Khabar Dristi, Rampurhat,Birbhum.

Khabar Dristi, Rampurhat,Birbhum. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khabar Dristi, Rampurhat,Birbhum., Media, Rampurhat.

11/09/2024

নারী সুরক্ষায় রামপুরহাট থানার মহিলা পুলিশ দিয়ে টহলদারি রামপুরহাট থানা এলাকায়। এদিন রামপুরহাট থানার মহিলা পুলিশদের দেখা যায় পথ চলতি মহিলাদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলতে। রামপুরহাট থানার পক্ষ থেকে নারীদের সুরক্ষার কথা মাথায় রাখে মহিলা পুলিশের টহলদারিকে স্বাগত জানিয়েছেন রামপুরহাটের সাধারন মানুষ।

07/09/2024

শুরু হলো রামপুরহাট পৌর এলাকার হকার্সদের প্রটালে নাম নথিভুক্ত করার কাজ। পৌরপতি সৌমেন ভকতের চেষ্টায় ৬ ই সেপ্টেম্বর শুক্রবার রামপুরহাট পৌরসভার পক্ষ থেকে শুরু হলো রামপুরহাট শহরের ফুটপাতের দোকানদারদের প্রটালে নাম নথিভুক্ত করার কাজ। তবে এদিন পৌরপতি সৌমেন ভকত যৌথ কমিটির সদস্যদের পরিস্কার জানিয়ে দেন যেসকল ফুটপাতের দোকান রাজ্য সরকারের যায়গায় ছিল শুধুমাত্র তাদেরই নাম প্রটালে নথিভুক্ত করা হবে। আর এই প্রটালে নথিভুক্ত করবেন ভেন্ডিং কমিটি এবং পৌরসভার আধিকারিকরা। আর তাদের কে সহযোগিতা করবেন যৌথ মঞ্চের সদস্যরা।

06/09/2024

রাত্রে কেউ না থাকার সুযোগে এক গৃহবধূর উপর জবরদস্তি চড়াও হয় প্রতিবেশি এক যুবক। গৃহবধূ চিৎকারে ছুটে আসেন ঠাকুমা। তখন বাড়িতে পরে থাকা দা দিয়ে গৃহবধূ এবং ঠাকুমাকে আঘাত করে পালিয়ে যায় প্রতিবেশি ওই যুবক। এমনি অভিযোগ করেন সেই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে ৪ ই সেপ্টেম্বর বুধবার রাত্রে বীরভূমের মল্লারপুর থানার আওদা গ্রামে। ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রতিবেশি যুবকের নাম উৎপল মণ্ডল। ঘটনার পরে সকালবেলায় পাশেই একটা গাছে উৎপল মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার করে মল্লারপুর থানার পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, লোকলজ্জার ভয়ে আত্মঘাতী হয়েছেন উৎপল। এই ঘটনায় গৃহবধূর মাথায় চোট এবং ঠাকুমার গলায় চোট পায়। ঘটনার পরে চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে আসে দেখতে পাই গৃহবধূ ও ঠাকুমাকে রক্তাক্ত অবস্থায় ছটফট করছে। এরপরেই রক্তাক্ত অবস্থায় গৃহবধূ ও ঠাকুমাকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পরে গৃহবধূর অবস্থা স্থিতিশীল থাকলেও ৬৮ বছরের ঝর্ণাদেবীর অবস্থা আশঙ্কাজনক। এখন ঠাকুমা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে।

04/09/2024
28/08/2024

গতকাল নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে বিজেপির ডাকা 12 ঘন্টা বাংলা বন্ধ সফল করতে রামপুরহাট শহরে বিজেপির কর্মী সমর্থকরা পথে নামেন। সেইমতো রামপুরহাট রেল স্টেশনের রেললাইনে বিজেপির কর্মী সমর্থকরা একটা প্যাসেঞ্জার ট্রেনের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর রেল পুলিশের পক্ষ থেকে সেইসব বিজেপি কর্মী সমর্থকদের রেললাইন থেকে সরিয়ে দেয় এবং রেল পরিষেবা স্বাভাবিক করেন। একইসঙ্গে রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের মেন গেটে বিজেপির পক্ষ থেকে গেট বন্ধ করে ফ্লাগ লাগিয়ে দেওয়া হয়। সেই ফ্লাগ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আবারও খুলে দেওয়া হয়। এমনই চিত্র ধরা পরল রামপুরহাট খবর দৃষ্টির পর্দায়।

26/08/2024

রামপুরহাট বস্ত্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যে ৫০০ টাকার কেনাকাটায় ফ্রি লাকী কুপনের সোনা চাঁদি বর্ষা খেলার জাঁকজমক ভাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রামপুরহাট মারগ্রাম মোড় সংলগ্ন একটা বেসরকারি অনুষ্ঠান ভবনে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট বস্ত্র ব্যবসায়ী সমিতির সদস্যরা এই অনুষ্ঠানে প্রথম থেকে পঞ্চম অব্দি পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সান্তনা পুরস্কার যার যে দোকানে পুরস্কার পড়েছে সেই দোকান থেকে নেওয়ার আবেদন জানানো হয়। সোনা চাঁদি বর্ষার প্রথম পুরস্কার জেতেন মল্লারপুর থানা এলাকার জবুনি গ্রামের বাসিন্দা সাবিনা ইয়াসমিন। এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বামী সুফি সেখ কে নিয়ে উপস্থিত ছিলেন সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিনের হাতে প্রথম পুরস্কারের ১০ গ্রাম সোনা তুলে দেন রামপুরহাট বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি সুশীল বান্টিয়া এবং সম্পাদক মোহাম্মদ শরীফুদ্দিন। এই একই মঞ্চে দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার, চতুর্থ পুরস্কার, এবং পঞ্চম পুরস্কার জয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। রামপুরহাট বস্ত্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই সোনা চান্দি বর্ষা বর্ষার প্রথম পুরস্কার পেয়ে খুব খুশি সাবিনা ইয়াসমিন এবং তার স্বামী সুফি সেখ।

25/08/2024

রামপুরহাট শহরের একটা নির্মীয়মান বহুতল থেকে ৩৫ বছর বয়সী এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে আজ রবিবার রামপুরহাট শহরের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন একটা নির্মীয়মান বহুতলে।

08/08/2024

আবারও টোটোর ধাক্কায় রক্তাক্ত হলেন ৭৫ বছরের বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে রামপুরহাট শহরের ব্যস্ততম মহাজনপট্টি মোড় সংলগ্ন এলাকায়। উল্লেখ্য একজন ৭৫ বছরের বৃদ্ধা রাস্তা পারাপারের সময় হঠাৎই একটা টোটো ধাক্কা মারে ওই ৭৫ বছরের বয়স্ক বৃদ্ধাকে। ধাক্কার জেরে পড়ে যায় বৃদ্ধা, এরপরেই মাথা এবং পা ফেটে রক্ত বইতে থাকে। ঘটনা স্থলে সঙ্গে সঙ্গে জড়ো হয় স্থানীয় বাসিন্দারা। এরপর স্থানীয় বাসিন্দারা তাকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তবে প্রতিদিনই রামপুরহাট শহরে টোটোর ধাক্কায় আহত হওয়ার খবর আসছে। কিন্তু টোটো নিয়ন্ত্রনে সেই রকম কোন পদক্ষেপ দেখা মিলছে না প্রশাসনের। যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

24/07/2024

সরকারি বাসে চেপে প্রচুর পরিমাণের গাঁজা পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পরল ৬৫ কিলো গাঁজা সহ তিন মহিলা। ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদ বাজারে। সরকারি বাসে তল্লাশি করে উদ্ধার হয় প্রায় ৬৫ কিলো গাঁজা, সঙ্গে তিনজন মহিলাকেও আটক করে পুলিশ। বীরভূম জেলা পুলিশের ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায় দুর্গাপুর থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। মহম্মদ বাজারের রায়পুর গ্রামের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কে উপর বাসটিকে দাঁড় করায় পুলিশ এবং ডিসট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা। এরপর সেখান থেকে উদ্ধার হয় ৬৫ কিলো গাঁজা, একই সঙ্গে বাস থেকে তিনজন মহিলা কে আটক করা হয়।

19/07/2024

বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজো আর মাত্র ৮০ দিন বাকি। তাই আর দেরি না করে নলহাটি থানার বাউটিয়া গ্রামের শিবতলা পাড়ায় আজ অর্থাৎ শুক্রবার খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গা পুজোর সূচনা। আর আজ থেকেই গোটা বাউটিয়া গ্রামের আট থেকে আশি সকলেই মেতে উঠলেন দুর্গা পুজোর আনন্দে। ক্লাবের উদ্যোক্তারা জানান অন্যান্য বছরের থেকে আরও বড়ো আকারে থিমের পুজো করতে চলেছি। যেকারণে এই পুজো দেখতে দুর্দান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমাবেন বাউটিয়া শিবতলা পাড়ার দুর্গা পুজো মণ্ডপে। একইসঙ্গে উদ্যোক্তারা জানান এবারে থিম একান্ন সতী পিঠের নিদর্শন তুলে ধরা হবে আমাদের পুজো মণ্ডপে। সব থেকে আকর্ষণীয় হচ্ছে একটা প্যান্ডেলেই একান্ন সতী পীঠ দর্শন করতে পারবেন দর্শনার্থীরা।

17/07/2024

১৪ নম্বর জাতীয় সড়কের রামপুরহাট থানার বিনদপুর গ্রাম এবং ভোল্লা ক‍্যানেলের মাঝামাঝি পাশাপাশি দুটি মটরসাইকেলের সংঘর্ষে ৪ জন মৃত এবং ৩ জন গুরুতর আহত অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

10/07/2024

মা ও শিশুপুত্রের নির্মম খুনের কিনারা করল পুলিশ। ১৮ দিনের মধ্যেই ভিন রাজ‍্য মহারাস্ট্রের পুনে থেকে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত কে। উল্লেখ্য গত ২২ জুন সকালে মুর্শিদাবাদ সীমানা লাগোয়া নলহাটি থানার নাকপুর চেকপোস্টের কাছে জাতীয় সড়কের ধারের একটি জমি থেকে এক মহিলা ও শিশুর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দুজনেরই পেটে ধারালো অস্ত্রের আঘাত ছিল। ঘটনাস্থলে অন্য রক্ত পড়ে থাকায় স্থানীয়রা অনুমান করেন বাইরে কোথাও নৃশংসভাবে খুন করে পরিচয় গোপন করতে এখানে ফেলে দিয়ে থাকতে পারে খুনীরা। প্রথমে পরিচয় না জানা গেলেও সেই দিনই সন্ধ্যায় পুলিস জানতে পারে মৃত মায়ের নাম রীনা খাতুন, বয়স ৩০ বছর ও তাঁর শিশু পুত্রের নাম নাজিকুল ইসলাম, বয়স ৬ বছর। বাড়ি মুর্শিদাবাদের পাঁচগ্রামের মোল্লাপাড়ায়। পুলিস তদন্তে নেমে জানতে পারে, বছর ছয়েক আগে প্রথম পক্ষের স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছিন্ন হয় মহিলার। এরপর মুর্শিদাবাদের নবগ্রাম থানার জুরানকান্দি গ্রামের বাসিন্দা মহারাজ শেখের সঙ্গে তাঁর দ্বিতীয় বিয়ে হয়। মহারাজেরও এটি দ্বিতীয় বিয়ে। যদিও বছর খানেক আগে মনোমালিন্যের জেরে স্ত্রীকে মৌখিক তালাক দেয় মহারাজ। তারপরেই এই খুন। ৮ ই জুলাই রাত্রে গোপন সুত্রে খবর পেয়ে মহারাজ সেখ কে মাহারাস্ট্রের পুণে থেকে গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ। জানা যায় প্রথম পক্ষের ছেলেকে মেনে নিতে না পারায় বাপের বাড়ি চলে আসে ওই মহিলা। সেই আক্রোশেই এই খুন বলে পুলিসের দাবি। ৯ ই জুলাই মঙ্গলবার ধৃত মহারাজ শেখকে পুলিশের পক্ষ থেকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে ধৃত কে ১০ দিনের পুলিশই হেফাজত চাইলে রামপুরহাট মহকুমা আদালতের বিচারক ৭ দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দেয়।

08/07/2024

Style Bazar er samne Deshbandhu Road ei ki obostha, Without Parking ei mall gulo permission ki kore pai?

07/07/2024

বাড়ির সামনে নিকাশি নালার উপর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে ৭ ই জুলাই রবিবার রামপুরহাট থানার আখিড়া গ্রামের কাহার পাড়ায়। মৃত যুবকের নাম অষ্টম মাহারা, বয়স 42 বছর। মৃত অষ্টমের পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। অভিযোগের তির মৃত ব্যাক্তির স্ত্রী এবং স্ত্রীর প্রেমিকের উপর। মৃত অষ্টম মাহারা রামপুরহাট কামাড় পট্টির একটা কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। উল্লেখ্য মৃত অষ্টম মাহারার মা ভোরবেলা উঠে দেখতে পান বাড়ির সামনে নিকাষি নর্দমার উপর ছেলে অষ্টম পরে আছে তখন তিনি কাছে গিয়ে ছেলে কে উঠানোর চেষ্টা করেন এবং একইসঙ্গে চিৎকার করে সবাই কে ডাকতে থাকেন। চিৎকার শুনে বাড়ির লোকজন এবং পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন এবং দেখতে পান অষ্টম মাহারার মৃতদেহ। মৃত অষ্টমের পরিবারের অভিযোগ শ্বাসরোধ করে খুন করা হয়েছে। কারণ তার গলায় দাগ দেখেছেন এবং পেট ও মুখে চেরারও দাগ দেখেছেন। এরপরেই রামপুরহাট থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তারপর রামপুরহাট থানার পুলিশ মৃত অষ্টম মাহারার স্ত্রী, মেয়ে ও গ্রামের এক যুবক কে আটক করে নিয়ে যায়।

Address

Rampurhat

Telephone

+917001203199

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khabar Dristi, Rampurhat,Birbhum. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category