News Flash Purulia

News Flash Purulia News and Media Company in Purulia
(1)

'NEWS FLASH PURULIA' is a newly built online news portal in West Bengal.In the month of July in 2017 this News Portal had launched in the Purulia District.This News Portal broadcasts both national and international news related to political affairs, trade and commerce, entertainment, agriculture,health, education,weather forecast,sports,current affairs,foreign affairs,updates and developments from the world of science and technology.

19/07/2025

"আমাদের পরিচয় একটাই হোক আমরা মানুষ। বিশ্বে ফিরে আসুক শান্তি। বিশ্বজুড়ে বন্ধ হোক মারামারি-হানাহানি। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই মিলেমিশে থাকুক।" দেশের বর্তমান পরিস্থিতিতে 'বিশ্ব শান্তি'র বার্তা নিয়ে এবার শিবের মাথায় জল ঢালতে দণ্ডী দিয়ে ৩০ কিমি যাত্রা শুরু করল পুরুলিয়ার ২ স্কুল পড়ুয়া। পুরুলিয়া জেলার বুকে অন্যতম নজির সৃষ্টি করল নয়ন ও প্রসেনজিৎ।

18/07/2025

"এবারের ২১শে জুলাইয়ের শহীদ সমাবেশ জনসমুদ্রের রূপ নেবে। আর সেই জনসমুদ্র দেখেই বিজেপি ঘরে ঢুকে যাবে। জামানত জব্দ হয়ে যাবে বিজেপি নেতাদের।" কলকাতার ধর্মতলায় ২১শে জুলায়ের শহীদ সমাবেশের উদ্দেশ্যে যাওয়া দলীয় কর্মীদের আদ্রা রেল স্টেশনে ট্রেনে চাপিয়ে এমনই বললেন পুরুলিয়ার রঘুনাথপুর ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি তুফান কুমার রায়।

18/07/2025

রেলক্রসিং বন্ধ করে দেওয়ায় উত্তাল পুরুলিয়ার আদ্রা রেলশহর, রেল লাইনের উপরে বসে রেল প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ। রেলক্রসিং পুনরায় খোলা না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি তৃণমূল নেতা তুফান কুমার রায়ের।

17/07/2025

রক্ত ঝরিয়ে ছিল একসময় বামেরা, এবার রক্ত দিয়েই ২১ শে জুলাইয়ের শহীদ সমাবেশে পৌঁছাবেন দলীয় কর্মীরা। পুরুলিয়া জেলার রঘুনাথপুর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল এবার রক্তদান শিবিরের মধ্য দিয়ে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা করে এমনই নজির গড়লেন।

16/07/2025

তাদের দোষ বলতে একটাই বাংলায় কথা বলা। বাংলাদেশি সন্দেহে টানা ৪ দিন উড়িষ্যা সরকারের কাছে আটক থাকতে হল পুরুলিয়ার জেলার ৬ জন শ্রমিককে।

15/07/2025

"২১শে জুলাইয়ের শহীদ সমাবেশের পরই বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়বে দলীয় কর্মীরা। আমাদের লক্ষ্য পুরুলিয়ার ৯টি বিধানসভায় জয়লাভ করে দিদিকে উপহার দেওয়া।" কাশীপুর ব্লকে ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভায় বললেন রাজ্য তৃনমূলের সম্পাদক সৌমেন বেলথরিয়া।

15/07/2025

২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভায় রেকর্ড সংখ্যাক দলীয় কর্মীদের ভিড় উপচে পড়ল পুরুলিয়ার রঘুনাথপুরে। রঘুনাথপুর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া যে প্রস্তুতি সভা থেকে শপথ নেওয়া হলো আগামী বিধানসভা নির্বাচনে রঘুনাথপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনার।

14/07/2025

আগামী ২১শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশকে সাফল্যমণ্ডিত করে তুলতে এবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো পুরুলিয়া জেলার হুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের। যে প্রস্তুতি সভা থেকে ব্লক সভাপতি প্রসেনজিৎ মাহাতো জানান দিলেন হুড়া ব্লক থেকে রেকর্ডসংখ্যক কর্মী সমর্থকের নিয়ে শহীদ সমাবেশে পৌঁছাবেন তিনি।

13/07/2025

"পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসে বিভেদ বলে কিছু নেই। সবাইকে একসঙ্গে নিয়েই আমি চলতে চাই। এবারে ঐতিহাসিক ২১ শে জুলাই হবে। এটা আমাদের শপথ।" ২১ শে জুলাইকে সাফল্যমন্ডিত করে তুলতে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভায় বললেন জেলা সভাপতি রাজীব লোচন সরেন।

09/07/2025

আগামী ২১ শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশকে সাফল্যমণ্ডিত করে তুলতে পুরুলিয়ার রঘুনাথপুর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের প্রস্তুতি সভা জনজোয়ারের রূপ নিল। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে হাজার হাজার দলীয় কর্মী-সমর্থকদের উপচে পড়ল ভিড়।

08/07/2025

"আজ রেলটাকে BJP নিজেদের সম্পত্তি ভেবে নিয়েছে। পুরুলিয়া-হাওড়া ভায়া মশাগ্রাম ট্রেনটিকে এমন ভাবে প্রচার করা হচ্ছে যেন সেটি বিজেপিই চালু করেছে এবং তাদের দলেরই ট্রেন। রেলটাকে আজ শুধু ব্যবসার জন্য ব্যবহার করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে আদানি-আম্বানিদের জন্য। কিন্তু মমতা ব্যানার্জি রেল মন্ত্রী থাকাকালীন রেলের একটা আমূল পরিবর্তন হয়েছিল সারা পশ্চিমবাংলায়।" পুরুলিয়া-হাওড়া ভায়া মশাগ্রাম মেমু পেসেঞ্জার ট্রেনকে ইন্দ্রবিল সহ ম্যাটালশহর ও সিরজাম রেলস্টেশনে স্টপেজ দেওয়ার দাবিতে এবার এমনই বললেন রাজ্য তৃণমূলের সম্পাদক সৌমেন বেলথরিয়া।

06/07/2025

রক্ত ঝরিয়ে নয়, রক্তদানের মধ্য দিয়েই এবার পবিত্র মহরম উদযাপনে এগিয়ে এলেন গ্রামবাসীরা। মহরমের ধর্মীয় প্রথাকে মানবিক উদ্যোগে বদলে কার্যত এবার সমাজ বদলানোর ডাক দিলেন পুরুলিয়া জেলার রঘুনাথপুর ১ নং ব্লকের বেড়ো অঞ্চলের ফুলবেড়িয়া গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনেরা।

Address

Purulia

Alerts

Be the first to know and let us send you an email when News Flash Purulia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Flash Purulia:

Share

Our Story

'NEWS FLASH PURULIA' is a newly built online news portal in West Bengal.In the month of July in 2017 this News Portal had launched in the Purulia District.This News Portal broadcasts both national and international news related to political affairs, trade and commerce, entertainment, agriculture,health, education,weather forecast,sports,current affairs,foreign affairs,updates and developments from the world of science and technology.