14/10/2025
বন্দি বিনিময়ের পর ট্রাম্পের প্রশংসায় মোদী! সমর্থন জানালেন গাজ়ায় শান্তি ফেরানোর প্রচেষ্টাকে
বন্দি মুক্তির বিষয়টিকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, এই মুক্তি বন্দিদের পরিবারকে আরও সাহসী করে তুলবে।
গাজ়ায় শান্তি ফেরানোর প্রচেষ্টার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও এক বার ‘সমর্থন’ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তা-ই নয়, ট্রাম্পের প্রচেষ্টাকে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। পাশাপাশি, ট্রাম্পের শান্তিপ্রস্তাবের প্রথম পর্বে ‘চুক্তি’ মেনে পণবন্দিদের মুক্তিকে স্বাগত জানান মোদী।
২০২৩ সালের ৭ অক্টোবর ইজ়রায়েলে আচমকাই হামলা চালিয়েছিল প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাস। পণবন্দি করেন বেশ কয়েক জন ইজ়রায়েলিকে। তার পর থেকে হামাস এবং ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষই বহু মানুষকে পণবন্দি করে। তবে শান্তিপ্রস্তাবের শর্ত মেনে সংঘর্ষ চলাকালীন বন্দি হওয়া ইজ়রায়েলি এবং প্যালেস্টাইনিদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। হামাস দু’দফায় ২০ জন জীবিত ইজ়রায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে। আর সোমবার বিকেল (ভারতীয় সময়) পর্যন্ত ইজ়রায়েল মুক্তি দিয়েছে প্রায় দু’হাজার বন্দিকে।
বন্দি মুক্তির বিষয়টিকে স্বাগত জানান মোদী। তিনি জানান, এই মুক্তি বন্দিদের পরিবারকে আরও সাহসী করে তুলবে। তার পরেই শান্তিপ্রচেষ্টার জন্য ট্রাম্পকেও শ্রদ্ধা জানান। একই সঙ্গে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ‘দৃঢ় সংকল্প’-এর কথাও উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী। শেষে গাজ়ায় শান্তি ফিরিয়ে আনার জন্য ট্রাম্পের প্রচেষ্টার সমর্থনও জানান তিনি।
এর আগে গত বৃহস্পতিবার ট্রাম্পকে ফোন করে গাজ়ায় শান্তিপ্রতিষ্ঠার জন্য অভিনন্দন জানিয়েছিলেন মোদী। ট্রাম্পের পাশাপাশি গাজ়ায় শান্তিচুক্তির জন্য ইজ়রায়েলি প্রধানমন্ত্রীকে ফোন করেও অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী।
সোমবার থেকে মিশরের শর্ম-আল-শেখ শহরে শুরু হয়েছে ‘শান্তি সম্মেলন’। সেই সম্মেলনে মোদীকে আমন্ত্রণ জানান ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতেহ্ আল-সিসি। আমেরিকা এবং মিশরের সভাপতিত্বেই ওই সম্মেলন আয়োজিত হচ্ছে। একেবারে শেষ মূহূর্তে (বৈঠকের দু’দিন আগে, শনিবার) আমন্ত্রণ জানানো হয় মোদীকে। তবে তিনি যোগ দেবেন কি না, তা নিয়ে সংশয় ছিল। রবিবার জানা যায়, মোদী ‘শান্তি সম্মেলন’-এ যোগ দিতে মিশর যাচ্ছেন না। তাঁর বদলে ভারতের তরফে উপস্থিত থাকবেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ।