Blue Puls 5.0

Blue Puls 5.0 The most important thing for me is to make sure that we are using technology to make the world a better place

19/06/2025

বিদেশবাঙালির মাথায় সেরার মুকুট, কম্পিউটার সায়েন্সের নোবেল ‘গোডেল প্রাইজ’ পেলেন ঈশান চট্টোপাধ্যায়

AD | | ১৮ জুন ২০২৫ ১১ : ০৫ Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: কম্পিউটার সায়েন্সে অবদানের জন্য ‘গোডেল প্রাইজ’ পেলেন কর্নেল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের প্রফেসর ঈশান চট্টোপাধ্যায়। তিনি ২০২৫ সালে গোডেল প্রাইজ পেয়েছেন। যা থিওরেটিক্যাল কম্পিউটার সায়েন্সের নোবেল পুরস্কার বলেও বিবেচিত হয়। তিনি এই পুরস্কার পেয়েছেন এমন এক সমস্যার সমাধান করে যা গত ৩০ বছর ধরে গবেষকদের বিভ্রান্ত করে রেখেছিল।

ভারতে বেড়ে ওঠা ঈশান আইআইটি কানপুর থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকের পর ডেভিড জুকারম্যানের তত্ত্বাবধানে ডক্টরেট করতে ইউনিভার্সিটি অফ টেক্সাসে যোগ দেন। এর পর তিনি ইউসি বার্কলে, মাইক্রোসফট এবং প্রিন্সটনের ইউনিভার্সিটি ফর অ্যাডভান্সড স্টাডিতেও গবেষণা করেন। ২০১৮ সালে তিনি কর্নেল বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। ২০২৪ সালে সেখানকার অ্যাসোসিয়েট প্রফেসর হন।

ইউনিভার্সিটি অফ টেক্সাসে ২০১৯ জুকারম্যানের সঙ্গে তিনি যৌথভাবে গবেষণা করে ‘এক্সপ্লিসিট টু-সোর্স এক্সট্র্যাক্টরস অ্যান্ড রেজিলিয়েন্ট ফাংশনস’ নামক গবেষণাপত্রটি প্রকাশ করেন। সেই গবেষণাই জিতে নিয়েছে গোডেল প্রাইজ। এই গবেষণাপত্রে দেখানো হয়েছে, কীভাবে দু’টি নিম্নমানের এলোমেলো উৎসকে একটি শক্তিশালী, নির্ভরযোগ্য একটি উৎসে পরিণত করা যায়। যা নিরাপদ, বিশ্বাসযোগ্য কম্পিউটার সিস্টেম তৈরির জন্য গুরুত্বপূর্ণ।

ঈশান ব়্যান্ডমনেস এক্সট্র্যাকশনের একটি সমস্যা সমাধান করেছেন। কীভাবে দু’টি দুর্বল এলোমেলো উৎস ব্যবহার করে নির্ভরযোগ্য এলোমেলো সংখ্যা তৈরি করা যায়। ক্রিপ্টোগ্রাফি, নিরাপদ যোগাযোগ এবং ডেটা কম্প্রেশনের ক্ষেত্রে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েক দশক ধরে, বিশেষজ্ঞরা বিশ্বাস করতেন যে এটি করা অসম্ভব। তাঁর গবেষণা প্রমাণ করে দেখিয়েছে যে দুর্বল ইনপুটগুলিও শক্তিশালী ব়্যান্ডমনেস তৈরি করতে পারে। এটি একটি গেমচেঞ্জিং ধারণা যা তত্ত্ব এবং বাস্তব-বিশ্ব প্রযুক্তি উভয় ক্ষেত্রেই ভবিষ্যতের কাজকে অন্য রূপ দেবে।

কর্নেল ইউনিভার্সিটির মতে, এই কাজটি মূলত ২০১৬ সালে অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি (এসিএম) সিম্পোজিয়াম অন থিওরি অফ কম্পিউটিং (এসটিওসি)-এর কার্যবিবরণীতে প্রকাশিত হয়েছিল। যেখানে এটি সেরা গবেষণাপত্রের পুরষ্কার পেয়েছিল এবং পরে ২০১৯ সালে অ্যানালস অফ

27/08/2024
27/08/2024

Address

Purulia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Blue Puls 5.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share