14/09/2023
ভারতরে স্বাধীনতা দিবস সম্বন্ধীয় MCQ প্রশ্ন উত্তর
2021 সালের স্বাধীনতা দিবস থিম কি রাখা হয়েছে ?
a) স্বনির্ভর ভারত
b) দেশের সংস্কৃতিকে বজায় রাখা
c) দেশ আগে সব সময় আগে
d) এরমধ্যে কোনোটিই নয়
উত্তর: c) দেশ আগে সব সময় আগে
ভারতের জাতীয় পতাকার সঠিক অনুপাত কি ?
a) পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হবে ৩:২
b) পতাকার উচ্চতা ও দৈর্ঘ্যের অনুপাত হবে ৩:২
c) পতাকার উচ্চতা ও প্রস্থের অনুপাত হবে ২:৩
d) বিকল্প a এবং b দুটি হবে ।
উত্তর: d) বিকল্প a এবং b দুটি হবে ।
স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী কোথা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন?
a) পুরনো কেল্লা, দিল্লি
b) লালকেল্লা, পুরানো দিল্লী
c) লালকেল্লা, আগ্রা
d) ইন্ডিয়া গেট, নিউ দিল্লি
উত্তর: b) লালকেল্লা, পুরানো দিল্লী
Exp: ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দিল্লি কেল্লার লাহোর গেটের ওপরে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। থেকে দিল্লির লালকেল্লা ভারতের তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়।
ভারত যখন স্বাধীন হয় তখন ব্রিটেন এর প্রধানমন্ত্রী কে ছিলেন?
a) ক্লিমেন্ট এটলি
b) উইয়স্টন চার্চিল
c) ম্যাকডোনাল্ড
d) লর্ড মাউন্টব্যাটেন
উত্তর: a) ক্লিমেন্ট এটলি
এর মধ্যে কে ১৯৪৮ সালের অবধি ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসাবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন ?
a) চক্রবর্তী রাজা গোপালাচারী
b) বি আর আম্বেদকর
c) ডঃ রাজেন্দ্র প্রসাদ
d) লর্ড মাউন্টব্যাটেন
উত্তর: d) লর্ড মাউন্টব্যাটেন
Exp: লর্ড মাউন্টব্যাটেন ১৯৪৮ সালের অবধি ভারতের প্রথম গভর্নর জেনারেল পদে ছিলেন। পরবর্তীকালে এই পদটি রদ করে দেওয়া হয়।
বিখ্যাত একটি উক্তি “a tryst with density” কে বলেছিলেন ?
a) মহাত্মা গান্ধী
b) নেতাজি সুভাষচন্দ্র বোস
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) জহরলাল নেহেরু
উত্তর: d) জহরলাল নেহেরু
Exp : ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ভারতের স্বাধীনতা দিবস প্রসঙ্গে এ কথা বলেছিলেন।
এর মধ্যে কোনটি দেশ বিভাজন এর পরিকল্পনা হিসাবে নেওয়া হয়েছিল ?
a) এটলি এনাউন্সমেন্ট
b) মন্টেগু-চেমসফোর্ড আইন
c) মাউন্টব্যাটেনের পরিকল্পনা
d) মর্লে মিন্টো আইন
উত্তর: c) মাউন্টব্যাটেনের পরিকল্পনা
কে ১৯০৫ সালের বেনারসের কংগ্রেস অধিবেশন সভাপতিত্ব করেন ?
a) বালগঙ্গাধর তিলক
b) নেতাজি সুভাষচন্দ্র বোস
c) দাদাভাই নওরোজি
d) গোপালকৃষ্ণ গোখলে
উত্তর: d) গোপালকৃষ্ণ গোখলে