16/06/2025
বহু বছর আগে যখন আজকের দিনের মত স্টীল অ্যালুমিনিয়াম এসবের ব্যবহার ছিল না তখন মাটি ও কাঁসা পিতল তামার পাত্র ব্যবহার করা হতো🫖🙋♀️
এমনকি শাস্ত্রে এটিও বর্ণিত রয়েছে ভগবানকে মাটির পাত্রে নয়তো স্বর্ণপাত্রে ভোগ নিবেদন করা উচিত🙏
মহাপ্রভুর ভোগ মাটির পাত্র ছাড়া দেওয়া সম্ভবই হয় না এসব কিছুর পেছনে রয়েছে বিশেষ কোনো কারণ🙏🤔
আধুনিক যুগে আধুনিকতার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে রোগের পরিমাণও বৃদ্ধি পেয়েছে । অথচ যখন এই মাটির পাত্র ব্যবহার করা হতো এবং আগেকার যে আবহাওয়া তার মধ্যে থেকে মানুষ এতটাও ক্ষতিগ্রস্ত হয়নি🙏👍
নতুন করে এখন আয়ুর্বেদিক ডাক্তারেরা ও আয়ুর্বেদিক শাস্ত্রে এমনটি মানা হচ্ছে মাটির পাত্রে ভোজন রন্ধন করলে এবং তা খেলে শরীরের জন্য প্রচুর পরিমাণ উপকারিতা রয়েছে🥰😍
মাটির পাত্রে বাসি ভাত রেখে দিয়ে পরদিন সেই ভাতকে নিজের মতো মুখরোচক তৈরি করে খেলে তা শরীরের জন্য অনেকখানি উপকারিতা দিচ্ছে এমনটাই আজকের দিনে আয়ুর্বেদিক শাস্ত্র বলছে😋😋
তো সেই পুরনো দিন আবার ফিরে আসতে চলেছে, আগেকার দিনের সবকিছু এখন আবার ব্যবহার করলে হয়তো আমরা অনেকখানি সুরক্ষিত থাকতে পারবো শারীরিকভাবে এবং আমাদের মানসিকতার ওপরেও সেই প্রভাব পড়বে 🥰😍
হরে কৃষ্ণ রাধে রাধে🙏🙏🙏