Miss Mona

Miss Mona Nomoskar !! I'm Monalisa, a teacher of 300+ students| Miss Mona is a daily part of my life

লিখতে ভালোবাসি , তাই ভাবলাম গোটা সপ্তাহ জুড়ে আমার students দের থেকে টুকটাক উপহার রূপে যে  ভালোবাসাগুলো পেলাম সেগুলো নিয...
31/05/2025

লিখতে ভালোবাসি , তাই ভাবলাম গোটা সপ্তাহ জুড়ে আমার students দের থেকে টুকটাক উপহার রূপে যে ভালোবাসাগুলো পেলাম সেগুলো নিয়ে একটু লিখি না হয় । টিউশন এক নাগাড়ে পড়িয়ে যাচ্ছি এই নিয়েও অনেক রকম কটূ কথা কিন্তু এখনও শুনতে হয় । হ্যাঁ !!! টিউশন পড়াচ্ছি তবুও । সেগুলো অন্য দিন বলবো । আজ বলি এই ভালোবাসা গুলোর কথা । কেউ কোথাও সুন্দর ফুল পেলেই আমার জন্য নিয়ে আসছে , নিজে চকলেট কিনলে আমার জন্যও একটা কিনছে , দোকানে নিজের জন্য কানের কিনতে গিয়ে আমার জন্যও নিয়ে আসছে। ফুল তুলে আমার বিনুনি তে সাজিয়ে দিচ্ছে , ছবিও তুলে দিচ্ছে । এই ভালোবাসা গুলো কুড়িয়ে কুড়িয়ে জড়ো করছি । 🧿🩷

30/05/2025

আমি লিখে মনের ভাব প্রকাশ করতে ভীষণ ভালো পারি তবে গুছিয়ে তেমন বলতে পারি না । যাইহোক শোনো আমার খুশির কারণ 🤭🧿

30/05/2025
25/05/2025

রবিবার , 4 টা ব্যাচ পড়িয়ে , দিন শেষে ক্লান্তির অবসান ঘটেছে ।🧿

Mere pyare pitashree এখনকার জেনারেশন এর মা-বাবা রা parenting নিয়ে বই পড়ে , ভিডিও দেখে , তারা ভাবে এই বিষয়ে যেটা নিঃসন...
25/05/2025

Mere pyare pitashree
এখনকার জেনারেশন এর মা-বাবা রা parenting নিয়ে বই পড়ে , ভিডিও দেখে , তারা ভাবে এই বিষয়ে যেটা নিঃসন্দেহে ভীষণ ভালো এবং দরকারী । তবে আমার মা বাবা সেগুলোর সুযোগ পায়নি , সুযোগ আর কি টেনে টুনে টোনাটুনির সংসার শুরু করেছিল । তারপর এন্ট্রি হয় আমার ওদের জীবনে। যাইহোক পড়াশোনা করি , নাচ , গান , আর্ট , আবৃত্তি , নাটক সবকিছুই করেছি , বলা ভালো মা করিয়েছে কারণ মা এসবেতে আমায় আগ্রহী করেছিল । তারপর ক্লাস 11 , ক্লাস 11 এ আমার জীবনের সবচেয়ে খারাপ একটা ঘটনা ঘটে যায় । সেই কথাই বলবো ।

Class 11 এ সাইন্স নিয়েছি , এখানে তেমন ভালো teacher ছিল না তাই রায়গঞ্জ যেতেই হতো , সেই কারণে মা বাবা দুজনে আমার জন্য 15,500 টাকা দিয়ে তার আগের দিন samsung এর একটা খুব সুন্দর ফোন নিয়ে আসে , আমায় উপহার দেয় । তখনকার সময় এত্ত দামী ফোন আমায় দিয়েছিল। আমাদের সংসারের যে খুব স্বচ্ছল অবস্থা ছিল তা নয় , তবে ঠাকুরের আশীর্বাদে অভাব জিনিসটা সেভাবে দেখিনি । ফোন টা নিয়ে পরের দিন রায়গঞ্জ পড়তে যাই আমাদের স্কুল teacher physics-এর, সুজয় স্যার এর বাড়ি । ফেরার পথে Bus এ ও দেখলাম ফোন টা ব্যাগে ছিল । সেদিন আমরা 4-5 জন গিয়েছিলাম টিউশন । বাড়ি ফিরে দেখি বাবা দাড়িয়ে গেটের মধ্যে , আমায় জিজ্ঞেস করে , "তোর ফোন কোথায় ?" আমি বলি ব্যাগে। তারপর বাবাকে ব্যাগ টা দিয়ে ফ্রেশ হতে যাই এই বলে যে তুমি দেখো ব্যাগের প্রথম পকেটে আছে । বাবা দেখে ফোন আমার নেই !!!! আমি দৌড়ে এসে গোটা ব্যাগ চেক করি , সত্যিই ফোন আমার কোথাও নেই !! কোথাও নেই !!! কি ভীষণ কেঁদেছিলাম সেদিন !! কান্না শুনে মা দৌড়ে এসে শোনে সব ঘটনা । ফোন কেনার পরের দিন ফোন হারিয়ে গেলো!!! সেদিন প্রথম বুঝতে পারলাম মানুষ কত্ত নিষ্ঠুর !! দুনিয়া কত্ত নিষ্ঠুর !! খুব কেঁদেছিলাম । জীবনে প্রথম একা রায়গঞ্জ যাওয়ার অভিজ্ঞতা আমার !! ভীষণ বাজে । তবে সেই বাজে অভিজ্ঞতা অনেক জিনিস শিখিয়েছে । সেদিন আমার মা শুধু এইটুকু বলেছিল নিজের জিনিস সামলে রাখতে পারিস না , এত্ত দামী একটা ফোন !! আমি তখনও সমানে কেঁদে যাচ্ছি। চোখ লাল হয়ে গেছে আমার । তখন দেখি বাবা কিছু না বলে চুপচাপ স্নানে গেলো , স্নান সেরে এসে ড্রেস পড়ে রেডী হচ্ছে । মাথা আঁচড়াতে আঁচড়াতে বাবা আমায় বললো , " একটা সুন্দর ড্রেস পড়, রেডী হ " । আমি তখনও কিছু বুঝতে পারছিলাম না কি হচ্ছে । এই বলে বাবা আলমারি খুলে সেখান থেকে টাকা নিয়ে গুনছে । বাবা আমায় নিয়ে সেইদিন সঙ্গে সঙ্গে আবার রায়গঞ্জ যায় । যে দোকান থেকে আগের দিন ফোন নিয়েছিল আবার সেই দোকানেই। দোকানদার দেখে হেসে বলে , " কি দাদা নতুন ফোন নিলেন যে কাল ! " তারপর আমার দিকে দেখে বলে ," কি হয়েছে ওর?" বাবা সমস্ত বৃত্তান্ত দোকানীকে বলে । তারপর ?? তারপর আবার একটা নতুন ফোন কিনে দেয় সেদিন , আর আগের চেয়েও দামী । সেদিন বাবার দিকে তাকিয়েই ছিলাম । কি অদ্ভুত লোক ,একটা বকা বা কোনো কথাই বলেনি ফোন টা হারিয়ে ফেলেছি এই বিষয়ে । আমি বললাম, নাহ্ দামী ফোন আমার চাই না । বাবা বলে ," তোর কি মনে হয় ওই চোর তোর থেকে দামী ফোন ব্যাবহার করবে আর আমি সেটা সহ্য করবো !! ওর চেয়ে দামী ফোন তোর হবে । " সবাই হেসে ওঠে, এমনকি আমিও হেসে ফেলি , চোখে তখনও জল , চোখ তখনও লাল ।

এখন এই ঘটনার মাহাত্ম্য আরও বুঝি , আমার মহারাজ বাবা , যার কোনো সাম্রাজ্য , সিংহাসন কিছুই নেই , নেই প্রজা , নেই সৈন্য শুধু একটা রাজরানী আর আমি , তাদের রাজকন্যা । এখন বুঝি সেইদিন বাবা হয়তো নিজের জমানো 2-3 মাসের টাকা 2 দিনে শেষ করেছিল , হাসতে হাসতে । আজ পর্যন্তও একটা কথাও বলেনি ফোন হারানো নিয়ে !!! তাই সেদিনের পর ওই দুটো শিক্ষা ভালোমত হয়েছিল প্রথম, দুনিয়া বড়ই নিষ্ঠুর আর দ্বিতীয়ত , আমার বাবা আমার hero । মা তো আমার বাড়ির লক্ষ্মী আর তারপর ছোটো লক্ষ্মী তো আমিই 🫣 । 🧿🧿🧿🧿🧿🧿🪄

25/05/2025

এবছর উচ্চ মাধ্যমিকের একটা দারুন experience, যদিও প্রায় প্রতি বছরই এমন ঘটে থাকে আমার স্টুডেন্টস দের সাথে তবে এটা একটু unique ছিল। আর একটু বলে রাখি , আমি নিজে মনে করি এখনও এক মহাসমুদ্র শিক্ষা আমার নিজের বাকি আছে , তবে নিজে যতোটা জানি 100% শেখানোর চেষ্টা করি 🙏🏻🧿🪄

একজন ক্লাস 9 , আর একজন ক্লাস 10 , দুজনের same grammar , দুজনেই আজকেই শিখে গেছে, দুজনেই good পেয়েছে, আর শেষে এই বোর্ডে আ...
24/05/2025

একজন ক্লাস 9 , আর একজন ক্লাস 10 , দুজনের same grammar , দুজনেই আজকেই শিখে গেছে, দুজনেই good পেয়েছে, আর শেষে এই বোর্ডে আঁকা ঢের ভালোবাসা আমায় দিয়ে গেছে 🫶🏻🪬🪬 কোথায় রাখবো তোদের এত্ত ভালোবাসা গুলো আমি 🤭🫠✨💜

Puja & Shilpi ( My students ) 🪄🧿

2 বছর আগে আমার students (10-12 জন ভাই ) ওরা মিলে এই পুতুল আমায় দেয় , আমার চেয়েও লম্বা 🥺❤️🧿 এই পুতুলের সাথে লেখা ছিল  ...
24/05/2025

2 বছর আগে আমার students (10-12 জন ভাই ) ওরা মিলে এই পুতুল আমায় দেয় , আমার চেয়েও লম্বা 🥺❤️🧿 এই পুতুলের সাথে লেখা ছিল "From today I'm the new guest of your life and from today I want to be by your side for the rest of my life" ❤️

23/05/2025

আমি যেভাবে ভাত কে পায়েস বানিয়েছিলাম 🤭👀🧿

23/05/2025

আমার আদরের রুকসানা 🩷 ওর বড়ো হওয়া আমার চোখের সামনে , ওকে যতোটা ভালোবাসি ঠিক ততটা বা তারও বেশি ও আমায় ভালোবাসা দিয়েছে, তাই ওই সফলতায় এইটুকু উপহার ওর জন্য আর সাথে সামনের জীবনের জন্য আরও একটু ওকে উৎসাহী করে দেওয়া এই ছিল আমার প্রচেষ্টা 🩷🧿🧿

22/05/2025

Chaliye Hindi ka pustak bahar nikaliye

Address

Maharaja More, U/D
Raiganj
733156

Website

Alerts

Be the first to know and let us send you an email when Miss Mona posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share