
22/09/2025
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, সোনারপুর উওর বিধানসভার সন্মানীয়া বিধায়িকা শ্রীমতি ফিরদৌসী বেগমের Firdousi Begum তত্ত্বাবধানে বনহুগলী ১নং গ্ৰাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতি রূপালী নস্কর (বিশ্বাস) Rupali Naskar সহযোগিতায় উওর রামচন্দ্রপুর বুথের রামচন্দ্রপুর এফ.পি.স্কুল থেকে ২৬ নং ওয়ার্ডের পৌর বাজার পর্যন্ত রাস্তাটি পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রাথমিক পর্যায়ের কাজ সম্পন্ন হইল।