28/04/2025
যে যত অহংকারী তার পতন তত অসহায়ত্বের সঙ্গে হয়!
#সিরিয়ার পতিত স্বৈরাচার বাশার আল আসাদের এই অফিসারকে আজকে সেই সব পরিবারের সদস্য এবং ভিকটিমদের সামনে হাজির করা হয় যাদেরকে তিনি বিভিন্ন ভাবে নি-র্যাতন করেছিলেন এবং যাদের পরিবার তার হাতে শহীদ হয়েছিল।
বিঃদ্রঃ-এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা যে, অপরাধীকে অপরাধের বিষয়ে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। যেন প্রশ্ন তুলতে না পারে কোন অপরাধে তাকে শাস্তি দেওয়া হচ্ছে।