Beautiful Purulia

Beautiful Purulia YT - Beautiful Purulia

একটি নিষ্পাপ শিশুর মৃত্যু হলো শুধুমাত্র অবহেলা, গাফিলতি আর দায়িত্বজ্ঞানহীন চিকিৎসা ব্যবস্থার কারণে। এক নতুন প্রাণ এই পৃথ...
29/07/2025

একটি নিষ্পাপ শিশুর মৃত্যু হলো শুধুমাত্র অবহেলা, গাফিলতি আর দায়িত্বজ্ঞানহীন চিকিৎসা ব্যবস্থার কারণে। এক নতুন প্রাণ এই পৃথিবীর মুখ দেখতে পারল না, কারণ যারা দেখার কথা ছিল তারা দেখেনি, যারা শোনার কথা ছিল তারা শুনেনি।

এই ঘটনার শিকার বাসু দা আর তার পরিবার । কাল হতে পারে তোমার-আমার। আমরা চাই, এই ঘটনার সঠিক তদন্ত হোক, দায়ীদের শাস্তি হোক, এবং এমন ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে।

🕯️ ঈশ্বর সেই ছোট্ট প্রাণটিকে শান্তি দিক। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা।

বিচার না হওয়া পর্যন্ত আমরা চুপ থাকব না।

24/06/2025

মাস্টারের থেকে বাচ্চা বেশি ট্যালেন্ট 😂😂😂

19/06/2025

বর্ষার বেলডি ব্রিজ 🥰

অসহায় নিরন্ন বিপদগ্রস্ত মানুষের প্রয়োজনে রক্তের অভাব আমরা প্রত্যক্ষ করেছি, দেখেছি রুগীর আত্মীয় পরিজনদের ব্যাকুলতা হাহ...
27/02/2025

অসহায় নিরন্ন বিপদগ্রস্ত মানুষের প্রয়োজনে রক্তের অভাব আমরা প্রত্যক্ষ করেছি, দেখেছি রুগীর আত্মীয় পরিজনদের ব্যাকুলতা হাহাকার! শুধুমাত্র রক্তের অভাবে চোখের সামনে মারা যেতে দেখেছি অসংখ্য মানুষকে! এই অসহায় নিরন্ন বিপদগ্রস্ত মানুষের চোখের জল আর বুকফাটা কান্না ভাবিয়ে তুলে জেলার তরুণ প্রজন্মকে, সরকারি উদাসীনতা এবং পরিকল্পনা হীন স্বাস্থ্য নীতি থেকে জেলাবাসীর মুক্তির পথ খুঁজতে শুরু হয় আলাপ আলোচনা সেমিনার, এরূপ একটি সেমিনারে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা একঝাঁক তরুণের দীর্ঘ আলোচনার ভিত্তিতে গড়ে ওঠে স্বেচ্ছাসেবী সংগঠন #আগদহলি ।থ্যালাসেমিয়া প্রবন পুরুলিয়া জেলার রক্ত সঙ্কট চিরতরে দূর করতে গত 26/11/23 রক্ত দান পরবের মধ্য দিয়ে পথ চলার সূচনা হয় আমাদের সংগঠনের। এক পা এক পা করে চলতে চলতে বছরের মধ্যে আমরা শতাধিক রক্ত দান শিবিরের আয়োজন করেছি, মানুষের ভালোবাসায় আন্তরিকতায় এবং প্রয়োজনের তাগিদেই সংগঠনের কর্মযজ্ঞের বিস্তৃতি ছড়িয়ে পড়েছে জঙ্গল মহলের জেলায় জেলায়। বিস্তৃতি ঘটার সাথে সমান তালে যুক্ত হয়েছে শিক্ষা সংস্কৃতি প্রযুক্তি খেলাধুলার মতো বিষয় গুলো। আপনারা অনেকেই অবগত আছেন, যে সকল ব্যাক্তি সমাজ সংস্কৃতি প্রযুক্তি বিজ্ঞান খেলাধুলা সাহিত্য চর্চা সহ বিবিধ বিষয়ে অসামান্য অবদান রেখে চলেছেন যা সমাজের চালিকা শক্তি রূপে কাজ করে যায় যুগ যুগান্তরে, প্রচার প্রসার থেকে দূরে থাকা সেই সকল সমাজ-অন্ত মহানুভব মানুষের জীবন সংগ্রামকে কুর্ণিশ জানাতে গত রক্ত পরব থেকেই আমরা শুরু করেছি অনন্য স্বীকৃতি ্মাননা, #গুনীজন_সম্মননা এবং #আগদহলি_রক্তযোদ্ধা_সম্মাননা।
এবারের এই রক্তদান পরব স্মরণীয় ও বরণীয় করে রাখতে লক্ষাধিক টাকার মতো খরচের সম্ভাবনা রয়েছে। বিপুল এই অর্থ সংগ্রহের জন্য সমাজের সকল স্তরের মানুষের কাছে আবেদন রাখছি।
স্বশরীরে উপস্থিত থাকতে না পারলেও নিজের সামর্থ্য অনুযায়ী যে যেমন পারবেন সাহায্য সহযোগিতা পরামর্শ দিয়ে মহতী এই কর্মযজ্ঞের অংশ হোন। ধন্যবাদ সকলকে সুস্থ থাকুন সুন্দর থাকুন, #আগদহলি ।

14/12/2024

বিরাট মেলা আমাদের পুরুলাই 🥰

02/12/2024

পুরুল্যার রাসমেলা 😄

17/11/2024

নতুন বেসে নতুন কিছু 🥰❤️😂

29/01/2024

ুসু_গানের_সুরে_আমাদের_বাস্তবতা 🥰
রচনা ও কণ্ঠ :- Animesh Das Purulia
গিটার বাজাচ্ছেন আমাদের প্রিয় :- Babay Kumar

পুরুলিয়ার গর্ব❤️পদ্মশ্রী প্রাপ্ত দুখু মাঝি জিন্দাবাদ 🙏🇮🇳 #কয়েক_হাজার_গাছের_পালনকর্তা_দুখু_মাঝির_গল্প।মুখোশ গ্রাম চড়িদা থ...
26/01/2024

পুরুলিয়ার গর্ব❤️
পদ্মশ্রী প্রাপ্ত দুখু মাঝি জিন্দাবাদ 🙏🇮🇳

#কয়েক_হাজার_গাছের_পালনকর্তা_দুখু_মাঝির_গল্প।

মুখোশ গ্রাম চড়িদা থেকে বাঁদিকের রাস্তা ধরে হোক বা ডাভা মোড় থেকে বাঁদিকের রাস্তা ধরে কুন্দাটাড় গ্রাম পেরিয়ে আপনি যদি সিন্দরী যান তাহলে রাস্তার ধারে লাগানো কিছু গাছ আপনার চোখে পড়বেই। দেখবেন রাস্তা ধারে গাছ লাগানো রয়েছে আর সেই গাছের চারপাশে শুকনো ডাল, আধপোড়া কাঠ, পুরানো কাপড় ইত্যাদি দিয়ে বেড়া দেওয়াও রয়েছে। এইসব গাছগুলি লাগিয়েছেন সিন্দরী গ্রামের দুখু মাঝি। এখন তার বয়স ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে। যখন দুখু মাঝির বয়স ২৫ থেকে ৩০ বছর ছিল তখন তিনি একজন অফিসারের কাছে শুনেছিলেন গাছ থেকে অক্সিজেন পাওয়া যায়। তিনি বোঝেননি অক্সিজেন কি? আর অক্সিজেন কি? এ প্রশ্ন করার সাহসও তার ছিল না কারণ তিনি কোনোদিন স্কুলে পা রাখেননি। তাই তিনি সহজ ভাবে প্রশ্ন করেছিলেন অক্সিজেন কি মানুষের উপকার করে? উত্তরে ওই অফিসার বলেছিলেন অক্সিজেন আমাদের খুব উপকার করে।বেশ তিনি সংকল্প করেন গাছ লাগাতে হবে। সব ছেড়ে কাজ শুরু করলেন বিভিন্ন জায়গায় গাছের চারা নিয়ে গেলেন জায়গার মালিককে বললেন আমি আপনার জায়গায় যে গাছ লাগাবো তা যেন কেটে ফেলা না হয়। গাছ লাগিয়ে তাতে ডাল পাতা দিয়ে বেড়া দিতে লাগলেন। এইভাবেই তার কাজ চলছিল কিন্তু কোনো কাজেই তো আর সহজে সাফল্যে পৌঁছায় না। তার গাছ তো বড় হচ্ছিল কিন্তু বেড়ার ডাল- পাতা লোক নিয়ে যাচ্ছিল জ্বালানির জন্য। দুখু মাঝি পড়লেন মহা চিন্তায় বেড়া ছাড়া তো গাছ বড় করা অসম্ভব। এরপর তিনি গাছের বেড়া দিতে শুরু করলেন শ্মশানে পড়ে থাকা আধপোড়া কাঠ ও ছেঁড়া কাপড় দিয়ে। বেশ ঐ কাঠ আর কাপড় আর কেও ছোঁয় না। এই ভাবে তিনি লাগিয়ে ফেলেছেন প্রায় একশো গাছ। ভাগ ভাগ করে তিনি সপ্তাহে প্রায় দুদিন করে প্রতিটি গাছের কাছে পৌঁছান গোড়ায় জল দেন ও বেড়ার অবস্থা দেখেন।
গাছ লাগানো ছাড়াও দুখু মাঝির আর একটা কাজ আছে সংসার সামলানো। সংসারে তার স্ত্রী ছাড়াও রয়েছেন দুই ছেলে। বড়ছেলের আছে বউ ও বাচ্চা। আর ছোট ছেলের ব্রেনের সমস্যা কিছু কাজ করতে পারেনা এবং প্রতিমাসে চিকিৎসার জন্য রাঁচি নিয়ে যেতে হয়, খরচ পড়ে হাজার খানেক। দুখু মাঝি বৃদ্ধ পেনশন পান, বড়ছেলে দিনমজুরের কাজ করে ও সামান্য চাষের জমির ফসল মিলে কোনো রকমে সবার খাবার জোটে। কিন্তু পরিবারের কেউ কোনোদিন তাকে গাছের লালন পালন ছেড়ে কাজ করে উপার্জন করার কথা বলেননি।
দুখু মাঝি বলেন আমি মরে যাবো কিন্তু আমার লাগানো গাছ গুলি আমার হয়ে বেঁচে থাকবে। আরো বলেন আমি যখন দেখি রোদ থেকে বাঁচার জন্য কেও আমার লাগানো গাছের নিচে বসে আছে তখন মন আনন্দে ভরে উঠে। আর যদি দেখি আমার গাছের কোনো ক্ষতি হয়েছে তখন মন খারাপ হয়, মন কাঁদে। দুখু মাঝি আরো বলেন গাছ তো আর শুধু মানুষের কাজে লাগেনা, মানুষ ছাড়াও অনেক প্রাণীর ও প্রকৃতির ও কাজে লাগে। তাই যতদিন সামর্থ্য গাছ লাগিয়ে যাবো।
দুখু মাঝির লাগানো সব গাছগুলির হয়ত ছায়া দিতে আরো সময় লাগবে কিন্তু তিনি নিজে বট গাছের মতো যে ছায়া আমাদের দিচ্ছেন তার জন্য তাকে কুর্নিশ জানাই।

কলমে - উদয় নাথ কুমার

সকল কে অনেকে অনেকে ধন্যবাদ এতোটা ভালোবাসা দেওয়ার জন্য ভাবিনি এতো তাড়াতাড়ি তোমারা ২০K করে দিবে,  এই ভাবেই ভালোবাসা দিও ❤️
30/09/2023

সকল কে অনেকে অনেকে ধন্যবাদ এতোটা ভালোবাসা দেওয়ার জন্য ভাবিনি এতো তাড়াতাড়ি তোমারা ২০K করে দিবে, এই ভাবেই ভালোবাসা দিও ❤️

Address

Purulia

Alerts

Be the first to know and let us send you an email when Beautiful Purulia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category