Advance News Bangla - ANB

  • Home
  • Advance News Bangla - ANB

Advance News Bangla - ANB We are the voice of voiceless.
আমরা কন্ঠহীনদের কণ্ঠস্বর।
(1)

আমাদের ইউটিউব চ্যানেলটি Subscribe করুন এবং পাশে থাকুন।।Link 👇🏻 https://youtube.com/?si=cLhWNUytt7fUbQcO
23/07/2025

আমাদের ইউটিউব চ্যানেলটি Subscribe করুন এবং পাশে থাকুন।।
Link 👇🏻 https://youtube.com/?si=cLhWNUytt7fUbQcO

UGC NET JRF 2025: গোটা দেশে প্রথম কাটোয়ার নিলুফা ইয়াসমিন! UGC NET JRF 2025 রেজাল্টে তাক লাগিয়ে গলি থেকে রাজপথের উড়ান স...
23/07/2025

UGC NET JRF 2025: গোটা দেশে প্রথম কাটোয়ার নিলুফা ইয়াসমিন! UGC NET JRF 2025 রেজাল্টে তাক লাগিয়ে গলি থেকে রাজপথের উড়ান স্কুলশিক্ষকের মেয়ের।।

ঘুম থেকে উঠেও ক্লান্ত, বড় কোনো সমস্যার ইঙ্গিত দিচ্ছে কি শরীর?আমাদের প্রতিদিনের জীবন এক বিশাল দৌড়ের মতো—চাকরি, সংসার, দায়...
23/07/2025

ঘুম থেকে উঠেও ক্লান্ত, বড় কোনো সমস্যার ইঙ্গিত দিচ্ছে কি শরীর?

আমাদের প্রতিদিনের জীবন এক বিশাল দৌড়ের মতো—চাকরি, সংসার, দায়িত্ব, পরিবার সবকিছু একসঙ্গে সামলে চলতে হয়। আমরা প্রায় সবাই এমন একটা জায়গায় পৌঁছাই, যেখানে শরীর আর মন দুটোই হাঁপিয়ে ওঠে। ক্লান্ত হয়ে পড়া তখন স্বাভাবিক মনে হয়। একটু বিশ্রাম, একটা ভালো ঘুম, তারপর আবার নতুন উদ্যমে কাজে ফেরা—এটাই আমাদের রুটিন।

কিন্তু প্রশ্ন হচ্ছে—ভালোভাবে ঘুমানোর পরও যদি শরীর ক্লান্ত থাকে, দিনভর অলস লাগে, কাজ করতে মন চায় না, তাহলে সেটা কি শুধু কাজের চাপ, নাকি ভেতরে লুকিয়ে থাকা অন্য কোনো সমস্যা?

✅AN- বাংলা
📚প্রকাশ ২৩ শে জুলাই ২০২৫, সময় সকাল ১০:৩০ অনলাইন সংস্করণ।

সোনার দাম মুর্শিদাবাদ | Ajke Sonar Dam Koto Murshidabad।মুর্শিদাবাদ প্রতি 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম ₹1,00,185 টাকা৷ ...
23/07/2025

সোনার দাম মুর্শিদাবাদ | Ajke Sonar Dam Koto Murshidabad।

মুর্শিদাবাদ প্রতি 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম ₹1,00,185 টাকা৷ আজ, মুর্শিদাবাদ -এ সোনার দাম আরও অস্থির হয়ে উঠছে। মুর্শিদাবাদ-এ আজকের সোনার দাম পরীক্ষা করা গুরুত্বপূর্ণ, যা প্রতি 10 গ্রাম 22nd July 2025 ₹1,00,185 টাকা।

বিস্তারিত নিচে 👎🏻

✅AN- বাংলা
📚প্রকাশ ২৩ শে জুলাই ২০২৫, অনলাইন সংস্করণ।

Snake Island: মানুষ নয়, সাপেদের রাজত্ব চলে এই দ্বীপে! ভুলেও যদি কোনও মানুষ পা রাখে তাহলে...Snake Island: ব্রাজিলের সাও প...
23/07/2025

Snake Island: মানুষ নয়, সাপেদের রাজত্ব চলে এই দ্বীপে! ভুলেও যদি কোনও মানুষ পা রাখে তাহলে...

Snake Island: ব্রাজিলের সাও পাওলো উপকূল থেকে মাত্র ৯৩ মাইল দূরে ইলহা দা কুইমাদা গ্র্যান্ডে নামে একটি জায়গা আছে। এই জায়গাটিকে অনেকেই স্নেক আইল্যান্ড নামেই চেনেন। আটলান্টিক মহাসাগর দ্বারা বেষ্টিত এই দ্বীপটি খুবই সুন্দর এবং বিপজ্জনকও। এটি এতটাই বিপজ্জনক যে এটি সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এটি হাজার হাজার বিষাক্ত সাপের আবাসস্থল এবং এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়।

বিস্তারিত পড়ুন এবং জানুন নিচে 👎🏻

AN- বাংলা
📚প্রকাশ ২৩ শে জুলাই ২০২৫, অনলাইন সংস্করণ।

West Bengal Weather Update: সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, ঝড়-বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণের অধিকাংশ জেলায়।বিস্তারিত নিচে 👎...
23/07/2025

West Bengal Weather Update: সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, ঝড়-বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণের অধিকাংশ জেলায়।

বিস্তারিত নিচে 👎🏻

AN- বাংলা
📚প্রকাশ ২৩ শে জুলাই ২০২৫, অনলাইন সংস্করণ।

Mamata Banerjee: দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডারের পরে এবার নয়া প্রকল্প! ২৬-র ভোটের আগে মাস্টারস্ট্রোক মমতার।Mamata Baner...
23/07/2025

Mamata Banerjee: দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডারের পরে এবার নয়া প্রকল্প! ২৬-র ভোটের আগে মাস্টারস্ট্রোক মমতার।

Mamata Banerjee: আর মাত্র কয়েক মাস বাকি, তারপরই রাজ্যে শুরু হবে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যের প্রশাসনিক প্রস্তুতি ও জনসংযোগে জোর দিতে উদ্যোগী হল তৃণমূল সরকার। সোমবার ২১ জুলাই ধর্মতলার জনসভা থেকে নির্বাচনী রূপরেখার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরদিন, মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন একটি নতুন প্রকল্প— ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’।
এই নতুন কর্মসূচির মাধ্যমে পাড়ার ছোট ছোট সমস্যার দ্রুত সমাধান করতে চায় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, আগামী ২ আগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হবে এই প্রকল্পের কাজ। ইতিমধ্যেই এর জন্য রাজ্য সরকার ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। এই প্রকল্পের কাঠামো অনুযায়ী, প্রতি তিনটি বুথ মিলে গঠিত হবে একটি কেন্দ্র। সেই কেন্দ্র অনুযায়ী প্রতি পাড়ায় একদিন করে ক্যাম্প করা হবে। স্থানীয় মানুষজন নিজেদের সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন সেই ক্যাম্পে। সমস্যা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট দফতর। সবকিছুই হবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, স্বচ্ছ প্রক্রিয়ায়। সরকারের তরফে প্রতিটি সমস্যার সমাধানে বরাদ্দ থাকবে ১০ লক্ষ টাকা পর্যন্ত অর্থ।
ছোট ছোট সমস্যার মধ্যে থাকবে যেমন পানীয় জলের কল বসানো, রাস্তাঘাট মেরামত, কিংবা ড্রেনেজের উন্নয়ন ইত্যাদি। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের কথা বলেন, কিন্তু আমরা বাস্তবে সেই পথেই এগোচ্ছি। দুয়ারে সরকারের মতো এই প্রকল্পও মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে।’’
এই কর্মসূচির বাস্তবায়নের জন্য গঠিত হবে একটি রাজ্যব্যাপী টাস্ক ফোর্স, যার নেতৃত্বে থাকবেন মুখ্যসচিব মনোজ পন্থ। প্রতিটি প্রকল্পের অগ্রগতি নজরদারির জন্য টাস্ক ফোর্সে বিভিন্ন দফতরের অভিজ্ঞ আধিকারিকদের অন্তর্ভুক্ত করা হবে। মুখ্যমন্ত্রীর আশা, এই প্রকল্পের মাধ্যমে ৮০ হাজার বুথ কভার করবে সরকার। প্রায় ৬০ দিনের মধ্যেই পরিকল্পনা থেকে রূপায়ণ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। পুজোর সময় কিছুদিন কাজ বন্ধ থাকবে, তবে সরকার এবার জনগণের কাছে পৌঁছেই তাদের সমস্যার সমাধান করবে—এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী।

23/07/2025

Mamata Banerjee: বাংলায় শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন কর্মসূচি- 'আমাদের পাড়া, আমাদের সমাধান।'

22/07/2025

২১ জুলাইয়ের মঞ্চে মন্দিরের কথা জোরে, ওয়াকফ নিয়ে মুখ্যমন্ত্রী নিশ্চুপ—মুর্শিদাবাদ থেকে লক্ষ লক্ষ কর্মী গেলেন, ফিরলেন শুধু ভাষণ আর ফাঁকা প্রতিশ্রুতি নিয়ে!”

NRC: বাংলায় NRC? আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা, শুনানি আগামী সপ্তাহে।NRC: পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) চালুর দা...
22/07/2025

NRC: বাংলায় NRC? আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা, শুনানি আগামী সপ্তাহে।

NRC: পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) চালুর দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। এই মামলার পরিপ্রেক্ষিতে হাই কোর্ট রাজ্য সরকারকে জানতে চেয়েছে, এই বিষয়ে অন্য কোনও মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে কি না। এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন পারমিতা দে। তাঁর পক্ষের আইনজীবী ফিরোজ এডুলজি মামলার শুনানির আবেদন জানালে, বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ সেই আবেদন গ্রহণ করে। বিচারপতিরা জানিয়েছেন, আগামী মঙ্গলবার মামলার শুনানি হবে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সামাজিক মাধ্যমে পোস্টে অভিযোগ করেন, "বিজেপি পিছনের দরজা দিয়ে পশ্চিমবঙ্গে এনআরসি চালু করার চক্রান্ত করছে।" এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, অসমে এনআরসি প্রক্রিয়ার জেরে ভারতীয় নাগরিকদের ‘বিদেশি’ তকমা দেওয়া হচ্ছে এবং তাঁদের বিরুদ্ধে নোটিস পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ অগস্ট সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অসমে চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশিত হয়। ৩ কোটি ৩০ লক্ষ আবেদনকারীর মধ্যে প্রায় ১৯ লক্ষ ৭ হাজার জনের নাম বাদ গিয়েছিল বলে অভিযোগ ওঠে। এরপর কেন্দ্র ওই তালিকা ফের যাচাই করার আবেদন জানালেও সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়।
বর্তমানে অভিযোগ, এনআরসি তালিকায় নাম না-থাকা বহু মানুষ আধার নম্বর থেকে বঞ্চিত হওয়ায় ব্যাঙ্ক পরিষেবা ও সরকারি নানা সুবিধা পাচ্ছেন না। এই আবহেই এবার পশ্চিমবঙ্গেও এনআরসি চালুর দাবি তুলে জনস্বার্থ মামলা দায়ের হওয়ায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

22/07/2025

Mamata Banerjee: নবান্নে সাংবাদিক সম্মেলন।।

22/07/2025

পদ্মার আগ্রাসনে তলিয়ে যাচ্ছে বসতি ও রাস্তা — গ্রামবাসীর কখনও কী শেষ হবে না এই ভাঙন‑ভয়?

Address


Alerts

Be the first to know and let us send you an email when Advance News Bangla - ANB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advance News Bangla - ANB:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share