
13/07/2025
জিলিংসেরেং🌿
পাহাড়-অরণ্যে ঘেরা একটি গ্রামের নাম।পাঁচ বছর আগে এই গ্রামেই বিয়ে হয়ে এসেছিল মালতী মুর্মু।তস্য গরীব সাঁওতাল অধ্যুষিত গ্রাম।মালতী দেখলেন, গ্রামের অধিকাংশ ছেলে মেয়ে পড়াশোনা করেনা।নিকটবর্তী স্কুল ১০-১২কিমি দূরে ঘন অরণ্যের ভেতর দিয়ে যেতে হয়, তাই পঞ্চম শ্রেণীর পর অনেকেই স্কুলে যায় না। স্বামীর সহযোগিতায় মাটির দেওয়াল, মাথার উপর টিন দিয়ে বানানো হলো একটা ঝুপড়ি।মাটির দেওয়ালে একটা ব্ল্যাকবোর্ড,সোঁদা মাটির মেঝেতে চট পেতে তৈরি হলো পাঠশালা।কোলে বাচ্চা নিয়ে সেখানেই পাঠদান শুরু করলেন উচ্চ মাধ্যমিক পাশ দিদিমণি মালতী মুর্মু।অলচিকি-র পাশাপাশি বাংলা ও ইংরেজিও শেখানো হয়।পুরোটাই অবৈতনিক।স্বামীর সাথে গিয়ে শহর থেকে পড়ুয়াদের জন্য বই-খাতা-পেন কিনে নিয়ে আসে মালতী।এখন পড়ুয়ার সংখ্যা ৪৫।ভবিষ্যতে কম্পিউটার শিক্ষা চালু করার ইচ্ছে থাকলেও বাধা হয়ে দাঁড়াচ্ছে অর্থাভাব।
পুরুলিয়ার দুর্গম অযোধ্যা পাহাড়ের কোলে ,ঘন অরণ্যের অন্ধকারে ঢাকা এই অজ পাড়াগাঁয়ে শিক্ষার আলো ছড়াচ্ছে এই প্রজ্বলিত দীপশিখা।
(পার্থপ্রতিম গুহ)