10/08/2025
এই শহরে যখন সবাই নিজের ব্যস্ততায় গা ভাসিয়ে দেয়, তখন কেউ কেউ নিরবে এক মহৎ সংগ্রামে নেমে পড়েন। তেমনই একজন মানুষ কাজলী বিশ্বাস, যাকে অনেকেই ভালোবেসে ডাকেন “অসহায় গরিব মানুষের মা”, আবার কেউ বলেন “নগরীর অন্নপূর্ণা”।
কাজলী দেবীর প্রতিদিনের যাত্রা কোনও খবরের শিরোনাম হয় না, কিন্তু তিনি প্রতিদিন গড়ে চলেছেন মানবতার ইতিহাস। শহরের স্টেশন, রেললাইন, ফুটপাত কিংবা কোনো ধারে বসে থাকা ভবঘুরে, অসহায় মানুষদের দুপুর ও রাতের খাবার নিজে হাতে রান্না করে পৌঁছে দেন তিনি। কারো মুখে যেন অনাহারের ছায়া না পড়ে, সেটাই তাঁর একমাত্র চিন্তা।
রোদ, ঝড় বা বৃষ্টি— কোনো প্রাকৃতিক প্রতিকূলতাই তাঁর এই মানবসেবার পথ আটকাতে পারেনি। দিনের পর দিন, বছরের পর বছর ধরে এই কাজ তিনি চালিয়ে যাচ্ছেন নিজের শক্তি, সময় ও অর্থ খরচ করে। কোনও স্বেচ্ছাসেবী সংস্থা, কোনও সরকারি সাহায্য ছাড়াই শুধু নিজের দায়বদ্ধতা থেকে।
মানুষের মুখে একবেলার হাসি ফোটানোর যে দায়বদ্ধতা, সেটাই কাজলী বিশ্বাসের কাছে সবচেয়ে বড় পুরস্কার। তিনি বলেন, “আমি কিছু দিতে পারি না, তাই অন্নটাই দিই। তাতে যদি কারও একটা দিন ভালো যায়, তবেই আমি শান্তি পাই।”
এই রকম মানুষরা সমাজের নীরব নায়ক, যাঁদের কাজ একদিন ইতিহাস হয়ে থাকবে। আর কাজলী বিশ্বাস সেই ইতিহাসের এক জ্বলজ্বলে নাম — সত্যিকারের মা অন্নপূর্ণা।