25/05/2025
Mere pyare pitashree
এখনকার জেনারেশন এর মা-বাবা রা parenting নিয়ে বই পড়ে , ভিডিও দেখে , তারা ভাবে এই বিষয়ে যেটা নিঃসন্দেহে ভীষণ ভালো এবং দরকারী । তবে আমার মা বাবা সেগুলোর সুযোগ পায়নি , সুযোগ আর কি টেনে টুনে টোনাটুনির সংসার শুরু করেছিল । তারপর এন্ট্রি হয় আমার ওদের জীবনে। যাইহোক পড়াশোনা করি , নাচ , গান , আর্ট , আবৃত্তি , নাটক সবকিছুই করেছি , বলা ভালো মা করিয়েছে কারণ মা এসবেতে আমায় আগ্রহী করেছিল । তারপর ক্লাস 11 , ক্লাস 11 এ আমার জীবনের সবচেয়ে খারাপ একটা ঘটনা ঘটে যায় । সেই কথাই বলবো ।
Class 11 এ সাইন্স নিয়েছি , এখানে তেমন ভালো teacher ছিল না তাই রায়গঞ্জ যেতেই হতো , সেই কারণে মা বাবা দুজনে আমার জন্য 15,500 টাকা দিয়ে তার আগের দিন samsung এর একটা খুব সুন্দর ফোন নিয়ে আসে , আমায় উপহার দেয় । তখনকার সময় এত্ত দামী ফোন আমায় দিয়েছিল। আমাদের সংসারের যে খুব স্বচ্ছল অবস্থা ছিল তা নয় , তবে ঠাকুরের আশীর্বাদে অভাব জিনিসটা সেভাবে দেখিনি । ফোন টা নিয়ে পরের দিন রায়গঞ্জ পড়তে যাই আমাদের স্কুল teacher physics-এর, সুজয় স্যার এর বাড়ি । ফেরার পথে Bus এ ও দেখলাম ফোন টা ব্যাগে ছিল । সেদিন আমরা 4-5 জন গিয়েছিলাম টিউশন । বাড়ি ফিরে দেখি বাবা দাড়িয়ে গেটের মধ্যে , আমায় জিজ্ঞেস করে , "তোর ফোন কোথায় ?" আমি বলি ব্যাগে। তারপর বাবাকে ব্যাগ টা দিয়ে ফ্রেশ হতে যাই এই বলে যে তুমি দেখো ব্যাগের প্রথম পকেটে আছে । বাবা দেখে ফোন আমার নেই !!!! আমি দৌড়ে এসে গোটা ব্যাগ চেক করি , সত্যিই ফোন আমার কোথাও নেই !! কোথাও নেই !!! কি ভীষণ কেঁদেছিলাম সেদিন !! কান্না শুনে মা দৌড়ে এসে শোনে সব ঘটনা । ফোন কেনার পরের দিন ফোন হারিয়ে গেলো!!! সেদিন প্রথম বুঝতে পারলাম মানুষ কত্ত নিষ্ঠুর !! দুনিয়া কত্ত নিষ্ঠুর !! খুব কেঁদেছিলাম । জীবনে প্রথম একা রায়গঞ্জ যাওয়ার অভিজ্ঞতা আমার !! ভীষণ বাজে । তবে সেই বাজে অভিজ্ঞতা অনেক জিনিস শিখিয়েছে । সেদিন আমার মা শুধু এইটুকু বলেছিল নিজের জিনিস সামলে রাখতে পারিস না , এত্ত দামী একটা ফোন !! আমি তখনও সমানে কেঁদে যাচ্ছি। চোখ লাল হয়ে গেছে আমার । তখন দেখি বাবা কিছু না বলে চুপচাপ স্নানে গেলো , স্নান সেরে এসে ড্রেস পড়ে রেডী হচ্ছে । মাথা আঁচড়াতে আঁচড়াতে বাবা আমায় বললো , " একটা সুন্দর ড্রেস পড়, রেডী হ " । আমি তখনও কিছু বুঝতে পারছিলাম না কি হচ্ছে । এই বলে বাবা আলমারি খুলে সেখান থেকে টাকা নিয়ে গুনছে । বাবা আমায় নিয়ে সেইদিন সঙ্গে সঙ্গে আবার রায়গঞ্জ যায় । যে দোকান থেকে আগের দিন ফোন নিয়েছিল আবার সেই দোকানেই। দোকানদার দেখে হেসে বলে , " কি দাদা নতুন ফোন নিলেন যে কাল ! " তারপর আমার দিকে দেখে বলে ," কি হয়েছে ওর?" বাবা সমস্ত বৃত্তান্ত দোকানীকে বলে । তারপর ?? তারপর আবার একটা নতুন ফোন কিনে দেয় সেদিন , আর আগের চেয়েও দামী । সেদিন বাবার দিকে তাকিয়েই ছিলাম । কি অদ্ভুত লোক ,একটা বকা বা কোনো কথাই বলেনি ফোন টা হারিয়ে ফেলেছি এই বিষয়ে । আমি বললাম, নাহ্ দামী ফোন আমার চাই না । বাবা বলে ," তোর কি মনে হয় ওই চোর তোর থেকে দামী ফোন ব্যাবহার করবে আর আমি সেটা সহ্য করবো !! ওর চেয়ে দামী ফোন তোর হবে । " সবাই হেসে ওঠে, এমনকি আমিও হেসে ফেলি , চোখে তখনও জল , চোখ তখনও লাল ।
এখন এই ঘটনার মাহাত্ম্য আরও বুঝি , আমার মহারাজ বাবা , যার কোনো সাম্রাজ্য , সিংহাসন কিছুই নেই , নেই প্রজা , নেই সৈন্য শুধু একটা রাজরানী আর আমি , তাদের রাজকন্যা । এখন বুঝি সেইদিন বাবা হয়তো নিজের জমানো 2-3 মাসের টাকা 2 দিনে শেষ করেছিল , হাসতে হাসতে । আজ পর্যন্তও একটা কথাও বলেনি ফোন হারানো নিয়ে !!! তাই সেদিনের পর ওই দুটো শিক্ষা ভালোমত হয়েছিল প্রথম, দুনিয়া বড়ই নিষ্ঠুর আর দ্বিতীয়ত , আমার বাবা আমার hero । মা তো আমার বাড়ির লক্ষ্মী আর তারপর ছোটো লক্ষ্মী তো আমিই 🫣 । 🧿🧿🧿🧿🧿🧿🪄