত্র-ছাত্রীদের পরিপূর্ণ বিকাশ ও ভবিষ্যতের সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে ধারাবাহিকভাবে যে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছিল ২০২৫ সালে তা জেলার অধিকাংশ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মধ্য দিয়ে মহকুমা স্তরের প্রতিযোগিতা শেষ হল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির পূর্ব মহকুমা শাখার সভাপতি তপন মাহাতো ও পশ্চিম মহকুমা শাখার সভাপতি হরপ্রসাদ পাত্র। চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবেকানন্দ চ্যাটার্জী তাঁর বক্তব্য রাখতে গিয়ে সমিতির এ ধরনের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং এখনো মাথা উঁচু করে সমিতির লড়াই আন্দোলন করে যাওয়ার জন্য সমিতিকে ধন্যবাদ জানান। সমিতির জেলা সভাপতি প্রদীপ চৌধুরী তাঁর বক্তব্যে সমিতির সাংস্কৃতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতার কথা উল্লেখ করেন। এদিনের অনুষ্ঠানে পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মহকুমা থেকে সমস্ত বিভাগে ৪০০-এরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির পূর্ব ও পশ্চিম সম্পাদক যথাক্রমে বিপ্লব ব্যানার্জি ও ও সন্দীপ ব্যানার্জি ।উল্লেখ্য রঘুনাথপুর জি ডি ল্যান্ড হাই স্কুলে রঘুনাথপুর মহকুমা শাখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।প্রতিযোগিতায় রঘুনাথপুর মহকুমা শাখা থেকে ১৫০ এর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির জেলা সম্পাদক ব্যোমকেশ দাস,কো কোষাধ্যক্ষ ফাল্গুনী কুন্ড, জেলা সহসভানেত্রী মল্লিকা সান্যাল, সহসভাপতি প্রণব নিয়োগী, রঘুনাথপুর মহকুমা শাখার সম্পাদক অনির্বাণ সরকার, সভাপতি ভারত পাল ও রঘুনাথপুর মহকুমা শাখার সমিতির সদস্য /সদস্যবৃন্দ। তিনটি মহকুমার শাখার প্রথম স্থানাধিকারীদের নিয়ে এ মাসের ২৪ তারিখ জেলা স্তরের প্রতিযোগিতা এবং জেলার প্রথম স্থানাধিকারীদের নিয়ে ৩১ তারিখ রাজ্যস্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে সমিতির জেলা সম্পাদক জানান। প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রতিযোগিতা কেন্দ্রগুলিতে উৎসবের রূপ ধারণ করেছিল

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে জেলা হাসপাতালে বিক্ষোভলিলটু বাউরি , আসানসোল রোগী মৃত্...
18/08/2025

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে জেলা হাসপাতালে বিক্ষোভ

লিলটু বাউরি , আসানসোল

রোগী মৃত্যুতে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠলো। আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির পাঁচগাছিয়ার বাসিন্দা মৃত রোগীর নাম মঙ্গল হেমব্রম (১৭)। রবিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোল জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ব্যাপক উত্তেজিত ছড়িয়ে পড়ে। মৃত রোগীর পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা ২০ লক্ষ টাকা ক্ষতি পূরণ ও একজনের চাকরির দাবিতে হাসপাতালে মৃতদেহ দেখে সকাল সাড়ে এগারোটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত বিক্ষোভ দেখান। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীরা এক স্বাস্থ্য কর্মীকে মারধর করেন। খবর পেয়ে জেলা হাসপাতালে আসেন পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরঞ্জন বন্দোপাধ্যায়, বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের প্রতিনিধি শুভেন্দু মন্ডল, বিজেপি নেতা অরিজিৎ রায় সহ অন্যান্য বিজেপি নেতারা। তৃনমুল কংগ্রেস ও বিজেপির নেতাদেরকে সঙ্গে নিয়ে বিকেল পাঁচটা নাগাদ মৃত রোগীর বাবা রবি হেমব্রম সহ পরিবারের সদস্যরা জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাসের সঙ্গে আলোচনায় বসেন। ছিলেন ডেপুটি সুপার কঙ্কন রায়ও। পরিবারের সদস্যরা সুপারকে সরাসরি অভিযোগ করে বলেন, ভর্তি থাকাকালীন রোগীর কোন রকম চিকিৎসা করা হয়নি। তা, হলে মাত্র কয়েকদিনের জ্বর ও পেটের ব্যথায় কেউ কি মারা যায়? রোগীর পরিবারকে আর্থিক ক্ষতি পূরণ ও একজনের চাকরির দাবি করা হয়। কিন্তু সুপার তাদেরকে বলেন, সরকারি হাসপাতালের তরফে এমন দাবি নিয়ে কোনরকম আশ্বাস দেওয়া হয় না। তারা চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে পারেন। হাসপাতালের তরফে তদন্ত করে গোটা বিষয়টি দেখা হবে। কিন্তু মৃত রোগীর পরিবারের তরফে সুপারের কাছে শেষ পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। হাসপাতালের তরফে মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। পুলিশ মৃতদেহ সেই এ্যাম্বুলেন্সে তোলে।

কিন্তু এরপর পরিবারের সদস্যরা আবারও বিক্ষোভও দেখানো শুরু করেন। তারা বলেন, থানায় এফআইআর করাতে হবে। তারপর তারা মৃতদেহ নিয়ে যাবেন। পুলিশ তা মেনে নেয়। এরপর সন্ধ্যে সাতটার পরে তারা মৃতদেহ নিয়ে আসানসোল দক্ষিণ থানায় যান ও চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট রবিবার দুপুরে বারাবনি বিধানসভার আসানসোল উত্তর থানার পাঁচগাছিয়ার বাসিন্দা মঙ্গল হেমব্রমকে পেটে ব্যথা ( প্যানক্রিয়াটাইটিস) এবং চারদিনের জ্বর নিয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার চিকিৎসা করছিলেন ফিজিশিয়ান ডাঃ বিল্বতোষ মুখোপাধ্যায়। রবিবার সকালে রোগীর মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে পরিবারের সদস্য এবং আত্মীয়স্বজনরা ক্ষুব্ধ হয়ে উঠেন। তারা আসানসোল জেলা হাসপাতালে বিক্ষোভ দেখানো শুরু করেন । মৃত রোগীর বাবা রবি হেমব্রম ও বেদোনি হেমব্রম অভিযোগ করে বলেন, আসানসোল জেলা হাসপাতালে সঠিক চিকিৎসা করা হয়নি। যে কারণে মঙ্গলের মৃত্যু হয়েছে। মঙ্গলের মা জানান ১৫ আগস্ট মঙ্গল নিজে হেঁটে এসে আসানসোল জেলা হাসপাতালে এসেছিলেন। তার পেটে ব্যথা এবং জ্বর হয়েছিল। তবে তার শারীরিক অবস্থা এতোটা খারাপ ছিল না যে দুদিনের মধ্যে সে মারা যাবে। মঙ্গলের পরিবারের তরফে একজন সদস্যের চাকরি এবং ক্ষতিপূরণ দাবি করা হয়। মঙ্গল দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলো। সেই ছিলো তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম । এমন পরিস্থিতিতে তার মৃত্যু তার পরিবার ভেসে গেলো। তাই, যতক্ষণ না একজনের চাকরি এবং ক্ষতিপূরণের দাবি মিটছে, ততক্ষণ আমরা আসানসোল জেলা হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে যাবো না । আমরা হাসপাতালে ধর্নায় বসে থাকবো। ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় । পরে আসানসোল পুলিশ কমিশনারেটের এসিপি ( সেন্ট্রাল) বিশ্বজিৎ নস্কর, দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুণ্ডু এবং বিশাল পুলিশ বাহিনী আসে। জেলা সভাপতির সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস বলেন, এক রোগীর মৃত্যু হয়েছে। তাতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়েছে পরিবারের তরফে। তারা আমার সঙ্গে কথা বলেছেন। কিন্তু কোন লিখিত অভিযোগ দায়ের করা হয় নি। তবে হাসপাতালের তরফে ঠিক কি কারণে ঐ রোগীর মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হবে।
অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত রোগীর পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আসানসোলে মর্মান্তিক পরিত্যক্ত খনির জলে ডুবে মৃত্যু দুই স্কুল পড়ুয়ারলিলটু বাউরি , আসানসোল পরিত্যক্ত কয়লা খাদানে গিয়ে জলে ...
18/08/2025

আসানসোলে মর্মান্তিক পরিত্যক্ত খনির জলে ডুবে মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

লিলটু বাউরি , আসানসোল

পরিত্যক্ত কয়লা খাদানে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো দুই পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানা এলাকায় |

শুক্রবার সকাল থেকেই দেশ ও শহর শিল্পাঞ্চল জুড়ে পালন করা হচ্ছিলো দেশের ৭৯ তম স্বাধীনতা দিবস। এরইমধ্যে আসানসোল শহরে ঘটলো মর্মান্তিক এক ঘটনা। স্কুলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি না ফিরে , পরিত্যক্ত কয়লা খাদানে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো দুই পড়ুয়ার। পরে এই ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার কাল্লার অদূরে ইসিএলের ভানোড়া খোলামুখ খনি এলাকায়। মৃতরা হলো আসানসোল দক্ষিণ থানার এসবি গড়াই রোডের সুকান্ত ময়দান এলাকার রিষুণ প্রসাদ (১২) ও জামুড়িয়া থানার এবি পিট কোলিয়ারির অনুরাগ প্রসাদ (১৩)। দু’জনই আসানসোলের ইস্টার্ন রেলওয়ে বয়েজ হাইস্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া।

খবর পেয়ে আসানসোল জেলা হাসপাতালে পৌঁছায় দুই স্কুল পড়ুয়ার বাবা মা, পরিবারের সদস্য, এলাকার বাসিন্দা, সহপাঠী ও স্কুলের শিক্ষক ও শিক্ষিকরা। এমন একটা ঘটনার আকস্মিকতায় সবাই শোকে ভেঙে পড়েন।আসানসোল জেলা হাসপাতালে দুজনের মৃতদেহর ময়নাতদন্ত করা হয়। এরপরে পুলিশ দুজনের মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে আসানসোলের রিষুণ প্রসাদ ও জামুড়িয়ার অনুরাগ প্রসাদ নিজেদের মতো করে বাড়ি থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলে গেছিলো।

স্কুলের অনুষ্ঠান শেষে তারা বাড়ি না গিয়ে সাইকেল নিয়ে সোজা চলে যায় আসানসোলের জিটি রোড থেকে কয়েক কিলোমিটার দূরে আসানসোল উত্তর থানার কাল্লার কাছে ভানোড়া খোলামুখ কয়লাখনি এলাকায়। সেখানে রয়েছে কয়েক হাজার ফুট গভীর জলে ভর্তি পরিত্যক্ত কয়লা খাদান। দুজনে স্নান করতে বা দেখার জন্য খাদানের জলে নামে। এরপরে তারা জলে তলিয়ে যায়। সেখান দিয়ে যাতায়াত করা এলাকার বাসিন্দারা দেখতে পান যে, খাদানের পাড়ে একটা সাইকেল, দুটো স্কুলের ব্যাগ পড়ে আছে। কিন্তু কেউ সেখানে নেই। সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারেন যে, কেউ জলে তলিয়ে গেছে।

এরপর খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ এলাকায় আসে। বেশ কিছুক্ষনের চেষ্টায় পুলিশের উপস্থিতিতে এলাকার বাসিন্দারা দুজনকে খাদানের জলের ভেতর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন। তাদেরকে পুলিশ আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এরপরে পুলিশ দুজনের বাড়ির ঠিকানার খোঁজ করে, তাদের বাড়িতে খবর পাঠায়। দুজনের বাড়ির লোকেরা সঙ্গে সঙ্গে জেলা হাসপাতালে দৌড়ে আসেন।
তারা কিছুতেই বুঝে উঠতে পারছেন না, দুজনে কি করে স্কুল থেকে অতোটা দূরে ঐ এলাকায় কি করে গেলো? তারা কি নিজেরাই সেখানে যায়? নাকি তাদের সঙ্গে আরো কেউ ছিলো? এদিকে পুলিশের প্রাথমিক তদন্তের পরে অনুমান, যে কোন কারণেই এই দুই স্কুল পড়ুয়া স্কুল থেকে ঐ খাদান এলাকায় আসে। পরে তারা খাদানের জলে ডুবে যায়। এলাকার বাসিন্দারা খাদানের পাড়ে একটা সাইকেল ও স্কুল ব্যাগ দেখে সন্দেহ করেন। তখন তল্লাশি চালানো হয় জলে। তখনই উদ্ধার করা হয় দুজনকে। এই ঘটনায় দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।

*কোন রকম দরপত্র না ডেকেই শুধুমাত্র কাটমানির বিনিময়ে রাস্তা করার অভিযোগ রসকুন্ডু গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে* নিজস্ব সংবা...
18/08/2025

*কোন রকম দরপত্র না ডেকেই শুধুমাত্র কাটমানির বিনিময়ে রাস্তা করার অভিযোগ রসকুন্ডু গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে*

নিজস্ব সংবাদাতা, পশ্চিম মেদিনীপুর :- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নাম্বার ব্লকের রসকুন্ডু গ্রাম পঞ্চায়েতের সোনাবাঁদি গ্রামে কোনরকম টেন্ডার ছাড়াই নিজের পছন্দের ঠিকাদারকে দিয়ে লক্ষাদিক টাকার দুর্নীতির অভিযোগ উঠল রসকুণ্ডু গ্রাম পঞ্চায়েত ও গড়বেতা তিন নম্বর পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। স্থানীয় স্তরে অভিযোগে সরব স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য রাজা চক্রবর্তী। তার বক্তব্য অনুসারে কোনরকম টেন্ডার ছাড়া ১৪ শতাংশ কাঠমানি নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত তিন লক্ষ টাকা খরচ করে ১০০ মিটার ও পঞ্চায়েত সমিতি সাত লক্ষ টাকা খরচ করে গার্ড ওয়াল সহ২০০ মিটার ঢালাই রাস্তা নির্মাণ করেছে। কিন্তু এই রাস্তা নির্মাণ করতে গিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের খুব কাছের প্রিয় একজন ঠিকাদারকে দিয়ে রাস্তাটি নির্মাণ করা হয়েছে। পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধ্যক্ষের বৌদি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সেই সূত্রে পঞ্চায়েত সমিতি থেকে ২০০ মিটার সহ মোট রাস্তাটি ৩০০ মিটার নির্মাণ করা হয় ঠিকাদার সংস্থার তরফে। এলাকায় অভিযোগ পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধ্যক্ষ এবং গ্রাম পঞ্চায়েত প্রধান একই পরিবারের হওয়ায় স্থানীয় অঞ্চলের সমস্ত কাজেই গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রশাসনিকভাবে পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তাই কাঠমানি থেকে শুরু করে পূর্ত দপ্তরের উন্নয়নে দুর্নীতি করতে বিশেষ সুবিধা হচ্ছে তাদের।
কোনরকম টেন্ডার না হওয়ায় প্ল্যান এবং এস্টিমেট তৈরি ছিল না রাস্তাটির তাই রাস্তাটির গুণগত মান যে সম্পূর্ণ নিম্নমানের সেকথা মানছেন স্থানীয় স্তরের নির্মাণ বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য ওখানকার এলাকার মাটি অত্যন্ত নরম তাই রাস্তাটি আরেকটু ভালোভাবে শক্ত করে বানানো যেত লক্ষাধিক টাকা খরচ করে অত্যন্ত নিম্নমানের রাস্তা তৈরি করার কোন প্রয়োজনীয়তাই ছিল না।
ওই গ্রামে রাস্তার প্রয়োজনীয়তা ছিল গ্রামবাসীদের মধ্যে রাস্তা সম্পর্কে ধারণা না থাকায় এ রাস্তা নির্মাণে তারা খুশি বলে জানা গেছে। তাদের তরফে জানানো হয়েছে জলকাদা পেরিয়ে আমাদের শহরে যেতে হতো এই রাস্তা নির্মাণে আমরা খুশি।
রসকুন্ডু গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে উঠেছে বারবার দুর্নীতির অভিযোগ। কখনো নিজস্ব তহবিল থেকে প্রধান শাড়ি কিনেছেন, মিটিয়েছেন নিজের নিজস্ব মোবাইলের বিল থেকে শুরু করে সাংসারিক জিনিসপত্র কেনার অভিযোগ। তবে কোনরকম প্রামাণ্য নথি ছাড়া সেসব ছিল শুধুমাত্র অভিযোগ এবং চা দোকানে আলোচনার গল্পের কেন্দ্রবিন্দু। প্রশাসনিক ক্ষমতা কাজে লাগিয়ে ধান কেনা বেচায় গরমিল করার অভিযোগ উঠেছিল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধেও, এবার টেন্ডার ছাড়া স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি যুগ্মভাবে কিভাবে এমন কাজ করলো প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনিক মহলে।

*ফুটবল মাঠে রেফারি কে লাথি চেয়ারম্যানের ভাইপোর! সমালোচনায় নেটিজেনরা*নিজস্ব সংবাদাতা, পশ্চিম মেদিনীপুর:- খেলার মাঠের বি...
18/08/2025

*ফুটবল মাঠে রেফারি কে লাথি চেয়ারম্যানের ভাইপোর! সমালোচনায় নেটিজেনরা*

নিজস্ব সংবাদাতা, পশ্চিম মেদিনীপুর:- খেলার মাঠের বিতর্কে রেফারি কে সর্বসমক্ষে লাথি মারছে মেদিনীপুর পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো রাজা খান। যাকে মারছে তিনি হলেন শ্রী লক্ষণ মান্ডি, খড়গপুর সাব ডিভিশন রেফারি এসোসিয়েশন এর সম্মানীয় সদস্য হওয়ার পাশাপাশি পেশায় স্কুল শিক্ষক। তিনি তফসিলি উপজাতি সম্প্রদায়ের সদস্য ও বটে। তৃণমূল খেলা হবে স্লোগানকে সামনে রেখে ২০২১ সালে বিধানসভায় জয়লাভের পর থেকে প্রত্যেক বছর ১৬ ই আগস্ট খেলা হবে দিবস পালন করে আসছে রাজ্যের প্রত্যেকটি ব্লক ও জেলায়। সেই মতোই শনিবার রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ফুটবল খেলা। খেলার মাঠে রেফারির ভুল সিদ্ধান্ত হয়েছে এমনই অভিযোগ তুলে তাকে লাথি মারলেন খোদ চেয়ারম্যানের ভাইপো! সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যা নিয়ে নেটিজেনরা প্রশ্ন তুলতে শুরু করেছে? তবে এ বিষয়ে এখনো কোনো অফিসিয়াল ভাবে বক্তব্য পাওয়া যায়নি। প্রশ্ন হচ্ছে যেখানে খেলার মাঠে ১১ জন খেলোয়াড় রয়েছে, খেলার ভুল ত্রুটি হলে তাদের অধিনায়ক সহ খেলোয়াড়রা প্রতিবাদ জানাবে। সেখানে মাঠে খেলোয়াড় ছাড়া অন্য কেউ কিভাবে পৌঁছে যাচ্ছে অনায়াসে। তবে এই ধরনের ঘটনায় ইতিমধ্যেই প্রত্যেককেই খেলাধুলা নিয়েও যথেষ্ট সংকিত হয়ে উঠবে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের বিরোধী জননেতা শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করে, অবিলম্বে ওই ব্যক্তির শাস্তির দাবী জানিয়েছে পুলিশ প্রশাসনের কাছে। মাঠে খেলা পরিচালনার দায়িত্বে থাকা রেফারি রাও ভয় পেতে শুরু করবে। শাসকদলের এখানে আচরণ হলে, কিভাবে তারা খেলা দিবস পালন করবে।

*চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক সুবল সোরেন প্রয়াত।* শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে মারা গেলেন চাকর...
18/08/2025

*চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক সুবল সোরেন প্রয়াত।*

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে মারা গেলেন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক সুবল সোরেন। শুক্রবার সকালে তিনি মারা যান। জানা গিয়েছে, ১১ অগস্ট তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা এই শিক্ষককে চিকিৎসার জন্য কলকাতায় ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু তাঁর শারীরিক পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। সুবল সোরেনের মৃত্যুর পরেই ফের সরব হয়েছেন তাঁর ‘সহযোদ্ধা’-রা। সুবলের দাদা গোপাল সোরেন সংবাদমাধ্যমে জানান, গত সোমবার সকালে তাঁর ভাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে ডেবরাতেই থাকতেন সুবল। তাঁদের বাড়ি পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকের সরকি গ্রামে। ৩১ ডিসেম্বরের পরে চাকরি চলে গেলে কী ভাবে সংসার চলবে, তা নিয়ে তিনি দুঃশ্চিন্তা করতেন ভাই, দাবি গোপালের। আর দুঃশ্চিন্তা থেকেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন সুবল বলে দাবি তাঁর। সুবলের বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা, স্ত্রী এবং দুই বছরের শিশুকন্যা। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন তিনি। সুবলের স্ত্রী সন্ধ্যা সোরেন কান্না জড়ানো গলায় বলেন, ‘আমার স্বামী যোগ্য শিক্ষক। ও বার বার বলত, আর চাপ নিতে পারছে না। চাকরি যাওয়ার চাপ ও মেনে নিতে পারেনি। নিয়োগে অনিয়মের অভিযোগে এসএসসির ২০১৬ সালের নিয়োগের গোটা প্যানেল বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সুপ্রিম কোর্ট। এর ফলে রাতারাতি চাকরিহারা হয়েছিলেন প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী। ‘টেন্টেড’ বা ‘দাগি’ তালিকায় নাম না-থাকা শিক্ষকরা নিজেদের ‘যোগ্য’ বলে দাবি করে আন্দোলনে নামেন। আর এই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন সুবল। ডেবরা ব্লকের বৌলাসিনি হাইস্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ছিলেন সুবল। চাকরি করছিলেন সাত বছর ধরে। এদিন চাকরিহারা শিক্ষকদের তরফে কৃষ্ণগোপাল চক্রবর্তী বলেন, ‘এই মৃত্যুর দায় রাষ্ট্রকেই নিতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকেই আমাদের আন্দোলনের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে প্রথম সারিতে থেকেছিলেন সুবল সোরেন। কিন্তু পরের দিকে আর তিনি মানসিক চাপ নিতে পারছিলেন না। আর তার পরিণতিই এই ব্রেন স্ট্রোক।’ এই শিক্ষকের মৃত্যু প্রসঙ্গে দাঁতনের তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। ভালো শিক্ষক হিসেবে তিনি এলাকায় পরিচিত। সমবেদনা জানানোর ভাষা নেই। আমরা পরিবারের পাশে থাকব। তবে একটাই কথা বলব, এই ধরনের নিষ্ঠুর রায় দেওয়ার আগে আদালতের একাধিকবার ভাবা উচিত ছিল।’ উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকছেন ‘দাগি’ হিসেবে চিহ্নিত না থাকা শিক্ষকরা। এর মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, সেই নির্দেশও দেওয়া হয়েছে। ইতিমধ্যেই নিয়োগপ্রক্রিয়া ধাপে ধাপে এগোচ্ছে। ‘দাগি’ তালিকায় নাম না থাকা শিক্ষকদেরও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে কোনও বাধা নেই।

তৃণমূল নেতা সৌমিত্র রায়ের নেতৃত্বে ত্রাণ বিতরণ রতুয়ায়বিশ্বজিৎ সাহা, মালদহ এদিন মালদা জেলার রতুয়া এক নম্বর ব্লকের মহা...
18/08/2025

তৃণমূল নেতা সৌমিত্র রায়ের নেতৃত্বে ত্রাণ বিতরণ রতুয়ায়

বিশ্বজিৎ সাহা, মালদহ
এদিন মালদা জেলার রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দা গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে ত্রাণ বিতরণ করলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌমিত্র রায়।
এই বিষয়ে স্থানীয়দের বক্তব্য, আজকে সৌমিত্র রায় মুড়ি, চানাচুর, সোয়াবিন,চাল ত্রিপল দিলেন, এর আগে আমরা ত্রাণ পাইনি। এই প্রথম প্রাণ পেলাম। প্রায় আমাদের গোটা এরিয়াতে ত্রাণ বিতরণ করলেন।
জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌমিত্র রায় বলেন, আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর মারফত থেকে জেলাশাসক ও বিডিওর দপ্তর ও পঞ্চায়েত দপ্তর থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে তারপরও কিছু জায়গায় মানুষের ঘাটতি থাকে।তিনি জানান,প্রতিনিয়ত এগুলো এলাকায় বন্যা পরিদর্শন করতে আসি,আমি আমার সামর্থ্য অনুযায়ী, তাদেরকে কিছু ত্রিপল , কিছু শুকনো খাবার দিয়ে তাদের সহযোগিতা করা হলো।আজকে আমি মহানন্দা টলার বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণ করলাম। আমরা সব সময় মানুষের পাশে থাকি মানুষের পাশে কাজ করি।

Address

K. N Chakraborty Lane, Munsiffdanga
Purulia
723101

Telephone

+917501198381

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zilla Varta News. জেলা বার্তা নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share