
09/11/2023
আটপৌরে বই পাড়ার হেমন্ত সন্ধ্যায় যারা কফি হাউসের আড্ডায় বুঁদ হয়ে আছেন।
নীল আকাশের নীচে একবার চেয়ে দেখুন।
সম্প্রীতির স্পন্দন খুঁজে পেতে পারেন। শারদ উৎসব শেষে দীপাবলি-র আমন্ত্রণ। আলোর রোশনাই। বই পাড়ার মরশুমি কাশফুলের আহ্বান শুনতে পাবেন। সাহিত্য পাড়ায় শারদ সংখ্যার ভিড়ে সামাজিকতা থাকে।আর্থ সামাজিকতাও অকৃপণ ভাবে খুঁজে নিতে পারেন। আমরাও আছি আমাদের 'আর্থ সামাজিক' পত্রিকার 'রাজা রামমোহন ২৫০ ও বাংলার নবজাগরণ' সংখ্যা নিয়ে। আমাদের যারা ভাবতে শেখান তাঁরা লিখেছেন। নতুন তথ্যের ঠাস বুনোট ভাষায়। তাঁদের ঋজু মননশীল লেখা।
পাওয়া যাবে নীচের ঠিকানায়............
দে'জ পাবলিশিং(কলেজ স্ট্রীট), প্রগ্রেসিভ পাবলিশার্স,
৩৭এ কলেজ স্ট্রীট,
The Central Book Agency,
14A Bankim Chatterjee Street,(Opposite Sangskriti College), #পাতিরাম,
কলেজ স্ট্রীট,
#ধ্যানবিন্দু, কলেজ স্কোয়ার।