গীতসঙ্গীত

গীতসঙ্গীত Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গীতসঙ্গীত, Music production studio, Purulia.

এটি একটি সম্পূর্ণ Entertainment Facebook channel. আমরা আপনাদের আনন্দ দিতে নিত্য নতুন যাত্রাপালা, গান, বিচিত্রা অনুষ্ঠান ইত্যাদি নানা প্রকার অনুষ্ঠানের ভিডিও ও লাইভ টেলিকাষ্ট করে থাকি
এছাড়াও আমাদের Youtube gsesdipak / GSKRITAN


যোগাযোগ করতে
8348251136

15/07/2025

অমর মহন্ত হরিনাম সংকীর্তন দল
যোগাযোগ- 8670767815

15/07/2025

// সাউন্ড - #গীতসঙ্গীত ইলেকট্রনিক্স এন্ড সাউন্ড #দীপক_পণ্ডা 83482...

13/07/2025

সম্পুর্ন ভিডিও দেখার জন্য ব্লু লিঙ্ক এ ক্লিক করুন
https://youtu.be/UaGV-iW7EQ8?si=qjBxHgywk_WDezGk
#যাত্রাপালা #গ্রামীণ_যাত্রা

13/07/2025

অমল ও দই ওয়ালা
রবীন্দ্রনাথ ঠাকুর

দইওআলা। দই― দই― ভালো দই!
অমল। দইওআলা, দইওআলা, ও দইওআলা!
দইওআলা। ডাকছ কেন? দই কিনবে?
অমল। কেমন করে কিনব! আমার তো পয়সা নেই।
দইওআলা। কেমন ছেলে তুমি। কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন?
অমল। আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম।
দইওআলা। আমার সঙ্গে!
অমল। হাঁ। তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে।
দইওআলা। (দধির বাঁক নামাইয়া) , বাবা, তুমি এখানে বসে কী করছ?
অমল। কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এইখেনেই বসে থাকি।
দইওআলা। আহা, বাছা তোমার কী হয়েছে?
অমল। আমি জানি নে। আমি তো কিচ্ছু পড়ি নি, তাই আমি জানি নে আমার কী হয়েছে। দইওআলা, তুমি কোথা থেকে আসছ?
দইওআলা। আমাদের গ্রাম থেকে আসছি।
অমল। তোমাদের গ্রাম? অনে―ক দূরে তোমাদের গ্রাম?
দইওআলা। আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়। শামলী নদীর ধারে।
অমল। পাঁচমুড়া পাহাড়― শামলী নদী― কী জানি,হয়তো তোমাদের গ্রাম দেখেছি― কবে সে আমার মনে পড়ে না।
দইওআলা। তুমি দেখেছ? পাহাড়তলায় কোনোদিন গিয়েছিলে নাকি?
অমল। না, কোনোদিন যাই নি। কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরোনোকালের খুব বড়ো বড়ো গাছের তলায় তোমাদের গ্রাম― একটি লাল রঙের রাস্তার ধারে। না?
দইওআলা। ঠিক বলেছ বাবা।
অমল। সেখানে পাহাড়ের গায়ে সব গোরু চরে বেড়াচ্ছে।
দইওআলা। কী আশ্চর্য! ঠিক বলছ। আমাদের গ্রামে গোরু চরে বই কি, খুব চরে।
অমল। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসী করে নিয়ে যায়― তাদের লাল শাড়ি পরা।
দইওআলা। বা! বা! ঠিক কথা। আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায়ই। তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়― কিন্তু বাবা, তুমি নিশ্চয় কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে!
অমল। সত্যি বলছি দইওআলা, আমি একদিনও যাই নি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে?
দইওআলা। যাব বই কি বাবা, খুব নিয়ে যাব!
অমল। আমাকে তোমার মতো ঐরকম দই বেচতে শিখিয়ে দিয়ো। ঐরকম বাঁক কাঁধে নিয়ে― ঐরকম খুব দূরের রাস্তা দিয়ে।
দইওআলা। মরে যাই! দই বেচতে যাবে কেন বাবা। এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে।
অমল। না, না, আমি কক্‌খনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াব। কী রকম করে তুমি বল, দই, দই, দই― ভালো দই। আমাকে সুরটা শিখিয়ে দাও।
দইওআলা। হায় পোড়াকপাল! এ সুরও কি শেখবার সুর!
অমল। না, না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়― তেমনি ঐ রাস্তার মোড় থেকে ঐ গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল― কী জানি কী মনে হচ্ছিল!
দইওআলা। বাবা, এক ভাঁড় দুই তুমি খাও।
অমল। আমার তো পয়সা নেই।
দইওআলা। না না না না― পয়সার কথা বোলো না। তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব।
অমল। তোমার কি অনেক দেরি হয়ে গেল?
দইওআলা। কিচ্ছু দেরি হন নি বাবা, আমার কোনো লোকসান হয় নি। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম।

12/07/2025

#আজকের_মিরজাফরAJKER MIRJAFOR // আজকের মিরজাফর // JATRAPALA // যাত্রাপালা // কৌশিক কুমার // KOUSIK KUMARদল ম্যানে...

ওপারে থাকো আমি তুমি রবে এবারে মৃত্যুর গান গেয়ে কেঁদে ফেলেছিলেন কিশোর কুমার, পারিশ্রমিক নিতে অস্বীকার 💔অভিনেতা পরিচালক সু...
12/07/2025

ওপারে থাকো আমি তুমি রবে এবারে
মৃত্যুর গান গেয়ে কেঁদে ফেলেছিলেন কিশোর কুমার, পারিশ্রমিক নিতে অস্বীকার 💔

অভিনেতা পরিচালক সুখেন দাসের সঙ্গে কিশোর কুমারের খুব সুন্দর সম্পর্ক ছিল।

সুখেনবাবু বলেন, 'কিশোরদার সঙ্গে এরকম একটা সম্পর্ক গড়ে ওঠার আগে তাঁর সম্পর্কে শুনেছি, কিশোরকুমারের মতো কৃপণ লোক দ্বিতীয় নেই। এছাড়া তাঁর অদ্ভুত কাণ্ডকারখানা সম্বন্ধে নানান ধরনের কথাবার্তা বলে আমার মনে ভীতির সঞ্চার করে দেওয়ারও চেষ্টা করেছেন কেউ কেউ।
কিন্তু মানুষটার সঙ্গে একটু গভীরভাবে মেলামেশার পরই বুঝতে পারলাম কিশোরকুমার সম্পর্কে এ জাতীয় অনেক কথাই রটনা ছাড়া আর কিছু নয়। সৃজনশীল মানুষ মাত্রই একটু খামখেয়ালি হন। কিশোরকুমারও ব্যতিক্রম নন। কিন্তু তাঁর মতো উদার মানুষ আমি খুব কম দেখেছি।'

'অমরকণ্টক' ছবির গান গাওয়ানোর জন্য বম্বেতে এসে আবার কিশোরকুমারের দ্বারস্থ হলেন সুখেন দাস। কিশোরকুমার তাঁকে 'টেনশনদা' বলে ডাকতেন। আসলে ছবি তৈরির হাজার রকম ঝামেলা পোহাতে গিয়ে মাঝে-মাঝে চাপা টেনশনে ভুগতেন সুখেনবাবু। ব্যাপারটা কিশোরকুমারের নজর এড়ায়নি। তাই সুখেনবাবুকে দেখলেই মজা করে টেনশনদা বলে সম্বোধন করতেন।

'অমরকণ্টক' ছবির ওই গানটা ছিল 'এই তো জীবন/হিংসা বিবাদ লোভ ক্ষোভবিদ্বেষ/চিতাতেই সব শেষ' লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। সুরারোপ করেন অজয় দাস। রিহার্সালের সময় গানটা গাইতে গাইতে কেঁদে ফেলেন কিশোরকুমার।

গানের রেকর্ডিং হয়ে যাওয়ার পর কিশোরকুমার সুখেন দাসকে বললেন, 'একটা কথা আছে সুখেনবাবু। এ ছবির প্রোডিউসার কে?' সুখেনবাবু প্রোডিউসার দুজনের নাম বললেন। কিশোরকুমার বললেন, 'ওঁরা তো পেমেন্ট করতে এসেছেন। ওঁদের বলে দিন এই গানের জন্য কোনও পারিশ্রমিক নেব না।' কিশোরকুমার টাকা নেবেন না এ তো কল্পনাতীত ব্যাপার।

'কেন নেবেন না?' সুখেন দাস তাঁকে জিজ্ঞেস করলেন।

কিশোরকুমার কয়েক সেকেণ্ড চুপ করে রইলেন। তারপর বললেন, 'আমি জন্মের গান গেয়েছি। এবারে মৃত্যুর গানও গাইলাম। না, এই গানের জন্য কোনও পারিশ্রমিক নিতে পারব না। আর গানের কথারও তো কোনও জবাব নেই। এ কথাগুলো শুধু আমার নয়, যে কোনও মানুষের চোখে জল আনবে। সত্যিই গৌরীদা গ্রেট।'
সুখেনবাবু তাঁকে বললেন, 'গৌরীদা যখন ক্যান্সারে আক্রান্ত তখনই গানটা লিখেছিলেন।' মুহূর্তের মধ্যে মুখের চেহারা বদলে যায় কিশোরকুমারের। ব্যথায় ভরে ওঠে তাঁর মুখ।
@রূপকথা
সেদিনের সেই মুহূর্তটির কথা বলতে গিয়ে খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সুখেন দাস। বলেছিলেন, 'কিশোরদাকে সকলেই কৃপণ ভাবত। টাকা ছাড়া উনি না কি কিছু
জানতেন না।

কেউ কেউ আমাকে এমন কথাও বলেছেন, কিশোরকুমার টাকার গন্ধ শুঁকে পকেটে ভরেন। এসব কথাবার্তার কিছু কিছু আমি বিশ্বাসও করেছিলাম। আসলে তখন তো কিশোরকুমারকে চিনতাম না, সেদিন রেকর্ডিংয়ের পর কিশোরদার ওই কথা শোনার পর আমার মনে হয়েছিল, আজ পর্যন্ত এই মানুষটা সম্পর্কে যা শুনেছি তার অনেক কিছুই সঠিক নয়। কে বলে কিশোরদা কৃপণ? সেই মুহূর্তে আমার মনে হয়েছিল সত্যিকারের একজন বড়মাপের মানুষকে চোখের সামনে দেখছি।'

'অমরকণ্টক' ছবির আরও একটা গান ছিল 'তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে।' এই ছবির দুটো গানই সুপারহিট হয়েছিল। ছবিটা হিট হয়েছিল মূলত গানের জন্যই। এক-একটা বাংলা গানের জন্য কিশোরকুমারের পারিশ্রমিক ছিল পনেরো হাজার টাকা। সেই সময় পনেরো হাজার টাকা কম নয়।

একবার 'মিলনতিথি' ছবির গান রেকর্ডিং করতে বম্বেতে গেছেন সুখেন দাস। তখন তাঁর এক মেয়ের ক্যান্সার। একদিকে অসুস্থ মেয়ে, অন্যদিকে গান রেকর্ডিংয়ের তাড়া। কয়েকদিনের মধ্যে রেকর্ডিং করে ফিরে আসবেন এরকম ভেবেই বম্বে যাওয়া। কিশোরকুমার যখন জানতে পারলেন সুখেন দাস তাঁর অসুস্থ মেয়েকে রেখে বম্বে এসেছেন গান রেকর্ডিং করতে, রাগ করেছিলেন। বলেছিলেন, 'সুখেনবাবু, আপনি কিন্তু খুব অন্যায় করেছেন। মেয়ের এই অবস্থা, আপনার আসা উচিত হয়নি। আপনি কলকাতায় থাকতেন, আমি গান রেকর্ডিং করে পাঠিয়ে দিতাম। আপনি একটা ফোন করলেই সব হয়ে যেত।' 'মিলনতিথি'র সবকটা গান হিট। 'এমনও হাসি আছে বেদনা মনে হয়/জলে ভরে দু'নয়ন/সুখেও কেঁদে ওঠে মন।' সুখেনবাবুর লিপে কিশোরকুমারের গাওয়া সেই গান আজও অবিস্মরণীয় হয়ে আছে।

'জীবনমরণ' ছবিতে কিশোরকুমারের এই গানটাও একসময় জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছয়-'ওপারে থাকব আমি/তুমি রইবে এপারে / শুধু আমার দু'চোখ ভরে/ দেখব তোমারে।' এটিও সুখেনবাবুর লিপে। তাঁর লিপে কিশোরকুমারের একটু অন্য ধরনের গান ছিল 'পাপপুণ্য' ছবিতে-'মংলু আমি জংলি আমি/ পাহাড় দেশে থাকি।'

এ ছবিতে তাপস পালের লিপে কিশোরকুমারের এই গানটি মনে দাগ কাটে-'ভালোবাসা ছাড়া আর আছে কি।'

তথ্যসূত্রঃ কত কী রয়েছে লেখা।

#গীতসঙ্গীত #ভাইরাল_পোষ্ট

12/07/2025

ের_একটু_দেখা #সম্পুর্ন_যাত্রাপালা কেমন লাগলো তা অবশ্য ই আপনারা কমেন্ট করে ...

11/07/2025

সম্পুর্ন মহিলা দ্বারা পরিচালিত মন্দ্রিতার বেন্ড, দেখুন খুব ভালো লাগবে ।
যোগাযোগ - 9123069582
#মহিলা_অরকেষ্ট্রা #গীতসঙ্গীত গীতসঙ্গীত দীপক পণ্ডা Dipak Panda Manas Panda রেখা পণ্ডা

11/07/2025

10/07/2025

আজকের মীরজাফর
সম্পুর্ন যাত্রাপালাটি দেখতে ব্লু লেখাটি তে ক্লিক করুন -
https://youtu.be/jVHblgZbwUc?si=mOpmnovP74QQDZWa
শান্তিপ্রিয় যাত্রা সমাজ যোগাযোগ - 8617429538
আজকের মীরজাফর #যাত্রাপালা
#গ্রাম_বাংলার_যাত্রাগান #যাত্রা #যাত্রাপালা #আজকের_মীরজাফর Ritwik Mukarjee

১৪৩২ বঙ্গাব্দের নবদিগন্ত অপেরার বলিষ্ঠতম প্রযোজনা ব্যাতিক্রমী নাট্যকার ব্রহ্মময় চট্টোপাধ্যায় রচিত  ❤️আগুন রাঙ্গা ফাগুন...
10/07/2025

১৪৩২ বঙ্গাব্দের নবদিগন্ত অপেরার বলিষ্ঠতম প্রযোজনা
ব্যাতিক্রমী নাট্যকার ব্রহ্মময় চট্টোপাধ্যায় রচিত
❤️আগুন রাঙ্গা ফাগুন বৌ❤️
---------------------------------------------
অভিনয়ে :- সুজিত রায়, সৌরভ নেপোলিয়ন,সমীর চক্রবর্তী, হরসুন্দর লায়েক,অরূপ মুখার্জী, অহিন্দ্র পাত্র, জগন্নাথ চক্রবর্তী, হেমন্ত রায় ও শুভাশীষ পাঠক।
দল ম্যানেজার: শুভাশীষ পাঠক।
জনগণের আশীর্বাদে ১০০ তম রজনী অনুষ্ঠিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে নবদিগন্ত অপেরা।

#যাত্রা #গ্রাম_বাংলার_অ্যামেচার_যাত্রা

।।রথযাত্রা ও উল্টোরথের অনেক অনেক শুভেচ্ছা।।১৪৩২ বঙ্গাব্দে শান্তিপ্রিয় যাত্রা সমাজ এর বলিষ্ঠতম প্রযোজনা ব্যাতিক্রমী নাট্...
10/07/2025

।।রথযাত্রা ও উল্টোরথের অনেক অনেক শুভেচ্ছা।।
১৪৩২ বঙ্গাব্দে শান্তিপ্রিয় যাত্রা সমাজ এর বলিষ্ঠতম প্রযোজনা
ব্যাতিক্রমী নাট্যকার ব্রহ্মময় চট্টোপাধ্যায় রচিত
অপেশাদার যাত্রার অলরাউন্ডার ক্ল্যাসিকাল অভিনেতা কৌশিক কুমার সম্পাদিত নির্দেশিত ও অভিনীত
❤️আগুন রাঙ্গা ফাগুন বৌ❤️
---------------------------------------------
পরিবেশনা: শান্তিপ্রিয় যাত্রা সমাজ
অভিনয়ে: অরুন গোস্বামী, কৈলাশ চট্টোপাধ্যায়, বাবলু গুপ্ত, প্রদীপ রায়, স্বপন কুম্ভকার, দীনবন্ধু মুখার্জী, দীনবন্ধু মাজি, সন্দীপ রায় ও অনির্বান মাজি
দল ম্যানেজার: দীনবন্ধু মুখার্জী
প্রচার পরিকল্পনা ও রূপায়ণ: ঋত্বিক মুখার্জী
[বিস্তারিত পরবর্তী পোষ্টারে]
।।খুব জলদি দেখা হবে মঞ্চে।।

Address

Purulia

Telephone

+918348251136

Website

Alerts

Be the first to know and let us send you an email when গীতসঙ্গীত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গীতসঙ্গীত:

Share