
24/07/2025
আমি ঢাকি র মেয়ে, আমি নিঁচু জাতের বলে আমার সাথে এমন টা না করলেও পারতেন আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, কিন্তূ আপনারা আমার যে ক্ষতি করলেন তার ক্ষতি পূরণ সবাই কে দিতে হবে সবাই কে,এই দশমীর আজ বিসর্জন
মনে রাখবেন দশমী ফিরবে সবার কাল হয়ে ফিরবে।
একথা বলেই ঢাকি বলাই দাসের মেয়ে দশমী রাজবাড়ি লাগোয়া পুকুরে ঝাপ দিলো।
দশমীর কথায় গুরুত্ব না দিলেও কিছুটা ভয় দানা বাঁধল রাজ বাড়ির কর্তার মুখে।
সকাল হতেই নিজের কিছু লোক কে পুকুরে লাশ খোঁজার জন্য নামালেও কিছুই পেলেন না তারা।
চৌধুরী বাবুর আশ্চর্য মনে হলেও খুব একটা মাথা ঘামালেন না তিনি শুধু থেকে গেলো কিছু প্রশ্ন
কি হয়েছিল দশমীর সাথে?
কোন ক্ষতির কথা বলছিল দশমী?
এর পর কি হতে চলেছে রাজবাড়ী তে?
জানতে হলে প্রেত কাহিনী পেজটি ফলো করুন খুব তাড়াতাড়ি ফিরবো আমরা দশমী কে নিয়ে।🥰