Ripa vlog

Ripa vlog well come everyone

উপরের কালো কালারের এমন একটা ব্যাগ আমার মাহির'রও আছে। যেই দিন সকালে নিজের কাঁধে ব্যাগটা বহন করে ওকে স্কুলে দিয়ে আসি। নিজে...
23/07/2025

উপরের কালো কালারের এমন একটা ব্যাগ আমার মাহির'রও আছে। যেই দিন সকালে নিজের কাঁধে ব্যাগটা বহন করে ওকে স্কুলে দিয়ে আসি। নিজের কাঁধে যখন এই ব্যাগটি নেই, হাতে যখন নিজের বাচ্চার আঙুল ধরা থাকে স্বর্গীয় একটা অনুভূতি কাজ করে। কত কত স্বপ্ন এই ব্যাগে তা বলে বুঝানো সম্ভব না।
আজ এই ব্যাগ বহন করা বাবার অবস্থা কেমন জানি না। বাবারা এমন করে কাঁদে এই প্রথম দেখলাম :'(ভগবান এই বাবা মায়েদের শোক সইবার ক্ষমতা দিন।
゚viralシfypシ゚viralシalシ

ফেসবুকে Content Monetization ফিচার এখন সবার জন্য উন্মুক্ত।🦌কনটেন্ট মনিটাইজেশন মানে হলো ফেসবুকে ভিডিও, রিলস, ছবি, স্টোরি ...
21/07/2025

ফেসবুকে Content Monetization ফিচার এখন সবার জন্য উন্মুক্ত।🦌

কনটেন্ট মনিটাইজেশন মানে হলো ফেসবুকে ভিডিও, রিলস, ছবি, স্টোরি ও টেক্সট ইত্যাদি কনটেন্ট পোস্ট করে অর্থ উপার্জন করা। ফেসবুক এই ফিচারটি এখন সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে।

🛠️ নিচে পূর্ণাঙ্গ আবেদন প্রক্রিয়া দেওয়া হলোঃ

➤ Professional Mode চালু করুন (প্রোফাইল ব্যবহার করলে):

প্রোফাইলে গিয়ে থ্রি-ডট মেনুতে ক্লিক করুন। তারপর, “Turn on Professional Mode” অপশন সিলেক্ট করুন।

➤ Professional Dashboard-এ যান:

- প্রোফাইল বা পেজ থেকে “Professional Dashboard” এ প্রবেশ করুন।
- Dashboard-এর শেষ মেনুতে “Monetization” অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন।
- Monetization মেনুর “Not Yet Available” সেকশনের মধ্যে Content Monetization অপশন দেখতে পাবেন।

📌 নোট: “Not criteria met”, অর্থাৎ আপনি এখনো এই ফিচারের জন্য যোগ্য নন।

➤ “I’m Interested” বাটনে ক্লিক করুন:

Content Monetization অপশনে গিয়ে “I’m Interested” বাটনে ক্লিক করুন। একটি ছোট মেসেজ বক্স আসবে। মেসেজ লিখুন:

উদাহরণ: “Hi Facebook Team, I am interested in using the Content Monetization feature. I regularly post original videos and photos and would appreciate access to this tool. Thank you for your consideration.”

➤ “Submit Interest” বাটনে ক্লিক করুন:

মেসেজ লেখার পর “Submit Interest” বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন।

💡 আবেদন করার পর করণীয়:

- নিয়মিত নিজের তৈরি করা উচ্চমানের ভিডিও, রিল ও ছবি পোস্ট করুন।
- প্রতিটি পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার এবং ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করুন।

📌 টিপস: যত বেশি এনগেজমেন্ট পাবেন, ফেসবুক তত দ্রুত আপনার প্রোফাইল বা পেজে কনটেন্ট মনিটাইজেশন ফিচার চালু করবে।

⏳ ধৈর্য ধরুন: ফেসবুক সাধারণত কয়েক দিনের মধ্যে আবেদন রিভিউ করে। নির্ধারিত যোগ্যতা পূরণ হলেই কনটেন্ট মনিটাইজেশন ফিচারটি চালু করে দেবে।

⚠️ Community Standards মেনে চলুন: ফেসবুকের নীতিমালা অনুসারে সহিংসতা, ঘৃণাসূচক ভাষা, স্প্যাম বা ভুয়া তথ্য প্রদান থেকে বিরত থাকুন।

📈 মনে রাখবেন: কনটেন্ট মনিটাইজেশন ফিচার আপনি পাবেন কি না, তা নির্ভর করবে আপনার কনটেন্টের মান ও একটিভিটির ওপর। সময় নষ্ট না করে এখনই আবেদন করুন। এতে সোনার হরিণ খুব দ্রুত আপনার বাড়ি চলে আসবে
লেখা সংগৃহীত কিন্তু খুব উপকারী একটি পোস্ট
, ゚viralシfypシ゚viralシalシ

আমরা তিনজনা ❤️❣️
20/07/2025

আমরা তিনজনা ❤️❣️

"স্বামী শব্দটা অনেক বড় একটা দায়িত্ব। এটা কেবল একটি সম্পর্ক নয়, একজন নারীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তাবলয়। স্বাম...
19/07/2025

"স্বামী শব্দটা অনেক বড় একটা দায়িত্ব। এটা কেবল একটি সম্পর্ক নয়, একজন নারীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তাবলয়। স্বামী যদি সত্যি ভালোবাসে, তাহলে সে শুধু স্বামী হয়ে থাকেন না, হয়ে ওঠেন বন্ধুও, অভিভাবকও, ভরসাও।

কিন্তু বাস্তবতা হলো—সব স্বামী সেই দায়িত্ব পালন করে না। কেউ ভালোবাসে, কিন্তু বোঝে না। কেউ বোঝে, কিন্তু সময় দেয় না। আবার কেউ শুধু সমাজ বা পরিবারের চাপে সম্পর্ক টিকিয়ে রাখে, ভালোবাসা যেন হারিয়ে যায় দৈনন্দিনতার ভিড়ে।

স্ত্রীরও চাহিদা থাকে—ভালোবাসার, শ্রদ্ধার, একটু সময়ের। স্বামীর মুখে বলা ‘ভালোবাসি’ শোনা যতটা সুন্দর, তার থেকেও বেশি প্রয়োজন তার কাজের মধ্যে ভালোবাসার প্রমাণ পাওয়া। সব মেয়েই চায় একজন স্বামী, যে তাকে বুঝবে, পাশে দাঁড়াবে, ছোট ছোট কষ্টগুলো মন দিয়ে শুনবে। যে রাগ করলে বুঝবে, চুপ থাকলে অনুভব করবে।

একজন স্বামীই পারে স্ত্রীর সমস্ত অস্থিরতা প্রশান্তিতে বদলে দিতে, যদি সে মন থেকে চায়। কারণ সংসার গড়ে ওঠে শুধু দেয়ালে রঙ করে নয়—ভালোবাসা, সম্মান, ধৈর্য আর একে অপরকে বুঝে চলার মধ্য দিয়েই।

তাই যদি ভালোবাসো—তবে সেটা শুধু শব্দে নয়, কাজে প্রমাণ দাও। কারণ, একজন স্ত্রী চুপ করে থাকে বলেই যেন সেটা সহ্য করার ক্ষমতা নয় ভেবে নিও না। যত্ন না পেলে একদিন সে আর চাইলেও আগের মতো থাকবে না।"
🌸❣️

আমাকে দেখে কি মনে হয় , অনেকর মনে হয় মেয়ে টা কি ভালো ছিলো। এখন খুব অহংকারী হয়ে গেছে ভাব -সাব একদম ভালো না, কথা বলে না...
17/07/2025

আমাকে দেখে কি মনে হয় , অনেকর মনে হয় মেয়ে টা কি ভালো ছিলো। এখন খুব অহংকারী হয়ে গেছে ভাব -সাব একদম ভালো না, কথা বলে না, ঠিক ঠাক খুব স্টাইল হয়েছে। এমন টা মনে হয় আমার কিছু শুভাকাঙ্ক্ষী দের। আমাকে দেখে তাহলে শোনো আমি কিছু কথা বলি প্রথমত আমি খুব সাধারণ ভাবে বড়ো হয়েছে।আর খুব সাধারণ একজন মানুষের বউ। তারপরেও আমি ছোটবেলা থেকে খুব পরিপাটি ভাবে থাকতে পছন্দ করি এবং এখনো । আর সবার সঙ্গে কথা বলতে মিশতে পছন্দ করি, একটু কিছু সময় মধ্যে আমি সবাই কে আপন করে নিতে পারি। কিন্তু যখন বুঝতে পারি সেই ব্যক্তিরা আমার পেছনে অনেক কথা বলে তখন কিন্তু আমি তাদের সঙ্গে আর আগের মতো করে নরমাল ভাবে মিশতে পারিনা । তাই তখন অনেকেই ভাবে যে হ্যাঁ আমার খুব অহংকার হয়ে গেছে। তাই বলবো কিছু কিছু শুভাকাঙ্ক্ষীদের আগে নিজেরটা ভাবো যে আমি শুরু থেকেই কি এইরকম ব্যবহার করেছি । তারপর আমাকে নিয়ে কথা বলো। আর কথাটা কিন্তু আমি সবার উদ্দেশ্যে বলছি না যাদের মনে কথাটা বাঁধবে , তারা নিশ্চয়ই এরকমটা ভেবেছো। ভালো থাকবে সবাই ।

একদম লাস্ট স্টেজে যখন মানুষ আইসিইউ তে এডমিট থাকে,,, তখন এভাবে গ্লাভস এর ভিতরে হালকা উষ্ণ গরম জল দিয়ে কারো উপস্থিতি অনুভ...
16/07/2025

একদম লাস্ট স্টেজে যখন মানুষ আইসিইউ তে এডমিট থাকে,,, তখন এভাবে গ্লাভস এর ভিতরে হালকা উষ্ণ গরম জল দিয়ে কারো উপস্থিতি অনুভব করানো হয় তাকে! বোঝানো হয় “সে একা নয়” তার হাত ধরে কেউ আছে পাশে। একটি নির্মম কথা তাই না?

সম্পর্ক অনেক দামী জানেন!! 🖤
কত অবলীলায় আমরা একে অপর কে ঠকিয়ে চলে যাই, মনে মনে জয়ের উল্লাস করি, কত সহজেই আমরা একে অপরকে ভুলে যাই, কত সহজেই একটা মানুষের উপস্থিতিতেও আরেকটা মানুষকে জীবনের সথে জড়িয়ে খুশি হয়ে যাই, কত হিংসা, ইগো,বিরক্ত, তিক্ততা...
একটা কারুর বিশ্বস্ত উষ্ণতা আপনার সাথে থাকলে গুরুত্ব দিন, হেলায় হারাবেন না।
এই উষ্ণতার আঁচ সবাই চেয়েও পায়না..
সম্পর্ক অনেক দামী, তাকে একটা গাছের মতো জল দিন,সার দিন.. বাঁচিয়ে রাখুন।

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ।মা আমাদের শরীরে গঠন করেন…আর বাবা আমাদের জীবনটা গঠন করেন।মায়ের গর্ভে ৯ মাস ছিলাম,বাবার...
15/07/2025

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ।
মা আমাদের শরীরে গঠন করেন…
আর বাবা আমাদের জীবনটা গঠন করেন।

মায়ের গর্ভে ৯ মাস ছিলাম,
বাবার কাঁধে চেপে ছিলাম ২৫ বছর।
তবুও কেন যেন বাবা সবসময় আড়ালেই থাকেন।

মা প্রতিদিন রান্নাঘরে বিনা বেতনে কাজ করেন,
আর বাবা তার মাসের শেষ পয়সাটিও সংসারে ঢেলে দেন।
দুজনেই সমানভাবে ভালোবাসেন,
তবুও মা যেনো ভালোবাসার মঞ্চে এক ধাপ এগিয়ে,
আর বাবা কেমন যেন নীরবে দাঁড়িয়ে থাকা একটা প্রেক্ষাপট।

মা নিজের হাতে আমাদের প্রিয় খাবার বানিয়ে দেন,
বাবা চুপচাপ দোকান ঘুরে সেই জিনিসটা এনে দেন।
মায়ের ভালোবাসা চোখে পড়ে,
বাবার ভালোবাসা হয়ত মাটির নিচের শিকড়ের মতো,
যা না দেখলে বোঝা যায় না, কিন্তু দাঁড়িয়ে থাকাটাই তার অবদান।

ফোনে কথা বলার সময় আগে মায়ের খোঁজ নিই,
দুঃখ পেলে মায়ের কাঁধে মাথা রাখি।
বাবা তখন দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন,
শুধু চোখে থাকেন, মনে হয় কিছু বলতে চান,
কিন্তু বলেন না, যেন বলার অধিকারটাও কেমন হারিয়ে ফেলেছেন।

বাচ্চাদের আলমারি রঙিন জামায় ভর্তি,
মায়ের শাড়ির আলমারিও বেশ সমৃদ্ধ।
কিন্তু বাবার আছে মাত্র কয়েকটা জামা,
নিজের প্রয়োজন মেটাতে ভাবেনও না কখনো।
তবুও মুখে কোনো অভিযোগ নেই।

মায়ের গয়নার বাক্স ভর্তি সোনা-রুপা,
আর বাবার আঙুলে সেই একটাই আংটি,
যেটা তিনি বিয়ের সময় পরেছিলেন।
তবুও মায়ের গয়নাতে ঘাটতি থাকলে সে বলতেই পারেন,
কিন্তু বাবার নেই কোনো চাহিদা।

বাবা সকাল থেকে রাত পরিশ্রম করেন সংসারের জন্য,
মাঝে মাঝে অফিস থেকে ক্লান্ত হয়ে ফেরেন,
তবুও ঘরে ঢুকে সন্তানের মুখ দেখেই সব ক্লান্তি ভুলে যান।
স্বীকৃতি চান না, প্রশংসা চান না—
শুধু চান সবাই ভালো থাকুক।

যখন বাবা-মা দুজনেই বয়সের ভারে নুয়ে পড়েন,
তখন সন্তান ভাবে মা অন্তত ঘরের কাজে লাগেন,
কিন্তু বাবাকে বলে “বয়স হয়েছে, এখন আর কিছুই করতে পারেন না।”

হয়তো বাবাই সংসারের সেই নীরব মেরুদণ্ড,
যিনি সামনে থাকেন না, কিন্তু তার কারণেই পরিবারটা দাঁড়িয়ে থাকে।

তাই হয়তো বাবা পিছিয়ে থাকেন না,
তিনি ইচ্ছে করেই সামনে আসেন না—
কারণ তিনি জানেন, তার ভালোবাসা প্রমাণ করতে হয় না।

collected

পোস্টটি ভালো লাগলে নির্দ্বিধায় লাইক কমেন্ট শেয়ার করুন এরকম আরো পোস্ট পেতে আমাকে ফলো করতে ভুলবেন না ❤️ ধন্যবাদ 💐!!





পরিবারের বিশ্রী পলিটিক্সের স্বীকার হচ্ছেন?পৃথিবীতে সবচেয়ে বেশি মাইন্ড গেইম খেলা করেন বাবা মায়েরা। সেরকমই এক সন্তান হচ্ছে...
15/07/2025

পরিবারের বিশ্রী পলিটিক্সের স্বীকার হচ্ছেন?
পৃথিবীতে সবচেয়ে বেশি মাইন্ড গেইম খেলা করেন বাবা মায়েরা। সেরকমই এক সন্তান হচ্ছে আমি। অথচ এই সমাজ সর্বদা সন্তান কে অপরাধী বানায়। বাবা মায়ের বয়স হয়েছে মানে উনারা যেটা বলবেন বা করবেন সেটাই ১০০% সত্য।তারাও ভুল করেন বা করতে পারেন এটা মানতে চাইনা। সাইলেন্ট ট্রিটমেন্ট , ভার্বাল এ‍্যাবইউজমেন্ট বাজে ব‍্যবহার , ইমোশনালি হ‍্যারেজ হচ্ছেন , মাইন্ড গেইম এসব কিছুর মধ‍্যে দিন কাটাচ্ছেন। প্রতিবাদ করলেই আপনি খারাপ। সেরকমই চিরসত্য আমার জীবনে, আমার বাবা হচ্ছেন শহরের বিরাট এক স্বনামধন্য ব্যবসায়ী।
জীবনে সত্যিকারে সম্পর্ক কোনটা ছিল? সৌভাগ্যক্রমে যৌবন পেরুতেই সেই সম্পর্ক বুঝতে পেরেছি। অনেক সময় এক সন্তান কে সামনে রেখে মানুষের।আর সেই মানুষটা নিরবে এগুলো সয্য করতে করতে একদিন দূরত্বের সীমান্ত পেরুতে থাকে।
যাদের সাথে এইগুলো হয় শুধু তারাই এটার ভুক্তভোগী।প্রতিবাদ করলেই তুমি খারাপ। ভগবানের পরেই পৃথিবীতে মা বাবার সার্পোট নিয়ে সন্তান পথচলে।বাবা মা যখন শত্রু হয় তখন পথচলা সহজ হলেও হৃদয় টা ক্ষতবিক্ষত হয়ে যায়। আর ক্ষত-বিক্ষত হৃদয় নিয়ে পুরোপুরি শ্রদ্ধা আসেনা।দুনিয়ার সবার কাছে নির্বিশেষে যে ভালো সে পজেটিভ পারসন নয় , সে হিপোক্রেট।
আমার জীবন থেকে শিখেছি পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পর্ক স্বামী স্ত্রী। বাকি সব মিথ্যা।যে একজন সঠিক মানুষ পাইনা তার কপাল পোড়া।যে সঠিক জীবন সঙ্গী পেয়েছে তার বেঁচে থাকার জন্য পৃথিবীতে আর কারোর প্রয়োজন হয়না।










প্রতিটা মেয়ের সব পাওয়ার মধ্যে সবচাইতে বড় পাওয়া হলো দায়িত্ববান একজন স্বামী। যে তাকে শাসন করবে, আবার আদরও করবে। যে অভিমান ...
13/07/2025

প্রতিটা মেয়ের সব পাওয়ার মধ্যে সবচাইতে
বড় পাওয়া হলো দায়িত্ববান একজন স্বামী।

যে তাকে শাসন করবে, আবার আদরও করবে।
যে অভিমান করবে ঠিক-ই, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবেনা।
যে ঝগড়াও করবে, আবার বুকেও টেনে নিবে।
যে কাঁদাবে ঠিক-ই, কিন্তু একফোঁটা চোখের জল মাটিতে পড়তে দিবেনা।
যে খাওয়ার সময় বলবে দুটো প্লেট কেন, আমি তোমাকে খাইয়ে দিবো।
যে কখনও তাকে অবিশ্বাস করবেনা, বিশ্বাসের চাদরে জড়িয়ে রাখবে সবসময়।
যে সবসময় তাকে বুকে আঁগলে রাখবে, যে বুকে শুধু তার-ই বসবাস হবে।
যে কখনও তাকে মিথ্যা বলে ঠকাবেনা।
যে সবসময় তার পাশে ছায়ার মত লেগে থাকবে।
যে কখনও তাকে হারানোর ভয় দেখাবেনা।
যে তার সবসময় খেয়াল রাখবে।
যে তাকে এতটাই ভালোবাসবে, যতটা ভালোবাসলে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটা মরে যায়।

বিয়ের পর একটা মেয়ে স্বামীর কাছ থেকে খুব বেশি কিছু চায় না, শুধু চায় ---

সকালে স্বামী কাজে যাওয়ার সময়, তার কপালে মায়াবী একটা চুমু দিয়ে যাক।

দুপুরে শুধু একবার তাকে ফোন করে জিজ্ঞেস করুক, সে খেয়েছে কি না।

মেয়েটাকে সারাদিন সময় দিতে না পারলেও রাতে অন্তত এক ঘন্টা সময় তার পাশে বসে হাতে হাত রেখে গল্প করবে...!!!

যদি মেয়েটার কারনে আপনি খুশি হন তবে তাকে অন্তত একবার "'আই লাভ ইউ"' বলা।
আবার যদি কখনো আপনার কারনে সে কোন কষ্ট পায় তবে তাকে কয়েকবার '"সরি"' বললেই সে খুশি।

এইতো তাদের চাওয়া!!! আসলে মেয়েদের চাওয়াগুলো খুবই কম, কিন্তু
তাদের এই চাওয়া গুলোও আমরা পূরণ করতে পারিনা,
বুঝতে পারিনা তাদের চাওয়া গুলোকে,
বুঝতে পারিনা তাদের কতটা স্বপ্ন আমাদের নিয়ে।

মেয়েদেরকে বুঝতে শিখুন, তাদের অনুভূতিকে মূল্য দিতে শিখুন, তাদেরকে একটু বেশিই ভালোবাসুন। দেখবেন, তারা খুশি থাকলে আপনাকে স্বর্গ এনে দেওয়ার চেষ্টা করবে বা এনেই দেবে।

স্বামী তার স্ত্রীর জন্য শুধু শাসক নয়৷ স্ত্রী তার স্বামীর জন্য শুধু সেবিকা বা দাসী নয়৷ দুজন দুজনের অঙ্গ এবং পোশাক৷ দুজনের জীবন হতে হবে একে অপরকে বুঝার। তাহলেই দুজনের জীবন হবে বন্ধুত্বপূর্ণ এবং প্রেমময়৷ সব চে়য়ে বড় প্রেমিক-প্রেমিকা হতে হবে স্বামী-স্ত্রীকে৷
হ্যাঁ, স্ত্রী তার স্বামীকে অবশ্যই বড় ও সম্মানের পাত্র মনে করবে৷ স্বামীও তার স্ত্রীকে সম্মান এবং মমতায় আগলে রাখবে

সংগৃহীত পোস্ট


゚viralシfypシ゚viralシalシ








একটা কথা আছে মেয়েরা কুড়িতে বুড়ি।আচ্ছা,মেয়েরা সত্যি কি কুড়ি তে বুড়ি হয়??আমার উত্তর হয় না;কারণ এই কুড়ি থেকেই তো এ...
13/07/2025

একটা কথা আছে মেয়েরা কুড়িতে বুড়ি।আচ্ছা,মেয়েরা সত্যি কি কুড়ি তে বুড়ি হয়??আমার উত্তর হয় না;কারণ এই কুড়ি থেকেই তো একটা মেয়ের জীবনে আসল যুদ্ধ শুরু হয় যেটা আমৃত্যু চলে।সব কিছুই নতুন ভাবে শুরু হয়।কুড়ির আগের আর পরের জীবনের মধ্যে পার্থক্য টা এমন যেমনটা কুড়ি আর কুড়িঁর মধ্যে।কুড়ি শুধুই একটা সংখ্যা আর কুঁড়ি নতুন করে বিকশিত হওয়ার মাধ্যম।এই কুড়ি থেকেই একটা মেয়ের মধ্যে নিজস্ব সৌন্দর্যৈর আভা ফুটে ওঠে।কুড়ি তার বিকশিত হওয়ার সময় ঠিক কুঁড়ির মতো এটা তো প্রকৃতি মা ই আমাদের বুঝিয়েছে।
--✍️ আমার মা, বড়ো মা, কাকিমা , পিসি সবাই মিলে
゚viralシfypシ゚viralシalシ

সবাই প্রতারক হয় না। সবাই ছেড়ে যায় না।কখনো কখনো নিয়তি দুজন কে আলাদা করে দেয়।আসলে ভাগ্য বলে একটা জিনিস আছে।যে মানুষটা তোমা...
11/07/2025

সবাই প্রতারক হয় না। সবাই ছেড়ে যায় না।
কখনো কখনো নিয়তি দুজন কে আলাদা করে দেয়।
আসলে ভাগ্য বলে একটা জিনিস আছে।
যে মানুষটা তোমার ভাগ্যে নেই শত চেষ্টা করলেও সে মানুষটা কখনো তোমার হবে না।

প্রায়ই দেখা যায় দীর্ঘ আট/দশ বছর সম্পর্ক আগলে রাখার পরেও মানুষ দু'টি আলাদা হয়ে গেছে। দুজনের চাওয়াতে কোন ত্রুটি না থাকার পরেও তারা এক হতে পারেনি।দু'জন দু'জন কে সমানভাবে বোঝা, ভালোবাসা, কেয়ার করা, শ্রদ্ধা ও মূল্যায়ন করা সত্ত্বেও শেষ পর্যন্ত বিয়েটা আর হয়নি।কখনো কখনো এমনও হয় যে বিয়ের আসরে বসেও বিয়েটা ভেঙ্গে গেছে।

আবার সবকিছু ঠিকঠাক মতো চলার পরেও দেখা যায় যে মানুষ দুটি মিউচুয়াল ব্রেকআপ করে নিয়েছে। মানুষ দু'টি একে অন্যের হতে পারেনি তবুও যোগাযোগ আছে।শ্রদ্ধা ও ভালোবাসাটা আগের মতোই আছে।এরকম অনেক উদাহরণ আছে।

আসলে জন্ম, মৃত্যু আর বিয়ে এই তিনটি বিষয়ে মানুষের কোন হাত নেই। সৃষ্টিকর্তা এই বিষয়গুলো নিজের হাতে রেখে দিয়েছেন।তোমার জন্য যা বরাদ্দ না তুমি শত চেষ্টা করলেও তা নিজের করে পাবে না।

পরিবার, চাকরী, ধর্ম, যোগ্যতা এগুলো উছিলা মাত্র।
মোটকথা যে মানুষটা তোমার ভাগ্যে নেই সেই মানুষটার হাত তুমি যতো শক্ত করেই ধরো না কেন কোন না কোন কারণে সে হাত তোমার হাতের মুঠো থেকে ছুটে যাবেই।

সুতরাং মানুষটাকে নিজের করে পাওনি বলে, ভালোবেসে ব্যর্থ হয়েছো বলে, মানুষটা তোমাকে ছেড়ে গেছে বলে কষ্ট হতেই পারে আর হবে এটা স্বাভাবিক। তাই বলে তাকে অভিশাপ দিতে হবে, গালি দিতে হবে, তার বদনাম করতে হবে, প্রতারক বলতে হবে এমন তো কোন কথা নেই। ভালোবাসলেই যে তাকে পেতে হবে এমনও তো কোন কথা নেই।

থাকুক না কিছু ভালোবাসা অপূর্ণতায়।ভালোবাসা বেঁচে থাকুক বুকের গভীরে শ্রদ্ধা আর ভালোবাসায়।

লেখা সংগৃহীত


゚viralシfypシ゚viralシalシ






Address

Raiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ripa vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share