AH Teaching

AH Teaching A ONLINE AND OFFLINE TUITION CENTRE

মধ্যবিত্ত-ছেলেদের-ভালোবাMiddle Class ছেলেদের কাছে আত্নসম্মান টাই সবচেয়ে বড়।এদের আপনি দামী গিফট দিবেন এরা খুশি হবে না এ...
31/10/2024

মধ্যবিত্ত-ছেলেদের-ভালোবা

Middle Class ছেলেদের কাছে আত্নসম্মান টাই সবচেয়ে বড়।
এদের আপনি দামী গিফট দিবেন এরা খুশি হবে না এদের জাস্ট একটা বই পছন্দের কিছু খাবার বা টুকটাক ছোট খাটো ভালো লাগার কিছু গিফট করবেন দেখবেন সে গিফট টা এর কত খুশিমনে গ্রহন করে।
Middle Class ফ্যামিলির ছেলেরা Girlfriend এর Family Status / Credit Card / Car দেখে না। এরা নিজের Bill নিজে Pay করার Mentality নিয়েই বড় হয়।
Girlfreind এর সাথে ঘুরতে যাওয়ার টাকা নেই? সে পাগলের মতো বন্ধুদের কাছে যাবে আর কিছু টাকা চাইবে, টাকা না পেলে কোনো একটা বাহানা দিয়ে বলবে অন্য একদিন দেখা করবো, আজকে নয়। ব্যাপারটা দেখেছেন কোনদিন নিজের চোখে? দেখলে Must be সেটা কোন High Class ছেলে না, সেটা কিন্তু সেই Middle Class ছেলেটাই।?
বন্ধুরা কলেজ / ভার্সিটি ছুটির পরে সবাই মিলে রেস্টুরেন্টে যাবে খেতে, কিন্তু বাসায় কাজ আছে বলা ছেলেটাকে দেখেছেন কখনো ? সে জানে বাসায় মা রান্না করে বসে আছে তার জন্য। সে সেই রেস্টুরেন্টের বিল টা পকেটেই রেখে দেয় ।
সবার বন্ধুদের মাঝেই একটা কিপটা ছেলে থাকে।
সবাই তাকে পচাই, ছেলেটাকে চিনেন? সে সেই Middle Class ছেলেটা, যে দশ টাকা খরচ করার আগে ভাবে আমার বাবা ১০ মিনিট কাজ এই দশ টাকা আমাকে দিয়েছে।?
Please Don't Blame Him, Respect Him.❤
পছন্দের কোনো জিনিশ কিনতে গিয়েও সেই Middle Class ছেলেটাই কিন্তু ভাববে, ” নিজের সখটাকেই বড় করে দেখলে চলবে না । আমি তো ওকে ভালোবাসি, আমাকে এখন থেকেই টাকা জমানোর অভ্যাস করতে হবে, সামনে কতো বড় FUTURE আমাদের।
জি হ্যা, সেই Middle Class ছেলেটাই চাইবে নিজের ক্যারিয়ার টা আপনার সাথে কাটাতে, সে নিজের পছন্দের জিনিসটা দোকানের
বাইরে দারিয়ে দেখে Wallet এর দিকে তাকিয়ে আপনার কথা চিন্তা করবে, তারপর সে সেখান থেকে যত দ্রুত সম্ভব চলে আসবে। সে হয়তো আপনার সব ইচ্ছা পূরন করতে পারবে না, কিন্তু নিজের বেতনের সব টাই আপনার জন্য খরচ করতে একবার ও ভাববে না। ?
সেটাও সে কিন্তু জমিয়ে জমিয়ে আপনার পিছনেই খরচ করে ফেলবে আপনার একটু পছন্দের জিনিষ টা কিনে দিতে।
আর দিনশেষে আমরা ভুলে যাই সব কিছু, Middle Class ছেলেটা হয়ে যায়
~তুমি এতো ক্ষ্যাত কেন?
~তুমি এতো কিপটা কেন?
~ তুমি নতুন জামা কিনো না কেন?
~তোমাকে নিয়ে কোথাও যেতে আমার লজ্জা লাগে ?
~ তুমি Middle Class কেন?
~তুমি স্মার্ট না কেন?
~তুমি সুন্দর না কেন?
~তোমার চোখ মুখ সব কিছু পারফেক্ট কাটা কাটা না কেন?
~আমার বান্ধবিদের জামাইদের দেখছো কি সুন্দর?
~তোমার চুল এমন ক্ষ্যাত কেন?
~চুলেকালার করা না কেন?
~তুমি Rich Watch পড়ো না কেন??
মোট কথা এখন তোমার আমার লেভেল আলাদা আমি তোমার থেকে better কাওকে সব সময় ডিজার্ভ করি।
তুমি জাস্ট একটা পেইন।
খুব অবাক লাগে না??
এর পরের গল্প টা সবার জানা।
মেয়েটা তাকে ছেড়ে দিয়ে নতুন করে কাউকে নিয়ে বাচঁতে শিখে যায়, কিন্তু এক সময় বাবা মার পছন্দের বি সি এস ক্যাডার ডাক্তার
ছেলেটাকে বিয়ে করে ফেলে।?
নিজের সংসারে মন দিবে আর মাঝে মাঝে আফসোস করবে কেন ছেলেটার জীবন নিয়ে খেল্লাম, আজ কোটিপতি জামাইয়ের ১ লাখ টাকাই হয়তো আমার হাতে দিবে, কিন্তু সেই ছেলেটা ২০ হাজার টাকার সবটাই আমার হাতে তুলে দিতো।?
আর সেই ছেলেটা?
তার কথাও সবাই জানে, সে এখনও হয়তো সবটা গুছিয়ে নিতে পারেনাই, হয়তো লেখা পড়াটা আগের মতো মন দিয়ে করতে পারেনা, হাজার মানুষের ভিড়ে তোমাকে খুজে, জন্মদিনে সবার মাঝে তোমার মুখ থেকে Happy Birthday শুনতে চায়।?
আর সেই মেয়ের জামাইও দেখবেন কয় জায়গায় কি করে আসবে।
একটা Middle Class ছেলে তা কোন দিন করবে না।
এই শ্রেনীর ছেলেরা সব দিবে কিন্তু ভালোবাসার ভাগ কাওকেই দিবে না।
যে যেমন তেমনই পাবে দিন শেষে।
Middle class honest একটা ছেলেকে বিয়ে করার সৌভাগ্য সবার হয় না।
লেখকঃ তুষার আহমেদ

আজ “রাহির” কলেজ এর প্রথম দিন। খুব ভালো লাগলো দিনটা। নতুন প্রকৃতি, নতুন আবহাওয়া, নতুন টিচার্স, আর হারামি নতুন ফ্রেন্ডস।প...
28/10/2024

আজ “রাহির” কলেজ এর প্রথম দিন। খুব ভালো লাগলো দিনটা। নতুন প্রকৃতি, নতুন আবহাওয়া, নতুন টিচার্স, আর হারামি নতুন ফ্রেন্ডস।প্রতিদিন খুব ভালোই লাগে ক্লাস করতে টিচার্সদদের বকা শুনতে,, কিন্তু এমন সব হারামি ফ্রেন্ডস থাকলে টিচার্সদের বকা শুনতে কোনো শত্রুর দরকার পরে না। তবুও অরা বেষ্ট ফ্রেড। আর নতুন নতুন কলেজ গেলে ছেলেদের থেকে প্রেমের অফার তো আসবেই। তাই বল কি প্রেমে করতে হবে না। তার পর ও ভালো লাগা বলে একটা কথা তো আছেই। অনেকটা দিন পার হয়ে গেলো একটি ছেলেকে দেখতে দেখতে ভালোলেগে গেলো। আসলে এই ছেলেটাকে রাহিরই খুব বিরক্ত লাগতো। কিন্তু কখন যে কেমন করে ভালোবেসে ফেললো বুঝে উঠতে পারেনা। যাই হোক রাহির ভালোলাগার মানুষটির নাম হলো ” নাহিদ"
নাহিদের সাথে ভালো করে যে দিন কথা হলো তা হলো......

রাহি : হাই,,,, ( মুগ্ধতার চোখে)
নাহিদ : ( অবাক চোখে তাকিয়ে আছে)
রাহি: কি হলো,? শুনতে পাচ্ছো না বুঝি.. এমন করে তাকিয়ে আছো কেনো যেনো ভূত দেখছো???
নাহিদ : না মানে.....
রাহি:না মানে কি হুমমমম।
নাহিদ : আসলে আমি ভাবছি যে তুমি আমাকে পছন্দ করো না, আর সে তুমি আমার সাথে কথা বলছ নিজে থেকে তা কোনো কারণ
ছাড়াই।
রাহি : হুমমমম তাই তো।
নাহিদ : হুমমম তাই।
রাহি : তাই না আসলে কিছু বলার ছিল আমার তোমার সাথে।
নাহিদ : অহহহহহ, ওকে বলো তাহলে.....
রাহি : এখন ভুলে গেছি পরে বলব ( কেনো জানি লজ্জা লাগলো)
নাহিদ : ওকে ঠিক আছে মনে পরলে বলো।
রাহি : ওকে ( নিচে তাকিয়ে একটু হাসি মুখে)।
এমন করে চলে গেলো কিছু দিন। নাহিদের সাথে কথা হয় বাট বলতে পারে না মনের কথা। একদিন কথা বলতে বলতে হঠাৎ নাহিদ রাহিকে বলল...
নাহিদ : "রাহি” আমার না একটি মেয়েকে ভালোলেগে গেছে, সত্যি বলতে কী আমি তার প্রেমে পরে গেছি....
রাহি : (চুপ)
নাহিদ : এই রাহি চুপ কেনো তুমি কিছু বলো কি করে মেয়েটাকে বলবো।
রাহি: (চুপ কান্না চোখে)

নাহিদ: রাহি আমার দিকে তাকাও তো।
রাহি : ( মাথা নিচু করে আছি)
নাহিদ : এই রাহি এই তুমি কাদঁছো কেনো..??
রাহি : কিছু না বলে নাহিদ কে জরিয়ে ধরে কান্না চোখে বলতে লাগলাম নাহিদ ... (বলেই চুপ করে আছি)
নাহিদ : বলো কি হয়েছে..???
রাহি : আমি তোমাকে ভালোবাসি।
নাহিদ : (মনে মনে হাসে কিছু বলে না চুপ করে শুচ্ছে)।
রাহি: নাহিদ আমি তোমাকে কেমন করে জেনো ভালোবেসে ফেলেছি কিন্তু বলতে পারছি না। এখন তুমি বলো যে,, (কথাটা শেষ না হতেই
নাহিদ i love you rahi
রাহি চমকে গিয়ে) তুমি না বললে তোমার একটি মেয়েকে ভালো লেগেছে..???

নাহিদ : আরে পাগলি সেই মেয়েটি তো তুমিই,,, আমি আগে দেখতে চেয়েছিলাম যে তুমি আমাকে ভালোবাসো কি না। তাই বলছি,,
তুমি বুঝ না হুমমমম।
রাহি : হুমমম অনেক ভালোবাসি আমি তোমাকে নাহিদ।
নাহিদ: আমিও....এখন তো বলো......
রাহি : কি..???
নাহিদ : ভালোবাসি....
রাহি : হুমমমম,, খুব ভালোবাসি নাহিদ,
নাহিদ : হুমমমম
রাহি: i love you
নাহিদ i love you too

রাহি : আমাকে ছেড়ে যাবে নাতো কখনো...???
নাহিদ : না যাবো না। যত বাধাই আসুক না কেনো আমরা এক সাথে তার সমাধান করবো।
এমন করে চলতে থাকে দিন। রাহির ফ্রেন্ডস আর নাহিদের ফ্রেন্ডস খুব খুশি তাদের নিয়ে। ভালোই যাচ্ছিলো দিন। কিন্তু কেমন করে জানি বাসায় এক এক করে সবাই জেনে যায়। প্রতিদিন কলেজ ও যেতে পারে না আর নাহিদ কে ছাড়া রাহি থাকতে পারে না। আর নাহিদ ও। কিন্তু ফোনে কথা হয় তাদের। রাহি খুব কান্না কাটি করে,,, এমন করে চলে যায় কিছু দিন,,, না পেরে নাহিদ রাহির বাসায় আসে আর রাহিকে ডাকতে থাকে......
নাহিদ : রাহি রাহি.....
রাহি : নাহিদ তুমি এসেছ.... আমাকে নিয়ে যাও তুমি।
নাহিদ : হুমমমম নিয়ে যাবো কিন্তু এভাবে না বিয়ে করে আমার বউ বানিয়ে।

রাহির বাবা তাই নাকি, আমার বাড়ি এসে আমার মেয়েকে বিয়ে করবে বলছ এত বড় সাহষ তোমার
রাহি : বাবা আমি নাহিদ কে ভালোবাসি
রাহির বাবা : ভালোবাসো,, মানি না আমি
রাহি: তুমি না মানো তাতে আমার কিছু যায় আসে না।
রাহির বাবা রেগে রাহিকে চর মারলো আর নাহিদ কে বাড়ি থেকে বের করে দিলো। রাহি বলে নাহিদকে এই জীবনে না পেলে এই জীবন আমি চাই না। নাহিদ এর ও একই অবস্থা নাহিদ রাহি না খেয়ে খেয়ে নিজেদের শেষ করে দিতে চাচ্ছে। নাহিদ এর মা বাবা ছেলের এই অবস্থা আর দেখতে পাড়ছে না তাই রাহির বাসায় যায় নাহিদ তে সাথে নিয়ে। রাহির বাবা বলে......
রাহির বাবা : আপনারা এখানে কেনো এসেছেন...?
নাহিদের মা : কেনো এসেছি বুঝতে পারছেন না আপনি। দেখুন আমার ছেলেকে কি অবস্থা হয়েছে।
রাহির বাবা : তো আমি কি করবো..???

নাহিদের মা : আপনার কি একটু ও মায়া লাগে না। নিজের মেয়েকে দেখুন তো একবার।আপনার জিৎ এর জন্য এই ছেলে মেয়ে দুজন মরে যাবে।
রাহির বাবা : রাহির দিকে তাকিয়ে তার চোখ দিয়ে পানি চলে আসে, বলে কি অবস্থা বানিয়েছিস তুই মা।
রাহি : বাবা তাতে তোমার কি তোমার তো কিছু যায় আসে না।
নাহিদের মা মেনে নেন অদের।আর আপত্তি কইরেন না।
রাহির বাবা : রাহি আমি কি তকে ভালোবাসি না মা ।
রাহি : বাবা তুমি আমাকে ভালোবাসো,, কিন্তু নাহিদ ও আমাকে ভালোবাসে,, আমার জীবনে তোমাদের দুজনের ভালোবাসাই চাই......
রাহির বাবা : নাহিদ তুমি আমার মেয়ের সাথে প্রেম করো..????
নাহিদ : না

রাহি : নাহিদ কি বলছ তুমি .... ?
নাহিদ : আমি তো রাহি কে ভালোবাসি,,, প্রেম আর ভালোবাসা এক না।
রাহি : হুমমম আমি ও ভালোবাসি ( নাহিদ কে জরিয়ে ধরে)
সবাই দুজনকে মেনে নিল মাঝ খানে কষ্ট ও পেতে হলো,,,
সমাপ্ত

🙂FOLLOW ME FOR THIS TYPE STORY💚

05/05/2024
04/05/2024

Class 11 এর নতুন syllabus নিয়ে বিস্তারিত আলোচনা। মাধ্যমিক পাশ করা প্রত্যেক ভাই বোনের ভিডিওটি দেখা উচিত।

CLASS XI NEW SYLLBUS - SEMESTER SYSTEMEXAM PATTERN AND MARKS DISTRIBUTION
03/05/2024

CLASS XI NEW SYLLBUS - SEMESTER SYSTEM
EXAM PATTERN AND MARKS DISTRIBUTION

কাল সকাল 7.30am থেকে class xii এর offline টিউশন শুরু হবে। তোমরা যারা পড়তে চাইছো তারা চলে এসো আমাদের centre এ। যারা onlin...
04/03/2024

কাল সকাল 7.30am থেকে class xii এর offline টিউশন শুরু হবে। তোমরা যারা পড়তে চাইছো তারা চলে এসো আমাদের centre এ। যারা online পড়বে তাদের জন্য একটি ক্লাস দুই একদিনের মধ্যে রাখা হবে।

Join us - 096793 07270

সামনের মার্চ মাসের 5 তারিখ থেকে আমাদের ধলগা মোর এ ক্লাস ১১ এবং ১২ এর টিউশন শুরু হচ্ছে। এখানে পড়ানো হবে দর্শন, এডুকেশন, র...
14/02/2024

সামনের মার্চ মাসের 5 তারিখ থেকে আমাদের ধলগা মোর এ ক্লাস ১১ এবং ১২ এর টিউশন শুরু হচ্ছে। এখানে পড়ানো হবে দর্শন, এডুকেশন, রাষ্ট্র বিজ্ঞান, ইতিহাস। আর একজন টিচার পাওয়া গেলে ভূগোল বিষয়টিও পড়ানো হবে।

এবার প্রথম শুরু করছি টাই বেতন কেবল প্রতি বিষয় 100 করে রাখা হয়েছে এবং online এ পড়ানোর ব্যবস্থাও রয়েছে। গুগল মিট app এর মাধ্যমে পড়ানো হবে। নোট গুলো পিডিএফ করে whatsapp গ্রুপ এ দিয়ে দেওয়া হবে। যারা এই গ্রুপ এ আছো তাদের কাছে request যারা এবার ক্লাস xii এ উঠছে তাদেরকে এই বিষয়টি জানিয়ে দেওয়া এবং যারা মাধ্যমিক দিচ্ছে তাদেরকেও জানিয়ে দেওয়া।

*পড়ানোর পদ্ধতি*

১. সবার প্রথমে প্রতিটি অধ্যায় ধরে একটি একটি টপিক বোঝানো এবং নোট দেওয়া। নোট গুলি হবে সীমিত কোনো অপ্রজনীয় বিষয় নোট এ দিয়ে ২/৪ page এর নোট হবে না। সাথে ওই অধ্যায়ের যতগুলো সম্ভাব্য mcq saq হয় তাও দেওয়া হবে। প্রতিটি STUDENT কে টেক্সট বই বাড়ি থেকে পরে আসতে হবে যেটুকু পড়া দেওয়া হবে, শিক্ষক সেই জায়গা থেকে আগে প্রশ্নঃ করবেন তার পর সেই বিষয়টি বুঝিয়ে দেবেন।

২. একটি অধ্যায় পড়ানো শেষ হলে সেই অধ্যায় থেকে দেওয়া নোট mcq saq এর মধ্যে থেকে একটা unit test নেওয়া ২০/২৫ marks এর।

3. সমস্ত অধ্যায় শেষ হলে ABTA TEST PAPER 2022, ABTA TEST PAPER 2023, ABTA TEST PAPER 2024 এর MCQ SAQ SOLVED করানো হবে। সাথে রায় ও মার্টিন এর প্রশ্নঃ বিচিত্রা থেকে mcq saq সল্ভ করানো হবে।

4. নতুন 2025 এর TEST PAPER বের হওয়ার সাথে সাথে তার SAQ MCQ সল্ভ করানো হবে সাথে তার উপর ভিত্তি করে সাজেশন দেওয়া হবে 4 এবং 8 MARKS এর। যা থেকে 100% বড়ো QUESTION কমন পাবে।

5. ফাইনাল এক্সাম আসার আগে 5/7 বার পুরো বই রিভিইজ দেওয়া হবে। STUDENT দের প্রত্যেকের DOUBT ক্লিয়ার করা হবে। EXAM আসার আগে প্রত্যেকে EXAM দেওয়ার জন্য উৎসাহ অনুভব করবে।

Address

DHOLGAON
Raiganj

Alerts

Be the first to know and let us send you an email when AH Teaching posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AH Teaching:

Share