Ripa vlog

Ripa vlog For paid promotion contact:
[email protected]

বাড়ি কিনছেন? — মুখ বন্ধ রাখুন।একটি নতুন গাড়ি নিচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন? — মুখ বন্ধ রাখুন...
24/09/2025

বাড়ি কিনছেন? — মুখ বন্ধ রাখুন।
একটি নতুন গাড়ি নিচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
ছুটিতে যাচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
নতুন কোর্স শুরু করছেন? — মুখ বন্ধ রাখুন।
চাকরিতে পদোন্নতি হবে? — মুখ বন্ধ রাখুন।

জীবনের বড় বড় মুহূর্তে আমাদের মনে হয়, প্রিয়জন বা বন্ধুদের জানালে খুশি হবে। মনে হয়, সুখ ভাগ করলে দ্বিগুণ হয়। কিন্তু সত্যি বলতে কী, সব সময় তা হয় না। বরং অতি তাড়াতাড়ি মুখ খোলাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় ভুল।

আমাদের স্বপ্ন আসলে একেকটা বীজ। এই বীজকে মাটিতে রোপণ করার পর যত্ন চাই, সুরক্ষা চাই। কিন্তু যদি খুব তাড়াতাড়ি সবাইকে দেখাতে ব্যস্ত হই, তখন সেটি শেকড় গজানোর আগেই শুকিয়ে যায়। বাস্তব অভিজ্ঞতা বলে—যত বেশি স্বপ্ন শেয়ার করবেন, তত বেশি হিংসা, ঈর্ষা আর বদনজরের চোখ আপনার দিকে পড়বে। আর এটাই অনেক সময় আপনার সাফল্যের পথে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়ায়।

আমরা যাদের "বন্ধু" বলে বিশ্বাস করি, তাদের সবাই আন্তরিক নয়। কেউ কেউ চায় আপনি ভালো থাকুন, কিন্তু কখনোই তাদের চেয়ে ভালো না। তাই তারা হাসিমুখে অভিনন্দন জানালেও মনে মনে আপনার ব্যর্থতা কামনা করতে পারে। এটা তিক্ত হলেও সত্যি।

আমরা ভেবে নিই, অন্তত পরিবার তো আমাদের সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু বাস্তবতা হলো, পরিবারের ভেতরেও সূক্ষ্ম হিংসা থাকতে পারে। ভাই, বোন, আত্মীয় কেউ কেউ চাইতে পারে না যে আপনি তাদের ছাড়িয়ে যান। এই গোপন প্রতিযোগিতা অনেক সময় আপনার আনন্দকে নিঃশব্দে বিষিয়ে দিতে পারে।

অনেকে বলে বদনজর শুধু কুসংস্কার। কিন্তু অভিজ্ঞতা বলে অন্য কথা। মানুষ যখন আপনার উন্নতি দেখে ঈর্ষায় পুড়ে যায়, তখন সেই নেতিবাচক এনার্জি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। সনাতন ইসলামসহ প্রায় সব ধর্মেই বদনজরের উল্লেখ আছে। অর্থাৎ, এটা কোনো কাল্পনিক ভয় নয়।

নীরবতা দুর্বলতা নয়, বরং শক্তি। চুপ থাকা মানে ভেতরে ভেতরে প্রস্তুত হওয়া। কৃষক যেমন বীজ রোপণের পর প্রতিদিন হাটে গিয়ে ঘোষণা করে না, তেমনি বুদ্ধিমান মানুষও নিজের স্বপ্ন গোপন রাখে। সময় এলে ফলাফল নিজেই কথা বলে। তখন আর কাউকে বোঝানোর প্রয়োজন হয় না।

আপনার ভাগ্যে যা আছে, ঈশ্বরের লিখে রাখা পরিকল্পনা কেউ মুছে দিতে পারবে না। কিন্তু তাড়াহুড়ো করে বেশি মুখ খোলার কারণে আপনি নিজের জন্য অযথা বাধা তৈরি করতে পারেন। তাই বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, পরিশ্রম করুন এবং যতটা সম্ভব মুখ বন্ধ রাখুন।

মনে রাখবেন, স্বপ্নকে আগেভাগে প্রকাশ করা মানে তাকে দুর্বল করে ফেলা। হিংসা, ঈর্ষা আর বদনজর সত্যিই আপনার সাফল্যকে ধ্বংস করতে পারে। তাই যখনই জীবন আপনাকে কোনো বড় সুখবর দেবে—নতুন বাড়ি, গাড়ি, বিয়ে বা পদোন্নতি—তখন আনন্দে চিৎকার না করে নীরবে উপভোগ করুন। সময় এলে আপনার সাফল্যই পুরো পৃথিবীকে জানিয়ে দেবে আপনি কী করেছেন।

©️ An Animesh (পরিমার্জিত)

লেখা সংগৃহীত

#মুখবন্ধরাখুন #স্বপ্নেরসুরক্ষা #বদনজর #হিংসাঈর্ষা #বাংলাআর্টিকেল

24/09/2025

Choto pakhi ❤️

শুভ সকাল সবাইকে 😍
24/09/2025

শুভ সকাল সবাইকে 😍

23/09/2025
20/09/2025

কন্যা 😊😍🥰
তুমি সেজে ওঠো 😍😍
সাজো গো কন্যা শাড়ি সেন্টারে থেকে 🤩😍🥰🤩

Ŕîpa Roy Amit Roy

20/09/2025

আমার পুতুল টা কি পছন্দ করে মায়ের চুলে হাত দিতে

আপনি কি কখনও ভাড়া বাঁচাতে এমনটা করতে পারবেন? 🤔ভাবুন তো—প্রতিদিন ভোর ৪টায় ঘুম ভাঙছে। চোখ মুছতে মুছতে এয়ারপোর্টে ছুটে য...
19/09/2025

আপনি কি কখনও ভাড়া বাঁচাতে এমনটা করতে পারবেন? 🤔

ভাবুন তো—
প্রতিদিন ভোর ৪টায় ঘুম ভাঙছে।
চোখ মুছতে মুছতে এয়ারপোর্টে ছুটে যাচ্ছেন।
সকাল ৬:৩০-এর ফ্লাইট ধরে ৭০০ কিমি উড়ে অফিসে পৌঁছালেন।
তারপর ৯-৫টা ডিউটি সেরে… আবার রাতে একই পথে ফিরছেন বিমানে করে।

শুনতে যেন সিনেমার কাহিনি, তাই না? 🎬
কিন্তু এটা সত্যি ঘটনা!

ভদ্রমহিলা রাচিয়েল কৌর থাকেন পেনাং-এ, আর কাজ করেন কুয়ালালামপুরে।
অফিসের কাছাকাছি থাকতে হলে মাসে দিতে হতো ৪২,০০০ ₹ ভাড়া।
তিনি হিসেব কষে দেখলেন— প্রতিদিন বিমানে আসা-যাওয়া করলেও খরচ হবে মাসে ২৮,০০০ ₹।
মানে প্রতি মাসে বাঁচছে ১৪,০০০ ₹ ! 💸

আমাদের কাছে এই কাজটা হয়তো নিছক ‘পাগলামি’।
কিন্তু তার কাছে এটা ভাড়ার অস্বাভাবিক চাপ সামলানোর এক অনন্য উপায়।
এই সিদ্ধান্ত দেখিয়ে দেয়— জীবনে কখনও কখনও প্রচলিত নিয়ম ভেঙে ফেলতে হয়, আর তখনই খুঁজে পাওয়া যায় নতুন সমাধান।

👉 তাই প্রশ্ন একটাই—
টাকা বাঁচাতে আপনি কি এমন অদ্ভুত কিন্তু বুদ্ধিমানের মতো পদক্ষেপ নিতে রাজি তো ?
.............✍️ কলমে- দেবাশিস সরকার..............🗓 ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫

#ভাড়া #নতুনচিন্তা #স্মার্টহ্যাক

ডিভোর্সের বাস্তবতা ও শিক্ষণীয় দিক 😭 স্বামীর সাথে যখন ঝামেলা চলছিলো তখন অনেকে বলেছিলো“স্বামীর সাথে বনিবনা না হলে ছেড়ে দাও...
18/09/2025

ডিভোর্সের বাস্তবতা ও শিক্ষণীয় দিক
😭 স্বামীর সাথে যখন ঝামেলা চলছিলো তখন অনেকে বলেছিলো
“স্বামীর সাথে বনিবনা না হলে ছেড়ে দাও! এর চেয়ে ভালো ছেলে পাবে, কারণ তোমার চাকরি আছে।”

আমিও ভেবেছিলাম, তাই তো!!!

কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো
যত ভালো জবই থাকুক না কেন, দ্বিতীয় বার যখন কেউ আপনাকে বিয়ে করতে আসবে, বা বিয়ে করবে
👉 হয় সে আপনাকে করুণা করবে,
👉 না হয় সমাজ-পরিবারের চাপ মেনে দায়মুক্তির জন্য রাজি হবে।

একটি সত্য অভিজ্ঞতা
ডিভোর্স পরবর্তী বিয়ে করা এক আপুর সাথে আলাপ হয়েছিল। তিনি বললেন

“বিয়ের ৩/৪ মাস ভাল গেলেও এখন প্রতিদিন স্বামীর খোটা শুনতে হয়।
‘তুমি যদি এত ভালো হতে তবে তোমার ডিভোর্স হলো কেন?’
‘তুমি নিশ্চয় খারাপ, বদমেজাজী, নষ্ট।’

এসব অপমান সয়ে মুখ বুজে সংসার করে যাচ্ছি। আগের যে ফ্রীডম ছিল, এখন নেই। সব সময় নিজেকে ছোট মনে হয়। দ্বিতীয় পুরুষের ছোঁয়ায় প্রথম স্বামীর স্মৃতি এটা ভয়াবহ যন্ত্রণা।”

বাস্তবতার কঠিন রূপ

আপনি ভাবতে পারেন ডিভোর্স হলেই মুক্তি।
মুক্তি হয়তো পাবেন, কিন্তু সেই সাথে আসবে

একা হয়ে যাওয়ার কষ্ট,

সমাজের কটুক্তি,

মানুষের করুণার চোখে দেখা,

হীনমন্যতা।

আর সবচেয়ে বড় সত্য
👉 প্রথম মানুষের মতো নিঃস্বার্থ ভালোবাসা ও সম্মান আর কোথাও পাবেন না।

নতুন তথ্য যোগ করা হলো

🔹 গবেষণায় দেখা গেছে ডিভোর্সের পর দ্বিতীয় সংসারে ৯০% নারীকে আগের সম্পর্ক নিয়ে প্রশ্ন ও সন্দেহ সহ্য করতে হয়।
🔹 দ্বিতীয় সংসারে বেশিরভাগ সময় অতীতকে টেনে এনে অপমান করা হয় যা মানসিক শান্তি নষ্ট করে।
🔹 শিশু থাকলে কষ্ট দ্বিগুণ হয়। সন্তানের ভবিষ্যৎ, অভিভাবকত্বের দ্বন্দ্ব এসব পুরো জীবনকে চাপের মধ্যে ফেলে।
🔹 সমাজ এখনও ডিভোর্সকে সহজভাবে নেয় না। ফলে শিক্ষিত/চাকরিজীবী নারীরাও ভিতরে ভিতরে ভেঙে পড়েন।

আমার পরামর্শ

💠 স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হলে প্রথমেই নিজেদের মধ্যে সমাধান করুন।
💠 কখনো তৃতীয় কোনো ব্যাক্তির অকারণ পরামর্শে সিদ্ধান্ত নেবেন না।
💠 সমাজ পুরুষকে পরিবারের কর্তা বানিয়েছেন এটা মানে এই নয় যে নারী ছোট, বরং সংসার চালাতে উভয়ের সহযোগিতা, ধৈর্য ও মানিয়ে চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
💠 নিজের আত্মঅহংকার বা ইগোকে অগ্রাধিকার দেবেন না। স্বামীর হুকুম মানে দাসত্ব নয়, বরং সংসার বাঁচানোর জন্য পারস্পরিক সম্মান।
💠 মানসিক সমস্যায় পড়লে বিশেষজ্ঞ কাউন্সেলরের শরণাপন্ন হতে পারেন যাতে সম্পর্ক টিকিয়ে রাখার বাস্তব কৌশল পাওয়া যায়।

শেষ কথা

মনে রাখবেন
বিয়ে শুধু কাগজের সম্পর্ক নয়, এটি দুইজন মানুষের ধৈর্য, মানিয়ে চলা ও পারস্পরিক সম্মানের সমন্বয়।

যদি সম্পর্ক বাঁচানো সম্ভব হয়, তবে সেটিই সর্বোত্তম পথ।
কারণ ডিভোর্সের পরের জীবন, বাইরে থেকে সহজ মনে হলেও ভেতরে ভেতরে কষ্টে ভরা।
লেখা সংগৃহীত

17/09/2025

আমার অবস্থা 🤭😋 Amit Roy

17/09/2025

সারাদিনের এরপর

16/09/2025
দিনের শেষে,  একটা সত্যি মানতেই হবে।  অধিকাংশ ভারতীয় মেয়েদের কাছে কেরিয়ারটা অপশানাল।  তাদের কাছে গৃহবধূ হয়ে অন্যের উপার্জ...
16/09/2025

দিনের শেষে, একটা সত্যি মানতেই হবে। অধিকাংশ ভারতীয় মেয়েদের কাছে কেরিয়ারটা অপশানাল। তাদের কাছে গৃহবধূ হয়ে অন্যের উপার্জনে পেট ভরার অপশান আছে। সেটা সম্মানের সহিত হোক কিম্বা অপমানের সহিত। তাই সে চাইলেই দুম করে PNB র চাকরি ছেড়ে দিতে পারে। সরকারি চাকরির পরীক্ষা না দিয়ে বাড়ি চলে যেতে পারে। কিন্তু এই অপশানটা অধিকাংশ কেন ৯৯% মধ্যবিত্ত ভারতীয় পুরুষদের কাছেই নেই। ফলে তাদের যদি বস ধরে পেটায়, মা বাবা তুলে গাল দেয়, সত্তর ঘন্টা কাজ করতে বলে কিম্বা সরকারি চাকরির পরীক্ষায় প্যান্টও খুলিয়ে দেয়, তারা জাঙ্গিয়া পরেই এক্সাম দেবে। কারণ এটা সমাজব্যবস্থা। মেয়েদের কাছে গৃহবধূ হওয়ার অপশান আছে। কিন্তু পুরুষদের কাছে House husband হওয়ার কোনো অপশান নেই। কেউ হলেও সে বড্ড বিদ্রুপের বস্তু হয়ে ওঠে।

আমরা যতই ফেমিনিস্ট হই, এই সত্যি অস্বীকারের সাধ্য আমাদের কারোরই নেই। এই সত্যি যতদিন না পাল্টাবে, Equality আসবে না।
from
স্বাতীলগ্না বোল

Address

Raiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ripa vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share