The Ranaghat Buzz

The Ranaghat Buzz The Ranaghat Buzz Page টাকে Like & Follow করুন।ভালো লাগলে শেয়ার করুন🤗

রাধাষ্টমী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমি তিথিতে পালন করা হয়। শ্রী রাধিকা এই দিন পৃথিবীর বুকে আবির্ভুত হয়েছিলেন। জেন...
31/08/2025

রাধাষ্টমী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমি তিথিতে পালন করা হয়। শ্রী রাধিকা এই দিন পৃথিবীর বুকে আবির্ভুত হয়েছিলেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী।

সূর্যদেব একসময় পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ,আনন্দ দেখে আকৃষ্ট হয়ে মন্দর পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন।এইভাবে অনেকদিন কাটলে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।তখন স্বর্গের দেবতারা ভীত হয়ে শ্রীহরির কাছে সাহায্যের জন্য যান।শ্রীহরি সূর্যের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুব আনন্দিত হন।সূর্যদেব বলেন আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হলো।

শ্রীহরি তাকে বর দিতে চাইলে,সূর্যদেব বলেন আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বশীভূত থাকবেন।শ্রীহরি তথাস্ত বলে তাই বর দিয়েছিলেন। শ্রীহরি বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে জন্মগ্রহণ করব। তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মাবে।

শ্রীমতি রাধা তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবে।এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত থাকবো। রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না। আমি সবাইকে আকর্ষণ করি কিন্তু একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করবে।

এরপর শ্রীহরি নন্দালয়ে জন্মগ্রহণ করেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন এবং গোপকন্যা কীর্তিদা সঙ্গে তার বিবাহ হল তারপর যথাকালে ভাদ্রমাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতি রাধারানী জন্মগ্রহণ করেন।এই রাধারানীর আবির্ভাব তিথিই রাধাষ্টমী নামে পরিচিত।

অন্য এক বর্ণনায় বলা হয় সেই সময়ে যমুনা নদী বর্ষাণার রাভেল স্থানটির পাশ দিয়ে বয়ে যেত। একদিন রাজা বৃষভানু নদীতে স্নান করতে গিয়ে দেখলেন হাজার সূর্যের আলোর মত জ্যোতির্ময় এক সোনার পদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে, যার মধ্যে আছে একটি ছোট শিশুকন্যা।

তারপর ভগবান ব্রহ্মা এসে বিস্মিত রাজাকে জানালেন যে রাজা বৃষভানু ও তাঁর পত্নী কীর্তিদা পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তার ফলস্বরূপই এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে পেয়েছেন।এরপর রাজা বৃষভানু সেই শিশুকন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন।

কিন্তু তারা দেখলেন শিশুটি কিছুতেই চোখ খুলছে না। তারা ভাবলেন শিশুটি বোধহয় অন্ধ! তখন নারদমুনি রাজা বৃষভানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন। নারদমুনীর কথা অনুযায়ী রাজা বৃষ্ণভানু উৎসবের আয়োজন করলেন। সেই উৎসবে নন্দ মহারাজ শিশু কৃষ্ণসহ সপরিবারে এসেছিলেন।

ঐ অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারাণ

May the festival of Rakhi illuminate our lives with love, laughter, and the enduring strength of our sibling connection....
09/08/2025

May the festival of Rakhi illuminate our lives with love, laughter, and the enduring strength of our sibling connection. ~🌼~

আজ যেহেতু ৫ই আগস্ট, ২০২৫, তাই মহালয়া আসতে আর ৪৭ দিন বাকি আছে।মহালয়া হলো দুর্গাপূজার সূচনা এবং এই দিনে পিতৃপক্ষের সমাপ্তি...
06/08/2025

আজ যেহেতু ৫ই আগস্ট, ২০২৫, তাই মহালয়া আসতে আর ৪৭ দিন বাকি আছে।মহালয়া হলো দুর্গাপূজার সূচনা এবং এই দিনে পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনা হয়। এই দিনটি বাঙালি হিন্দুদের কাছে একটি বিশেষ দিন, যেখানে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করা হয় এবং দেবী দুর্গার আগমনী গান গাওয়া হয়।

সকলকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা 🩷🌸🌸⭕❗⭕ জয় জগন্নাথ 🙏    #পূজাপার্বণ                #আমারশহররানাঘা...
27/06/2025

সকলকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা 🩷🌸🌸

⭕❗⭕ জয় জগন্নাথ 🙏
#পূজাপার্বণ #আমারশহররানাঘাট #পুজো

আপনার জীবন হোক আনন্দে ভরপুর।🪷
30/04/2025

আপনার জীবন হোক আনন্দে ভরপুর।🪷

🌻🫒শুভ🫒নববর্ষ🌿🌼
15/04/2025

🌻🫒শুভ🫒নববর্ষ🌿🌼

শুভ নববর্ষ! আপনার জীবন হোক আনন্দে ভরপুর।
নতুন বছর হোক আপনার জন্য সাফল্য ও সমৃদ্ধির বার্তা।
পুরোনো সব কষ্ট ভুলে নতুন করে জীবন শুরু করুন।

মনুসংহিতায় বর্ণিত জাতী সম্প্রতি আমি মনুসংহিতায় “কারাবর” জাতী নিয়ে একটি পোস্ট করেছিলাম। মনুসংহিতায় কারাবর ছাড়াও আরো অনেক ...
17/02/2025

মনুসংহিতায় বর্ণিত জাতী

সম্প্রতি আমি মনুসংহিতায় “কারাবর” জাতী নিয়ে একটি পোস্ট করেছিলাম। মনুসংহিতায় কারাবর ছাড়াও আরো অনেক জাতীর নাম পাওয়া যায় যাকে পুরাণে বর্ণসংকর বলা হয়েছে, অর্থাৎ বেদে বর্ণিত ব্রাহ্মণ / ক্ষত্রিয় / বৈশ্য / শূদ্র এই জাতীর নিজ জাতী ভিন্ন অন্য জাতীতে সন্তান উৎপাদনের কারণ উৎপন্ন জাতী। আমি এখানে আরো কিছু জাতীর কথা উল্লেখ করলাম যদিও এখন আর এইসব জাতীর আর অস্তিত্ব নেই।

কুক্কুটক ১০.১৮ - শূদ্র পিতা ও নিষাদ (দ্রঃ) মাতার সন্তান। বৈশ্য পিতা ও নিষাদ মাতার সন্তান।

কুণ্ড ৩.১৫৬, ১৫৮, ১৭৪ - ব্রাহ্মণ পুরুষ ও কোন সধবা নারীর গোপনে মিলনজাত সন্তান।

কৈবর্ত ১০.৩৪ -নিষাদ পিতা ও আয়োগব (দ্রঃ) মাতার সন্তান।

ক্ষত্তা ১০.১২ - শূদ্র পিতা, ক্ষত্রিয় মাতা। -- এই কারণে বিদুরকে দুর্যোধন ক্ষত্তা বলে সম্বোধন করতেন।

গোলক ৩.১৫৬, ১৭৪ - ব্রাহ্মণ বিধবার সঙ্গে ব্রাহ্মণের গোপন মিলনে প্রসূত সন্তান।

চণ্ডাল ১০,১২, ১৬ ইত্যাদি - শূদ্র পিতা ও ব্রাহ্মণ মাতার সন্তান। ভাবা যায়, বেদের কালে শূদ্রের ঔরসে ব্রাহ্মণ কন্যার গর্ভে সন্তানের জন্ম! তাও এত বড় সংখ্যায় সেই সব সন্তানেরা জন্ম নিয়েছিল যে সেই সমুদায়ের জন্য আলাদা নাম রাখতে হয়েছিল।

দাস ৮.৪০৮, ৪০৯; ৯.১৪১, ১৪২ ইত্যাদি কৈবর্তের সঙ্গে অভিন্ন। মহাভারতের বিখ্যাতা সত্যবতীর পিতা দাসবংশীয় ছিলেন।

নিষাদ ১০.৮, ১৮ / পারশব ৯.৭৮, ১১.৮ ব্রাহ্মণ ও শূদ্রার বিবাহজাত সন্তান। মহাভারতের একলব্য নিষাদ ছিলেন। একজন নিষাদের তীর বিদ্ধ হয়ে শ্রীকৃষ্ণ ইহলীলা ত্যাগ করেন।

ভূর্জকণ্টক ১০.২১ ব্রাত্য ব্রাহ্মণ পিতা, ব্রাহ্মণ মাতা। ব্রাত্য ব্রহ্মণ? বেদের কালেও তাহলে ব্রাহ্মণ্যদের পতিত করা হতো। এই কারণেই হয়তো শ্রীকৃষ্ণ বর্ণসংকরের নিন্দা করেছেন। প্রসঙ্গ ক্রমে আমাদের সকলের সকল রসের ধারা প্রনম্য শ্রীরবীন্দ্রনাথ ঠাকুরেরাও কিন্তু ব্রাত্য ব্রাহ্মণ ছিলেন। শোনা যায় যে তাদের পূর্ব পদবী ছিল কুশারি।

ম্লেচ্ছ ২.২৩ - বর্ণাশ্রম বহির্ভূত জাতি। মনু বলেছেন, যে অঞ্চলে কৃষ্ণসার স্বভাবত: বিচরণ করে, তার বাইরের অঞ্চল ম্লেচ্ছদেশ নামে অভিহিত। অর্থাৎ কৃষ্ণসার হরিণ বেদের কাল থেকেই দুর্লভ এবং পূজনীয় ছিল।

রঞ্জক ৪.২১৬ - শূদ্র ও ক্ষত্রিয়ার অবৈধ মিলনের ফলে জাত সন্তান।

ঝল্ল, মল্ল, লিচ্ছিবি, নট, করণ, খস ও দ্রবিড়—এদের পিতা ব্রাত্য ক্ষত্রিয় এবং মাতাও তদ্রূপ (১০/২২)।
© সংগ্রহীত
==================
ছবি : ইন্টারনেট

পদ্মশ্রী পুরস্কার ২০২৫❤️💐❤️এবার পশ্চিমবঙ্গ থেকে ৯ যে জন বিশিষ্ট ব্যক্তিত্ব পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তাঁরা হলেন -অর...
27/01/2025

পদ্মশ্রী পুরস্কার ২০২৫❤️💐❤️

এবার পশ্চিমবঙ্গ থেকে ৯ যে জন বিশিষ্ট ব্যক্তিত্ব পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তাঁরা হলেন -

অরিজিৎ সিং: বিশিষ্ট সঙ্গীতশিল্পী।

মমতা শঙ্কর: প্রখ্যাত নৃত্যশিল্পী ও অভিনেত্রী।

তেজেন্দ্রনারায়ণ মজুমদার: সারোদ বাদক।

গোকুলচন্দ্র দাস: ৫৭ বছর বয়সী ঢাকি, যিনি ঢাকের জগতে মহিলাদের অংশগ্রহণে উৎসাহিত করেছেন।

স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ): আধ্যাত্মিক গুরু।

নগেন্দ্রনাথ রায়: সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অবদান রেখেছেন।

পবন গোয়েঙ্কা: বাণিজ্য ক্ষেত্রে অবদান রেখেছেন।

সজ্জন ভজঙ্ক: ব্যবসা ও বাণিজ্যে অবদান রেখেছেন।

বিনায়ক লোহানি: সামাজিক কাজে অবদান রেখেছেন।

সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই 💕🙏❤

01/12/2024
ছট পূজা (বা ছঠ পূজা) হিন্দু বর্ষপঞ্জীর কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত একটি প্রাচীন হিন্দু পার্বণ। সূর্য...
07/11/2024

ছট পূজা (বা ছঠ পূজা) হিন্দু বর্ষপঞ্জীর কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত একটি প্রাচীন হিন্দু পার্বণ। সূর্য্যোপাসনার এই অনুপম লৌকিক উৎসব পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয়ে থাকে। ধীরে ধীরে এই পার্বণ প্রবাসী ভারতীয়দের মাধ্যমে বিশ্বজুড়ে প্রচলিত হয়েছে।ছট পূজা সূর্য ও ষষ্ঠী দেবীর (ছটী মাঈ) প্রতি সমর্পিত হয়, যেখানে তাকে পৃথিবীতে জীবনের স্রোত বহাল রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও আশীর্বাদ প্রদানের কামনা করা হয়। ছটে কোনও মূর্তি পূজা করা হয় না।

🎆 কুপার্স📍রানাঘাট🎇কালীপূজা🪔পরিক্রমা 🎆
04/11/2024

🎆 কুপার্স📍রানাঘাট🎇কালীপূজা🪔পরিক্রমা 🎆

১৪ শাক🌿 খেয়ে ১৪ প্রদীপ🪔 জ্বালানোর দিন আজ, সকলকে জানাই ভূত চতুর্দশীর শুভেচ্ছা🤗
30/10/2024

১৪ শাক🌿 খেয়ে ১৪ প্রদীপ🪔 জ্বালানোর দিন আজ, সকলকে জানাই ভূত চতুর্দশীর শুভেচ্ছা🤗

Address

Ranaghat
741201

Telephone

+918918075923

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Ranaghat Buzz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Ranaghat Buzz:

Share