মহান ভারত

মহান ভারত Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মহান ভারত, Video Creator, Panpara nicher rasta, Panpara, Raypara , Habibpur , Nadia, Ranaghat.

ভারতবর্ষের সমাজের কল্যাণকারী অথবা অকল্যাণকারী ব্যক্তিদের বা সংগঠনের কিংবা বিদেশের কার্যকলাপের সম্পর্কে অবগত করার চেষ্টা লেখার মাধ্যমে অথবা ভিডিও প্রতিবেদনের মাধ্যমে জানানোর যথাযথ প্রয়াস করা হবে ।

বন্দি বিনিময়ের পর ট্রাম্পের প্রশংসায় মোদী! সমর্থন জানালেন গাজ়ায় শান্তি ফেরানোর প্রচেষ্টাকেবন্দি মুক্তির বিষয়টিকে স্বাগত...
14/10/2025

বন্দি বিনিময়ের পর ট্রাম্পের প্রশংসায় মোদী! সমর্থন জানালেন গাজ়ায় শান্তি ফেরানোর প্রচেষ্টাকে
বন্দি মুক্তির বিষয়টিকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, এই মুক্তি বন্দিদের পরিবারকে আরও সাহসী করে তুলবে।

গাজ়ায় শান্তি ফেরানোর প্রচেষ্টার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও এক বার ‘সমর্থন’ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তা-ই নয়, ট্রাম্পের প্রচেষ্টাকে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। পাশাপাশি, ট্রাম্পের শান্তিপ্রস্তাবের প্রথম পর্বে ‘চুক্তি’ মেনে পণবন্দিদের মুক্তিকে স্বাগত জানান মোদী।

২০২৩ সালের ৭ অক্টোবর ইজ়রায়েলে আচমকাই হামলা চালিয়েছিল প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাস। পণবন্দি করেন বেশ কয়েক জন ইজ়রায়েলিকে। তার পর থেকে হামাস এবং ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষই বহু মানুষকে পণবন্দি করে। তবে শান্তিপ্রস্তাবের শর্ত মেনে সংঘর্ষ চলাকালীন বন্দি হওয়া ইজ়রায়েলি এবং প্যালেস্টাইনিদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। হামাস দু’দফায় ২০ জন জীবিত ইজ়রায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে। আর সোমবার বিকেল (ভারতীয় সময়) পর্যন্ত ইজ়রায়েল মুক্তি দিয়েছে প্রায় দু’হাজার বন্দিকে।

বন্দি মুক্তির বিষয়টিকে স্বাগত জানান মোদী। তিনি জানান, এই মুক্তি বন্দিদের পরিবারকে আরও সাহসী করে তুলবে। তার পরেই শান্তিপ্রচেষ্টার জন্য ট্রাম্পকেও শ্রদ্ধা জানান। একই সঙ্গে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ‘দৃঢ় সংকল্প’-এর কথাও উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী। শেষে গাজ়ায় শান্তি ফিরিয়ে আনার জন্য ট্রাম্পের প্রচেষ্টার সমর্থনও জানান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার ট্রাম্পকে ফোন করে গাজ়ায় শান্তিপ্রতিষ্ঠার জন্য অভিনন্দন জানিয়েছিলেন মোদী। ট্রাম্পের পাশাপাশি গাজ়ায় শান্তিচুক্তির জন্য ইজ়রায়েলি প্রধানমন্ত্রীকে ফোন করেও অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

সোমবার থেকে মিশরের শর্ম-আল-শেখ শহরে শুরু হয়েছে ‘শান্তি সম্মেলন’। সেই সম্মেলনে মোদীকে আমন্ত্রণ জানান ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতেহ্‌ আল-সিসি। আমেরিকা এবং মিশরের সভাপতিত্বেই ওই সম্মেলন আয়োজিত হচ্ছে। একেবারে শেষ মূহূর্তে (বৈঠকের দু’দিন আগে, শনিবার) আমন্ত্রণ জানানো হয় মোদীকে। তবে তিনি যোগ দেবেন কি না, তা নিয়ে সংশয় ছিল। রবিবার জানা যায়, মোদী ‘শান্তি সম্মেলন’-এ যোগ দিতে মিশর যাচ্ছেন না। তাঁর বদলে ভারতের তরফে উপস্থিত থাকবেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ।

বাংলায় সাইবার হানা পাকিস্তানের, জেলা পরিষদের ওয়েবসাইট হ্যাক করল ‘হাজারদৌস সাইবার টিম’রাজ্যে সাইবার হানা পাকিস্তানের সংগ...
14/10/2025

বাংলায় সাইবার হানা পাকিস্তানের, জেলা পরিষদের ওয়েবসাইট হ্যাক করল ‘হাজারদৌস সাইবার টিম’

রাজ্যে সাইবার হানা পাকিস্তানের সংগঠনের। আলিপুরদুয়ার জেলার জেলা পরিষদের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হাজারদৌস সাইবার টিম। শুক্রবার দুপুরের পর ওয়েবসাইট খুলতেই পেজে পাকিস্তানের জাতীয় পতাকা দেখতে পান দপ্তরের আধিকারিকরা। সেই পতাকার নিচে লেখা 'Hahaha endian website got owned? keep dreaming about digital india!' তার নিচে লেখা your top universities haccked by pakistani.' ভারতের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় হ্যাক করেছে পাকিস্তান। ঘটনায় হতভম্ব জেলা পরিষদের আধিকারিকরা। দ্রুত ঘটনাটি আলিপুরদুয়ার সাইবার থানায় জানানো হয়েছে। এমনকী ওয়েবসাইট যারা তৈরি করেছে সেই সংস্থাকেও এই বিষয়ে জানানো হয়েছে। বর্তমানে আলিপুরদুয়ার জেলা পরিষদের সমস্ত অনলাইনের কাজ বন্ধ।

জানা গিয়েছে, ওয়েবসাইটটি বেশ কয়েকদিন ধরেই অচল অবস্থায় ছিল। সংশ্লিষ্ট সংস্থা ওয়েবসাইটটিকে সচল করবার কাজ চালাচ্ছিলেন। তার মাঝেই ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তান। বর্তমানে আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইটে টেন্ডার সম্পর্কিত সমস্ত কাজকর্ম বন্ধ।

এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব জানান, শুক্রবার সন্ধ্যায় আমাদের কাছে জেলা পরিষদের ওয়েবসাইট হ্যাক করার খবর আসে। ওয়েবসাইটটি খুললেই দেখা যাচ্ছে, সেখানে পাকিস্থানের একটি পতাকা দেখা যাচ্ছে। পাকিস্থানের হাজারদৌস নামে সাইবার টিম ওয়েবসাইটটি হ্যাক করেছে। তাতে ভারতকে নিশানা করে বেশ কিছু লাইন লেখা রয়েছে। খোঁজ নিয়ে দেখা গিয়েছে, এখনও আমাদের ওয়েবসাইট ব্যবহার করে কোনরকম অপরাধমূলক কাজ করা হয়নি। ওয়েবসাইট দেখভালের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সংস্থাকেও বিষয়টি জানানো হয়েছে। তারা বিষয়টি দেখছে। সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে দু'দিনের মধ্যে সমস্যা সমাধানের কথা জানিয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। যদি কোনো অপরাধ মূলক কিছু নজরে আসে, আইনত যা ব্যবস্থা নেওয়ার তাই নেওয়া হবে।

এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদার জানান, নরেন্দ্র মোদির আমলে দেশের নিরাপত্তা যে বারবার বিঘ্নিত হচ্ছে এটা তার প্রমাণ। কারণ পাকিস্থানের সাইবার অপরাধীরা আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইটে হানা দিয়েছে, এই ধরনের সাইবার আক্রমণ থেকে রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। যেমন সমতলে আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তার দায়িত্ব বিএসএফ করে, তেমনি সাইবার অপরাধ আটকানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। বিজেপি সরকার নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলছে।

এদিকে আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইট হ্যাক নিয়ে বিজেপির জেলা সভাপতি মিঠু দাস পালটা রাজ্য সরকারকে দায়ী করে বলেন, "সম্প্রতি কাশ্মীরে হিন্দু পর্যটকদের হত্যার প্রতিঘাত হিসাবে পাকিস্তানের ভূমিতে অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনা। সেনার অপারেশনে পাকিস্তান সীমান্তে থাকা বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি নষ্ট করে দেওয়া হয়। কোণঠাসা পাকিস্তান। এই ধরনের সামান্য সাইবার হ্যাক করে পাকিস্তান কখনই ভারতের ক্ষতি করতে পারবে না।"

আলিপুরদুয়ার জেলা পরিষদের সাইট হ্যাক নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ নিয়ে মিঠু দাস বলেন, "এই ঘটনার জন্য সমস্ত দায়ভার রাজ্য সরকারের। রাজ্যের নিজের সাইবার নিরাপত্তারক্ষী রয়েছে। তারা ব্যর্থ হচ্ছে আর তার জন্য কেন্দ্রকে দোষারোপ করছে।"

🚆🇮🇳 আর কোন রেলগেট থাকবে না! 😍ভারতীয় রেল ঘোষণা করেছে —দেশের সব রেলক্রসিংয়ে তৈরি হবে আন্ডারপাস বা ওভারপাস, যাতে রেলগেটের ঝ...
14/10/2025

🚆🇮🇳 আর কোন রেলগেট থাকবে না! 😍

ভারতীয় রেল ঘোষণা করেছে —
দেশের সব রেলক্রসিংয়ে তৈরি হবে আন্ডারপাস বা ওভারপাস, যাতে রেলগেটের ঝামেলা চিরতরে শেষ! 🙌✨

এটাই আধুনিক ভারতের দৌড়! 💪
বলুন তো, এই খবরে কে না গর্বিত হবে? ❤️🇮🇳

🇮🇳 BSF  ইতিহাসে এই প্রথম বার, বিএসএফ বিমান বাহিনীর প্রথম মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার হলেন ভাবনা চৌধুরী
13/10/2025

🇮🇳 BSF ইতিহাসে এই প্রথম বার, বিএসএফ বিমান বাহিনীর প্রথম মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার হলেন ভাবনা চৌধুরী




কৃষকরাও পেলেন দীপাবলির উপহার! জোড়া প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর, খরচ হবে ৩৫,৪৪০ কোটি!প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শন...
12/10/2025

কৃষকরাও পেলেন দীপাবলির উপহার! জোড়া প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর, খরচ হবে ৩৫,৪৪০ কোটি!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার কৃষিক্ষেত্রের জন্য মোট ৩৫,৪৪০ কোটি টাকার ২ টি বড় প্রকল্প চালু করেছেন। যার মধ্যে রয়েছে দেশে (India) ডালের আমদানি নির্ভরতা কমাতে “ডাল আত্মনির্ভরতা মিশন”। এই কার্যক্রমটি সমাজতান্ত্রিক নেতা জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকীর আবহে আয়োজিত হয়েছিল। উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী কৃষি থেকে শুরু করে পশুপালন, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণ সেক্টরে ৫,৪৫০ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন করেন এবং প্রায় ৮১৫ কোটি টাকার অন্যান্য প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

দেশের (India) কৃষকদের জন্য বড় উপহার কেন্দ্রের:
“ডাল আত্মনির্ভরতা মিশন”-এর জন্য ১১,৪৪০ কোটি টাকা ব্যয় করা হবে এবং এর লক্ষ্য হল ২০৩০-৩১ ফসল বর্ষের মধ্যে ডাল উৎপাদন বর্তমান ২৫২.৩৮ লক্ষ টন থেকে ৩৫০ লক্ষ টনে বৃদ্ধি করার মাধ্যমে দেশের আমদানি নির্ভরতা কমানো।

এছাড়াও, ২৪,০০০ কোটি টাকার “প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা”-র লক্ষ্য হল দেশের (India) ১০০ টি নিম্ন ফলনযুক্ত কৃষি জেলাকে পুনরুজ্জীবিত করা। এই প্রকল্পটি উৎপাদনশীলতা বৃদ্ধি, ফসলের বৈচিত্র্য বৃদ্ধি, সেচ ও সংরক্ষণের উন্নতি এবং ১০০ টি নির্বাচিত জেলায় সহজে ঋণের সুযোগ প্রদানের উপর জোর দেবে। উভয় প্রকল্পই ইতিমধ্যেই মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে এবং আসন্ন রবি মরশুম থেকে ২০৩০-৩১ সাল পর্যন্ত চলবে।

এদিকে, প্রধানমন্ত্রীর উদ্বোধন করা প্রকল্পগুলির মধ্যে রয়েছে বেঙ্গালুরু এবং জম্মু ও কাশ্মীরে কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ কেন্দ্র, আমরেলি এবং বানাসে উৎকর্ষ কেন্দ্র, এছাড়াও রয়েছে রাষ্ট্রীয় গোকুল মিশনের অধীনে আসামে একটি আইভিএফ ল্যাবরেটরি, মেহসানা, ইন্দোর এবং ভিলওয়ারায় দুধের গুঁড়ো কারখানা এবং তেজপুরে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে একটি মাছের খাবারের কারখানা।

ওই অনুষ্ঠান চলাকালীন, প্রধানমন্ত্রী জাতীয় প্রাকৃতিক কৃষি মিশনের অধীনে সার্টিফায়েড কৃষক (India) ছাড়াও, মৈত্রী টেকনিশিয়ান এবং প্রাথমিক কৃষি সমবায় ঋণ সমিতি (PACS) তথা সাধারণ পরিষেবা কেন্দ্রে (CSC) পরিবর্তিত প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্রের (PMKSK) সদস্যদের শংসাপত্র প্রদান করেন। এই অনুষ্ঠানে সরকারি উদ্যোগের অধীনে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। যার মধ্যে রয়েছে ১০,০০০ কৃষক উৎপাদক সংগঠনে (FPO) ৫০ লক্ষ কৃষক সদস্যপদ। প্রধানমন্ত্রী মোদী ডাল চাষে নিযুক্ত কৃষকদের সঙ্গেও মতবিনিময় করেন। এই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, মৎস্য, পশুপালন ও দুগ্ধমন্ত্রী রাজীব রঞ্জন সিং এবং কৃষি প্রতিমন্ত্রী ভগীরথ চৌধুরী উপস্থিত ছিলেন।

মাত্র ১৬ বছরের কেরালার রাউল জন আজু তৈরি করেছে ১০টিরও বেশি এআই টুলস! 🤖সে শুধু নিজের ব্যক্তিগত এআই অ্যাসিস্ট্যান্টই বানায়...
12/10/2025

মাত্র ১৬ বছরের কেরালার রাউল জন আজু তৈরি করেছে ১০টিরও বেশি এআই টুলস! 🤖

সে শুধু নিজের ব্যক্তিগত এআই অ্যাসিস্ট্যান্টই বানায়নি, বরং নিজের স্টার্টআপে নিজের বাবাকেও চাকরি দিয়েছে! 👏💪

অসাধারণ প্রতিভা, ভারতের ভবিষ্যৎ সুরক্ষিত! 🌟

পাকিস্তান যে কত বড় ‘জোকার’, প্রমাণ দিল ভারতীয় বায়ুসেনা; 'বোমা' ফেলে কাড়ল ‘সুখ’!অনেকদিন ধরে অলীক কল্পনার জগতে বসেছিল পা...
11/10/2025

পাকিস্তান যে কত বড় ‘জোকার’, প্রমাণ দিল ভারতীয় বায়ুসেনা; 'বোমা' ফেলে কাড়ল ‘সুখ’!

অনেকদিন ধরে অলীক কল্পনার জগতে বসেছিল পাকিস্তান। সেই ‘সুখ’-টা কেড়ে নিল ভারতীয় বায়ুসেনা। অপারেশন সিঁদুরের সময় থেকে পাকিস্তানের একটি মহলের তরফে মিথ্যে ছড়ানো হচ্ছিল যে ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিংকে নাকি আটক করা হয়েছে। সেটা এমনই হাস্যকর পর্যায়ের দাবি ছিল যে ভারতের তরফে পাত্তাও দেওয়া হয়নি। উত্তর দেওয়া তো দূরের ব্যাপার ছিল।

শুক্রবার ভারতীয় বায়ুসেনার ট্রেনিং কম্যান্ডের তরফে ছবি পোস্ট করে জানানো হয়েছে, বৃহস্পতিবার তামিলনাড়ুর তাম্বরমে 'কোয়ালিফায়েড ফ্লাইং ইনস্ট্রাকটর'-র ব্যাজ তুলে দেওয়া হয়েছে স্কোয়াড্রন লিডার শিবাঙ্গীর হাতে। স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী ছাড়াও মোট ৫৮ জন সেই ব্যাজ অর্জন করেছেন। অর্থাৎ সবমিলিয়ে ৫৯ জন অফিসারকে বৃহস্পতিবার 'কোয়ালিফায়েড ফ্লাইং ইনস্ট্রাকটর'-র ব্যাজ দেওয়া হয়েছে।

আর ভারতীয় বায়ুসেনার তরফে সরকারিভাবে সেই ছবি প্রকাশ করার পরে পাকিস্তানকে ‘জোকার’ বলে কটাক্ষ করেছেন অনেকেই। সেইসঙ্গে একটি বিদেশি সংবাদমাধ্যমকেও নিশানা করেছে। যে সংবাদমাধ্যম অপারেশন সিঁদুরের সময় দাবি করেছিল যে একজন ভারতীয় ফাইটার পাইলটকে আটক করেছে পাকিস্তান। তখনই সেই দাবি করে দিয়েছিল একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।

ভারতের তরফে অবশ্য সরকারিভাবে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট মহলের মতে, স্কোয়াড্রন লিডার শিবাঙ্গীকে যে মিথ্যাচার ছড়ানো হচ্ছিল, তার জবাব দেওয়ার কোনও প্রয়োজনই ছিল না ভারতের। পাকিস্তানের এসব ফালতু, ভিত্তিহীন দাবির উত্তর দিয়ে ছিঁটেফোটাও সময় নষ্ট করতে চায়নি ভারতীয় বায়ুসেনা। ভারতীয় বায়ুসেনা তো পাকিস্তানের তো হাস্যকর নয়। ভারতীয় বায়ুসেনা পেশাদার ও দক্ষ বাহিনী।

তবে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের মিথ্যাচারের অভাব ছিল না। সংঘর্ষবিরতি চুক্তির জন্য ভারতের হাতেপায়ে ধরলেও নিজেদের দেশের লোককে টুপি পরাতে বড়-বড় দাবি করেছে পাকিস্তান। শুধু তাই নয়, ভারতের হাতে চূড়ান্ত পর্যদুস্ত হয়ে বিজয় মিছিল বের করেছিলেন শাহিদ আফ্রিদির মতো লোকজন। সেজন্য জোকার তকমাও পেতে হয়েছে। যদিও তাতে দু'কানকাটা শেহবাজ শরিফদের ছিঁটেফোটা লজ্জা হয়নি।

প্রসিদ্ধ পাঞ্জাবি অভিনেতা ও বিখ্যাত বডিবিল্ডার বরিন্দর সিং ঘুমান-এর আকস্মিক হৃদরোগে মৃত্যু হয়েছে আমৃতসরে 😢তাঁর হঠাৎ চলে ...
11/10/2025

প্রসিদ্ধ পাঞ্জাবি অভিনেতা ও বিখ্যাত বডিবিল্ডার বরিন্দর সিং ঘুমান-এর আকস্মিক হৃদরোগে মৃত্যু হয়েছে আমৃতসরে 😢

তাঁর হঠাৎ চলে যাওয়া ভক্ত ও ফিটনেস দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছে... 🕯️

শ্রদ্ধাঞ্জলি এই প্রতিভাবান মানুষটিকে 🙏

‘বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার চেষ্টাকে অভিনন্দন’, স্টার্মার তারিফ করলেন মোদীরবুধবার ভারত সফরে মুম্বই এসে...
10/10/2025

‘বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার চেষ্টাকে অভিনন্দন’, স্টার্মার তারিফ করলেন মোদীর
বুধবার ভারত সফরে মুম্বই এসে পৌঁছন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়র স্টার্মার। প্রধানমন্ত্রী হওয়ার পরে এটাই তাঁর প্রথম ভারত সফর। দু’দিনের সফরে বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ প্রযুক্তির ক্ষেত্রে ভারত-ব্রিটেন সম্পর্ক জোরদার করা তাঁর লক্ষ্য।

ভারত সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। বৃহস্পতিবার মুম্বইয়ে ওই বৈঠকের পরে তাঁরা দেশের বাণিজ্যিক রাজধানীতে শিল্প ও বাণিজ্যমহলের শীর্ষকর্তা এবং উদ্যোগপতিদের সম্মেলনে যোগ দিলেন এক সঙ্গে।

মোদীর সঙ্গে বৈঠকের পরে স্টার্মার বলেন, ‘‘নরেন্দ্র মোদী ২০২৮ সালের মধ্যে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করতে চান। আমি তাঁকে অভিনন্দন জানাই। ২০৪৭ সালের মধ্যে আপনার বিকশিত ভারতের স্বপ্ন পূরণ হবে।” সম্প্রতি শুল্কযুদ্ধে আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের অর্থনীতিকে ‘মৃত’ বলেছিলেন। সেই প্রেক্ষিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বৃহস্পতিবারের মন্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন অনেকেই। সেই সঙ্গে মোদীর উদ্বেগে সায় দিয়ে স্টার্মার জানিয়েছেন, ব্রিটেনের মাটিতে খলিস্তানপন্থী জঙ্গিদের ভারতবিরোধী কার্যকলাপ বরদাস্ত করবে না তাঁর সরকার।

বুধবার ভারত সফরে মুম্বই এসে পৌঁছন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়র স্টার্মার। প্রধানমন্ত্রী হওয়ার পরে এটাই তাঁর প্রথম ভারত সফর। দু’দিনের সফরে বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ প্রযুক্তির ক্ষেত্রে ভারত-ব্রিটেন সম্পর্ক জোরদার করা তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। গত জুলাই মাসে দুই দেশ মুক্ত বাণিজ্যচুক্তিতে স্বাক্ষর করেছিল। এই পদক্ষেপ আর্থিক দিক থেকে শক্তিশালী করবে এবং সেই সঙ্গে দু’দেশে কর্মসংস্থানও বৃদ্ধি করবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী মোদী।

মুম্বইয়ে দু’দেশের দেড়শোর বেশি উদ্যোগপতির সম্মেলনে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বলেন, ‘‘এর ফলে উভয় দেশের আমদানি ব্যয় হ্রাস পাবে। উৎপাদক এবং উপভোক্তা উভয়ই উপকৃত হবেন। সেই সঙ্গে যুবসমাজও কর্মসংস্থানের সুযোগ পাবে।’’ দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি এবং স্টার্মারের এ বারের ভারত সফরকে ‘ঐতিহাসিক’ বলেছেন মোদী। বৃহস্পতিবারের বৈঠকে নয়াদিল্লি-লন্ডন দ্বিপাক্ষিক সহযোগিতার নানা ক্ষেত্রের পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা করেছেন দুই রাষ্ট্রনেতা। স্টার্মার বলেন, ‘‘প্রধানমন্ত্রী (মোদী) এবং আমি ইউক্রেনে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির প্রয়োজনীয়তা, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তার বিষয়টি নিয়েও কথা বলেছি।’’

তরতরিয়ে এগোচ্ছে দেশ! গ্লোবাল ইকোনমির অন্যতম চালিকাশক্তি ভারত, কী জানালেন IMF প্রধান?আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক...
10/10/2025

তরতরিয়ে এগোচ্ছে দেশ! গ্লোবাল ইকোনমির অন্যতম চালিকাশক্তি ভারত, কী জানালেন IMF প্রধান?

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা ভারতের (India) অর্থনীতিকে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান ‘বৃদ্ধির ইঞ্জিন’ বলে আখ্যা দিয়েছেন। তাঁর মতে, এমন এক সময়ে যখন চিনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্রমশ শ্লথ হচ্ছে, তখন ভারত বিপরীতে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আগামী সপ্তাহে ওয়াশিংটনে আইএমএফ এবং বিশ্বব্যাংকের বার্ষিক বৈঠকের আগে এই মন্তব্য করেছেন তিনি। জর্জিয়েভা বলেন, বিশ্ব অর্থনীতির বৃদ্ধির প্যাটার্নে এখন একটি বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে ভারত।

বিশ্ব অর্থনীতিতে ভারতের (India) প্রশংসা
আইএমএফ প্রধানের কথায়, বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ চিত্রে ভারত (India) একটি উজ্জ্বল ব্যতিক্রম। যেখানে চিনের প্রবৃদ্ধি হার ক্রমাগত নিম্নগামী, সেখানে ভারত বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে উঠে আসছে। বর্তমানে বিশ্ব অর্থনীতির পারফরম্যান্স আগের আশঙ্কার তুলনায় অনেক ভালো বলেই মন্তব্য করেছেন তিনি। এ বছর বৈশ্বিক বৃদ্ধির হার প্রায় ৩ শতাংশে থাকার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ।

জর্জিয়েভা, চারটি প্রধান কারণে বিশ্ব অর্থনীতির স্থিতিস্থাপকতা টিকে আছে বলে মনে করেন। প্রথমত, ভারত (India) সহ বহু দেশই কার্যকর মুদ্রানীতি গ্রহণ করেছে এবং আর্থিক নিয়ম-কানুনকে শক্তিশালী করেছে। দ্বিতীয়ত, বৈশ্বিক আর্থিক বাজার এখনও তুলনামূলক অনুকূল পরিবেশ বজায় রেখেছে। তৃতীয়ত, বাণিজ্য যুদ্ধের আশঙ্কা থাকা সত্ত্বেও বিশ্ব অর্থনীতি এখন পর্যন্ত ‘জবাবি পাল্টা প্রতিক্রিয়া’র জালে জড়ায়নি। তবে তিনি সতর্ক করে বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা এখনো পুরোপুরি পরীক্ষিত নয় এবং বৈশ্বিক অনিশ্চয়তা এখন নতুন স্বাভাবিক অবস্থা হয়ে উঠেছে। চতুর্থত, তাঁর মতে বিশ্ব অর্থনৈতিক বাজারে এখনও অনুকূল পরিস্থিতি রয়েছে যার জন্য এখনও অর্থনীতি ভেঙে পড়েনি।

ভারতের (India) শক্তিশালী অর্থনৈতিক অবস্থান নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি বিশ্বব্যাংক ২০২৫-২৬ অর্থবছরের জন্য ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৬.৫ শতাংশ করেছে। চলতি বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭.৮ শতাংশ, যা গত পাঁচ ত্রৈমাসিকের মধ্যে সবচেয়ে বেশি।

ভারতের (India) অর্থনৈতিক সাফল্যের পেছনে রয়েছে দৃঢ় অভ্যন্তরীণ ভোগ, বিনিয়োগ বৃদ্ধি এবং নীতিগত স্থিতিশীলতা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও সম্প্রতি বলেছেন, বৈশ্বিক ধাক্কা সত্ত্বেও ভারতীয় অর্থনীতি তার নিজস্ব গতি বজায় রাখতে সক্ষম হচ্ছে। দেশীয় বিনিয়োগ এবং প্রযুক্তি খাতে উদ্ভাবন ভারতের বৃদ্ধির প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে। তিনি আরও বলেন, বেসরকারি কোম্পানিগুলি দ্রুত পরিবর্তনশীল বাজারের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে এবং নতুন ব্যবসায়িক মডেল গড়ে তুলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কনীতির প্রভাব যতটা ভয়ানক আশঙ্কা করা হয়েছিল, বাস্তবে তা ততটা গুরুতর হয়নি। যদিও জর্জিয়েভা সতর্ক করে দেন যে এর পূর্ণ প্রভাব ভবিষ্যতে ধীরে ধীরে প্রকাশ পাবে।

বিশ্ব অর্থনৈতিক ভারসাম্যে পরিবর্তনের এই সময়ে ভারতের (India) ধারাবাহিক সাফল্য এবং নীতিগত দৃঢ়তা দেশটিকে শুধু দক্ষিণ এশিয়ার নয়, গোটা বিশ্বের প্রবৃদ্ধির নেতৃত্বে নিয়ে এসেছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

ভারত 2030 সালের মধ্যে 6G ইন্টারনেট চালু করার পথে দৌড়াচ্ছে 🚀এই প্রযুক্তি 5G-র থেকে লক্ষ লক্ষ গুণ দ্রুত হবে, প্রায় শূন্য ...
10/10/2025

ভারত 2030 সালের মধ্যে 6G ইন্টারনেট চালু করার পথে দৌড়াচ্ছে 🚀

এই প্রযুক্তি 5G-র থেকে লক্ষ লক্ষ গুণ দ্রুত হবে, প্রায় শূন্য লেটেন্সি থাকবে! এর ফলে শুরু হবে স্মার্ট সিটি, এআই আর IoT-র এক নতুন যুগ 🌐

ভারত এই ক্ষেত্রে বিশ্বের নেতৃত্ব নিতে চলেছে 🇮🇳

তবুও কিছু মানুষ এখনো 4G মোবাইল কিনছে 😅📱

🔥🇮🇳 আরও ৫ টি S- 400 আনতে চলেছে ভারত, এর মধ্যে ৩ টি সরাসরি ক্রয় ও ২ টি যৌথ উদ্যোগে ভারতে তৈরি হবে বলে জানা যাচ্ছে দেশের ...
09/10/2025

🔥🇮🇳 আরও ৫ টি S- 400 আনতে চলেছে ভারত, এর মধ্যে ৩ টি সরাসরি ক্রয় ও ২ টি যৌথ উদ্যোগে ভারতে তৈরি হবে বলে জানা যাচ্ছে দেশের প্রথম সারির সংবাদপত্র গুলি থেকে...




Address

Panpara Nicher Rasta, Panpara, Raypara , Habibpur , Nadia
Ranaghat
RANAGHAT,WESTBENGAL,INDIA741402

Alerts

Be the first to know and let us send you an email when মহান ভারত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category