26/05/2024
সকল সদস্য সদস্যাদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা।
ইতিমধ্যে আপনারা নিশ্চই অবগত হয়েছেন যে ঘূর্ণিঝড় "রেমাল " প্রচন্ড পরিমানে শক্তি সঞ্চয় করে মহা বিপদের বার্তা নিয়ে উপকুলের দিকে এগিয়ে আসছে ।তাই এই ঘূর্ণিঝড় কে অবহেলা না করে সকলে সজাগ থাকুন এবং সতর্ক থাকুন ।সুতরাং "রেমাল" গতানুগতিক কোনো ঘূর্ণিঝড় নয় ।
বনহুগলী (১) গ্ৰামপঞ্চায়েত সর্বদাই আপনাদের পাশে আছে ।
এবং কয়েকটি বিষয়ে নজর রাখতে হব যে
১- গুজবে কান না দিয়ে রেডিও বা টিভি বা সংবাদ পত্রের দেওয়া আবহাওয়া সংক্রান্ত খবরের দিকে নজর রাখুন।
২ - ঝড়ের সময় বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না
৩ - অত্যাবশ্যকীয় খাবার ,প্রয়োজন মত পানিয় জল ,প্রয়োজনীয় ওষুধ ,ও পোশাক নিরাপদ স্থানে মজুত রাখুন ।
৪ - নিজেদের মোবাইল ফোন,এমারজেন্সি লাইট যথাযত চার্জ দিয়ে রাখুন ,অন্যথায় মোমবাতি মজুত রাখুন ।
৫ - জরুরী কাগজপত্র মুল্যবান জিনিসপত্র জল থেকে নিরাপদ স্থানে রাখুন।
৬ - নিরাপত্তার স্বার্থে গৃহপালিত প্রানীর বাঁধন খুলে রাখুন ।
৭ - খড়ের ঘর ,মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত পাকা বাড়িতে থাকবেন না । প্রয়োজনে নিকটবর্তী নিরাপদ পাকা বাড়ি অথবা নিকটবর্তী ক্লাব কিংবা নিকটবর্তী স্কুলঘরে আশ্রয় নিন।
৮ - ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি ,ধারালো অস্ত্র ,বৈদ্যুতিক তার থেকে এলাকাবাসী কে একটু খেয়াল রাখতে বলুন ।
৯ - বাড়ির ছাদে থাকা টব ও ভারি বস্তু নিচে নামিয়ে রাখুন ।
১০ - প্রয়োজনে রাজ্য সরকারের হেল্পলাইন নম্বর - ১০৭০ তে যোগাযোগ করুন ।
১১ - বনহুগলী (১) গ্ৰামপঞ্চায়েতের পক্ষ থেকে আজকে সারারাত্রিব্যাপি কন্ট্রোলরুম খোলা থাকবে
কন্ট্রোল রুমের নম্বর - 86973 74744 ( প্রয়োজনে যোগাযোগ করুন )
১২ - ইলেকট্রনিক এর সম্যসা সমাধানের জন্য এই নম্বরে যোগাযোগ করুন ।
Garia Division Control Room - 8900798513.
033 24103519
Boral CCC
১৩- এছাড়া যে কোনোরকম সমস্যায় নিজেদের বুথে সদস্যদের/ সদস্যাদের সাথে যোগাযোগ করার বার্তা এলাকাবাসির কাছে পৌঁছে দিন।
১৪ - নিজেরা সুরক্ষিত থাকুন ও প্রতিবেশীদের সুরক্ষিত থাকতে সহযোগিতা করুন
আপনার পঞ্চায়েত সর্বদাই আপনার পাশে ।