মহান ভারত

মহান ভারত Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মহান ভারত, Video Creator, Panpara nicher rasta, Panpara, Raypara , Habibpur , Nadia, Ranaghat.

ভারতবর্ষের সমাজের কল্যাণকারী অথবা অকল্যাণকারী ব্যক্তিদের বা সংগঠনের কিংবা বিদেশের কার্যকলাপের সম্পর্কে অবগত করার চেষ্টা লেখার মাধ্যমে অথবা ভিডিও প্রতিবেদনের মাধ্যমে জানানোর যথাযথ প্রয়াস করা হবে ।

আসল দুঃখ হলো... 💔একজন ৮০ বছরের অবসরপ্রাপ্ত শিক্ষক তাঁর সারা জীবনের সঞ্চিত ৫ কোটি টাকা দান করলেন গরিব বাচ্চাদের ভবিষ্যতের...
16/09/2025

আসল দুঃখ হলো... 💔

একজন ৮০ বছরের অবসরপ্রাপ্ত শিক্ষক তাঁর সারা জীবনের সঞ্চিত ৫ কোটি টাকা দান করলেন গরিব বাচ্চাদের ভবিষ্যতের জন্য 🎓👶
কিন্তু দুঃখের বিষয়, এই সত্যিকারের নায়কের কদর কেউ করলো না… 😢🙏

#ভারতেরগর্ব

টেক্কা দিতে পারল না চিনও! মাত্র ৫ মাসেই ১ লক্ষ কোটি টাকার মোবাইল রফতানি করল ভারত!!মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের হাত ধরে ভারত...
16/09/2025

টেক্কা দিতে পারল না চিনও! মাত্র ৫ মাসেই ১ লক্ষ কোটি টাকার মোবাইল রফতানি করল ভারত!!

মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের হাত ধরে ভারত (India) এবার বিশ্ববাজারে নতুন ইতিহাস গড়ল। চলতি অর্থবর্ষের প্রথম পাঁচ মাসেই, অর্থাৎ এপ্রিল থেকে অগস্টের মধ্যে, ভারত থেকে মোবাইল ফোন রফতানি ১ লক্ষ কোটি টাকার সীমা ছাড়িয়ে গেল। গত বছরের একই সময়ের তুলনায় এই রফতানির পরিমাণ বেড়েছে প্রায় ৫৫ শতাংশ, যা এককথায় নজিরবিহীন সাফল্য। বিশেষজ্ঞদের মতে, এই অগ্রগতির মূল চালিকাশক্তি হল কেন্দ্রীয় সরকারের প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ বা পিএলআই স্কিম, যা ভারতে উৎপাদন বাড়াতে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

চিনকে টেক্কা দিল ভারত (India)
ভারতে (India) মোবাইল ফোন তৈরির ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছে অ্যাপলের কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার টাটা ইলেকট্রনিক্স, ফক্সকন ও টাটার অধীনস্থ পেগাট্রন। মূলত এই সংস্থাগুলিই দেশে তৈরি আইফোন বিশ্ববাজারে রফতানির মাধ্যমে এক অসাধারণ সাফল্যের ছবি ফুটিয়ে তুলেছে। চলতি অর্থবর্ষে মোট মোবাইল রফতানির প্রায় ৭৫ শতাংশ অর্থাৎ ৭৫ হাজার কোটি টাকার ফোন রফতানি করেছে এই দুই প্রধান সংস্থা। অ্যাপলের প্রিমিয়াম হ্যান্ডসেট রফতানির ফলে শুধু যে ভারতের রফতানি আয় বেড়েছে তাই নয়, বরং আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থান আরও দৃঢ় হয়েছে।

একসময় ভারত (India) ছিল মূলত মোবাইল ফোন আমদানির উপর নির্ভরশীল। বিদেশ থেকে আসা যন্ত্রাংশ ও প্রস্তুত ফোনই ছিল দেশের চাহিদা পূরণের প্রধান উৎস। কিন্তু পিএলআই স্কিম সেই পুরোনো ছবিটাকে সম্পূর্ণ উলটে দিয়েছে। এই নীতির আওতায় উৎপাদন বাড়াতে কোম্পানিগুলি নানা ধরনের প্রণোদনা পেয়েছে। ফলে বিদেশি সংস্থা যেমন বিনিয়োগ করতে উৎসাহিত হয়েছে, তেমনি দেশীয় সংস্থাগুলিও উৎপাদন বৃদ্ধি করেছে। এর প্রভাব এতটাই গভীর যে ভারত এখন শুধু আত্মনির্ভরই নয়, বরং বিশ্ববাজারে অন্যতম বড় রফতানিকারক দেশ হিসেবেও উঠে এসেছে।

এপ্রিল-জুন ত্রৈমাসিকের তথ্য বলছে, আমেরিকার বাজারে বিক্রি হওয়া মোট স্মার্টফোনের ৪৪ শতাংশই তৈরি হয়েছে ভারতে (India)। এই পরিসংখ্যানই প্রমাণ করে যে ভারত এখন স্মার্টফোন উৎপাদনে চিনকেও পিছনে ফেলে দিচ্ছে। বিশেষত মার্কিন বাজারে ভারতের এই দাপট আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। ভারতের তৈরি স্মার্টফোন এখন শুধু উন্নয়নশীল দেশেই নয়, বরং উন্নত দেশগুলির বাজারেও সমানভাবে প্রতিযোগিতা করছে।

অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সাফল্য ভারতের (India) প্রযুক্তি শিল্পে এক নতুন যুগের সূচনা করেছে। মোবাইল রফতানির বৃদ্ধি যেমন বৈদেশিক মুদ্রা আয় বাড়াচ্ছে, তেমনি দেশীয় কর্মসংস্থানের নতুন দিগন্তও উন্মুক্ত করছে। বড় মাপের উৎপাদন ও রফতানির ফলে আগামী দিনে বহু মানুষ কাজের সুযোগ পাবেন। পাশাপাশি আরও বিনিয়োগ আসবে, যা ভারতের শিল্পক্ষেত্রকে দীর্ঘমেয়াদে শক্ত ভিত দেবে।

সব মিলিয়ে বলা যায়, ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প আর কেবল একটি স্লোগান নয়, বরং বাস্তবে তার সাফল্য বিশ্বমঞ্চে ভারতের (India) অবস্থানকে আরও উঁচুতে তুলে ধরছে। মোবাইল রফতানির এই নজিরবিহীন সাফল্য দেখিয়ে দিল, সঠিক নীতি ও দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে ভারত এখন শুধু ভোক্তা নয়, বরং বৈশ্বিক উৎপাদন ও রফতানির এক গুরুত্বপূর্ণ শক্তি।

সুইজারল্যান্ড থেকে সিভিল সার্ভিসে 🇮🇳✨👉 উচ্চ বেতনের চাকরি ছেড়ে দিলেন সুইজারল্যান্ডে👉 ২০২২ সালে UPSC-তে AIR 164 অর্জন 👏👉 আ...
16/09/2025

সুইজারল্যান্ড থেকে সিভিল সার্ভিসে 🇮🇳✨

👉 উচ্চ বেতনের চাকরি ছেড়ে দিলেন সুইজারল্যান্ডে
👉 ২০২২ সালে UPSC-তে AIR 164 অর্জন 👏
👉 আজ গর্বের সঙ্গে জাতির সেবা করছেন এক সিভিল সার্ভেন্ট হিসেবে 🙏

প্রেরণার আসল উদাহরণ! 🌸

সবসময় শান্তির পক্ষে ভারত 🇮🇳
15/09/2025

সবসময় শান্তির পক্ষে ভারত 🇮🇳




৩২ বছর পর ইউরোপের মাটিতে জয়, ফেডেরারের দেশকে হারিয়ে ডেভিস কাপে ইতিহাস ভারতেরসুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারালেন সুমিত ন...
15/09/2025

৩২ বছর পর ইউরোপের মাটিতে জয়, ফেডেরারের দেশকে হারিয়ে ডেভিস কাপে ইতিহাস ভারতেরসুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারালেন সুমিত নাগালরা।

সুইজারল্যান্ডের মাটিতে সুইজারল্যান্ডকে হারিয়ে ডেভিস কাপের বিশ্ব গ্রুপ 'ওয়ান'-এর টাইতে ইতিহাস গড়ল ভারত। ভারতীয় দল ৩-১ ব্যবধানে হারাল ফেডেরারের দেশকে। দু'টি সিঙ্গলস ম্যাচই জিতে ভারতের জয়ের নায়ক সুমিত নাগাল। এই জয়ের ফলে প্রথমবার ডেভিস কাপের কোয়ালিফায়ারে পৌঁছে গেল ভারত।

গতকাল প্রথম দু'টি সিঙ্গলস জিতে ভারতকে ২-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন দক্ষিণেশ্বর সুরেশ এবং সুমিত নাগাল। শনিবার ডবলসে ভারতীয় জুটি এন শ্রীরাম বালাজি ও রিথভিক বোলিপাল্লি প্রথম সেট জিতলেও শেষপর্যন্ত ৭-৬ (৩), ৪-৬, ৫-৭-এ হেরে গেলেন জ্যাকুব পল ও ডোমিনিক স্ট্রিকারের বিরুদ্ধে। তবে ফিরতি সিঙ্গলসে সুমিত নাগাল কার্যত দাঁড়াতেই দিলেন না তরুণ সুইস খেলোয়াড় হেনরি বার্নেটকে। সুমিত জিতলেন স্ট্রেট সেটে ৬-১, ৬-৩-এ।

🌾🇮🇳 ভারত এখন বিশ্বে তৃতীয়!২০২৪-২৫ অর্থবর্ষে ৩.৩ বিলিয়ন ডলার মূল্যের অ্যাগ্রো কেমিক্যাল রপ্তানি করে ভারত পৌঁছে গেছে বিশ...
15/09/2025

🌾🇮🇳 ভারত এখন বিশ্বে তৃতীয়!
২০২৪-২৫ অর্থবর্ষে ৩.৩ বিলিয়ন ডলার মূল্যের অ্যাগ্রো কেমিক্যাল রপ্তানি করে ভারত পৌঁছে গেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশের আসনে। ✨

👉 গর্বের মুহূর্ত — ভারত কৃষি শক্তিতে এগিয়ে চলেছে বিশ্বকে নেতৃত্ব দিতে। 🌍💪




🌍🇫🇮 ইন্ডিয়া, চলো ফিনল্যান্ড! ✈️বিশ্বের সবচেয়ে খুশির দেশ – ফিনল্যান্ড এখন ভারতীয়দের জন্য খুলে দিয়েছে স্থায়ী বসবাসের ...
14/09/2025

🌍🇫🇮 ইন্ডিয়া, চলো ফিনল্যান্ড! ✈️

বিশ্বের সবচেয়ে খুশির দেশ – ফিনল্যান্ড এখন ভারতীয়দের জন্য খুলে দিয়েছে স্থায়ী বসবাসের দরজা।
👉 কাজ করো, থাকো আর গড়ে তোলো নতুন জীবন ফিনল্যান্ডে।

এক অসাধারণ সুযোগ ভারতীয়দের জন্য! 🌟

#চলোফিনল্যান্ড

বিশ্বের কোন দেশে সবথেকে বেশি ইঞ্জিনিয়ার, ভারত কি শীর্ষে?বিশ্বকে টেক্কা দিল ভারত। এদেশে যে হারে ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট রয়...
14/09/2025

বিশ্বের কোন দেশে সবথেকে বেশি ইঞ্জিনিয়ার, ভারত কি শীর্ষে?

বিশ্বকে টেক্কা দিল ভারত। এদেশে যে হারে ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট রয়েছে তা বিশ্বের আর কোনও দেশে নেই। ভারতের পর এই স্থান নিয়েছে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইরান।

ভারত প্রতি বছর ইঞ্জিনিয়ার স্নাতক তৈরির ক্ষেত্রে বিশ্ব তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছে। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রতিবছর ভারতে এক মিলিয়নেরও বেশি (১০ লক্ষেরও বেশি) ইঞ্জিনিয়ার স্নাতক পাস করে বেরিয়ে আসছে। বর্তমানে দেশে হাজার হাজার ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। শুধু সংখ্যার দিক থেকেই নয়, গুণগত মানেও ভারতের শীর্ষ প্রতিষ্ঠানগুলো বিশ্বে নাম কুড়িয়েছে। আইআইটিগুলি যেমন—আইআইটি মাদ্রাজ, আইআইটি দিল্লি, আইআইটি বম্বে, আইআইটি খড়গপুর এবং আইআইটি কানপুর প্রতি বছর দেশ-বিদেশে সর্বাধিক চাহিদাসম্পন্ন ইঞ্জিনিয়ার তৈরি করছে। এসব প্রতিষ্ঠানের ক্যাম্পাস প্লেসমেন্ট, উচ্চমানের গবেষণা এবং শিল্পক্ষেত্রের সঙ্গে গভীর সংযোগ শিক্ষার্থীদের কাছে তাদের প্রথম পছন্দে পরিণত করেছে।

চীন
ভারতের পরেই রয়েছে চীন। দেশটি প্রতিবছর প্রায় ৬ লক্ষ থেকে শুরু করে প্রায় ১০ লক্ষ পর্যন্ত ইঞ্জিনিয়ার স্নাতক তৈরি করছে বলে অনুমান করা হয়। চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ছিংহুয়া বিশ্ববিদ্যালয়, ঝেজিয়াং বিশ্ববিদ্যালয় এবং সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠানগুলোকে শুধু চীনের নয়, বরং গোটা বিশ্বের সেরা প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গণ্য করা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবছর প্রায় ২.৩৮ লক্ষ ইঞ্জিনিয়ার স্নাতক তৈরি করে থাকে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশ্লেষণ অনুযায়ী এই সংখ্যা কিছুটা ওঠানামা করলেও মার্কিন যুক্তরাষ্ট্র এখনও এই শিক্ষার মানের দিক থেকে বিশ্বে শীর্ষ পর্যায়ে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে এমআইটি, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কলে। বিশ্বসেরা গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্র হিসেবে এগুলোর খ্যাতি অতুলনীয়।

রাশিয়া
রাশিয়া প্রতিবছর প্রায় ৪.৫ লক্ষাধিক ইঞ্জিনিয়ার প্রশিক্ষণ দেয়। এখানে শুধু যান্ত্রিক বা বৈদ্যুতিক নয়, বরং নির্মাণশিল্প, উৎপাদন, তথ্যপ্রযুক্তি ইত্যাদি খাতেও বিপুলসংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করে। মস্কো স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং বাউমান মস্কো স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি রাশিয়ার সবচেয়ে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

ইরান
ইরানও ইঞ্জিনিয়ার শিক্ষায় শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে একটি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের তথ্য অনুযায়ী দেশটি প্রতিবছর প্রায় ২.৩ লক্ষের বেশি ইঞ্জিনিয়ার স্নাতক তৈরি করে। তেহরানের আমিরকাবির ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি শুধু ইরান নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যে প্রকৌশল শিক্ষার উৎকর্ষের জন্য পরিচিত।

অন্যান্য দেশ
ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, জাপান এবং দক্ষিণ কোরিয়াও প্রতিবছর কয়েক হাজার থেকে শুরু করে কয়েক লক্ষ ইঞ্জিনিয়ার স্নাতক তৈরি করছে। বিশেষ করে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ কোরিয়ার কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্বমানের শিক্ষার জন্য সুপরিচিত।

বর্তমান বিশ্বে প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে ইঞ্জিনিয়াররা এক বিশাল ভূমিকা পালন করছে। ভারত সংখ্যার দিক থেকে যেমন শীর্ষে, তেমনি মানের ক্ষেত্রেও আইআইটি ও শীর্ষ প্রতিষ্ঠানগুলো বিশ্বে স্বীকৃতি পাচ্ছে। চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরানসহ অন্যান্য দেশও প্রকৌশল শিক্ষার মাধ্যমে নিজেদের প্রযুক্তিগত ভবিষ্যৎকে শক্তিশালী করছে। ফলে স্পষ্ট যে, আগামী দিনের বিশ্ব অর্থনীতি, শিল্প এবং উদ্ভাবনের মূল চালিকাশক্তি হবে এই বিপুলসংখ্যক তরুণ ইঞ্জিনিয়াররা।

🤖⚖️ অবিশ্বাস্য কিন্তু সত্যি!ভারতে এবার কোর্টরুমে আসছে AI ‘Robot Judges’ 🏛️👉 ছোটখাটো অপরাধের মামলায় রায় দেবে এই রোবট বিচা...
14/09/2025

🤖⚖️ অবিশ্বাস্য কিন্তু সত্যি!

ভারতে এবার কোর্টরুমে আসছে AI ‘Robot Judges’ 🏛️

👉 ছোটখাটো অপরাধের মামলায় রায় দেবে এই রোবট বিচারকরা।

👉 শুরু হয়েছে আইন শেখানোর AI Training!

ভারতের বিচারব্যবস্থায় এক নতুন যুগের সূচনা 🇮🇳✨

🚀 রাইজ ইন্ডিয়া রাইজ! 🇮🇳ISRO এখন তৈরি করছে দেশের দ্বিতীয় স্পেসপোর্ট তামিলনাড়ুর কুলসেকারাপত্তিনামে। 🌍✨২০২৬ সালের ডিসেম্...
12/09/2025

🚀 রাইজ ইন্ডিয়া রাইজ! 🇮🇳

ISRO এখন তৈরি করছে দেশের দ্বিতীয় স্পেসপোর্ট তামিলনাড়ুর কুলসেকারাপত্তিনামে। 🌍✨

২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই এটি প্রস্তুত হবে এবং এখান থেকে প্রতিবছর ২৫টিরও বেশি ছোট স্যাটেলাইট মহাকাশে পাঠানো যাবে! 🌌🛰️

👉 এটাই ভারতের নতুন গর্ব, নতুন শক্তি, নতুন উড়ান! 💪🇮🇳

শেষপর্যন্ত ভারতের কাছেই হাত পাততে হল বাংলাদেশকে। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হল, বাংলাদেশ ভ...
12/09/2025

শেষপর্যন্ত ভারতের কাছেই হাত পাততে হল বাংলাদেশকে। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হল, বাংলাদেশ ভারতের থেকে আরও বেশি পরিমাণে বিদ্যুৎ কিনছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, জুলাই পর্যন্ত সাত মাসে আদানির থেকে বিদ্যুতের আমদানি ৭০ শতাংশ বাড়িয়েছিল বাংলাদেশ। আর তার ফলে বিদ্যুতের চাহিদা মেটাতে পেরেছিল মহম্মদ ইউনুস সরকার।

ওই প্রতিবেদন অনুযায়ী, নাম গোপন রাখার শর্তে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক আধিকারিক বলেছেন যে 'সরকারের হাতে বেশি বিকল্প ছিল না। ব্ল্যাক-আউট (কারেন্ট অফ হয়ে অন্ধকারে ডুবে যাওয়া) থেকে রক্ষা পেতে ওরা (বিদ্যুৎ) আমদানির পথে হেঁটেছিল। আর আদানির থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল।' যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি।

বিশেষজ্ঞদের দাবি, গত দশকে (২০২০ সালে শেষ হওয়া দশক) বাংলাদেশের দুই-তৃতীয়াংশ বিদ্যুতের চাহিদা পূরণ করত প্রাকৃতিক গ্যাস। কিন্তু পরিকাঠামোগত সমস্যা এবং খরচ কমানোর জন্য বিদ্যুৎ আমদানি করা এবং স্থানীয় স্তরে তাপবিদ্যুৎ তৈরির উপরে জোর দিতে থাকে। বাংলাদেশ সামিট পাওয়ারের অধিকর্তা আদিবা আজিজ খান জানান, এটা খরচ বাঁচানোর উপায়। আর সার কারখানার জন্য গ্যাসের প্রয়োজন হয়।

সেই পরিস্থিতিতে বিদেশ থেকে বাংলাদেশ সস্তায় বিদ্যুৎ কেনার পথে হাঁটে বলে জানিয়েছেন সামিট পাওয়ারের অধিকর্তা। উল্লেখ্য, ২০১৭ সালে শেখ হাসিনার আমলে বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিল আদানি পাওয়ার। সেজন্য ঝাড়খণ্ডের গোড্ডায় একটি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলেছিল। সেখান থেকে বাংলাদেশকে বিদ্যুৎ পাঠানো হত।

কিন্তু গত বছর অগস্টে হাসিনা সরকারের পতনের পরে আদানির বিরুদ্ধে অভিযোগ তুলেছিল বাংলাদেশ। গত বছরের ডিসেম্বরে রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছিল, ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে অভিযোগ করা হয়েছে যে চুক্তি লঙ্ঘন করেছে আদানি গোষ্ঠী। আর নিজেদের মুখ পুড়তে না দিতে সেই গোষ্ঠীর কাছেই হাত পাততে হল ইউনুসদের।

💫 Failure To Fortune 💫NEET-এ ফেল, UPSC-তে ড্রপআউট… কিন্তু মাত্র ২০ বছর বয়সেই কর্ণাটকের এক মেয়ে পেলেন ৭২.৩ লাখ টাকার চাকর...
12/09/2025

💫 Failure To Fortune 💫

NEET-এ ফেল, UPSC-তে ড্রপআউট… কিন্তু মাত্র ২০ বছর বয়সেই কর্ণাটকের এক মেয়ে পেলেন ৭২.৩ লাখ টাকার চাকরি Rolls-Royce-এ! 🚀✨

👉 স্বপ্ন পূরণ করতে এক্সাম নয়, দরকার শুধু দৃঢ়তা আর পরিশ্রম 💯🔥

Address

Panpara Nicher Rasta, Panpara, Raypara , Habibpur , Nadia
Ranaghat
RANAGHAT,WESTBENGAL,INDIA741402

Alerts

Be the first to know and let us send you an email when মহান ভারত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category