Advance News Bangla - ANB

Advance News Bangla - ANB We are the voice of voiceless.
আমরা কন্ঠহীনদের কণ্ঠস্বর।
(1)

ভারতের শুভেচ্ছা উপহার: আফগান পররাষ্ট্রমন্ত্রীর হাতে পাঁচটি এম্বুলেন্স তুলে দিলেন জয়শঙ্কর।।আফগানিস্তানের জনগণের প্রতি মান...
12/10/2025

ভারতের শুভেচ্ছা উপহার: আফগান পররাষ্ট্রমন্ত্রীর হাতে পাঁচটি এম্বুলেন্স তুলে দিলেন জয়শঙ্কর।।

আফগানিস্তানের জনগণের প্রতি মানবিক সহমর্মিতা ও উন্নয়ন সহায়তা প্রদর্শন করে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর আফগান পররাষ্ট্রমন্ত্রী আমীর খান মুততাকির হাতে পাঁচটি এম্বুলেন্স প্রতীকীভাবে হস্তান্তর করেছেন। এই পাঁচটি এম্বুলেন্স হল মোট ২০টি এম্বুলেন্সের প্রথম ধাপ, যা ভারত আফগানিস্তানকে উপহার হিসেবে দিচ্ছে।

দিল্লিতে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ করার বিষয়ে আলোচনা হয়। ভারতের পক্ষ থেকে আফগানিস্তানের জন্য নতুন ছয়টি স্বাস্থ্য প্রকল্প ঘোষণাও দেওয়া হয়, যার মধ্যে রয়েছে:

একটি ৩০ শয্যার হাসপাতাল নির্মাণ,

আধুনিক অনকোলজি (ক্যান্সার চিকিৎসা) কেন্দ্র,

ট্রমা কেয়ার ইউনিট,

পাঁচটি মাতৃস্বাস্থ্য কেন্দ্র,

MRI ও CT স্ক্যান যন্ত্র,

ক্যান্সার ও অন্যান্য গুরুতর রোগের জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহ।

এস. জয়শঙ্কর বলেন,

এই এম্বুলেন্সগুলি কেবল চিকিৎসা সহায়তার প্রতীক নয়, এটি ভারতের আফগান জনগণের প্রতি দীর্ঘদিনের সহযোগিতার প্রতিফলন।”

12/10/2025

রঘুনাথগঞ্জ ২ পঞ্চায়েত সমিতির উদ্যোগে পিরোজপুর বাজিতপুরে বৃক্ষরোপণ কর্মসূচি।।

12/10/2025

গত বছর কর্তব্যরত অবস্থায় প্রাণ হারান সিভিক ভলেন্টিয়ার অসিকুল,এক বছর পরও নেই মৃত্যুসনদ বা সরকারি সহায়তা —রাজ্য সরকারকে অপদার্থ বলে মন্ত্রী ও সাংসদের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ বিধায়ক নওশাদ সিদ্দিকীর।।

11/10/2025

সাংসদ খলিলুর রহমানকে অপমানের প্রতিবাদে মুখর তৃণমূল যুবনেতা আতাবুল হক, প্রকাশ্যে নওশাদ সিদ্দিকীকে চ্যালেঞ্জ — রাজনৈতিক ময়দানে নতুন উত্তেজনা।।

#সাংসদঅপমান #আতাবুলহকেরচ্যালেঞ্জ #নওশাদসিদ্দিকী #খলিলুররহমান #তৃণমূলবনামআইএসএফ #রাজনৈতিকউত্তেজনা #যুবনেতারপ্রতিবাদ #নেতৃত্বেরলড়াই #অপমানেরপ্রতিশোধ #বাংলাররাজনীতি

11/10/2025

বেঙ্গালুরুতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত মুর্শিদাবাদের শ্রমিকরা — পরিবারের পাশে অধীর চৌধুরী




10/10/2025

কেবল কাজ নয়, সহানুভূতির ছোঁয়াও: সিভিল বেঙ্গলি রাজমিস্ত্রি ভাইয়ের উদ্যোগে গড়ে উঠছে শ্রমিকদের আশ্রয়।।

পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্য থেকে হাজার হাজার রাজমিস্ত্রি ও নির্মাণ শ্রমিক জীবিকার তাগিদে প্রতিবছর ভিন রাজ্যে পাড়ি দেন। তারা দিনের পর দিন কাজ করেন কঠিন পরিস্থিতিতে—উচ্চ তাপমাত্রা, ঝুঁকিপূর্ণ পরিবেশ, অল্প মজুরি, এবং প্রায়শই স্বাস্থ্যবিমা বা সুরক্ষার কোনও নিশ্চয়তা ছাড়াই।

এইসব শ্রমিকদের অনেকেই কাজের সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন। কেউ কেউ রাস্তায় দুর্ঘটনার শিকার হন, আবার অনেকে রেলপথে দুর্ঘটনায় প্রাণ হারান। অনেকেই ভাড়া দিতে না পেরে রাত কাটান খোলা আকাশের নিচে। ভিন রাজ্যে থাকা অবস্থায় মৃত্যুবরণ করলে পরিবার পর্যন্ত ঠিকভাবে মরদেহ ফেরত পায় না। এইসব ঘটনাগুলো প্রায়ই খবরের শিরোনামে আসে না, থেকে যায় নিঃশব্দ।

এই নীরব যন্ত্রণার প্রতিবাদে এবং সমাধানের লক্ষ্যে, এগিয়ে এসেছেন এক রাজমিস্ত্রি নিজেই—পরিচিত 'সিভিল বেঙ্গলি' ভাই নামে। তিনি নিজের অভিজ্ঞতা থেকে অনুধাবন করেছেন, এই শ্রমিকদের জন্য একটি নিরাপত্তার ছায়া দরকার। তাই তিনি গড়ে তুলেছেন একটি মানবিক চ্যারিটেবল ট্রাস্ট, যার মূল লক্ষ্য!!

#পরিযায়ীশ্রমিক #রাজমিস্ত্রিরজীবন #মানবিকউদ্যোগ #সিভিলবেঙ্গলি #চ্যারিটেবলট্রাস্ট
#শ্রমিকদেরপাশে #ভিনরাজ্যশ্রমিক #শ্রমিকসহায়তা #মানবতারজয় #দুঃসময়েরসাথী
#নীরবনায়কদেরগল্প #ইটবালিরপেছনেরমানবতা #সাধারণথেকেঅসাধারণ #সহযোগিতারহাত




10/10/2025

পদ্মা ভাঙন কবলিত তারানগরে জনতার ঢল, বিধায়ক নওশাদ সিদ্দিকীর আগমনে অভূতপূর্ব উন্মাদনা — বিরোধী নেতাদের ছাপিয়ে জনসমর্থনে দৃষ্টান্ত স্থাপন।।

পদ্মা ভাঙনে ক্ষতবিক্ষত তারানগরে আশার আলো — বিধায়ক নওশাদ সিদ্দিকীর আগমনে জনতার ঢল, অভূতপূর্ব উচ্ছ্বাসে মুখর জনপদ
পদ্মা নদীর ভাঙনে প্রায় সর্বস্ব হারানো তারানগরে শনিবার উপস্থিত হন বিধায়ক ও আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। তাঁর আগমনে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন; আশ্রয়হীন, ক্ষুব্ধ, অথচ আশাবাদী জনতা তাঁকে ঘিরে ধরেন সাহায্যের প্রত্যাশায়। স্থানীয় নেতাদের ছাপিয়ে নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা ও জনসংযোগ ক্ষমতা এই দুর্যোগ মুহূর্তে যেন নতুন দৃষ্টান্ত স্থাপন করল। প্রতিশ্রুতি, সহানুভূতি এবং মাঠে থাকার বার্তা দিয়ে তিনি আরও একবার প্রমাণ করলেন, মানুষের পাশে থাকাই প্রকৃত রাজনীতি।

10/10/2025

চো*র আর অপ*দার্থ সাংসদ!” — তারানগরের ভাঙন কবলিত এলাকায় ক্ষুব্ধ কণ্ঠে বিস্ফোরক মন্তব্য বিধায়ক নওশাদ সিদ্দিকীর!

#তারানগর_ভাঙন
#নওশাদ_সিদ্দিকী #খলিলুর_রহমান
#জঙ্গিপুর_রাজনীতি #ভাঙন_বিতর্ক #পদ্মা_ভাঙন #নওশাদ_বনাম_খলিলুর #রাজনৈতিক_তরজা #তৃণমূল_বনাম_আইএসএফ #মুর্শিদাবাদ_রাজনীতি

পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে বিপর্যস্ত তারানগরের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আজ সেখানে পৌঁছালেন পশ্চিমবঙ্গের তরুণ ও উদীয...
09/10/2025

পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে বিপর্যস্ত তারানগরের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আজ সেখানে পৌঁছালেন পশ্চিমবঙ্গের তরুণ ও উদীয়মান বিধায়ক নওশাদ সিদ্দিকী।তাঁর আগমনে যেন নতুন করে প্রাণ ফিরে পেল এলাকাটি। ভাঙনের তাণ্ডবে ঘরবাড়ি, চাষের জমি ও জীবনের নিরাপত্তা হারানো মানুষজনের চোখে ছিল আশার আভা— তাঁদের নেতা এসেছেন, পাশে দাঁড়াতে।

#নওশাদসিদ্দিকী #বিধায়ক_জনতার_পাশে
#জনতারআশা
#তারানগর #পদ্মাভাঙন
#মানবিকরাজনীতি #নতুনরাজনীতি

09/10/2025

তারানগরের মানুষ কি পশ্চিম বাংলার বাইরে? পদ্মা ভাঙনে সর্বস্বান্তদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে কড়া প্রশ্ন নওশাদ সিদ্দিকীর।

রাজ্য ও কেন্দ্র—উভয় সরকারের 'নীরবতা'র বিরুদ্ধে তোপ দাগলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। বললেন, ‘মানুষ সব হারিয়ে পথে বসেছে, আর সরকার চোখ বুজে ঘুমোচ্ছে।’ ১৫ দিনের মধ্যে পুনর্বাসনের দাবি না মানলে হাইকোর্টে মামলা ও রাজপথে অনশনের হুঁশিয়ারি।

#তারানগর #পদ্মাভাঙন #নওশাদসিদ্দিকী #পুনর্বাসন
#সরকারিনীরবতা #রাজনৈতিকপ্রতিবাদ #পশ্চিমবঙ্গ
#বাংলারমানুষ

09/10/2025

Nawsad Siddiqui: শুভেন্দুকে জেলে পাঠানোর হুশিয়ারি নওশাদের! লালগোলার পদ্মা ভাঙন থেকে সরাসরি আক্রমণ!

Address

Murshidabad
Raghunathganj
WESTBENGAL

Alerts

Be the first to know and let us send you an email when Advance News Bangla - ANB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advance News Bangla - ANB:

Share