Ripa vlog

Ripa vlog For paid promotion contact:
[email protected]

25/10/2025

বড়োদের থেকে ছোটদের সঙ্গে থাকতে ভালোবাসি সেই ছোটবেলা থেকেই 😍

25/10/2025
স্ত্রীকে কখনোই বলা উচিত নয় এমন ১০টি কথা1. “তুমি কিছুই পারো না”এমন কথা স্ত্রীর আত্মবিশ্বাস নষ্ট করে এবং তাকে হীনমন্যতায় ভ...
24/10/2025

স্ত্রীকে কখনোই বলা উচিত নয় এমন ১০টি কথা

1. “তুমি কিছুই পারো না”
এমন কথা স্ত্রীর আত্মবিশ্বাস নষ্ট করে এবং তাকে হীনমন্যতায় ভোগায়।

2. “তোমার কারণে আমার জীবন নষ্ট”
এতে স্ত্রী মনে করবে সে আপনার জীবনে বোঝা, যা সম্পর্কের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা কমিয়ে দেবে।

3. “আমার মায়ের মতো তুমি রান্না/কাজ করতে পারো না”
স্ত্রীকে কারও সঙ্গে তুলনা করা তাকে কষ্ট দেয়, নিজেকে অযোগ্য ভাবতে বাধ্য করে এবং শ্বশুরবাড়ির প্রতি বিরূপ মনোভাব তৈরি করে।

4. “তুমি মোটা/শুকনা/অসুন্দর”
চেহারা নিয়ে কটু কথা স্ত্রীর আত্মসম্মান ও মানসিক শান্তি দুটোই নষ্ট করে।

5. “তোমাকে বিয়ে করাটা ভুল ছিল”
এমন কথা অবিশ্বাসের বার্তা দেয় এবং সম্পর্কের ভিত্তি নড়বড়ে করে তোলে।

6. “তুমি শুধু ঝগড়া করতে জানো”
এতে স্ত্রী নিজেকে দোষী ভাবতে শুরু করে এবং দাম্পত্য সম্পর্কে অযথা উত্তেজনা বেড়ে যায়।

7. “তুমি আমার জন্য কিছুই করো না”
আসলে স্ত্রী অনেক কিছুই করেন, কিন্তু এভাবে বললে তার শ্রম ও ত্যাগকে উপেক্ষা করা হয়।

8. “তুমি আমার কথা শোনো না” (অভিযোগের ভঙ্গিতে)
এভাবে বলা হলে স্ত্রী মনে করবে তার মতামত ও উপস্থিতিকে কখনোই গুরুত্ব দেওয়া হয় না।

9. “তুমি অন্যদের মতো নও”
অন্যের সঙ্গে তুলনা সবসময়ই নেতিবাচক প্রভাব ফেলে এবং স্ত্রীকে ছোট করে তোলে।

10. “আমি চাইলে আরও ভালো স্ত্রী পেতাম”
এটি সবচেয়ে অপমানজনক কথা। এতে স্ত্রী মনে করবে তার কোনো মূল্য নেই, আর ভালোবাসার জায়গায় অভিমান জন্ম নেবে।

---

✅ কারণ: এসব কথা এড়িয়ে চলা উচিত, কারণ এগুলো স্ত্রীকে মানসিকভাবে আঘাত করে, ভালোবাসা ও শ্রদ্ধার জায়গায় অভিমান তৈরি করে এবং সম্পর্কের বন্ধনকে দুর্বল করে তোলে।
👉 মনে রাখবেন, স্ত্রীকে সম্মান আর সুন্দর ভাষায় কথা বললেই সংসার হয় আনন্দময় ও ভালোবাসায় ভরা।

লেখা সংগৃহীত




23/10/2025

Onke dine por park elam

22/10/2025
22/10/2025
খুব মজা করে ঘুরেছে মিষ্টি কালকে 😊🧿               ゚viralシfypシ゚viralシalシ
22/10/2025

খুব মজা করে ঘুরেছে মিষ্টি কালকে 😊🧿 ゚viralシfypシ゚viralシalシ

22/10/2025

Misti khub khusi ajke

🎇🎇  Happy kali puja 🪔             ゚viralシfypシ゚viralシalシ
20/10/2025

🎇🎇 Happy kali puja 🪔
゚viralシfypシ゚viralシalシ

20/10/2025
উৎসব আসে যায়.. তিনি আসেন বিভিন্ন রূপ নিয়েকখনো দুর্গা , কখনো কালীযখন যেমন পরিস্থিতি ই হোক না কেনো থাকো মা তুমি সাথে🙏এভা...
20/10/2025

উৎসব আসে যায়..
তিনি আসেন বিভিন্ন রূপ নিয়ে
কখনো দুর্গা , কখনো কালী
যখন যেমন পরিস্থিতি ই হোক না কেনো
থাকো মা তুমি সাথে🙏
এভাবেই সারাজীবন থেকো তুমি পাশে☺️
শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা 🎇
゚viralシfypシ゚viralシalシ

Address

Raiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ripa vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share