HPR News HPR News is the No. 1 Bengali portal social news channel.
(3)

রবিবার ভোরে (ভারতীয় সময়) এশিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন ট্রাম্প। তার আগে সমাজমাধ্যমে একটি বিজ্ঞাপনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দি...
26/10/2025

রবিবার ভোরে (ভারতীয় সময়) এশিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন ট্রাম্প। তার আগে সমাজমাধ্যমে একটি বিজ্ঞাপনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। দাবি, ভুয়ো তথ্য প্রচার করা হচ্ছে ওই বিজ্ঞাপনে।

এশিয়া সফরের আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোপে পড়শি দেশ কানাডা। এক ধাক্কায় তাদের পণ্যে আরোপিত শুল্কের পরিমাণ ১০ শতাংশ বাড়িয়ে দিয়েছেন তিনি। জানিয়েছেন, কানাডার একটি বিজ্ঞাপনের কারণে এই পদক্ষেপ। ওই বিজ্ঞাপনে ভুয়ো প্রচার চালানো হয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প।

রবিবার ভোরে (ভারতীয় সময়) মালয়েশিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এশিয়ায় দীর্ঘ সফর রয়েছে তাঁর। দক্ষিণ কোরিয়ায় এশীয়-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন শীর্ষর আলোচনাচক্রে যোগ দেবেন তিনি। সেখানেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও আলাদা করে বৈঠক করতে পারেন। এই সফরে রওনা হওয়ার আগে সমাজমাধ্যমে কানাডার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাম্প। দাবি, ভুয়ো তথ্য প্রচার করা হচ্ছে জেনেও বিজ্ঞাপনটি তুলে নিতে পদক্ষেপ করেনি কানাডা সরকার।

সম্প্রতি কানাডায় মার্কিন শুল্কের বিরুদ্ধে একটি বিজ্ঞাপন প্রচারিত হয়েছে। সেখানে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তথা রক্ষণশীল নেতা রোনাল্ড রিগানের একটি পুরনো ভাষণের কিছু অংশ ব্যবহার করা হয়। অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে প্রাক্তন প্রেসিডেন্টের ভাষণ ভুল ভাবে উপস্থাপিত করা হয়েছে। রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন অ্যান্ড ইনস্টিটিউটের তরফেও বিজ্ঞাপনটিকে ভুয়ো বলা হচ্ছে। দাবি, এটি তৈরির সময় তাদের অনুমতি নেওয়া হয়নি।

বস্তুত, ১৯৮৭ সালের ২৫ এপ্রিল রেডিয়োতে শুল্কের বিরুদ্ধে পাঁচ মিনিটের একটি ভাষণ দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড। মুক্ত ও স্বচ্ছ বাণিজ্যের কথা তিনি বলেছিলেন। প্রাক্তন প্রেসিডেন্টের সেই ভাষণ নতুন করে সম্পাদনার মাধ্যমে বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে, দাবি আমেরিকার একাধিক সংবাদমাধ্যমে। কানাডা সরকার এই বিজ্ঞাপনটি কিনে নেয় এবং অনেক মার্কিন চ্যানেলে তা সম্প্রচার করা হয়।

ট্রাম্প সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘রোনাল্ড রিগানের শুল্ক সংক্রান্ত বক্তৃতা নিয়ে একটি ভুয়ো বিজ্ঞাপন প্রচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে কানাডা। রিগান ফাউন্ডেশনও জানিয়েছে, এই বিজ্ঞাপন প্রাক্তন প্রেসিডেন্টের বক্তব্যকে বিকৃত করছে। ওই বক্তব্য ব্যবহার করার জন্য বা এডিট করার জন্য সংগঠনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি।’’

কানাডা সরকারকে তুলোধনা করে তিনি আরও লেখেন, ‘‘এই বিজ্ঞাপনের একটাই উদ্দেশ্য ছিল। কানাডার সরকার ভেবেছিল, আমেরিকার সুপ্রিম কোর্ট ওদের বাঁচিয়ে দেবে। কিন্তু কানাডার উচ্চ শুল্কের মোকাবিলা এখন আমেরিকা করতে পারে। জাতীয় স্বার্থে শুল্ক রিগানও পছন্দ করতেন।’’

আমেরিকা এবং কানাডা উত্তর আমেরিকা বাণিজ্য চুক্তির (USMCA) অধীনে রয়েছে। এই চুক্তির শর্ত অনুসারে, ৮৫ শতাংশ বাণিজ্যিক লেনদেন বিনা শুল্কে হয়ে থাকে। বাকি পণ্যের ক্ষেত্রে কানাডার বিরুদ্ধে গত অগস্টেই ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। ইস্পাত, অ্যালুমিনিয়ামের মতো পণ্যে আমেরিকার শুল্কের কারণে কানাডার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরও ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে এ বার শুল্ক দাঁড়াল ৪৫ শতাংশে।

26/10/2025

অগ্নি ও কে-৪ ক্ষে'পণা'স্ত্রের উপর নজর, কোকো দ্বীপে চীনের গু'প্ত ঘাঁ'টির

26/10/2025

নজিরবিহীন ঘটনা আলিপুরদুয়ারে, দেহ বদলে গেল

কানাডার উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপালেন ক্ষুব্ধ ট্রাম্প, হঠাৎ কী হল?
26/10/2025

কানাডার উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপালেন ক্ষুব্ধ ট্রাম্প, হঠাৎ কী হল?

অন্ধ্রে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'মন্থা', জগদ্ধাত্রী পুজোয় ভারী বৃষ্টির শঙ্কা বঙ্গে।
26/10/2025

অন্ধ্রে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'মন্থা', জগদ্ধাত্রী পুজোয় ভারী বৃষ্টির শঙ্কা বঙ্গে।

অতীতে সিআইএ-র গুপ্ত তথ্য ফাঁস করার অভিযোগে কিরিয়াকুকে গ্রেফতার করেছিল মার্কিন সরকার। বিচারে ৩০ মাসের জেল হয় তাঁর। সাজা ভ...
25/10/2025

অতীতে সিআইএ-র গুপ্ত তথ্য ফাঁস করার অভিযোগে কিরিয়াকুকে গ্রেফতার করেছিল মার্কিন সরকার। বিচারে ৩০ মাসের জেল হয় তাঁর। সাজা ভোগও করেছিলেন তিনি।

অপারেশন সিঁদুর এবং ভারত-পাকিস্তান সং/ঘা/তপর্বের পর ইসালামাবাদের পরমাণু অস্ত্রের ‘নিয়ন্ত্রণ’ সম্পর্কে সংশয় প্রকাশ করেছিলেন তিনি। মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র প্রাক্তন অফিসার জন কিরিয়াকু এ বার দাবি করলেন, প্রয়াত প্রাক্তন সেনাশাসক পারভেজ মুশারফের জমানায় পরমাণু অস্ত্রের কমান্ড ও নিয়ন্ত্রণের ক্ষমতা ওয়াশিংটনের হাতে তুলে দিয়েছিল ইসলামাবাদ।

সিআইএ-র সন্ত্রা/সবি/রোধী ডেস্কের প্রাক্তন আধিকারিক কিরিয়াকু এক সময়ে ছিলেন পাকিস্তানেও। গত জুলাই মাসে একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, ইসলামাবাদের যাবতীয় পরমাণু হাতিয়ার পেন্টাগনের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, ‘‘পরমাণু অস্ত্রের কমান্ড এবং নিয়ন্ত্রণ বেশ কয়েক বছর আগেই পাক সরকার একজন মার্কিন জেনারেলের হাতে তুলে দিয়েছে। ফলে প্রতিবেশী ভারতের সঙ্গে পরমাণু যু/দ্ধের আশঙ্কা অনেকটাই কমে গিয়েছে।’’

কিরিয়াকু মঙ্গলবার সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ‘‘কোটি কোটি ডলার অনুদান দিয়ে জেনারেল পারভেজ মুশারফকে কিনে নিয়েছিল আমেরিকা। তিনিই পরমাণু অস্ত্রের চাবি এক মার্কিন জেনারেলের হেফাজতে দিয়েছিলেন।’’ প্রায় ১৫ বছর সিআইএ-র নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কিরিয়াকুর কথায়, ‘‘আমরা পাক পরমাণু অস্ত্র কিনে নিয়েছিলাম।’’

সিআইএ-র গুপ্ত তথ্য ফাঁস করার অভিযোগে ২০১২ সালে কিরিয়াকুকে গ্রেফতার করেছিল মার্কিন সরকার। বিচারে ৩০ মাসের জেল হয় তাঁর। সেই শাস্তি ভোগ করা সত্ত্বেও ‘স্বভাব’ পাল্টাননি তিনি।

সমস্তিপুরে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরের গ্রাম থেকে শুক্রবার আনুষ্ঠানিক ভাবে বিহারের বিধানসভা ভোটের প্রচা...
25/10/2025

সমস্তিপুরে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরের গ্রাম থেকে শুক্রবার আনুষ্ঠানিক ভাবে বিহারের বিধানসভা ভোটের প্রচার শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

বিহারের বিধানসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজরে অনগ্রসর জনগোষ্ঠীর (ওবিসি) ভোট। শুক্রবার সমস্তিপুরে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরের গ্রাম থেকে দ্বিতীয় দফার প্রচার কর্মসূচি শুরু করলেন তিনি। মোদীর সঙ্গে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার এবং কর্পূরীর পুত্র তথা বিহারের জেডিইউ মন্ত্রী রামনাথ ঠাকুর।

কর্পুরীর জন্মস্থানে শ্রদ্ধা নিবেদনের পরে সমস্তিপুরেরই দুধপুরায় জনসভা করেন মোদী। এর পরে বেগুসরাইয়ে বিজেপির প্রচার কর্মসূচিতে যোগ দিতে যান। প্রসঙ্গত, ১৯৭০-৭১ এবং ১৯৭৭-৭৯, দু’দফায় বিহারে কংগ্রেস বিরোধী জোটের মুখ্যমন্ত্রী ছিলেন অনগ্রসর জনগোষ্ঠীর নেতা কর্পূরী। ১৯৭৮ সালে জনতা পার্টির সরকারের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনিই প্রথম বিহারে অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছিলেন। জনতা-জমানাতেই গঠিত হয়েছিল মণ্ডল কমিশন, যাকে হাতিয়ার করে হিন্দিবলয়ে রাজনৈতিক উত্থান ঘটেছিল লালুপ্রসাদ, নীতীশ, মুলায়ম সিংহ যাদব, শরদ যাদবদের।

গত বছর লোকসভা ভোটের আগে কর্পূরীকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মোদী বুঝিয়ে দিয়েছিলেন অনগ্রসর ভোটব্যাঙ্কই এ বার তাঁর লক্ষ্য। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জাতগণনার প্রতিশ্রুতির জবাবে মোদী বার বার নিজের ‘ওবিসি পরিচয়’ তুলে ধরেছেন। এ বারের বিধানসভা ভোটেও সেটি তাঁর অন্যতম প্রচারকৌশল হতে চলেছে।

এর পাশাপাশি প্রধানমন্ত্রী শুক্রবার লালু-রাবড়ির জমানায় ‘দুর্নীতি’ এবং ‘জঙ্গলরাজে’র অভিযোগও তুলেছেন। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় দিল্লির আদালতে লালু, তাঁর স্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং লালু-পুত্র তেজস্বী যাদবের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। সেই প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘‘ওই নেতারা জামিন পেয়েছেন বলে এখনও বাইরে রয়েছেন।’’ সেই সঙ্গে আরজেডির প্রতীকচিহ্নকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, ‘‘এখন অনেক আধুনিক সরঞ্জাম এসে গিয়েছে। লন্ঠনের আর প্রয়োজন হয় না।’’

বিধানসভা ভোট ঘোষণার আগে বিহারে ধারাবাহিক ভাবে সরকারি এবং দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছেন মোদী। কিন্তু শুক্রবার থেকে আনুষ্ঠানিক ভাবে বিধানসভা ভোটের প্রচার শুরু করলেন তিনি। ঘটনাচক্রে, বৃহস্পতিবার বিরোধী জোট ‘মহাগঠবন্ধনে’র বৈঠকে লালু-পুত্র তেজস্বীকে ‘মুখ্যমন্ত্রী পদপ্রার্থী’ ঘোষণা করে হয়েছিল। বিহারে এনডিএ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ভাবে নীতীশের নাম ঘোষণা না-করার খোঁচাও দিয়েছিলেন তেজস্বী। কিন্তু মোদী শুক্রবার কার্যত সেই বিতর্কে জল ঢেলে দিয়ে বলেন, ‘‘নীতীশ কুমারের নেতৃত্বে বিধানসভা ভোটে জয়ের নতুন নজির গড়বে এনডিএ।’’

মাঝের কয়েক বছর বাদ দিলে প্রায় দু’দশক ধরে বিহারে ক্ষমতা ধরে রেখেছে এনডিএ। জোট বদলে বারে বারে নীতীশই মুখ্যমন্ত্রী হয়েছেন। মোদী শুক্রবার বিহারে ‘জঙ্গলরাজের অবসান’ এবং উন্নয়নের জন্য নীতীশকে কৃতিত্ব দিয়ে বুঝিয়ে দিলেন, এ বারের মেয়াদেও তাঁকেই পটনার কুর্সিতে চাইছে বিজেপি।

25/10/2025

জলপাইগুড়ি থেকে সামসি হয়ে ভুটান — নতুন রেলপথে দুই দেশ যুক্ত

25/10/2025

Ola Uber কে টক্কর দিতে আছে *ভারত ট্যাক্সি*

25/10/2025

“বাগরাম”-এ ভারতের বিস্ময়কর প্রত্যাবর্তন! তালেবানের সঙ্গে চুক্তিতে চা'ঞ্চ'ল্য

পা ছুঁয়ে প্রণাম, প্রাক্তন তৃণমূল বিধায়ককে পদ্ম উপহার শুভেন্দুর! ছাব্বিশের আগে দলবদল?
25/10/2025

পা ছুঁয়ে প্রণাম, প্রাক্তন তৃণমূল বিধায়ককে পদ্ম উপহার শুভেন্দুর! ছাব্বিশের আগে দলবদল?

মায়ের দিব্যি কাটো...', ৪ কোটির খোরপোশ বিতর্কে ধনশ্রীকে খোঁচা দিয়েও পোস্ট ডিলিট চাহালের!
25/10/2025

মায়ের দিব্যি কাটো...', ৪ কোটির খোরপোশ বিতর্কে ধনশ্রীকে খোঁচা দিয়েও পোস্ট ডিলিট চাহালের!

Address

Panpara Nicher Rasta
Ranaghat Railway Station Area
741402

Telephone

+918653232390

Website

http://habibpurbaralprivatelimited.com/

Alerts

Be the first to know and let us send you an email when HPR News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HPR News:

Share