27/09/2025
kobita:-চেয়েছিলাম তোমায়
চেয়েছিলাম তোমায়, পাইনি তা আমি,
রাতের তারায় খুঁজি শুধু নামই তোমারি।
স্বপ্নের ভেতর, থাকো নিরবধি,
চেয়েছিলাম তোমায়, পাইনি তা আমি।
হৃদয়ের ভেতর, আগুন আজও জ্বলে,
তুমি না থাকলেও মনে বাজে দোলে।
ভালোবাসার বাঁশি বাজে নীরব থামী,
চেয়েছিলাম তোমায়, পাইনি তা আমি।
:-kobita'r kobi