HPR News Network

HPR News Network HPR News Network is the No. 1 Bengali portal social news channel.
(5)

যৌ' তুক প্রথা আইনত নি'*''দ্ধ হলেও, এখনো পর্যন্ত এর শি''কার হয়ে চলেছে বহু গৃহ'বধূ।চাঞ্চ\ল্যকর এবং অমানবিক ঘটনা ঘটে গেলো ...
30/08/2025

যৌ' তুক প্রথা আইনত নি'*''দ্ধ হলেও, এখনো পর্যন্ত এর শি''কার হয়ে চলেছে বহু গৃহ'বধূ।

চাঞ্চ\ল্যকর এবং অমানবিক ঘটনা ঘটে গেলো নদীয়ার শান্তিপুর ব্লকের পাঁচপোতা গ্রামে।

শুধু একদিন নয় বিবাহের পর থেকে মাঝেমধ্যেই বাপের বাড়ি থেকে এনে দিতে হয় টাকা, ফুরিয়ে গেলেই শুরু গায়ে হাত তোলা - বাধ্য হয়েই গৃহবধূ থানার দ্বারস্থ হন।

গৃহবধূ আজিম শেখের স্ত্রী চম্পা বিবির বাড়ি শান্তিপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের সাড়াগড়পাড়ায়। বাবাকে সাথে নিয়ে স্বামী এবং শাশুড়ির বি\রু\দ্ধে নিয়মিত খারা\প ব্যবহারের থেকে মুক্তি পেতে লিখিত অভি\যোগ জানায় শান্তিপুর থানায়। তার অভিযোগ ননদ সায়রা বিবি পাশের পাড়ায় থাকে মাঝেমধ্যেই সেও এসে ঘর থেকে বের করে ঘরে তালা দিয়ে দেয়। এখনও পর্যন্ত মাঝেমধ্যেই বাপের বাড়ি থেকে নিয়ে দেওয়া প্রায় লক্ষাধিক টাকাসহ বিবাহের সময় দেওয়া সোনা গহনার বেশ খানিকটা অংশ ন\ষ্ট করে ফেলেছে স্বামী।

গতকাল রাতে বাকি গহনা আলমারি খুলে নেওয়ার সময় স্বামী আজিম শেখকে বাধা দেওয়ায় শাশুড়ি তার হাত ধরে চেপে রাখে এবং স্বামী বালিশ দিয়ে চেপে ধরে মুখ। এরপর কেরোসিন তেল ঢে\লে দেয় আ* \গুন লাগিয়ে দেওয়ার উদ্দেশ্যে। চি\ৎ\কার চেঁ\চা\মে\চিতে ছুটে আসে প্রতিবেশীরা সাময়িক মীমাংসা হলেও দুই একজন প্রতিবেশীর সহযোগিতায় আজ সকালে শান্তিপুরে বাপের বাড়িতে ফিরে আসে ওই গৃহবধূ। অভিযোগ হাতে পেয়ে শান্তিপুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

সম্প্রতি মধ্যপ্রদেশ হাইকোর্ট এক পর্যবেক্ষণ বলেছে, কোনও প্রাপ্তবয়স্ক মহিলাকে বিবাহিত পুরুষের সঙ্গে বসবাস থেকে বিরত রাখার...
29/08/2025

সম্প্রতি মধ্যপ্রদেশ হাইকোর্ট এক পর্যবেক্ষণ বলেছে, কোনও প্রাপ্তবয়স্ক মহিলাকে বিবাহিত পুরুষের সঙ্গে বসবাস থেকে বিরত রাখার কোনও আইন নেই। ১৮ বছরের বেশি বয়সী এক মহিলার হেফাজতের জন্য দায়ের করা একটি হেবিয়াস কর্পাস আবেদনের বিচার চলছে আদালতে। অভিযোগ করা হয়েছে, তিনি একজন বিবাহিত পুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন, যখন তার বাবা-মায়ের সঙ্গে থাকা উচিত ছিল।

মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি অতুল শ্রীধরন এবং প্রদীপ মিত্তলের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মহিলা একজন প্রাপ্তবয়স্ক মানুষ এবং তিনি কার সঙ্গে থাকতে চান, তা সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখেন।

আদালত বলেছে, “ওই মহিলা যদি কারও সঙ্গে থাকতে চান, সে ক্ষেত্রে এমন কোনও আইন নেই, যা তাঁকে ওই ব্যক্তির সঙ্গে থাকতে বাধা দেয়।” আদালত আরও বলেছে, যদি মহিলা সেই পুরুষটির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তবে কেবল তাঁর প্রথম স্ত্রীই বিবাহ শেষ করার মামলা দায়ের করতে পারবেন।”

আদালত আরও পর্যেবক্ষণে জানিয়েছে, “যুবতী যেহেতু তাঁর মা-বাবাকে ছেড়ে ওই ব্যক্তির সঙ্গে থাকতে চেয়েছে, তাই আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। ওই যুবতী নিজের ইচ্ছায় যার সঙ্গে পছন্দ, তার সঙ্গে থাকতে পারে।”

ফের এক কাণ্ডে চমকিত দেশ। পারিবারিক মনোমালিন্যের নির্মম রূপ আবারও প্রকাশ্যে। সেই কাণ্ডে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর পুলি...
29/08/2025

ফের এক কাণ্ডে চমকিত দেশ। পারিবারিক মনোমালিন্যের নির্মম রূপ আবারও প্রকাশ্যে। সেই কাণ্ডে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, গ্রেটার নয়ডায় ২৮ বছর বয়সী এক নিকিকে তাঁর স্বামী বিপিন ভাটি শেষ করেছে। ইনস্টাগ্রামে রিল পোস্ট করা এবং ইতিপূর্বে পরিচালিত, কিন্তু বর্তমানে বন্ধ থাকা এক বিউটি পার্লার ফের চালু করার জে*দ নিয়ে মনোমালিন্য পর এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

২১ অগাস্ট, ২০২৫ তারিখে তার বাড়িতে ঘটে যাওয়া অপ*/রাধের জন্য শনিবার বিপিনকে গ্রেফতার করা হয়েছে, তিনি তাঁর স্ত্রীর গায়ে হাত তুলতেন এবং শেষ করে ফেলেছেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ যখন তাঁকে সঙ্গে করে দাহ্য পদার্থ উদ্ধার করতে যাচ্ছিল যা তিনি নিকিকে শেষ করার জন্য ব্যবহার করেছিলেন, তখন তিনি হেফাজত থেকে পালানোর চেষ্টা করেন, যার ফলে পুলিশ এন কাউন্টারের সময় তাঁর পায়ে গু*/লি করে। শুধু স্বামী নয়, নিকির শাশুড়ি ৫৫ বছর বয়সী দয়া ভাটিকেও গতকাল গ্রেফতার করা হয়েছে।

অভিযুক্ত স্বামী পুলিশকে কী বলেছে? পুলিশ জানিয়েছে যে ২১ অগাস্ট, ২০২৫ তারিখে নিকি তার পূর্বে পরিচালিত বিউটি পার্লারটি ফের চালু করার দাবি জানিয়েছিলেন, যা নিয়ে স্বামীর সঙ্গে তাঁর মনোমালিন্য শুরু হয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কাসনা স্টেশন হাউস অফিসার ধর্মেন্দ্র শুক্লা বলেন, ‘‘তদন্তে জানা গগিয়েছে যে বিকেল ৩.৩০টের দিকে নিকি বিপিনকে বলেন যে তিনি এবং তার বোন পার্লারটি আবার খুলবেন। বিপিন মত দেননি। কিন্তু নিকি বলেন যে কেউ তাঁদের ফের ওই বিউটি পার্লার খুলতে বাধা দিতে পারবে না, এর বিরোধিতা করেন ভাটি।’’

‘‘বিপিন নিকিকে বলেছিলেন যে তাঁদের পরিবারে ইনস্টাগ্রামে রিল পোস্ট করা এবং পার্লার চালানোর মতো কাজ চলে না। বাদানুবাদ ক্রমশ কুৎ সিত আকার ধারণ করে এবং বিপিন নিকিকে মা*র ধর করতে শুরু করে,’’ শুক্লার বক্তব্য উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি এ কথা জানিয়েছে। নিকির বড় বোন কাঞ্চন, যাঁরও একই পরিবারে বিয়ে হয়েছিল, তিনি এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী। তিনি এর আগে বৃহস্পতিবার রাতের ভয়াবহ ঘটনার বর্ণনা দিয়েছিলেন। ‘‘সেই সন্ধ্যেতেই তারা আমার এবং বাচ্চাদের সামনে বোনকে খুব খারাপভাবে মা*র ধর করে। তার পর তারা তার উপরে কিছু তরল পদার্থ ছিটিয়ে দেয় এবং আমার চোখের সামনে তার গায়ে আ* গুন ধরি *য়ে দেয়। আমি তাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি,’’ তিনি আগে বলেছিলেন।

HT জানিয়েছে, দুই বোন ইনস্টাগ্রাম এবং ইউটিউবে খুবই সক্রিয় ছিলেন, তাঁদের ‘মেকওভার বাই কাঞ্চন’ নামে পার্লারের জন্য একটি চ্যানেলও ছিল। সেই চ্যানেলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ৫৪,৫০০ জন ফলোয়ার রয়েছে, যেখানে কাঞ্চনের ব্যক্তিগত অ্যাকাউন্টের ২২,০০০ ফলোয়ার রয়েছে। নিকিরও এক নিজস্ব অ্যাকাউন্টটি আছে এবং এর ১,১৪৭ জন ফলোয়ার রয়েছে। তাঁরা সক্রিয়ভাবে ভিডিও সহ কন্টেন্ট পোস্ট করতেন এবং সে সব ২.৯ মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছিল, রিপোর্টে বলা হয়েছে।

নিকির ভাই রোহিত গুর্জর এই প্রসঙ্গে বলেন যে, ‘‘বিপিন এবং তাঁর ভাই বেকার থাকায় তাঁরাই প্রায় দেড় বছর আগে নিকির বিউটি পার্লারে ৮ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। ওদের পরিবার বাড়িতেই একটি ছোট মুদিখানার দোকান চালায়। আমার বোনেরা তাদের স্বামীদের কাছ থেকে টাকা না চেয়ে স্বাধীনভাবে তাদের সন্তানদের খরচ চালাচ্ছিল। শ্বশুরবাড়ির লোকেরাও তাদের পার্লার ব্যবসার বিরুদ্ধে ছিল এবং এই বছরের ফেব্রুয়ারিতে পুরো পার্লারটি নষ্ট করে দেয়’’।

নিকি এবং বিপিনের বিয়ে ২০১৬ সালে হয়েছিল, বিপিন কিছু দিন ধরেই ৩৬ লক্ষ টাকা যৌ* তুক দাবি করে আসছিল, যদিও তার আগের সমস্ত যৌ* তুকের দাবি, যেমন স্করপিও, বুলেট বাইক, সোনা, সেই সবই সম্পূর্ণরূপে পূরণ করা হয়েছিল, নিকির পরিবার জানিয়েছে। শোকাহত বাবা মামলায় অভিযুক্তদের এনকাউন্টার দাবি করেছেন। ওরা খু* নি, ওদের গু* লি করে শেষ করা উচিত, ওদের বাড়ি ভেঙে ফেলা উচিত।

আমার মেয়ে পার্লার চালিয়ে ছেলেকে মানুষ করছিল। ওরা ওকে নি* র্যাতন করেছিল। পুরো পরিবার ষড়যন্ত্রে জড়িত ছিল, আর ওরা আমার মেয়েকে শেষ করে ফেলেছিল। এটা বিজেপি সরকার’’, বিপিনের পায়ে গুলি লাগার কয়েক ঘণ্টা আগে তিনি এনডিটিভিকে বলেছিলেন। নিকির ছোট ছেলে, যার সামনে মাকে শেষ করা হয়েছিল, তার বিবৃতিও প্রকাশ্যে এসেছে। সে বলেছে, ‘‘ওরা মায়ের গায়ে কিছু ঢেলে দিয়েছিল, তাকে চড় মেরে ছিল, তার পর লাইটার দিয়ে আ* গুন ধরি য়ে দিয়েছিল।’’

নীলাঞ্জন বন্দোপাধ্যায়, বাঁকুড়া: এক দম্পতি। কথা বলতে বা শুনতে পান না দু’জনেই। নিজেদের মধ্যে ইশারা করে কথা বলেন তাঁরা। র...
29/08/2025

নীলাঞ্জন বন্দোপাধ্যায়, বাঁকুড়া: এক দম্পতি। কথা বলতে বা শুনতে পান না দু’জনেই। নিজেদের মধ্যে ইশারা করে কথা বলেন তাঁরা। রয়েছেন বৃদ্ধ বাবা, যাঁর চাকরি জীবন শেষ হয়েছে প্রায় এক যুগেরও বেশি সময় আগে।

বৃদ্ধ রিটায়ার্ড বাবা, এবং নিজের কন্যা সন্তানের দায়িত্ব তুলে নিতে মুক ও বধির এই দম্পতি বিগত ১০ বছর ধরে সেলাই করে সংসার সামলাচ্ছেন৷

বাঁকুড়া শহর সংলগ্ন জুনবেদিয়ার জ্ঞানেন্দ্রনগর এলাকার বাসিন্দা দীপক কুমার বটব্যাল এবং ঝুমা বটব্যাল জন্মগতভাবেই কথা বলতে বা শুনতে পান না। দীপক কুমার বটব্যালের বছর ৮০ এর বাবা ষষ্ঠী চরণ বটব্যাল জানান, নানান প্রতিকূলতা থাকা সত্ত্বেও তাঁর ছেলে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন। পরে সংসারের হাল ধরতে কাপড় সেলাই করে থাকেন এবং সেই কাপড় ব্যাগে ভরে শহরে গিয়ে দিয়েও আসেন ছেলে দীপক কুমার বটব্যাল।

অপরদিকে ঝুমা বটব্যালের অক্ষর জ্ঞান না থাকলেও অদম্য লড়াই করার ইচ্ছা রয়েছে। একজন সম্পূর্ণ সুস্থ গৃহবধূ যেভাবে সংসারের সব কাজ সামলে নেন, ঠিক একই ভাবে দশভুজার মতই বাড়ির রান্না বান্না এবং নিজের কন্যার সব কাজ সামলে করে থাকেন সেলাইয়ের কাজ।

নিজের স্বামীকে সাহায্য করা থেকে শুরু করে পরিবারের সকলের খেয়াল রাখা, কোনও কিছুতেই খামতি নেই তাঁর। বৃদ্ধ শশুর, স্বামী এবং কন্যার সঙ্গে ইশারাতেই চলে নিস্তব্ধ বাক্যালাপ এবং হাসি-কান্না।

কথায় আছে ‘মানুষ মানুষেরই জন্যে’। কথাটির সার্থকতা যেন এই দম্পতিকে দেখলেই বোঝা যায়। জীবন ধারণের মুখ্য দুই মাধ্যম বলা বা শোনা না পারা সত্ত্বেও কোনও অজুহাত ছাড়াই সংসারের হাল ধরেছেন দু’জনে।

"জেলে গেলে তোকে শেষ করে যাব!"সংসার করতে না চাওয়ায়, কি করে বসলেন স্বামী। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকার ঘটনা।স্থান...
29/08/2025

"জেলে গেলে তোকে শেষ করে যাব!"

সংসার করতে না চাওয়ায়, কি করে বসলেন স্বামী।

হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকার ঘটনা।

স্থানিয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিঙ্গুরের পায়ড়াউড়া গ্রামে বাড়ি রজব আলির। তার স্ত্রী মনজুরা খাতুনের সঙ্গে দাম্পত্য মনোমালিন্যের জেরে একবার কয়েকজন বন্ধুকে নিয়ে বোনের গায়ে হাত তোলে রজব এমনটাই অভিযোগ মনজুরার দাদা সেখ রফিকের। এরপর মনজুরা তার বাপের বাড়ি ভদ্রেশ্বরের ন' পাড়া এলাকায় চলে যায় এবং ভদ্রেশ্বর থানায় একটি মামলা দায়ের করে।

এরপরই রজব আলী স্ত্রীকে ফোন করে জানায় ঝা;মেলা মিটিয়ে নিয়ে আবার তারা সংসার করবে। সেইমতো মনজুরা আবার শ্বশুর বাড়িতে চলে যায়। দিন দুয়েক এক আগে ভদ্রেশ্বর থানার অন্তর্গত শ্বেতপুর পুলিশ ফাঁড়ি থেকে ফোন করে রজবকে দেখা করতে বলে পুলিশ।

এরপরে রজব গতকাল রাত ১১ টা নাগাদ তার স্ত্রীকে ফোন করে জানায়, জেলে যখন যেতেই হবে তোকে মেরে তবেই যাব'।

ভয় পেয়ে গিয়ে মনজুরা তার দুই সন্তান প্রতিবেশী মহিলাকে নিয়ে হারিট গ্রাম পঞ্চায়েতের জেটে গ্রামে মামার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লে বিলাত পুরের কাছে তাকে ধরে ফেলে রজব এবং দুই সন্তান ও প্রতিবেশী মহিলাকে তার এক বন্ধুকে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। মনজুরা সেখান থেকে দৌড়ে পা''লি'য়ে যাওয়ার চেষ্টা করলে তাকে তাড়া করে ধরে লা'ঠি দিয়ে শেষ করা হয় বলে অভিযোগ। মনজুরার সঙ্গে থাকা ওই মহিলা ফোন করে বাপের বাড়ির লোকজনদের খবর দেয়। রাতে গিয়ে দেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

দাদপুর থানার পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে এখনো দেখতে পাওয়া যায়নি অভিযুক্ত রজব আলীকে।

26/08/2025

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার আলো থেকে দূরে রাখতে এ কেমন কাজ করা হলো!

25/08/2025

নদিয়ার বীরনগরে চালু হলো CAA ক্যাম্প, উদ্বাস্তুদের চিন্তা এবার মুক্ত

25/08/2025

কৃষ্ণনগরে উদ্বোধন হয়ে গেলো Saha Guest House & Restaurant

Contact Details: 9046717156, 9339211145

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের ব্যাঙকান্দিতে।স্ত্রীকে শেষ করার পর ব্যাগে নিয়ে গ্রামে ঘুরে বেড়াল...
25/08/2025

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের ব্যাঙকান্দিতে।

স্ত্রীকে শেষ করার পর ব্যাগে নিয়ে গ্রামে ঘুরে বেড়ালো স্বামী। স্ত্রীর নাম দিপালী রায়, বয়স আনুমানিক ৪৫ বছর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রমেশ রায় থলিতে করে স্ত্রীকে নিয়ে এলাকায় ঘুরে বেড়িয়ে বেশ কয়েকজনকে সেই কান্ড দেখায়, যা দেখে রীতিমত ভয় পেয়ে যায় অনেকেই। ঘটনায় সকলের মধ্যে সন্দেহ দানা বাঁধে। এরপর কয়েকজন মিলে তার বাড়িতে গিয়ে ঘরের ভেতর বিছানায় কিছু একটা দেখতে পায়। এরপর গ্রামবাসীরা বিষয়টি গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানায়। খবর চাউর হতেই ভিড় জমায় প্রচুর মানুষ।

ঘটনাস্থলে আসে গ্রাম পঞ্চায়েত প্রধান। খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। বাড়ি থেকেই রমেশ রায় স্ত্রী দিপালী রায়ের দেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের দাবি, তাঁর স্বামী রমেশ রায় মানসিক ভারসাম্যহীন। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

রমেশ রায় কোথায় গেছে সেই খোজ চালানোর পর অবশেষে তাকে পাকড়াও করা হয়। জিজ্ঞাসাবাদ করে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে এই ঘটনার তদন্তে পুলিশ তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে।

24/08/2025

কেন পারলোনা দুটি মন এক হতে ?

Disclaimer: This channel doesn't promote violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purposes only.

দোকান থেকে কিনে নয়, তিনি চেয়েছিলেন তাঁর বিয়ের আংটির জন্য হিরেটি তিনি এই পৃথিবীর বুক থেকে খুঁজে নেবেন। এজন্য তিনি পৃথিবীর...
24/08/2025

দোকান থেকে কিনে নয়, তিনি চেয়েছিলেন তাঁর বিয়ের আংটির জন্য হিরেটি তিনি এই পৃথিবীর বুক থেকে খুঁজে নেবেন। এজন্য তিনি পৃথিবীর যে কোনও প্রান্তে যেতে রাজি ছিলেন। তবে শর্ত একটাই, সেদিনই বিয়ে করবেন যেদিন তিনি আংটির জন্য হিরেটি পৃথিবীর মাটি থেকে খুঁজে নিতে পারবেন।

ভাবনা যেমন অভিনব তেমনই অবাক করা। রাস্তাঘাটে তো আর হিরে পাওয়া যায়না। মাটিতেও পড়ে থাকেনা। তাহলে কোথায় পাওয়া যাবে। ওই ৩১ বছর বয়সী যুবতী সেটাই খুঁজতে গিয়ে দেখেন খুব দূরে যেতে হবেনা। বরং তাঁর কাছেই রয়েছে এমন জায়গা যেখানে গেলে হিরের টুকরো তিনি পেলেও পেতে পারেন।

নিউ ইয়র্কের বাসিন্দা ওই যুবতী জানতে পারেন আরকানসাসের ক্রেটার অফ ডায়মন্ডস স্টেট পার্কে সাড়ে ৩৭ একর জমি রয়েছে হিরে খোঁজার জন্য। কেউ চাইলে এখানে হিরের খোঁজ করতে পারেন। পেলেও পেতে পারেন অমূল্য রতন।

ওই যুবতী ৩ সপ্তাহের জন্য ওই পার্কে হিরে খোঁজা স্থির করেন। সেইমত সব ব্যবস্থা করে তিনি উঠেপড়ে লাগেন হিরের খোঁজ করতে। পাথুরে জমিতে অনেক খাঁজ। এবড়োখেবড়ো বিস্তীর্ণ জমি। সেখানেই দিনের পর দিন খোঁজ চালাতে থাকেন তিনি। এমন করে ৩ সপ্তাহ শেষ হয়। সেদিন ছিল তাঁর খোঁজের শেষ দিন।

ওই যুবতী একটি খাঁজের মধ্যে একটি শিশির বিন্দুর মত কিছু দেখতে পান। মনে করেন শিশির পড়ে আছে। পা দিয়ে সেটিতে ধাক্কা দেন। তারপরই বুঝতে পারেন সেটি শিশির বিন্দু নয়, কোনও শক্ত কিছু।

তিনি সেটি হাতে তুলে দেখেন। মনে হয় এটা অন্য কিছু। দ্রুত ওই পার্কের বিশেষজ্ঞদের দেখান জিনিসটি। তাঁরা নিশ্চিত করেন ওই যুবতী একটি হিরেই খুঁজে পেয়েছেন। ২.৩ ক্যারেটের একটি রংহীন হিরে। যা একটি আংটির জন্য যথেষ্ট।

তাঁর এক প্রায় অসম্ভব ভাবনা যে এভাবে সত্যি হবে তা ভাবতেও পারেননি ওই যুবতী। তিনি ওই হিরেটি হাতে পেয়ে কেঁদে ফেলেন। সকলেই মেনে নিয়েছেন দোকান থেকে না কিনে এভাবে পৃথিবীর বুক থেকে বিয়ের আংটির জন্য হিরে খুঁজে নেওয়া সত্যিই চমকপ্রদ।

বিয়ের অনুষ্ঠানে মর্মা;;ন্তিক ঘটনার সাক্ষী রইলেন আমন্ত্রিত অতিথিরা। আবার বিয়েবাড়িতে নাচতে নাচতে চিরবিদায়ের ঘটনা। বিয়ের ...
22/08/2025

বিয়ের অনুষ্ঠানে মর্মা;;ন্তিক ঘটনার সাক্ষী রইলেন আমন্ত্রিত অতিথিরা। আবার বিয়েবাড়িতে নাচতে নাচতে চিরবিদায়ের ঘটনা। বিয়ের মঞ্চে নাচতে নাচতে লুটিয়ে পড়লেন এক মহিলা। প্রথমে অজ্ঞান হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। কাঞ্চিপুরমের বাসিন্দা ওই মহিলার নাম জিভা। বয়স ৪৫। তিনি তাঁর স্বামীর সঙ্গে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। বিয়ের আনন্দের মুহূর্ত উদ্‌যাপন করার জন্য অনেকেই মঞ্চে উঠে নাচছিলেন। সেই দলে ছিলেন জিভাও। নাচতে নাচতে মঞ্চে পড়ে যাওয়ার মুহূর্তটি ধরা পড়েছে ক্যামেরায়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি HPR নিউজ নেটওয়ার্ক।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মামল্লাপুরমে একটি বিয়ের অনুষ্ঠানে জিভা অন্যান্য আমন্ত্রিত মহিলার সঙ্গে মঞ্চে লাইভ গানের তালে নাচছিলেন। আচমকাই তিনি মঞ্চে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান বলে জানা গিয়েছে। জিভাকে শীঘ্রই নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর আচমকা মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বিয়ের আনন্দ অনুষ্ঠানে। জিভার স্বামী চেন্নাইয়ের খ্যাতনামী ব্যবসায়ী। এই দম্পতির দুই সন্তান রয়েছে। কেন এই ভাবে জিভা শেষ হল সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।

হৃদয়বিদারক এই ভিডিয়োটি স্থানীয় একটি সংবাদমাধ্যম ‘পিটিটিভিনিউজ়’-এর এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়ো দেখে বহু নেটাগরিকই শিউরে উঠেছেন। এর আগেও মধ্যপ্রদেশের বিদিশাতে বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে শেষ হয়ে পড়েছিলেন ইনদওরের বাসিন্দা পরিণীতা জৈন। কখনও জিম করতে গিয়ে, কখনও নাচতে গিয়ে, কখনও আবার কথা বলতে বলতেই মাটিতে লুটিয়ে পড়ে মা রা যাওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে। এই নিয়ে সমাজমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন বহু নেটাগরিকই।

Address

Panpara Nicher Rasta
Ranaghat Railway Station Area
741402

Telephone

+918653232390

Website

http://habibpurbaralprivatelimited.com/

Alerts

Be the first to know and let us send you an email when HPR News Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HPR News Network:

Share