25/08/2024
Radhe Radhe
⚜️ জন্মাষ্টমী কবে ২৬ আগষ্ট নাকি ২৭ আগষ্ট?
🙏🙏শাস্ত্রীয়মত ও দৃকসিদ্ধান্ত অনুসারে আগামী ২৬ আগস্ট সোমবার জন্মাষ্টমী এবং ২৭ আগস্ট মঙ্গলবার নন্দোৎসব ।।🙏🙏
আসুন তিথি সময় কারণ #শাস্ত্র প্রমান সহ জেনে নেই
------------------------------------------
🔰২৬ আগষ্ট এর তিথি সময় কাল
⭕সূর্য উদয়: ৫ টা ২০ মিনিট
⭕অষ্টমী শুরু : ভোর রাত্রি ৩ টা ৪১ মিনিট থেকে (২৬ আগষ্ট)
⭕অষ্টমী শেষ : রাত্রি ২ টা ২১ মিনিট
(২৭ আগষ্ট)
🔰রোহিনী নক্ষত্র:
✅শুরু ২৬ আগষ্ট,
বিকাল ৩ টা ৫৭ মি থেকে
✅শেষ ২৭ আগষ্ট বিকাল ৩ টা ৩৯ মি. পর্যন্ত
অর্থাৎ ২৬ আগষ্ট শুদ্ধা জন্মাষ্টমী তিথি। কারন এদিনে একাধারে অষ্টমী ও নবমী তিথি এবং রোহিনী নক্ষত্র যুক্ত রয়েছে এবং এটি সোমবার 🙏🙏
☢️ শাস্ত্র নির্নয়:-
#স্কন্দপুরানে বলা হয়েছে
উদয়ে চাষ্টমী কিঞ্চিন্নবমী সকলা যদি
✴️অর্থাৎ, সূর্য উদয়ের সময়ে যদি অষ্টমী তিথি যুক্ত থাকে এবং কিঞ্চিত নবমী যুক্ত হয় তাহলে সেই তিথিতেই জন্মাষ্টমী পালন করতে হয়।
✅ শ্রীজন্মাষ্টমীব্রতদিন-নির্ণয়ঃ
⚜️কৃষ্ণোপাস্যাষ্টমী ভাদ্রে রোহিণ্যাড্যা মহাফলা। নিশীথেহতাপি কিঞ্চেন্দৌ জে বাপি নবমীযুতা ।।৩২৮
♻️অনুবাদ :- ভাদ্রমাসে কৃষ্ণাষ্টমী উপবাস যোগ্যা, রোহিণী নক্ষত্র যুক্ত হইলে মহাফলপ্রদা, মধ্যরাত্রে রোহিণী যুক্ত হইলে আরও অধিক ফলপ্রদা, তাহা আরও সোম বা বুধবার যুক্তা হইলে অধিক প্রশস্তা, তাহা হইতে নবমী তিথিযুক্তা হইলে অধিক ফলপ্রদা ।।
⚜️হরি ভক্তি বিলাসঃ
মাসি ভাদ্রপদেহপ্টম্যাং নিশীথে কৃষ্ণপক্ষকে। শশাঙ্কে বৃষরাশিস্থে ঋক্ষে রোহিণীসংজ্ঞকে। যোগেহস্মিন্ বসুদেবাদ্ধি দেবী দেবমজীজনৎ ॥৩৪৮ তস্মাৎ সম্পজয়েদন্ন শুচিঃ সম্যগুপোষিতঃ ॥৩৪৯।
✅অনুবাদ- ভাদ্রমাসে কৃষ্ণপক্ষে অষ্টমীতে মধ্যরাতে চন্দ্র রোহিণী নক্ষত্র সহ বৃষরাশিতে অবস্থান কালে এই জয়ন্তী যোগে পিতা বসুদেব হইতে মাতা দেবকীদেবী শ্রীকৃষ্ণদেবকে প্রসব করিয়াছেন, অতএব ঐ যোগে সম্পূর্ণ উপবাস করিয়া মানব পবিত্র হইয়া পূজা করিবে ।। ৩৪৮-৩৪৯।।
♻️আমার দেখতে পাচ্ছি, ২৬ আগষ্ট ভোর ৩ টা ৪১ মিনিট থেকেই অষ্টমী শুরু অর্থাৎ সূর্য উদয় কালেই অষ্টমী তিথি প্রাপ্ত হচ্ছে। তাই ২৬ আগষ্ট কোন সন্দেহ ছাড়াই পূর্ণ জন্মাষ্টমী ব্রত।
⚠️কিং পুন্ডু 'ধবারেণ সোমেনাপি বিশেষতঃ।
কিং পুনর্নবমীযুক্তা কুলকোট্যাস্ত মুক্তিদা।
⛔অর্থাৎ,
🕉️বিশেষতঃ যদি #সোমবারে বা #বুধবারে #নবমীযুক্ত হয়, তবে উহা কূলকোটি মুক্তিদায়ক🕉️
🔆অরুণোদয়-বিদ্ধন্তু সংত্যাজ্যো হরিবাসরঃ। জন্মাষ্টম্যাদিকং সূর্যোদয়বিদ্ধং পরিত্যজেৎ।"
✅অর্থ:- কেবল একাদশী ব্রতেই অরুণোদয় বিদ্ধা পরিত্যজ্য, কিন্তু জন্মাষ্টমী প্রভৃতি অন্য সমস্ত ব্রত কেবল সূর্যোদয়বিদ্ধা হলেই ত্যাজ্য।
✅অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ২৬ আগষ্ট দিন টি রয়েছে সোমবার এবং সূর্য উদয় কালে অষ্টমী তিথি সাথে কিঞ্চিত নবমী তিথি যুক্ত এবং নিশীথকালীন পূজায় রোহিনী নক্ষত্র বিদ্যমান। তাই জন্মাষ্টমী পালনের জন্য ২৬ আগষ্ট সোমবার দিনটি একদম যথার্থ দিন।
🙏🙏সুতরাং আগামী ২৬ আগস্ট সোমবার জন্মাষ্টমী এবং ২৭ আগস্ট মঙ্গলবার নন্দোৎসব ।।🙏🙏
#সংগৃহীত