
02/08/2025
সুধী,
অভিভাবক/অভিভাবিকা,
বিগত বছর কোমলমতি শিক্ষার্থীদের পঠন-পাঠনের ধারাবাহিকতা ও শিক্ষার সার্বিক মানোন্নয়নের জন্য উৎসাহ প্রদানের উদ্দেশ্যে শুধু মাত্র পুরুলিয়া জেলাতে আয়োজিত হয় -(ATSE) আগদহলি মেধা অনুসন্ধান অভীক্ষা।
প্রথম বর্ষের আশাতীত সাফল্য, শিক্ষার্থী এবং অভিভাবকদের মতামত ও প্রত্যাশা দ্বিতীয় বর্ষ অভীক্ষা আয়োজনে আমাদের প্রবল ভাবে উৎসাহিত করেছে।
প্রথম বর্ষের এ সাফল্যের কৃতিত্ব এলাকার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী ব্যাক্তি, সহ-নাগরিক, প্রশাসন এবং অভীক্ষার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যুক্ত ব্যাক্তিবর্গ,
তাঁদের আন্তরিক উৎসাহ ও স্বতঃস্ফূর্ত সহযোগিতা ব্যতীত এই ব্যতিক্রমী আয়োজনের সুচারু সম্পাদন সম্ভব ছিল না। স্বেচ্ছাসেবী সংগঠন আগদহলি, সকলের কাছে কৃতজ্ঞ।
সমাজের সার্বিক অগ্রগতির নিমিত্তে সতত নিবেদিত আমরা বিভিন্ন জনসেবামূলক কর্মসূচি, স্বাবলম্বী হওয়ার জন্য উৎসাহ প্রদান, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন মূলক কর্মসূচী সাফল্যের সাথে করে চলেছি ও সমাজকে সঠিক দিশা দেখাতে অনেকটাই সমর্থ।
এবছরও সকলের সহযোগিতাকে পাথেয় করে, শিক্ষার্থীদের মানোন্নয়ন ও প্রকৃত মেধা অন্বেষণের লক্ষ্যে আগদহলি মেধা অন্বেষণ অভীক্ষা- ২০২৫ পুরুলিয়া ছাড়াও বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।
পশ্চিমবঙ্গ বোর্ডের পাঠ্যক্রম অনুসারে বহু বিকল্প প্রশ্নের (MCQ) কার্বন কপি সহ OMR সিট এর মাধ্যমে যুগোপযোগী এই অভীক্ষায় এবছর অংশগ্রহণের সুযোগ পাবে তৃতীয় থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা। অভীক্ষায় বসার জন্য আবেদন করা যাবে সেন্টার ইনচার্জের মাধ্যমে অথবা, অনলাইনে www.agdahli.org ওয়েবসাইট থেকে।
আমরা আশাবাদী- বিগত বছরের ন্যায় এবছরও এই কর্মসূচিকে সাফল্যমন্ডিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক থেকে শুরু করে শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ, প্রশাসন, সু-নাগরিক এবং সর্বোপরি এলাকার শুভবুদ্ধি সম্পন্ন প্রতিটি মানুষ মুক্তমনে এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
ধন্যবাদান্তে-
সভাপতি /সম্পাদক
আগদহলি
🎉 আগদহলি মেধা অনুসন্ধান অভীক্ষা - ২০২৫ সম্পর্কিত প্রয়োজনীয় জ্ঞাতব্য তথ্য :-
▪️বাংলা মাধ্যম, পশ্চিমবঙ্গ বোর্ডের পাঠ্যক্রম (Syllabus)
▪️তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণী
▪️পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে অভীক্ষা কেন্দ্র।
▪️www.agdahli.org থেকে অনলাইনে আবেদন করা যাবে।
▪️অভীক্ষার ফি: ১১০/-টাকা।
▪️চার জেলাতেই শুধুমাত্র বালিকাদের জন্য একাধিক বিশেষ অভীক্ষা কেন্দ্র।
▪️অভীক্ষার তারিখঃ- ৯ই নভেম্বর, ২০২৫(রবিবার)
▪️আবেদনের তারিখ: ৯ই আগষ্ট থেকে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত।
▪️অভীক্ষার সময়ঃ- দুপুর ১২ টা-১.৪০মিঃ
💥শ্রেণি ও বিষয় ভিত্তিক মান বিন্যাস :
🟡 তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি:
বাংলা-১৫
ইংরেজি-১৫
গনিত-২০
আমাদের পরিবেশ-২০
স্বাস্থ্য ও শরীর শিক্ষা-১০
মানসিক সক্ষমতা ১০
সাধারণ জ্ঞান-১০
-----------------------------
মোট: ১০০
🟢 ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণী:
বাংলা-১৫
ইংরেজি-১৫
গনিত-২০
পরিবেশ ও বিজ্ঞান-১৫
ইতিহাস ও ভূগোল- ১৫
মানসিক সক্ষমতা-১০
সাধারন জ্ঞান-১০
-----------------------------
মোট: ১০০
🟣 নবম শ্রেণি:
বাংলা-১৫
ইংরেজি-১৫
গনিত-২০
ভৌত বিজ্ঞান-১৫
জীবন বিজ্ঞান-১৫
ইতিহাস-১০
ভূগোল-১০
----------------------------
মোট:১০০
▪️সর্বোচ্চ স্তরে প্রতি শ্রেণীর সেরা পাঁচ মেধাবীকে স্মারক, শংসাপত্র ও আর্থিক পুরস্কার সহ সম্বর্ধিত করা হবে।
▪️প্রতি জেলাতে জেলা স্তরের প্রতি শ্রেণীর সেরা তিন মেধাবীকে শংসাপত্র, পুরস্কার সহ সম্বর্ধিত করা হবে।
▪️প্রতিটি পরীক্ষাকেন্দ্রের প্রতিটি শ্রেণীর সেরা মেধাবীকে স্মারক, শংসাপত্র, পুরস্কার সহ সম্মানিত করা হবে।
▪️৬০ শতাংশ ও তদূর্ধ্ব নম্বর প্রাপক সমস্ত অভীক্ষার্থীকে শংসাপত্র ও পুরস্কার দিয়ে উৎসাহিত করা হবে।
▪️সমস্ত পরীক্ষার্থীকে মার্কশিট প্রদান করা হবে।
💥মোট আর্থিক
পুরস্কার মূল্য : ₹৩.১৫ লক্ষ।
🔵আর্থিক পুরস্কার মূল্য:-
১-ম স্থান :১৫০০০/-টাকা।(প্রতি শ্রেনীতে)
২-য় স্থান:১২০০০/-টাকা।( প্রতি শ্রেনীতে)
৩-য় স্থান:৯০০০/-টাকা।(প্রতি শ্রেনীতে)
৪-র্থ স্থান:৬০০০/-টাকা।(প্রতি শ্রেনীতে)
৫-ম স্থান:—৩০০০/-টাকা।(প্রতি শ্রেণীতে)
🔴 আরো বিশদে জানতে যোগাযোগ করুন :-
☎️6294114795
☎️9932868779
☎️8343044857
☎️9547690276
☎️8967678181
☎️7602761376
🟣page: আগদহলি - Agdahli
🟡Email ID:
[email protected]
🟢Web-site: www.agdahli.org
“Education is the most powerful weapon which you can use to change the world”
– Nelson Mandela