Kherwal Arichali TV

Kherwal Arichali TV This is a Santali news channel post news here.

কুড়মি সম্প্রদায় ST তালিকায় অন্তর্ভুক্তির জন্য মূলত কিছু সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত কারণে দাবি করছে। বিশদে বলা যায়...
24/09/2025

কুড়মি সম্প্রদায় ST তালিকায় অন্তর্ভুক্তির জন্য মূলত কিছু সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত কারণে দাবি করছে।

বিশদে বলা যায়:

1. শিক্ষা ও চাকরিতে সংরক্ষিত সুবিধা (Reservation Benefits): ST তালিকায় থাকা মানে সরকারি চাকরি, শিক্ষাপ্রতিষ্ঠান, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আসন সংরক্ষণের সুবিধা।

2. সামাজিক উন্নয়ন ও আর্থ-সামাজিক সাহায্য: ST তালিকায় অন্তর্ভুক্ত হলে বিভিন্ন সরকারি স্কিম যেমন: শিক্ষাবৃত্তি আর্থিক সহায়তা বসতি ও বসতি উন্নয়ন প্রকল্প গ্রামাঞ্চলে উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা সামাজিক নিরাপত্তা এগুলো পাবার সুযোগ বেশি।

3. সামাজিক স্বীকৃতি ও অধিকার: কুড়মি সম্প্রদায় মনে করে, তারা ঐতিহাসিকভাবে পিছিয়ে আছে এবং ST তালিকায় অন্তর্ভুক্ত হলে সরকারি স্বীকৃতি ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে।

4. আর্থিক ও পেশাগত উন্নয়নের সুযোগ: সরকারি অনুদান ও স্বনিয়ন্ত্রিত প্রকল্পে অংশগ্রহণ সহজ হয়। ক্ষুদ্র ব্যবসা, কৃষি, এবং অন্যান্য পেশায় সরকারি সাহায্য নেওয়া যায়।

সংক্ষেপে বললে: কুড়মি সম্প্রদায় ST তালিকায় অন্তর্ভুক্তির দাবির মূল কারণ হলো শিক্ষা, চাকরি, আর্থ-সামাজিক সুবিধা ও সামাজিক স্বীকৃতি লাভ করা, কারণ তারা নিজেকে পিছিয়ে পড়া ও অল্প সুযোগ প্রাপ্ত সম্প্রদায় হিসেবে দেখে।

Junglemahal Darpan

24/09/2025

অবিলম্বে শিক্ষকের ফাঁ*সি চাই।

23/09/2025

বীরভূম জেলার রামপুরহাটে স্কুল ছাত্রীকে শিক্ষক দ্বারা নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং শাস্তির দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল।

অবিলম্বে খু*নি দের শাস্তি চাই।
23/09/2025

অবিলম্বে খু*নি দের শাস্তি চাই।

PWD বিভিন্ন অফিসে পাঁচ জন সন্দেহজনক ST  এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে রাজ্য TDD ও BCW দপ্তরের P...
21/09/2025

PWD বিভিন্ন অফিসে পাঁচ জন সন্দেহজনক ST এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে রাজ্য TDD ও BCW দপ্তরের PWD কে✅ খেলা হচ্ছে জালি গুলো সাবধান✅

ভারতের আইনে (Scheduled Tribes তালিকা অনুযায়ী) কুড়মি (Kurmi) সাধারণভাবে আদিবাসী বা “Scheduled Tribe (ST)” হিসেবে স্বীকৃ...
20/09/2025

ভারতের আইনে (Scheduled Tribes তালিকা অনুযায়ী)
কুড়মি (Kurmi) সাধারণভাবে আদিবাসী বা “Scheduled Tribe (ST)” হিসেবে স্বীকৃত নয়। ওরা প্রধানত অনেক রাজ্যে Other Backward Class (OBC) ক্যাটেগরিতে পড়ে।

তবে রাজ্যভেদে পার্থক্য আছে –
ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ইত্যাদি রাজ্যে কুড়মি সাধারণত OBC হিসেবে তালিকাভুক্ত।

কিছু জায়গায় কুড়মি সম্প্রদায় নিজেদের আদিবাসী (ST) তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আন্দোলন করেছে, কিন্তু এখনো সরকারি ভাবে স্বীকৃতি পায়নি।

Scheduled Tribe তালিকা (ভারতের সংবিধান অনুযায়ী)-এ কুড়মি নাম নেই। অর্থাৎ সরকারিভাবে কুড়মি জাতি OBC ক্যাটেগরিতে পড়ে, ST (আদিবাসী) নয়।

*রাজ্যভেদে কুড়মি সম্প্রদায়ের ক্যাটেগরি (সরকারি লিস্ট অনুযায়ী):

🔹 কুড়মি জাতির শ্রেণিবিন্যাস (ভারতীয় রাজ্যভিত্তিক)

1. বিহার (Bihar) : কুড়মি = OBC (Backward Class)

2. ঝাড়খণ্ড (Jharkhand) : কুড়মি = OBC

3. উত্তরপ্রদেশ (Uttar Pradesh) : কুড়মি = OBC

4. মধ্যপ্রদেশ (Madhya Pradesh) : কুড়মি = OBC

5. ছত্তিশগড় (Chhattisgarh) : কুড়মি = OBC

6. ওড়িশা (Odisha) : কুড়মি = OBC

7. পশ্চিমবঙ্গ (West Bengal) : কুড়মি সম্প্রদায়কে কিছু জেলায় OBC হিসেবে ধরা হয়। কিন্তু কুড়মি সম্প্রদায় অনেক বছর ধরে ST (আদিবাসী) মর্যাদা দাবি করছে। আন্দোলনও হয়েছে। এখনো সরকারি ভাবে ST মর্যাদা মেলেনি।

8. গুজরাট, মহারাষ্ট্র ইত্যাদি : কুড়মি = সাধারণত OBC / কৃষক জাতি হিসেবে ধরা হয়।

অর্থাৎ: কুড়মি এখনো ভারতের কোনো রাজ্যে সরকারি ST (আদিবাসী) তালিকায় নেই। প্রায় সব রাজ্যে ওরা OBC শ্রেণিতে পড়ে।

পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে কুড়মি সমাজ দীর্ঘদিন ধরে ST মর্যাদার দাবি করছে, কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো অনুমোদন দেয়নি।


Junglemahal Darpan

21/07/2025

Murmu The Great 👍
সারিগে মেন গানো আ যে যত নাহ্ কামি রেগে মুর্মু গে যত খন লাহারে।
লাই গানো আঃ হুল সেঙ্গেল খন এত হব কাতেৎ অল চিকি গুরু গোমকে খন এতহব কাতে চট মাচি রে দুড়ুপ কাতে নিতো আরহ বন ঞেল দাড়েয়াঃ কানা। আর নডে দ অকা পারিস হ কাটিচ বাং মেন হুয়ুঃ কানা। জহার 🙏

20/07/2025

আলোকিত পথের দিশারী”
জিলিংসেরেং গ্রামের মালতী মুর্মু বাড়িতেই শিক্ষার আলো, মালতী মুর্মু পড়াচ্ছেন গ্রামের ছোট ছোট শিশুদের। তাদের হাতে নেই দামি বই, তবুও চোখে স্বপ্ন। মালতীর কণ্ঠে মিশে আছে মমতা, প্রতিটি শব্দে ছড়িয়ে পড়ে শিক্ষার আলো। এক বুক সাহস নিয়ে তিনি গড়ে তুলছেন একটি আলোকিত প্রজন্ম।

জিলিংসেরেং: অরণ্যের বুকে শিক্ষার দীপ্ত আলো💡পুরুলিয়ার দুর্গম অযোধ্যা পাহাড়ের কোলঘেঁষে, ঘন অরণ্যে ঘেরা একটি ছোট্ট সাঁওতা...
20/07/2025

জিলিংসেরেং: অরণ্যের বুকে শিক্ষার দীপ্ত আলো💡

পুরুলিয়ার দুর্গম অযোধ্যা পাহাড়ের কোলঘেঁষে, ঘন অরণ্যে ঘেরা একটি ছোট্ট সাঁওতাল অধ্যুষিত গ্রাম— জিলিংসেরেং। পাঁচ বছর আগে এই গ্রামেই বিয়ে হয়ে আসেন মালতী মুরমু। উচ্চমাধ্যমিক পাশ এই নারী ধীরে ধীরে উপলব্ধি করেন— গ্রামে শিক্ষার আলো প্রায় নিভু নিভু।

নিকটবর্তী স্কুল প্রায় ১০-১২ কিলোমিটার দূরে, যেতে হয় ঘন জঙ্গলের ভেতর দিয়ে। ফলে পঞ্চম শ্রেণির পরই অধিকাংশ শিশুদের পড়াশোনার পাঠ চিরতরে শেষ হয়ে যায়।

এই বাস্তবতাকে বদলাতে মালতী মুরমু পাশে পান তাঁর স্বামীকে। মাটির দেওয়াল ও টিনের ছাউনি দিয়ে তৈরি করা হয় একটি ছোট্ট ঝুপড়ি। দেওয়ালে আঁকা হয় ব্ল্যাকবোর্ড, আর সোঁদা মাটির মেঝেতে চট বিছিয়ে গড়ে ওঠে এক অপার শ্রদ্ধার পাঠশালা।👨‍🎓👨‍🎓

অলচিকি ভাষার পাশাপাশি বাংলা ও ইংরেজিতেও পাঠদান করেন মালতী মুরমু। কোলে শিশু নিয়ে তিনি নিয়মিত ক্লাস নেন। এই বিদ্যালয় সম্পূর্ণ অবৈতনিক। পড়ুয়াদের বই, খাতা, কলম— সবই শহর থেকে নিজে গিয়ে সংগ্রহ করেন মালতী ও তাঁর স্বামী।

বর্তমানে ছাত্রসংখ্যা ৪৫। ভবিষ্যতে কম্পিউটার শিক্ষার স্বপ্ন দেখছেন মালতী, কিন্তু আর্থিক সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

আজ, যখন শহরে থেকেও অনেক শিশু পাঠ বিমুখ, তখন অজ পাড়াগাঁয়ে এই নিঃস্বার্থ উদ্যোগ সত্যিই অনন্য। জিলিংসেরেং আজ শুধু একটি গ্রামের নাম নয়, এটি এক দীপ্ত আশা— অন্ধকারের মাঝে এক আলোকস্তম্ভ, যার শিখা প্রজ্জ্বলিত রেখেছেন মালতী মুরমু।

🖊️ Kherwal Arichali TV

তখনের টেকনোলজি আর এখনের টেকনোলজিয়া 🙃 ©সংগৃহীত
20/07/2025

তখনের টেকনোলজি আর এখনের টেকনোলজিয়া 🙃

©সংগৃহীত

02/07/2025

৩০ শা জুন হুল মাহারে সিধু কানু মুরমু উইহার বাখরাতে হুল সেরেঞ।
সেরেঞ রে কুনামী আর রেনুকা।

01/07/2025

৩০ শা জুন ২০২৫ এ আরেকটা দৃশ্য দেখা গেলো ভগ্নাডি এ। ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।

Address

Dhuliabad, Puncha
Purulia
723151

Alerts

Be the first to know and let us send you an email when Kherwal Arichali TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share