Valobasi Kobita

Valobasi Kobita Honesty is the best to win

22/02/2025

কথা গুলোর মধ্যে ম্যাজিক আছে

“সুখ কোথায় লুকানো? জীবন থেকে কী শিখলাম!”

“প্রত্যেকটি মুহূর্তেই একটি গল্প থাকে, আর সেই গল্পের মধ্যে লুকানো থাকে আসল সুখের সন্ধান। আমরা অনেক সময় জীবনের ছোট ছোট সুখগুলো এড়িয়ে যাই, কিন্তু সেই মুহূর্তগুলোই আমাদের আসল শক্তি।✨

জীবন কখনোই সহজ নয়, তবে যতক্ষণ আমরা জীবনের আসল সৌন্দর্য খুঁজে পাই, ততক্ষণ আমাদের হৃদয়ে শান্তি থাকে। কখনও কখনও আমরা হারিয়ে যাই, কষ্ট পাই, কিন্তু সেই কষ্টই আমাদেরকে জীবনের গভীরতা বুঝতে সাহায্য করে।❤️

প্রেম, বন্ধুত্ব, সম্পর্ক—এগুলো আসলে শুধুই শব্দ নয়। এগুলো আমাদের হৃদয়ের গভীরতা, আমাদের সংস্পর্শে আসা প্রতিটি মানুষের প্রভাব। প্রতিটি হাসি, প্রতিটি স্পর্শ, প্রতিটি কথা—এগুলোই আমাদের জীবনের মানে।😊

আজকের দিনটি মিস করবেন না, এই মুহূর্তটি আপনি যেভাবে অনুভব করছেন, তা একদিন কেবল স্মৃতিতে পরিণত হবে। সেই স্মৃতি, যা আপনাকে ভবিষ্যতের সব কঠিন সময়েও শক্তি দিবে 💪। জীবনের প্রতি মুহূর্তকে পূর্ণরূপে বাঁচুন, ছোট ছোট আনন্দে ডুবে যান 🌸, এবং জানুন, এই মুহূর্তগুলোই আপনার অস্তিত্বের সবচেয়ে বড় শক্তি। 🌻

তোমার হাসি, তোমার আনন্দ—এগুলোই জীবনের সেরা উপহার। এর মধ্যে লুকানো থাকে সমস্ত সুখের সন্ধান।🌹

অনুভূতির ডায়েরি ❤️

22/02/2025

❤️আপনাকে কেউ ভালোবাসে আর কেউ আপনাকে মন থেকে চায়, দুইটার মধ্যে পার্থক্য অনেক। ভালো তো যে কেউই বাসতে পারে।❤️

কিন্তু আপনাকে যে পেতে চায় তার কাছে আপনিই হবেন শেষ বিকল্প। আর এই চাওয়ার মধ্যেই আসল ভালোবাসা নিহিত, তীব্র আকুতি,দায়িত্ববোধ,❤️ সুখ-দুঃখ,আপনাকে না পাওয়ার বা হারানোর ভয় সব সময় থাকে।

যে আপনাকে চাইবে সে যেকোনো পরিস্থিতিতে, যেকোনো কিছুর মূল্যেই আপনাকে চাইবে। আপনাকে বিকল্প হিসেবে না ভেবে প্রায়োরিটি হিসেবে দেখবে।❤️

তাই কে তোমাকে পছন্দ করলো বা ভালোবাসলো সেটা গুরুত্বপূর্ণ নয়। বরং দেখো, কে তোমাকে মন থেকে চাইছে, দিন শেষে তোমার হাসি-খুশির কারণ হচ্ছে, তোমার ছোট থেকে ছোট ইচ্ছার মূল্য দিচ্ছে, তোমার অপ্রকাশিত অনুভূতি গুলো বুঝে নিচ্ছে, সেই তো আসল মানুষ। 🌹

মুখে শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয় না! ভালোবাসা টা অনুভব করে নিতে হয়, তার প্রকাশিত ও অপ্রকাশিত বাক্যবাণে ও আচরণে!🥰

সংগৃহীত

05/02/2025

নিরব থেকে দেখতে চাইলাম তুমি কাকে চাও?
আমায় নাকি দূরত্ব —
তুমিও বুঝিয়ে দিলে তোমার দূরত্ব চাই।
আমিও নিরব থেকে তোমার দূরত্বের পথ মসৃণ করলাম।

দূরত্বে থাকার ইচ্ছেয় তুমিও অজুহাতের পথে হাঁটলে—
খুঁজে পেলে নিরবতার অজুহাত —
হ্যাঁ,নিরবতার অজুহাত__দূরত্ব তোমায় টানছে খুব।
তোমার অজুহাত পোক্ত করতে নিরবতার ঘরে ঠাঁই নিলাম।

তুমি দূরত্বেই থাকো যেমন থাকে সকালের সূর্য আর রাতের চাঁদ,বলব না দূরত্ব কমাও—
বলব তুমি ক্ষণে ক্ষণে দূরত্ব বাড়াও যতটা দূরত্বে আমার হৃদয় পোড়ার বিদঘুটে গন্ধ তোমার নাকে না পৌঁছোয়।
—দুরত্ব সুন্দর

29/01/2025

একটা বয়স পেরিয়ে মানুষ বুঝে যায়.... .
কারও সাথে অকারণ তর্কে যাওয়াটা বোকামি। কেউ যদি বলে "পৃথিবী গোল নয় লম্বা", তাতেই সায় দিয়ে হেসে চলে আসাটা বরং বেশি দরকারি। একটা বয়সের পর আপনি বুঝে যাবেন,কেউ কারও ভাবনা-চিন্তা বা মতামত আসলে বদলায় না, অন্তত তর্ক করে আপনি তা বদলাতে পারবেন না। তাই চুপ করে হাসিমুখে নিজের কাজ করে যাওয়াই বুদ্ধিমানের কাজ। একটা বয়সের পেরিয়ে আপনি বুঝে যাবেন, বাইরের লোক তো ছেড়েই দিলাম, আপনার খুব কাছের মানুষজনও আসলে আপনার মনের মতো হবে না। আপনি যেমন করে তাদের ভালোবাসা চান, তারা তেমন করে আপনাকে কখনোই ভালোবাসবে না, আপনাকে তেমন করে গুরুত্ব দেবে না। আসলে সব মানুষই নিজের ইচ্ছে, বিবেচনা, ভাবনা ও সিদ্ধান্ত অনুযায়ী চলে, আর এটাই বাস্তব। প্রত্যেকটা মানুষের বিচার, বিবেক আর বিবেচনাবোধ আলাদা— এটাই কঠিন সত্যি। আপনার মতামত, আপনার চিন্তা- ভাবনা, আপনার জীবনবোধ, আপনার অনুভব একান্তই আপনার নিজস্ব, আর কারো তা নিয়ে ভাববার বা বোঝবার দায় নেই। একথা যত সহজে বুঝবেন, তত আঘাত কম পাবেন। একটা বয়সের পর মানুষ বুঝে যায়, মানুষের কাছে বেশি ভালো হওয়ার চেষ্টা করে,কারো প্রতি বেশি আপনতা দেখিয়ে, বেশি কর্তব্য করে বা কাউকে বেশি ভালোবেসে সবসময় নিজেকে কারো কাছের মানুষ, কারো নিজের মানুষ,কারো ভরসার মানুষ তৈরি করা যায় না। মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে, ততটুকুই গুরুত্ব দেবে, ততটুকুই সম্মান বা অগ্রাধিকার দেবে— যতটা তার নিজের জীবনে আপনার প্রয়োজন,গুরুত্ব বা স্বার্থ থাকবে। তার বেশি একচুলও নয়। তাই একটা বয়সের পর আপনি বুঝবেন—কারো জন্য কোনো কিছুই বেশি করে বা আগ বাড়িয়ে বেশি ভালোমানুষি দেখিয়ে আসলে কোনো লাভ হয় না। তাই তখন আপনি ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু করতে শিখে যাবেন। একটা বয়সের পর আর কারো উপর কিছু চাপিয়ে দিতে ইচ্ছে করবে না,নিজেকেও সবরকম চাপমুক্ত,ভারমুক্ত রাখতে ইচ্ছে করবে। কারো কাছে কোনোকিছু আশা করে কোনো লাভ হয় না— একটা বয়স তা ভালোভাবেই বুঝিয়ে দিয়ে যায়। তখন নিজের হাতে,নিজের ক্ষমতার মধ্যে যেটুকু আছে শুধু সেটুকু করে মানুষকে ভালো থাকার চেষ্টা করে যেতে হয় অবিরাম,আর বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দিতে হয়। একটা বয়সের পর কে আপনার সম্পর্কে কী ভাবলো,আপনাকে নিয়ে কী মন্তব্য করল,আপনাকে কে কী বলল না বলল —কিছুই আর তেমন যায় আসে না। একটা বয়সের পর আপনি বুঝে যাবেন প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনের গন্ডী,নিজের মনোভাব,নিজের স্বভাব,দৃষ্টিভঙ্গি বা শিক্ষা অনুযায়ী চিন্তা-ভাবনা করে। কারো চিন্তা-ভাবনা আপনাকে নয়,বরং সেই লোকটিকে চেনায়। তাই একটা বয়সের পর আপনি নিজে এবং যাদের আপনার ব্যক্তিগত জীবনে গুরুত্ব আছে তারা ছাড়া পৃথিবীর আর কেউ আপনাকে নিয়ে কী ভাবছে তা অর্থহীন হয়ে যায়। একটা বয়সের পর মানুষ আর সকলের সঙ্গে একটা বিরাট দূরত্ব তৈরি করে নেয়। এমনকি অনেক লোকজনের মধ্যে থাকলেও আসলে তাদের সকলের আর তার নিজের মধ্যে এমন এক বিরাট বড় খাদ,বিরাট এক শূন্যতা তৈরি হয়ে যায় যা আর পার করা যায় না। চারপাশের মানুষের প্রতি গভীর নিরাশা আর বহুকালের জমা ক্ষোভ, অভিমান এই বিরাট দুর্ভেদ্য গহ্বর টা তৈরি করে। একটা বয়সের পর মানুষ বুঝে যায়— পৃথিবীর কারো কাছে তার আর চাওয়া- পাওয়ার কিছু বাকি নেই। একটা সময় পর রাগ, ক্ষোভ, বিরক্তি, অভিমানও হারিয়ে যায়। একটা বয়স ধীরে ধীরে মানুষকে নির্বিকার তৈরি করে,শান্ত হতে শেখায়, নিরুত্তাপ হতে শেখায়। কারো সাথে দেখা করার তাগিদ,কথা বলার তেমন উৎসাহ আর থাকে না। তখন তার একমাত্র প্রিয় বন্ধু,তার একমাত্র কাছের মানুষ সে নিজে। সে নিজেকে ভালোবাসতে শেখে,নিজেকে সময় দিতে শেখে,নিজের গভীরে ডুব দিতে শেখে। অন্য কোনোকিছুই আর তাকে তেমন আনন্দ দেয়না তখন,উৎসাহ দেয় না। কিছুই আর যেন তেমন টানে না তাকে। তখন শুধু নিজের মতো করে ভালো থাকতে পারা,নিজের সঙ্গে একান্তে সময় কাটানো আর মনের অপরিসীম শান্তি ছাড়া তার বোধহয় আর চাওয়ার কিছুই থাকে না।
Copied

23/01/2025

Good evening

18/01/2025

Very good morning

01/01/2025

Happy New Year 2025

30/12/2024

ডিসেম্বর বললো,
বছরের পাতায় কতো স্মৃতি জমা করেছি।
কতো কিছু পেয়েছি আবার কতো কিছু হারিয়েছি। তবুও শীতের কুয়াশায় ঢেকে যায় সব ব্যাথা। করণ! নতুন ভোর তো আসবেই। চলো,শেষ বিকেলের আলোয় এক কাপ চা ভাগ করে নেয়।.
সংগৃহীত

Address

Ranaghat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Valobasi Kobita posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Valobasi Kobita:

Share