Jangalmahal Elaka

Jangalmahal  Elaka Welcome To Jangalma Elaka..... this newspaper is published on every Tuesday. the news of purulia and junglemahal always get priority

বিশ্বাস হচ্ছে না রমেশ কুমার বিশ্বাসের । একমাত্র জীবিত যাত্রী, সিট 11A! হেঁটে উঠেছেন অ্যাম্বুল্যান্সে ।
12/06/2025

বিশ্বাস হচ্ছে না রমেশ কুমার বিশ্বাসের । একমাত্র জীবিত যাত্রী, সিট 11A! হেঁটে উঠেছেন অ্যাম্বুল্যান্সে ।

03/06/2025

পুরুলিয়া সাহেব বাঁধে প্রচুর মাছ 🐟 মারা যাচ্ছে। মনে হচ্ছে জলটি দূষিত হয়ে গেছে। তোমাদের মতামত জানান Coment box 🎁

01/06/2025

দেখুন কী হারে ভিড় হয়ে ছিল জান চলা চল গোসালা পর্যন্ত বন্ধ হয়ে ছিল।

গোশালা থেকে বঙ্গাবাড়ি যাবার পথে জে রেল ফাটাক পাওয়া যায়।ওই খানে একটি টোটো পিলারে ধাক্কা দিয়ে। জান চলা চল বন্ধ হয়ে যা...
31/05/2025

গোশালা থেকে বঙ্গাবাড়ি যাবার পথে জে রেল ফাটাক পাওয়া যায়।
ওই খানে একটি টোটো পিলারে ধাক্কা দিয়ে। জান চলা চল বন্ধ হয়ে যায় 30 মিনিট পারা।

বড়ানগর থানা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো পথচারীরা। অভিযোগ, একটি ফাঁকা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তোলা আদায...
20/05/2025

বড়ানগর থানা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো পথচারীরা। অভিযোগ, একটি ফাঁকা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তোলা আদায় করছিলেন ডিউটিরত এক পুলিশ অফিসার। ঠিক সেই সময় সাহসী প্রতিবাদে এগিয়ে আসেন এক মহিলা। প্যান্ট-শার্ট পরিহিত এই অজ্ঞাতপরিচয় মহিলা সরাসরি পুলিশ অফিসারকে মুখোমুখি হন এবং তোলাবাজির অভিযোগে তাকে চেপে ধরেন।

চাপে পড়ে কান ধরে উঠবস করতে বাধ্য হন ওই পুলিশকর্মী। এমনকি হাতজোড় করে প্রকাশ্যে ক্ষমাও চান তিনি। তাঁর ইউনিফর্মের নেমপ্লেট মোবাইল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করা হয়, যা আরও সন্দেহ উস্কে দেয়।

এই সাহসী মহিলার প্রতিবাদ দেখে অনেকেই প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ভাইরাল হয়েছে এই ঘটনার ছবি ও ভিডিও। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত পুলিশ অফিসার বড়ানগর থানার এসআই পদে কর্মরত।

15/11/2024

পুরুলিয়া হুড়া থানা মঙ্গলপুর প্রেটরোল পাম্প ঘটনা NH60 ।

01/11/2024

1 লা নভেম্বর আজকের দিনে1956 সালে মানভূম জেলাকে খণ্ডিত করার প্রতিবাদে কালা দিবস পালন মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির । #জয়গরাম

15/10/2024

পুরুলিয়া জালাপাড়া মর্মান্তিক দূরঘটনা ।

06/09/2024

1950 সালের 6ই, সেপ্টেম্বর, প্রথম ST সূচী প্রকাশিত বাতিল করা হয়েছিল। তাই আজ পুরুলিয়া সহরে গন আন্দোলন মূল খুঁটি অজিত প্রসাদ মাহাত নেতৃত্বে Black Day ঘসিত করল কুড়মি সমাজ । #জয়_গরাম

Address

Purulia
723104

Alerts

Be the first to know and let us send you an email when Jangalmahal Elaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share