WB rahul shaikh

WB rahul shaikh assalamu alaikum

With Qari Sheikh Mubasshir – I just got recognized as one of their top fans! 🎉
20/01/2025

With Qari Sheikh Mubasshir – I just got recognized as one of their top fans! 🎉

01/12/2024

Dr allah akbar

13/11/2024
13/11/2024
12/11/2024

ফজরের নামাজ

07/11/2024

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।আশা করি ম্যাম আপনি ভালো আছেন। আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল এক নাম্বার হল আমার স্ত্রীর দুইটি সন্তান হয়েছে দুইটা সিজারে হইছে এরপরে দুইটা বাচ্চা নষ্ট হয়েছে এখন যদি আমি বাচ্চা নিতে চাই তাহলে কি আবার সিজার করতে হবে না কি নরমালের সম্ভব ? এবং স্বাভাবিকভাবে যাতে স্ত্রীর ক্ষতি না হয় আর কয়টা বাচ্চা নিতে পারব কতটুকু সময় গ্যাপ দিয়ে দিয়ে?
আর একটা প্রশ্ন হল আমার স্ত্রীর যখন প্রথম সন্তান হয় তখন বুকে দু-ধ কম ছিল এরপর মেডিসিন খাওয়ানো হয়েছিল এরপর থেকে স্ত-ন অনেকটা বড়। ছোট করার কোন মেডিসিন আছে? কিছুটা আগের মত হবে? থাকলে প্লিজ জানাবেন আমাদের সংসারী জীবন ১২ বছর তবে আমি প্রবাসে থাকি। আর আমার এক ছেলে এক মেয়ে। মেয়ের বয়স ৯ বছর এরপর দুইটা বাচ্চা নষ্ট হয়েছে এর পরের বাচ্চা নেওয়া হয়নি।

পরামর্শ: ওয়ালাইকুমুস সালাম ওয়া রহমতুল্লাহি ওয়া বারকাতুহ!
আপনার স্ত্রী এখন বাচ্চা নিতে চাইলে আর কোনভাবে নরমালে সম্ভব নয়, সিজারই করতে হবে। সাধারণত ২ টি সিজার করলে স্বাস্থ্যের উপর খুব বেশি বিরূপ প্রভাব ফেলে না।তবে এই তৃতীয় নাম্বার সিজারও কারও কারও ক্ষেত্রে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।কিন্তু এমন নয় যে তৃতীয় সিজার হয়না, হয় তবে সেটা রিস্কি। এখন বাচ্চা নিতে চাইলে আর একটি নিতে পারেন তবে বাচ্চা নেওয়ার আগে অবশ্যই নিকটস্থ গাইনী বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে চেকআপ করে সবকিছু ঠিক থাকলে তবেই নিবেন।আর একবার বাচ্চা নষ্ট হওয়ার ৬ মাস থেকে ১ বছরের মধ্যে আবার বাচ্চা নেওয়া যায়।
দ্বিতীয় যে সমাধানটি চেয়েছেন স্ত-ন ছোট বা আগের মতো করার কোনো ওষুধ আছে কিনা। এরকম কোনো ওষুধ আজ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে কিনা আমার জানা নেই। আর বাজারে যেসব ক্রিম পাওয়া যায় সেগুলো কোনো কাজ করেই না ক্ষতি ছাড়া। আপনাকে বুঝতে হবে যে দুইটি শিশুকে বুকের দু-ধ খাইয়েছে আপনার স্ত্রী। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া সন্তান জন্মদানের পর একজন মায়ের শারীরিক পরিবর্তন হবেই। এটাকে মেনে নিতেই হবে। আপনি বাচ্চাও চাইবেন আবার স্ত্রী আগের মতো শারীরিক গঠনে থাকবে বা আগের মতো শরীর করার চেষ্টা করবেন এটা একদমই অযৌক্তিক চিন্তাভাবনা।
তাই যেকোনো স্বামীর উচিত সন্তান জন্মদানের পর বা বয়স বাড়ার কারণে তাদের স্ত্রীর শারীরিক পরিবর্তনকে মেনে নেওয়া এবং তার প্রতি কৃতজ্ঞ থাকা ও তাকে আগের মতোই ভালোবাসা।
আপনার সমস্যা পেইজে শেয়ার করার জন্য ধন্যবাদ।
জাজাকাল্লাহু খয়রন ফিদদুনিয়া ওয়াল আখিরহ!

04/11/2024

যুবক তুমি বেশি বেশি বিবাহ করে

খাবার খাওয়া সুস্বাস্থ্য গঠনের জন্য। কিন্তু, অধিকাংশ সময়ই রান্নার তেলে বিশেষ মনোযোগ দেওয়া হয় না। আর এজন্যই, ঘরের বাজার আপ...
02/11/2024

খাবার খাওয়া সুস্বাস্থ্য গঠনের জন্য। কিন্তু, অধিকাংশ সময়ই রান্নার তেলে বিশেষ মনোযোগ দেওয়া হয় না। আর এজন্যই, ঘরের বাজার আপনার জন্য নিয়ে এসেছে নিজস্ব তত্ত্বাবধায়নে উৎপাদিত কালোজিরা তেল।

প্রতিবেলার খাবারে এর ব্যবহার আপনার হৃৎপিণ্ডের জন্য উপকারী। পুষ্টি গুণে ভরপুর এই তেল সুস্বাস্থ্যের সহায়ক হিসেবে পরিচিত, তাই আপনার হাতের নাগালে এটি রাখতে পারেন নিশ্চিত মনে।

ওয়েবসাইট থেকে অর্ডার করতে ভিজিট করুন : https://ghorerbazar.com/products/local-kalijira-oil-1-ltr

প্রবাসে থেকে পরিবারের জন্য অর্ডার করতে whatsapp করুন +8801321208940 নম্বরে

31/10/2024
30/10/2024

ছাদের উপরে লঙ্কার বাগান কি করে বানাবেন

29/10/2024

নামাজ পড়ার গুরুত্বপূর্ণ ভিডিও এ একটা পা নাইখো নামাজ পড়ছে পড়ছে সে।

খেজুরের গুড়ের মতো সুস্বাদু স্বাদ পাওয়া যায় কালোজিরা মধুতে। আর এজন্যই, ঘরের বাজার আপনার জন্য নিয়ে এসেছে অত্যন্ত পুষ্টিগুণ...
29/10/2024

খেজুরের গুড়ের মতো সুস্বাদু স্বাদ পাওয়া যায় কালোজিরা মধুতে। আর এজন্যই, ঘরের বাজার আপনার জন্য নিয়ে এসেছে অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন ও মজাদার স্বাদের কালোজিরা মধু। এর তৃপ্তিদায়ক স্বাদ আপনাকে অনুভব করাবে গ্রামীণ জীবনের। সুস্বাস্থ্যের সহায়ক হিসেবে পরিচিত এই মধু আপনার হাতের নাগালে রাখতে পারেন নিশ্চিত মনে।

ওয়েবসাইট থেকে অর্ডার করতে ভিজিট করুন :

https://ghorerbazar.com/products/black-seed-honey-1-kg

প্রবাসে থেকে পরিবারের জন্য অর্ডার করতে whatsapp করুন +8801321208940 নম্বরে

একইসাথে যুক্ত হন আমাদের অফিশিয়াল ফেইসবুক গ্রুপে :
https://www.facebook.com/groups/ghorerbazar52

Address

Raghunathganj
742223

Website

Alerts

Be the first to know and let us send you an email when WB rahul shaikh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share