লুইতবার্তা - LUIT BARTA

লুইতবার্তা - LUIT BARTA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from লুইতবার্তা - LUIT BARTA, News & Media Website, Raiganj.

পশ্চিমবঙ্গ, অসম, বাংলাদেশ ও আশেপাশের গুরুত্বপূর্ণ খবর, খবরের বিশ্লেষণ, রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,প্রতিবেশীদের সঙ্গে ভারতের স্বার্থ সম্পর্কিত বিষয় এবং প্রকৃতি,পরিবেশ ও মানুষের স্বার্থে কিছু করার ক্ষুদ্র প্রয়াস। তাই পাশে থাকুন; লাইক, ফলো করুন। ধন্যবাদ।

19/09/2025

জুবিনদা নেই...
শোকস্তব্ধ অসম সহ উত্তরপূর্ব ভারত। গানে, অভিনয়ে যুবসমাজে যে বিদ্রোহ, বিপ্লব ও সাংস্কৃতিক জাগরণ ঘটিয়েছিলেন জুবিনদা তা যেন আরও শতগুণে বিকশিত হয়...!

14/09/2025
13/09/2025
13/09/2025
13/09/2025
 #আক্রান্ত_নেপালি_সংবাদমাধ্যম_তীব্র_নিন্দাজেন জি-র সরকারবিরোধী বিক্ষোভ ও ধংসাত্মক আন্দোলনে মঙ্গলবার ব্যাপক ক্ষয়ক্ষতির স...
09/09/2025

#আক্রান্ত_নেপালি_সংবাদমাধ্যম_তীব্র_নিন্দা
জেন জি-র সরকারবিরোধী বিক্ষোভ ও ধংসাত্মক আন্দোলনে মঙ্গলবার ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে নেপালি সংবাদমাধ্যম। এদিন ফেডারেশন অব নেপালি জার্নালিস্ট -এর পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। নীচে দেখুন সেই বিষয়ে #এক্সক্লুসিভ_রিপোর্ট ইংরেজি, বাংলা ও নেপালি ভাষায়।
Federation of Nepal Journalists has condemned the vandalism of various communication houses, branches of Journalists Federation, fire and vandalism of vehicles of communication media.
According to the federation, the following incidents of press freedom took place on Tuesday the second day of Zen-G's demonstration.
1. Kantipur Media Group at Thapathali and Kantipur Television office building vandalized and fire
2. Vandalism and fire at Annapurna Post office building located in Tinakune
3. Fire in News 24 vehicle in Maharajganj, live device and camera snatched.
4. Stone in the building of Federation Saptari branch
5.. Fire in the office building of the press center at Babarmahal
6. Radio Jagaran building in Butwal demolished
7. Vandalism and fire of Public Broadcasting Service Office at Singhadurbar

নেপালের সাংবাদিকদের সংগঠন ফেডারেশন অব নেপাল জার্নালিস্টস (Federation of Nepal Journalists) যোগাযোগ মাধ্যম, সাংবাদিক ফেডারেশনের শাখা, এবং গণমাধ্যমের যানবাহনের ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনার নিন্দা করেছে। সংগঠনটির মতে, মঙ্গলবার অর্থাৎ জেন-জি-এর প্রতিবাদের দ্বিতীয় দিনে এই ঘটনাগুলি ঘটে। ক্ষতিগ্রস্ত স্থানগুলির মধ্যে রয়েছে: থাপাতালিতে কান্তিপুর মিডিয়া গ্রুপ ও কান্তিপুর টেলিভিশন, টিনাকুনে অন্নপূর্ণা পোস্ট, মহারাঝঞ্জ। নিউজ ২৪-এর গাড়ি, সপ্তারি শাখায় সাংবাদিক ফেডারেশন ভবন, বাবরমহল-এর প্রেস সেন্টার, বুটওয়ালের রেডিও জাগরণ এবং সিঙ্গাদুরবারের পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস অফিস।
ঘটনার বিবরণ:
কান্তিপুর মিডিয়া গ্রুপ (থাপাতালি):
কান্তিপুর মিডিয়া গ্রুপ ও কান্তিপুর টেলিভিশন-এর অফিস ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
অন্নপূর্ণা পোস্ট (টিনাকুন):
অন্নপূর্ণা পোস্ট-এর অফিস ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
নিউজ ২৪-এর গাড়ি (মহারাজগঞ্জ ):
নিউজ ২৪-এর গাড়ি ভাঙচুর করে আগুন দেওয়া হয় এবং লাইভ ডিভাইস ও ক্যামেরা ছিনতাই করা হয়।
সাংবাদিক ফেডারেশন (সপ্তারি) :
সপ্তারি শাখায় অবস্থিত সাংবাদিক ফেডারেশনের ভবনে পাথর ছোড়া হয়।
প্রেস সেন্টার (বাবরমাহাল):
প্রেস সেন্টারের অফিস ভবনে অগ্নিসংযোগ করা হয়।
রেডিও জাগরণ (বুটওয়াল):
বুটওয়াল-এ রেডিও জাগরণ-এর ভবন ভেঙে দেওয়া হয়।
পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস (সিঙ্গাদুরবার):
সিঙ্গাদুরবার-এর পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস-এর অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

সেনাশাসনের দিকে নেপাল...? পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত ১০টা থেকে কাজ শুরু করেছে নেপালি সেনা। এদিন নেপালি সেনার তরফে এক বিজ্...
09/09/2025

সেনাশাসনের দিকে নেপাল...? পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত ১০টা থেকে কাজ শুরু করেছে নেপালি সেনা। এদিন নেপালি সেনার তরফে এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।

 #তবুও_অশান্ত_কান্তিপুর সোশ্যাল মিডিয়া ব্যান প্রত্যাহার করা হয়েছে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ...
09/09/2025

#তবুও_অশান্ত_কান্তিপুর
সোশ্যাল মিডিয়া ব্যান প্রত্যাহার করা হয়েছে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও মদেশ প্রদেশের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। তবুও অশান্ত কান্তিপুর নেপাল। বিক্ষোভকারীরা এদিন সংসদ ভবনে আগুন ধরিয়ে দিয়েছে। তারা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবনে আগুন দিয়েছে, আগুনে পুড়েছে বিমলেন্দ্র নিধির বাড়িও। তবু শান্তি ফিরছে না কান্তিপুরে। প্রশ্ন উঠছে, এসবের নেপথ্যে কে বা কী রয়েছে ? রাষ্ট্রক্ষমতার পালাবদল? এর আগে সাম্প্রতিক অতীতে সংসদীয় ব্যবস্থার অবসান ঘটিয়ে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে জোর আন্দোলন হয়েছিল নেপালে। এবারের আন্দোলন অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেছে। বিক্ষোভে নাশকতা, হিংস্রতার অনুপ্রবেশ ঘটায় ১৪/১৫ মাস আগের বাংলাদেশের শাসকবিরোধী আন্দোলন ও শেখ হাসিনার সরকার পতনের স্মৃতি উস্কে দিচ্ছে নেপালের এবারের আন্দোলন। প্রসঙ্গত, নেপাল শুধু ভারতের প্রতিবেশী রাষ্ট্র নয়, পশ্চিমবঙ্গেরও প্রতিবেশী বন্ধুদেশ। এই দেশ অশান্ত হলে তার প্রত্যক্ষ প্রভাব পড়বে এই রাজ্যেও। তাই সতর্ক থাকতে হবে আমাদেরও।

 #সতর্ক_বাংলাদেশ। নেপালে জেন জি-র বিক্ষোভ, আন্দোলন চরম পর্যায়ে পৌঁছে গেছে। বিক্ষোভকারীরা মঙ্গলবার কাঠমান্ডুর সংসদ ভবনে ...
09/09/2025

#সতর্ক_বাংলাদেশ।
নেপালে জেন জি-র বিক্ষোভ, আন্দোলন চরম পর্যায়ে পৌঁছে গেছে। বিক্ষোভকারীরা মঙ্গলবার কাঠমান্ডুর সংসদ ভবনে আগুন দিয়েছে। সোমবারই তাঁরা সংসদ ভবন দখল করেছিল। বিক্ষোভ দমনে বলপ্রয়োগ করে সমালোচিত হয়ে সোমবার পদত্যাগ করেছিলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। মঙ্গলবার সংসদে আগুন দেওয়ার পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। এমন পরিস্থিতিতে নেপাল এখন কার্যত এক অরাজকতার দেশে পরিণত হয়েছে। তাই অত্যন্ত সতর্ক নেপালস্থিত বাংলাদেশ দূতাবাস। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর এদিন কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস নেপালে থাকা বাংলাদেশি নাগরিকদের জন্য এক জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে।

09/09/2025

জেন জি-র বিক্ষোভে নেপালের সংসদে আগুন। স্বরাষ্ট্রমন্ত্রীর পর মঙ্গলবার পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। বাংলাদেশের পর রাষ্ট্রক্ষমতায় পরিবর্তন আসছে নেপালেও...!

পূজামণ্ডপের নিরাপত্তায় বাংলাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টাঢাকা, ৮ সেপ্টে...
08/09/2025

পূজামণ্ডপের নিরাপত্তায় বাংলাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা, ৮ সেপ্টেম্বর (বাসস) : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকবে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। গত বছরের মত এ বছরও শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি রয়েছে।
উপদেষ্টা আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে ব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় সশস্ত্র বাহিনী, আনসার, বিজিবি, র‌্যাব ও পুলিশ নিয়োজিত থাকবে। সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্ব বিজিবির উপর বর্তায়। ওখানে পুলিশও থাকবে কিন্তু বিজিবির ভূমিকাই বেশি থাকবে। আর আনসার সব জায়গায়ই থাকবে বলে উপদেষ্টা জানান।
উপদেষ্টা আরও জানান, সারা দেশে আনুমানিক ৩৩ হাজারের মতো মণ্ডপে পূজা হতে পারে বলে প্রাথমিকভাবে তথ্য রয়েছে। তালিকার বাইরেও মণ্ডপ করে। এটার লিস্ট আগে দিয়ে দিলে ওখানে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রাখা সহজ হবে। বিসর্জন সন্ধ্যা ৭টার মধ্যে করতে হবে। উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, পূজার আয়োজকরা কোন উদ্বেগ প্রকাশ করেনি, গতবারেও শান্তিপূর্ণভাবে হয়েছে, এবারও হবে। এবার তিন লাখের মতো আনসার নিয়োজিত থাকবে। কিছু মণ্ডপে পুলিশও সবসময় থাকবে।
উপদেষ্টা জানান, ‘আইনশৃঙ্খলা রক্ষার্থে সরকারের পাশাপাশি পূজা আয়োজক কমিটিও প্রতিটি মণ্ডপে দিনে তিনজন ও রাতে চারজন করে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের ব্যবস্থা রাখবে। প্রতিটি মণ্ডপে আনসার সদস্যও সবসময় থাকবে যেন কোন ধরনের সমস্যা না হয়। আমরা একটি নতুন অ্যাপসও তৈরি করে দিয়েছি। ওই অ্যাপসের মাধ্যমে কোনো ধরনের ঘটনা ঘটে কিনা সেটাও যাচাই করা যাবে সাথে ফ্যাক্ট চেকও করা যাবে। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার প্রতিকারও যাতে সাথে সাথে নেয়া যায় সেটার ব্যবস্থাও অ্যাপসে রাখা আছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে মেলা হয়, এগুলো যেন কোন অবস্থায় না হয়। কোন মেলা হবে না, তবে ছোট ছোট অস্থায়ী দোকান বসে, সেগুলো পূজা কমিটির থেকে অনুমতি নিয়ে স্থাপন করতে পারবে। এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো, খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Address

Raiganj

Alerts

Be the first to know and let us send you an email when লুইতবার্তা - LUIT BARTA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share