Zilla Varta News. জেলা বার্তা নিউজ

  • Home
  • India
  • Purulia
  • Zilla Varta News. জেলা বার্তা নিউজ

Zilla Varta News. জেলা বার্তা নিউজ Purulia, Bankura, Midnapur, Bokaro, Kolkata, India

মালদার চাঁচলে তৃণমূল ছাত্র পরিষদ নেতার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর ঘটনায় আজ সকালে পুরুলিয়া জেলা বিজেপির ...
10/09/2025

মালদার চাঁচলে তৃণমূল ছাত্র পরিষদ নেতার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর ঘটনায় আজ সকালে পুরুলিয়া জেলা বিজেপির প্রভাতফেরী করে বিক্ষোভ মিছিল করলো।

সমস্ত পরিযায়ী শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করা, সকল বেকারের কর্মসংস্থান, জেলার কারখানাগুলিতে নিয়োগের ক্ষেত...
10/09/2025

সমস্ত পরিযায়ী শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করা, সকল বেকারের কর্মসংস্থান, জেলার কারখানাগুলিতে নিয়োগের ক্ষেত্রে জেলার যুবকদের যোগ্যতার ভিত্তিতে অগ্রাধিকার, স্কুল সহ সমস্ত শূন্য পদে নিয়োগ, মদ ও মাদকদ্রব্য সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ, যুবশ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত যুবকদের অবিলম্বে নিয়োগ, শ্রমনিবিড় শিল্প স্থাপন, জেলার সমস্ত হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন সহ ৭ দফা দাবিতে আজ যুব সংগঠন এ আই ডি ওয়াই ও ( AIDYO) আহ্বানে অনুষ্ঠিত হল পুরুলিয়া জেলা ডি এম দপ্তরে বিক্ষোভ-ডেপুটেশন। পুরুলিয়া শহরের জুবিলী ময়দান থেকে জেলার বিভিন্ন ব্লক থেকে আগত শতাধিক যুবক শহরের মূল রাস্তা ধরে মিছিল পৌঁছায় ডি এম অফিসের সামনে। সেখানে পুলিশ ব‍্যারিকেড করে মিছিল আটকে দেয়। সেখানেই চলে বিক্ষোভ। এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের পুরুলিয়া জেলা কমিটির সম্পাদক স্বদেশ প্রিয় মাহাত, রাজ‍্য কমিটির সদস্য শঙ্খ কর্মকার, জেলা সভাপতি সন্তোষ গঁরাই। তারপর চার সদস্যদের এক প্রতিনিধি দল ডেপুটেশনে যান। দায়িত্বপ্রাপ্ত ডেপুটি মেজিস্ট্রেট ডেপুটেশন নেন। তিনি দাবিগুলোর প্রতি সহমত পোষণ করেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
জেলা সম্পাদক স্বদেশ প্রিয় জানান…..পুরুলিয়া জেলায় ৬০ হাজারের বেশি যুবক এমপ্লয়মেন্ট ব‍্যাঙ্কে নাম নথিভুক্ত রয়েছে, প্রায় ৩০০টি শিক্ষা প্রতিষ্ঠান একজন শিক্ষক দিয়ে চলছে, কারখানার জমি দাতারাও কাজ পাচ্ছে না, শতশত পরিযায়ী শ্রমিক জেলা ছেড়ে ভিনরাজ‍্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছে। বেকার যুবকদের এই রকম এক সংকটজন পরিস্থিতিতে আমরা জেলা শাসকের কাছে আজ ডেপুটেশন দিয়েছি। আমাদের দাবি সুনির্দিষ্ট ভাবে রেখেছি। এই দাবি পূরন না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

*পাড়া থানার দুবড়া ব্রাভো স্পঞ্জ আইরন কারখানার গেটে বিজেপির বিক্ষোভ*বিদ্যুৎ মল্লিক পাড়াঃ- পুরুলিয়ার পাড়া থানার অন্তর...
10/09/2025

*পাড়া থানার দুবড়া ব্রাভো স্পঞ্জ আইরন কারখানার গেটে বিজেপির বিক্ষোভ*

বিদ্যুৎ মল্লিক পাড়াঃ- পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত দুবড়া ব্রাভো স্পঞ্জ আইরন কারখানার গেটে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করল বিজেপি। হাতে প্ল্যাকার্ড নিয়ে কারখানার গেট অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিজেপি নেতা-কর্মীরা। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন পাড়া বিধানসভার বিধায়ক নদীয়ার চাঁদ বাউরী। তাঁর অভিযোগ, নিয়োগের নামে কারখানায় প্রহসন চলছে। স্থানীয় যুবক-যুবতীদের কাজ না দিয়ে বাইরের লোককে সুযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি জমিহারাদের কাজ দেওয়ার দাবি তোলেন তিনি। শ্রমিকদের প্রাপ্য মজুরি দেওয়া হচ্ছে না এবং পরিবেশ দূষণও নিয়ন্ত্রণে রাখা হচ্ছে না।বিধায়ক হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই দাবি যদি না মানা হয়, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করা হবে।” বিক্ষোভ দীর্ঘস্থায়ী হলে কারখানা কর্তৃপক্ষ এগিয়ে এসে আলোচনা করেন।এদিনের কর্মসূচিতে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা বিকাশ ব্যানার্জি, চরন বাউরী, জেলা বিজেপির সহ-সভাপতি অসীম চ্যাটার্জি, জেলা নেতা সদানন্দ বাউরী, দীনবন্ধু চক্রবর্তী, বিধানসভা কনভেনার শীতল নাগ সহ একাধিক মন্ডল সভাপতি।

আবর্জনার মধ্যে ভোটার কার্ড, এলাকায় উত্তেজনা, পুলিশ এসে নিয়ে গেল ভোটার কার্ড |লিলটু বাউরি, সালানপুরআবর্জনার মধ্যে পড়ে ...
10/09/2025

আবর্জনার মধ্যে ভোটার কার্ড, এলাকায় উত্তেজনা, পুলিশ এসে নিয়ে গেল ভোটার কার্ড |

লিলটু বাউরি, সালানপুর

আবর্জনার মধ্যে পড়ে রয়েছে ভোটার কার্ড। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে
সালানপুর এলাকায় |

গাছের তলায় আবর্জনার মধ্যে পড়ে রয়েছে ভোটার কার্ড। আসানসোলের সালানপুর থানা এলাকার ঘটনা। স্থানীয়রা প্রচুর পরিমাণে এই ভোটার কার্ড দেখতে পেয়ে ঘটনার খবর জানানো হয় পুলিশে।

স্থানীয়দের দাবি ভুয়ো বলেই এইভাবে ভোটার কার্ড গুলিকে ফেলে দিয়ে চলে গিয়েছে। কেউ বা কারা। এত পরিমান ভোটার কার্ড গুলিতে ঠিকানা দেওয়া রয়েছে আসানসোলের চিত্তরঞ্জনের।

পরে পুলিশ এসে ভোটার কার্ড গুলিকে উদ্ধার করে নিয়ে যায়। সালানপুর থানার লহাট এলাকার একটি জঙ্গলের গাছের তলায় আবর্জনার স্তূপ থেকে মেলে ভোটার কার্ডগুলি।

শিক্ষক দিবসের পূন্য লগ্নে 'পথের সাথী' গ্রুপ পৌঁছে গিয়েছিল কেন্দা থানার অন্তর্গত কোনাপাড়ার নিকটবর্তী শবর গ্রাম ব্যাঙথুপ...
10/09/2025

শিক্ষক দিবসের পূন্য লগ্নে 'পথের সাথী' গ্রুপ পৌঁছে গিয়েছিল কেন্দা থানার অন্তর্গত কোনাপাড়ার নিকটবর্তী শবর গ্রাম ব্যাঙথুপিতে। এদিন কচিকাচাদের হাতে তুলে দেওয়া হয় স্কুল ব্যাগ। গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয় পুরাতন অথচ ব্যবহারযোগ্য জামাকাপড়। বাচ্চাদের হাতে দেওয়া হয় সামান্য টিফিন। এদিনের এই কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন শ্রীশ্রী কুমার দেওঘরিয়া, লোভী চৌধুরী, পাপিয়া সরকার, বনশ্রী মাহাতো, পিয়ালী মোদক, রিংকু ব্যানার্জি, রিতা ব্যানার্জি ও জাতি দেওঘরিয়া।

10/09/2025

ভূয়ো ইডি অফিসারের দৌরাত্ম্যে চাঞ্চল্য জামালপুরে

জেলাবার্তা প্রতিনিধি, পূর্ব বর্ধমান, ৯ সেপ্টেম্বরঃ পূর্ব বর্ধমানের জামালপুরে ফের দৌরাত্ম দেখাল এক ভূয়ো ইডি অফিসার। অভিযোগ, ২৩ আগস্ট দুপুরে স্থানীয় ব্যবসায়ী মিহির কোলের মুদিখানা দোকানে হাজির হয়ে নিজেকে দিল্লি থেকে আসা ইডি অফিসার পরিচয় দেয় ওই ব্যক্তি। দোকানে ‘রেড’ হবে বলে আতঙ্ক দেখিয়ে ব্যবসায়ীকে দোকান বন্ধ করায় সে। পরে তিন বছরের ট্যাক্স বাবদ রসিদ ধরিয়ে ১৫ হাজার ৩৫৫ টাকা হাতিয়ে নিয়ে বাইকে চেপে চম্পট দেয় প্রতারক।
পরে রসিদ যাচাই করেই প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পারেন মিহিরবাবু। ২ সেপ্টেম্বর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করেছে পুলিশ। জানা গিয়েছে, বর্তমানে সে বাঁকুড়ার জয়পুর থানার কাস্টডিতে রয়েছে। জামালপুর থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে আনার উদ্যোগ নিয়েছে। এই ঘটনায় আতঙ্কে এলাকার ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ভূয়ো অফিসারের দৌরাত্ম ক্রমশ বেড়ে চলেছে, দ্রুত ব্যবস্থা না নিলে প্রতারণার শিকার হতে হবে আরও অনেককে।

খবরের জেরে সাসপেন্ড টিএমসিপি নেতা।চাঁচলে রবীন্দ্রনাথের ছবি পোড়ানোয় অবশেষে টিএমসিপি নেতা গ্রেপ্তার।বিশ্বজিৎ সাহা, মালদহ ...
10/09/2025

খবরের জেরে সাসপেন্ড টিএমসিপি নেতা।

চাঁচলে রবীন্দ্রনাথের ছবি পোড়ানোয় অবশেষে টিএমসিপি নেতা গ্রেপ্তার।

বিশ্বজিৎ সাহা, মালদহ

আমাদের পত্রিকার খবরের জেরে মালদার চাঁচল কলেজের এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর ঘটনায় অবশেষে গ্রেপ্তার হলেন তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) সাসপেন্ডেড নেতা এবি সোয়েল। সোমবার রাতে মালতীপুরের ভাকরি গ্রাম পঞ্চায়েতের নয়াটোলি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে চাঁচল থানার পুলিশ। টিএমসিপির চাঁচল কলেজ ইউনিটের সভাপতি পদে ছিলেন সোয়েল। মঙ্গলবার তাকে আদালতে তোলার কথা।
ঘটনার সূত্রপাত ২ সেপ্টেম্বর। কলকাতায় তৃণমূল কংগ্রেসের মঞ্চ খোলার প্রতিবাদে টিএমসিপির চাঁচল ইউনিট একটি বিক্ষোভ সভা করে। অভিযোগ, সেই কর্মসূচিতে বিজেপির নেতা-কর্মীদের সামনেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো হয়। মুহূর্তেই ঘটনাটি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। বিরোধীরা অভিযোগ তোলেন, বাংলা ভাষা ও বাঙালির আবেগের প্রতীক রবীন্দ্রনাথকে অসম্মান জানিয়ে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা ইচ্ছাকৃতভাবে উসকানি দিয়েছে।
ঘটনা সামনে আসতেই সোমবার সন্ধ্যায় সোয়েলকে দল থেকে সাসপেন্ড করা হয়। একই সঙ্গে চাঁচল কলেজের টিএমসিপি ইউনিট ভেঙে দেওয়া হয়। টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বিজ্ঞপ্তি জারি করে জানান, দলের অবস্থান স্পষ্ট—“যে কোনও পরিস্থিতিতেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি অসম্মান বরদাস্ত করা হবে না।” তার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হন সোয়েল।তবে রাজনৈতিক মহলের প্রশ্ন, ঘটনাটি নিয়ে যখন প্রবল বিতর্ক শুরু হয়েছে, তখন কি কেবলমাত্র ‘ড্যামেজ কন্ট্রোল’-এর উদ্দেশ্যেই তড়িঘড়ি এই পদক্ষেপ করল তৃণমূল? বিরোধীরা অভিযোগ তুলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা ও সংস্কৃতিকে ঘিরে বিজেপির বিরুদ্ধে সরব হলেও, তাঁরই ছাত্র সংগঠনের এক নেতা রবীন্দ্রনাথকে অসম্মান করে দলকে চরম অস্বস্তিতে ফেলেছেন।
এই প্রসঙ্গে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী অবশ্য সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়েছেন—“রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সকলে শ্রদ্ধা করি।” কিন্তু তাতে প্রশ্ন থামছে না। সোয়েলের গ্রেপ্তারি আদৌ সাংগঠনিক শাস্তি নাকি রাজনৈতিক চাপে নেওয়া পদক্ষেপ—তা নিয়েই এখন সরগরম চাঁচল থেকে কলকাতা।

নিখোঁজ সারফারাজ মোমিন মিলল মৃত, জোর রহস্যের গন্ধধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু, চাঞ্চল্য এনায়েতপুরেবিশ্বজিৎ সাহা, ...
10/09/2025

নিখোঁজ সারফারাজ মোমিন মিলল মৃত, জোর রহস্যের গন্ধ

ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু, চাঞ্চল্য এনায়েতপুরে

বিশ্বজিৎ সাহা, মানিকচক

মালদার মানিকচক ব্লকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার গভীর রাতে এনায়েতপুর কবরস্থান মোড়ের কাছে একটি আমবাগানের নির্জন অসম্পূর্ণ বাড়ির সামনে স্থানীয়রা দেহটি দেখতে পান। রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা দ্রুত মানিকচক থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রাথমিকভাবে দেহের গায়ে একাধিক আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়। স্থানীয়দের অনুমান, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে ওই যুবককে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য আরও বাড়তে থাকে। প্রথমে মৃত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে পরে জানা যায়, মৃত ব্যক্তির নাম সারফারাজ মোমিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত থেকেই সারফারাজ নিখোঁজ ছিলেন। মঙ্গলবার দুপুর নাগাদ তার রক্তাক্ত দেহ উদ্ধার হয় আমবাগানে। মৃত সারফারাজ মোমিনের বাড়ি গোপালপুর অঞ্চলের কামালতিপুরে। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন এবং মিল্কি এলাকায় তার একটি রেডিমেড কাপড়ের দোকান রয়েছে।

পরিবার ও স্থানীয়দের দাবি, সারফারাজের মৃত্যুর পেছনে রহস্য লুকিয়ে আছে। কেন বা কীভাবে এই হত্যাকাণ্ড ঘটল, তা স্পষ্ট নয়। পুলিশ এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। তবে তারা জানিয়েছে, মৃত্যুর কারণ ও ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

মানিকচক থানার পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে। এদিকে এক তরতাজা যুবকের এই নৃশংস হত্যাকাণ্ডে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পরিবারের শোক ও ক্ষোভে উত্তাল গ্রাম। প্রশাসন দ্রুত দোষীদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

এই কাপড় ব্যবসায়ীর রহস্যমৃত্যু ঘিরে এখন মানিকচকবাসীর একটাই প্রশ্ন—এটি নিছক খুন, নাকি আরও বড় কোনও ষড়যন্ত্র?

পুঁজিপতিদের জন্য দোকান ঘর, বাঘমুন্ডির কৃষক বাজারে দোকান ঘর বন্টনের প্রক্রিয়ায় অসন্তুষ্ট স্থানীয় কৃষক থেকে ব্যবসায়ীরা...
10/09/2025

পুঁজিপতিদের জন্য দোকান ঘর, বাঘমুন্ডির কৃষক বাজারে দোকান ঘর বন্টনের প্রক্রিয়ায় অসন্তুষ্ট স্থানীয় কৃষক থেকে ব্যবসায়ীরা

পুরুলিয়া জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতি জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি বাগমুন্ডি ব্লকের মধ্যে বাঘমুন্ডি কৃষক বাজার, সুইসা উপ বাজার এবং কালিমাটি উপবাজারে নির্মিত বেশ কিছু দোকানঘর বন্টনের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ১ লা সেপ্টেম্বর থেকে ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। সম্প্রতি রাজ্যের কৃষি ও বিপণন মন্ত্রী বেচারাম মান্না সুইসা, বলরামপুর সহ এলাকার বিভিন্ন কৃষক বাজার পরিদর্শন করেন। পুজোর পূর্বেই দোকান ঘর বন্টনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন মন্ত্রী। তারপরেই এই দোকানঘর বন্টনের প্রক্রিয়া শুরু হলে এলাকার কৃষক থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা আনন্দে ছিলেন। কিন্তু ফর্ম হাতে পেতেই তাদের এই আনন্দ নিরানন্দে পরিণত হলো। বাঘমুন্ডির বাসিন্দা কল্যাণ মুখার্জি চরম অসন্তোষ প্রকাশ করে বলেন একটি ফর্মের মূল্য ৫০০ টাকা। শুধু তাই নয় প্রত্যেকটি স্টলের জন্য ৬৩৩ টাকা শুরু করে ১০৮৭ টাকা পর্যন্ত আবার গুদাম ঘরের জন্য ১৪,৭৯৮ টাকা পর্যন্ত আলাদা করে সরকারি ভাড়া নির্ধারণ করা হয়েছে। এবার আপনি ওই দোকান ঘরের জন্য কত ভাড়া দেবেন সেটা ফর্মে লিপিবদ্ধ করতে হবে। যে যত বেশি ভাড়া দিতে সক্ষম হবে সেই দোকান ঘরটি পাবেন। এক্ষেত্রে পরিষ্কারভাবে এলাকার গরিব ক্ষুদ্র ক্ষুদ্র কৃষক বা ব্যবসায়ীরা বঞ্চিত হবে বলে স্থানীয়দের দাবি। সাথে পুরানো লটারির মাধ্যমে বন্টনের প্রক্রিয়ায় ভালো ছিল বলে স্থানীয়রা দাবি করেন। কার্যত স্থানীয়দের দাবীকে স্বাগত বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ লক্ষণ চন্দ্র টুডু বলেন স্থানীয়দের দাবি নায্য। এলাকার গরীব ক্ষুদ্র ব্যবসায়ী দোকান ঘর যাতে পাই সেই বিষয়েই জোর দেওয়া উচিত। সাথেই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেন।

এক্স পোস্টে উত্তাল চাঁচল কলেজচাঁচল কলেজে মোদি শাহ রবীন্দ্রনাথের ছবিতে আগুন অভিযোগ!বিশ্বজিৎ সাহা, মালদহ  চাঁচল: সেনার আওত...
09/09/2025

এক্স পোস্টে উত্তাল চাঁচল কলেজ

চাঁচল কলেজে মোদি শাহ রবীন্দ্রনাথের ছবিতে আগুন অভিযোগ!

বিশ্বজিৎ সাহা, মালদহ

চাঁচল: সেনার আওতাধীন জমিতে কলকাতায় তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মালদার চাঁচল কলেজ ইউনিট তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) উদ্যোগে গত মঙ্গলবার বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ পালিত হয়। বিক্ষোভকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র ছবির পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতেও আগুন লাগানোর অভিযোগ ওঠে।ঘটনার ভিডিও রবিবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র বিতর্ক শুরু হয়। আমাদের সংবাদ পত্রিকা ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি, তবু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বালুরঘাটের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে লেখেন, “অশিক্ষা, বর্বরতা ও ঔদ্ধত্য চরম সীমায় পৌঁছালে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটতে পারে!” তাঁর অভিযোগ, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তথাকথিত ভাষা আন্দোলনের নামে যে ভণ্ডামি চলছে, রবীন্দ্রনাথের ছবিতে আগুন ধরানো তার জঘন্য বহিঃপ্রকাশ। এটি বাঙালির সংস্কৃতির প্রতি বিশ্বাসঘাতকতা।”

বিক্ষোভের দিন কলেজ গেটের সামনে টিএমসিপি সমর্থকেরা মনীষীদের ছবি হাতে নিয়ে স্লোগান দেন। উপস্থিত ছাত্রদের একাংশের দাবি, সেদিনকার কর্মসূচির নেতৃত্বে ছিলেন জেলা টিএমসিপি সাধারণ সম্পাদক বাবু সরকার, চাঁচল কলেজ ইউনিট সভাপতি নাসিমুল হক সোহেল, কোর কমিটির সদস্য বাপি আলি, রকি হোসেন, ফাইয়াজ আলম, মিরাজ হোসেন প্রমুখ।

অভিযোগ প্রকাশ্যে আসতেই রাজনৈতিক তরজা শুরু হয়। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা কোন বর্বর রাজ্যে বাস করছি, এই ঘটনা তার প্রমাণ। তৃণমূল মুখে বাংলার কথা বলবে আর রবীন্দ্রনাথের ছবিতে আগুন দেবে—তা হয় না। রাজ্যের ঐতিহ্য ধ্বংসের চক্রান্ত চলছে। অবিলম্বে অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে।”অন্যদিকে টিএমসিপি-র জেলা সভাসদ প্রসূন রায় জানান, “আমার কাছে অভিযোগ এসেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মনে হয় না কেউ ইচ্ছাকৃতভাবে এমন করবে। তবে ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত—ঘটনাটি কাম্য নয়। সত্যিই যদি এমন ঘটে থাকে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে এখনও মুখ খোলেনি। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসায় স্থানীয় শিক্ষা ও সংস্কৃতি মহলে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, “রবীন্দ্রনাথের ছবি দাহের অভিযোগ রাজনৈতিক প্রতিক্রিয়ার বাইরে গিয়ে বাঙালির আবেগকে নাড়া দিয়েছে।” পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনো সুস্পষ্ট পদক্ষেপের খবর মেলেনি। ঘটনায় উত্তাল চাঁচল মহকুমা।

মানিকচক চক্রে শিক্ষক দিবসকে ঘিরে সপ্তাহজুড়ে নানা কর্মসূচিবিশ্বজিৎ সাহা, মানিকচক শিক্ষক দিবস উপলক্ষে গোটা সপ্তাহ জুড়ে ব...
09/09/2025

মানিকচক চক্রে শিক্ষক দিবসকে ঘিরে সপ্তাহজুড়ে নানা কর্মসূচি

বিশ্বজিৎ সাহা, মানিকচক

শিক্ষক দিবস উপলক্ষে গোটা সপ্তাহ জুড়ে ব্যতিক্রমী আয়োজনের সাক্ষী রইল মানিকচক চক্র। অবর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ পারভেজের উদ্যোগে শিক্ষা, পরিবেশ ও কৃতজ্ঞতাকে একসূত্রে বাঁধতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।কর্মসূচির সূচনা হয় ৪ সেপ্টেম্বর “থ্যাংকস ওয়াল” দিয়ে। মানিকচক চক্রের প্রতিটি স্কুলে ক্ষুদে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতার বার্তা লিখিতভাবে প্রকাশ করে। বিদ্যালয় চত্বর জুড়ে ফুটে ওঠে ছাত্র-শিক্ষক সম্পর্কের উষ্ণ সেতুবন্ধন।৬ সেপ্টেম্বর পালিত হয় এক অনন্য উদ্যোগ—“একটা গাছ, শিক্ষকের নাম।” প্রতিটি বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। প্রায় ৪০০-র বেশি চারা রোপণ করে শিক্ষক-শিক্ষিকাদের নামে চিহ্নিত করা হয়। পরিবেশ রক্ষার অঙ্গীকারের পাশাপাশি শিক্ষকদের অবদানকে স্থায়ীভাবে স্মরণীয় করে রাখার বার্তা দেয় এই কর্মসূচি।শ্রদ্ধা ও স্বীকৃতির ধারাবাহিকতায় ৮ সেপ্টেম্বর মানিকচক কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সম্মাননা প্রদান অনুষ্ঠান। মানিকচক চক্রের প্রায় ৩৯০ জন শিক্ষক-শিক্ষিকাকে মোমেন্টো দিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা বিদ্যালয় পরিদর্শক (সেকেন্ডারি) বাণীব্রত দাস, জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) মলয় মন্ডল, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিংকি মন্ডল, মানিকচক চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ পারভেজ, আড়াইডাঙ্গা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তৌসিফ জামান এবং চক্রের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।স্থানীয় শিক্ষা মহলের মতে, এই ধরনের আয়োজন শুধু শিক্ষক দিবসকে স্মরণীয় করে তোলা নয়, ছাত্র-শিক্ষক সম্পর্ককে সুদৃঢ় করে সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। কৃতজ্ঞতার প্রকাশ, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা এবং সম্মাননা প্রদানের সমন্বয়ে গড়ে ওঠা এই সপ্তাহব্যাপী আয়োজন শিক্ষাক্ষেত্রে এক ইতিবাচক ও অনুপ্রেরণামূলক বার্তা বহন করছে।শিক্ষা মহল আশা করছে, ভবিষ্যতেও এমন উদ্যোগ অন্য চক্র ও বিদ্যালয়গুলিকে অনুপ্রাণিত করবে। মানিকচক চক্রের এই সৃজনশীল উদ্যোগ শিক্ষক দিবসের তাৎপর্যকে নতুন মাত্রা দিয়েছে।

পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে ও রঘুনাথপুর থানার পরিচালনায় সোমবার চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরজেলাবার্তা, রঘুনাথপুর,...
09/09/2025

পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে ও রঘুনাথপুর থানার পরিচালনায় সোমবার চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির

জেলাবার্তা, রঘুনাথপুর, ৮ সেপ্টেম্বর— পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে ও রঘুনাথপুর থানার পরিচালনায় সোমবার চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির হল রঘুনাথপুর ব্লক কমিউনিটি হলে। ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে শিবিরের সূচনা করেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। ছিলেন রঘুনাথপুরের এসডিপিও রোহেদ শেখ, রঘুনাথপুরে আইসি অর্ঘ্য মন্ডল সহ বিভিন্ন থানার ওসি ও আধিকারিকেরা। এসপি জানান জেলা পুলিশের উদ্যোগে এর আগে বরাবাজার, হুড়া সহ বিভিন্ন থানার পরিচালনায় বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্কের দূরত্ব কমাতে জেলা পুলিশ প্রায়ই এরকম বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকে। পুলিশ সূত্রে জানা যায় পাড়া থানার বরনডাঙ্গা র লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশন এই শিবিরটি পরিচালনা করেন। এদিন বিভিন্ন থানা এলাকা থেকে প্রায় চারশোরও বেশি রোগী স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করাতে আসে। যেসব রোগী চক্ষু পরীক্ষায় অপারেশনের জন্য মনোনীত হয়েছেন তাদের অপারেশন করানোর জন্য পরবর্তী সময়ে নিয়ে যাওয়া হবে। তাদের বিনামূল্যে অপারেশন করার পর প্রয়োজনীয় ঔষুধ এবং চশমা দেওয়া হবে। পুলিশের এই উদ্যোগকে প্রশংসা করেছেন সাধারণ মানুষ।

Address

K. N Chakraborty Lane, Munsiffdanga
Purulia
723101

Telephone

+917501198381

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zilla Varta News. জেলা বার্তা নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share