10/03/2025
জীবনের পথচলায় অনেক ভুল করেছি, অনেকের মনে কষ্ট দিয়েছি, অনেক সময় না বুঝে, অনেক সময় আবেগে বা পরিস্থিতির চাপে।
জেনে বা না জেনে যেসব অন্যায় ব্যবহার করেছি, যারা আমার জন্য কেউ কষ্ট পেয়েছেন, আজ সবার কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি।
আমি মানুষ, ভুল হবেই, আমি অবশ্যই ভুলের উপরে নয়।
যদি কখনো আপনাদের কষ্ট দিয়ে থাকি, দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা’ সবাইকে সুখে রাখুক, সবাই ভালো থাকুন।
পৃথিবী খুবই অল্প সময়ের জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার থেকে এসেছি, পুনরায় তারই কাছেই উনার কাছেই ফিরে যাবো।