পাশে আছি পুরুলিয়া

পাশে আছি পুরুলিয়া A step to stay connected!! It's a page for the people of purulia district to share their experience
(1)

21/07/2025

হোটেলে সহকারী প্রয়োজন
স্থান – পুরুলিয়া শহর হোটেলে একজন সহকারী প্রয়োজন।
খাবার ও থাকার ব্যবস্থা ফ্রি।যারা আগ্রহী, তারা নিচের নম্বরে যোগাযোগ করুন 70033 92155

Amjad dar lekha 🙂 Apnader sokol er motot dorakrহক্ বাত নো বাকওয়াসপুরুলিয়া জেলার সাংসদ মাননীয় Jyotirmay Singh Mahato বি...
20/07/2025

Amjad dar lekha 🙂 Apnader sokol er motot dorakr
হক্ বাত নো বাকওয়াস
পুরুলিয়া জেলার সাংসদ মাননীয় Jyotirmay Singh Mahato বিজেপি করেন ওনার সঙ্গে আমার বিচারধারার দুর দুর পর্যন্ত কোনো মিল নেই তবু এম পি সাহেবের জন্য গর্ব বোধ করি. পুরুলিয়া জেলার একজন দায়িত্ব শিল নাগরিকের কর্তব্য এর আগেও পালন করেছি আজকেও পালন করছি আগামীতেও পালন করবো. বছর কয়েক আগে আমি কলকাতার রাজপথ দিয়ে হাঁটছিলাম তখন একটি স্বাগত পোস্টারে নজর পরে সেখানে দেশের প্রথম সারির নেতাদের সাথে পোস্টারে আমাদের এমপি সাহেবের ছবি দেখি দেখার পর গর্ববোধ হয় আমি তখন ছবি তুলে আমার নিজের প্রোফাইলে সেই ছবি পোস্ট করি. গতকাল যখন মাননীয় প্রধানমন্ত্রীর সভাতে আমাদের জেলার এমপি সাহেবকে দেখি স্বাগত ভাষণ দিতে তখনও গর্ববোধ করি এছাড়াও গর্বিত হয় যখন বিভিন্ন মঞ্চে দেশের প্রথম সারির নেতাদের সাথে মঞ্চে থাকেন. এই ধরনের সম্মান আমি কোনোদিন আমার জেলার অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের সচরাচর দেখিনা কোনো কলকাতার মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিতে বা সম্মান পেতে. আমরা রাজধানীর সমস্থ রাজনৈতিক দলের মঞ্চে আমাদের জেলার নেতাদের বক্তব্য শোনার জন্য উৎপেতে থাকি কিন্তূ দেখতে পায়না আগামীদিনে যদি কোনো রাজনৈতিক দলের নেতাকে দেখি কলকাতার বা জেলার বাইরে কোনো বড়ো মঞ্চে ভাষণ দিতে আমি সেইসমস্থ নেতাদের জন্যেও গর্বিত হবো জেলাবাসী হিসেবে. আবার জানিয়ে রাখি বিজেপির বিচার ধরার সঙ্গে আমার বিচার ধরার অনেক পার্থক্য রয়েছে.

16/07/2025

একটা ভিডিওতেই আজ এক্সপোজ করলাম সেই সব মিথ্যাবাদীদের, যারা ওই আদিবাসী মহিলার পেছনে লেগেছিল।আর যেসব মানুষ উপকার পাওয়ার পরও উপকারকারী মানুষটিকে ভুলে যায়, তাদের জন্য রইল কয়েকটা কথা।স্বামী বিবেকানন্দ বলেছিলেন —“দিনের শেষে যদি কেউ তোমার সমালোচনা না করে, তবে বুঝবে তুমি ভুল পথে হাঁটছো।”সত্যের পক্ষে দাঁড়ানোই আজকের আসল লড়াই।

15/07/2025

বন্ধু, তুমি লোকের টাকায় সাইকেল চালাও, ভারত রত্ন তোমাকেই দেওয়া হবে।
তোমার সামনে সেই আদিবাসী মহিলাটা কোনো দাম নেই।
তুমি তোমার জগতেই খুশি থেকো।

15/07/2025

“অনেকের মুখ বন্ধ করার জন্য এই একটাই ভিডিওই যথেষ্ট ছিল।

11/07/2025

মালতী মুর্মুর আসল সত্যটা কী?

11/07/2025

একজন আদিবাসী মহিলা মালতী মুর্মু – তাঁর এতো বিরোধিতা কেন?

একজন সাধারণ ঘরের মেয়ে আজ লক্ষ লক্ষ সাধারণ মানুষের আশার আলো হয়ে উঠেছেন। মালতী মুর্মু কোনো গদি নয়, তিনি পথপ্রদর্শক। তিনি কোনো দল বা প্রভাবশালী পরিবার থেকে উঠে আসেননি – বরং তিনিই তাদের বিপরীতে দাঁড়িয়ে থাকা একজন সাহসিনী, একজন সংগ্রামী।

আজ যখন কোনো স্বার্থান্বেষী মহল তাঁকে থামাতে চায়, তখন আমরা সবাই মালতী দির পাশে আছি। কারণ এটা শুধু উনার লড়াই নয়, এটা আমাদের মতো হাজারো সাধারণ মানুষেরও লড়াই – সম্মান, অধিকার আর ন্যায়ের পক্ষে।

মালতী দি, আপনি লড়াই চালিয়ে যান – পুরুলিয়ার মানুষ, আদিবাসী সমাজ, তরুণ প্রজন্ম – আমরা সবাই আপনার পাশে আছি।

11/07/2025

🏡 নতুন ফ্ল্যাট বিক্রয় 🏡

দেশবন্ধু রোডে ৩ তলায় একেবারে নতুন ৩BHK ফ্ল্যাট বিক্রয় হচ্ছে।সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা সহ সজ্জিত।
📞 বিস্তারিত জানতে কল করুন: 6289160044

10/07/2025

সাবিত্রীবাই ফুলেকে আমরা দেখিনি, শুধু শুনেছি…কিন্তু আপনাকে দেখে বারবার তাঁর কথাই মনে পড়ে।আপনার সাহস, সংগ্রাম, এবং শিক্ষা ও সমাজের প্রতি অবদানের জন্য আমরা কৃতজ্ঞ।আপনি আমাদের পুরুলিয়ার গর্ব।এই গুরুপূর্ণিমায় আপনাকে জানাই শ্রদ্ধা, প্রণাম ও কুর্নিশ।আপনার দেখানো পথে আমরা প্রেরণা পাই প্রতিনিয়ত।

পথ দুর্ঘটনা কবলে পড়া ব্যক্তিদের হাসপাতালে নিয়ে গেলে কোন ভয় নেই,কোনো জেরা করা হবে না। পথ নিরাপত্তা সপ্তাহের সমাপ্তি অনু...
09/07/2025

পথ দুর্ঘটনা কবলে পড়া ব্যক্তিদের হাসপাতালে নিয়ে গেলে কোন ভয় নেই,কোনো জেরা করা হবে না। পথ নিরাপত্তা সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে এমনটাই বললেন জেলা পুলিশ সুপার।। fans District police

09/07/2025

বাংলার এই সন্ন্যাসী ডাক্তার গেরুয়া বস্ত্র পরেই রোগী দেখেন!পুরুলিয়ার ডাক্তার মহারাজের গল্পটা যেন সিনেমার গল্পকেও হার মানায়!

বাহরে পুরুলিয়ার এমপি! কাজ না হোক, ক্যামেরার সামনে ঠিক হাজির! 📸লোক দেখানো তৎপরতা আর সত্যিকারের জনসেবার মধ্যে তফাৎ বোঝার ...
08/07/2025

বাহরে পুরুলিয়ার এমপি! কাজ না হোক, ক্যামেরার সামনে ঠিক হাজির! 📸
লোক দেখানো তৎপরতা আর সত্যিকারের জনসেবার মধ্যে তফাৎ বোঝার সময় এসেছে।

একদিকে সাধুডাঙায় মা-বোনেরা প্রতিদিন রেল অবরোধ করছেন—তাঁদের অসুবিধা শুনবার মতো কেউ নেই! এমপি মহাশয় সেখানে একবারও যাননি, খোঁজও নেননি।

আর অন্যদিকে, পুরুলিয়ার রাঁচি রোডে গাছ ভেঙে পড়তেই—পৌরসভার চেয়ারম্যানের নির্দেশে তৎপরভাবে কাজ শুরু করল পুরুলিয়া পৌরসভা।

রাস্তা পরিষ্কার করলেন কর্মীরা, গাছ কাটলেন শ্রমিকেরা — আর এমপি মহাশয় এসে শুধু ভাঙা গাছের পাশে দাঁড়িয়ে ফটোশুট সারলেন! fans Nabendu Mahali

Address

Purulia

Telephone

+916289160044

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাশে আছি পুরুলিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পাশে আছি পুরুলিয়া:

Share