27/02/2025
অসহায় নিরন্ন বিপদগ্রস্ত মানুষের প্রয়োজনে রক্তের অভাব আমরা প্রত্যক্ষ করেছি, দেখেছি রুগীর আত্মীয় পরিজনদের ব্যাকুলতা হাহাকার! শুধুমাত্র রক্তের অভাবে চোখের সামনে মারা যেতে দেখেছি অসংখ্য মানুষকে! এই অসহায় নিরন্ন বিপদগ্রস্ত মানুষের চোখের জল আর বুকফাটা কান্না ভাবিয়ে তুলে জেলার তরুণ প্রজন্মকে, সরকারি উদাসীনতা এবং পরিকল্পনা হীন স্বাস্থ্য নীতি থেকে জেলাবাসীর মুক্তির পথ খুঁজতে শুরু হয় আলাপ আলোচনা সেমিনার, এরূপ একটি সেমিনারে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা একঝাঁক তরুণের দীর্ঘ আলোচনার ভিত্তিতে গড়ে ওঠে স্বেচ্ছাসেবী সংগঠন #আগদহলি ।থ্যালাসেমিয়া প্রবন পুরুলিয়া জেলার রক্ত সঙ্কট চিরতরে দূর করতে গত 26/11/23 রক্ত দান পরবের মধ্য দিয়ে পথ চলার সূচনা হয় আমাদের সংগঠনের। এক পা এক পা করে চলতে চলতে বছরের মধ্যে আমরা শতাধিক রক্ত দান শিবিরের আয়োজন করেছি, মানুষের ভালোবাসায় আন্তরিকতায় এবং প্রয়োজনের তাগিদেই সংগঠনের কর্মযজ্ঞের বিস্তৃতি ছড়িয়ে পড়েছে জঙ্গল মহলের জেলায় জেলায়। বিস্তৃতি ঘটার সাথে সমান তালে যুক্ত হয়েছে শিক্ষা সংস্কৃতি প্রযুক্তি খেলাধুলার মতো বিষয় গুলো। আপনারা অনেকেই অবগত আছেন, যে সকল ব্যাক্তি সমাজ সংস্কৃতি প্রযুক্তি বিজ্ঞান খেলাধুলা সাহিত্য চর্চা সহ বিবিধ বিষয়ে অসামান্য অবদান রেখে চলেছেন যা সমাজের চালিকা শক্তি রূপে কাজ করে যায় যুগ যুগান্তরে, প্রচার প্রসার থেকে দূরে থাকা সেই সকল সমাজ-অন্ত মহানুভব মানুষের জীবন সংগ্রামকে কুর্ণিশ জানাতে গত রক্ত পরব থেকেই আমরা শুরু করেছি অনন্য স্বীকৃতি ্মাননা, #গুনীজন_সম্মননা এবং #আগদহলি_রক্তযোদ্ধা_সম্মাননা।
এবারের এই রক্তদান পরব স্মরণীয় ও বরণীয় করে রাখতে লক্ষাধিক টাকার মতো খরচের সম্ভাবনা রয়েছে। বিপুল এই অর্থ সংগ্রহের জন্য সমাজের সকল স্তরের মানুষের কাছে আবেদন রাখছি।
স্বশরীরে উপস্থিত থাকতে না পারলেও নিজের সামর্থ্য অনুযায়ী যে যেমন পারবেন সাহায্য সহযোগিতা পরামর্শ দিয়ে মহতী এই কর্মযজ্ঞের অংশ হোন। ধন্যবাদ সকলকে সুস্থ থাকুন সুন্দর থাকুন, #আগদহলি ।