Habibpur Baral Private Limited

Habibpur Baral Private Limited this is video creator page.

মারা গেলেন বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার!প্রথম ওয়ানডে বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার বার্নার্ড জুলিয়েন আর নেই...
07/10/2025

মারা গেলেন বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার!

প্রথম ওয়ানডে বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার বার্নার্ড জুলিয়েন আর নেই। শনিবার (৫ অক্টোবর) উত্তর ত্রিনিদাদে অবস্থিত ভ্যালসেইনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই অলরাউন্ডার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

জুলিয়েন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৪টি টেস্ট ও ১২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ১৯৭৫ সালের প্রথম ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। বিশ্বকাপের প্রথম আসরে জুলিয়েন ছিলেন দুর্দান্ত ফর্মে। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে ২০ রানে নিয়েছিলেন ৪ উইকেট। এরপর সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে নেন ৪ উইকেট ২৭ রানে। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে করেন গুরুত্বপূর্ণ ২৬ রান।

বার্নার্ড জুলিয়েনকে স্মরণ করে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েড বলেন, ‘সে সবসময় ১০০ শতাংশের বেশি দিতো। তার ওপর আমি সবসময় নির্ভর করতে পারতাম, হোক সেটা ব্যাটে বা বলে। এমন একজন ক্রিকেটার আমাদের জন্য বড় সম্পদ ছিল।’

১৯৭৩ সালে ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন জুলিয়েন। পরের বছর একই দলের বিপক্ষে পাঁচ উইকেটও নেন। ১৯৮২-৮৩ মৌসুমে বর্ণবাদ নীতিতে থাকা দক্ষিণ আফ্রিকায় বিদ্রোহী ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে সফরে যাওয়ার পর তার আন্তর্জাতিক ক্যারিয়ার থেমে যায়।

ভারত এবার ক্যাকটাস থেকে বানাচ্ছে চামড়া! 🌵🇮🇳এখন ভারতে তৈরি হচ্ছে গাছ-ভিত্তিক লেদার,যা দেখতে একদম আসল চামড়ার মতো —কিন্তু এ...
07/10/2025

ভারত এবার ক্যাকটাস থেকে বানাচ্ছে চামড়া! 🌵🇮🇳

এখন ভারতে তৈরি হচ্ছে গাছ-ভিত্তিক লেদার,
যা দেখতে একদম আসল চামড়ার মতো —
কিন্তু এর জন্য কোনো প্রাণীকে ক্ষতি করা হয় না 🐄❌

এটি পরিবেশবান্ধব এবং প্রতি বছর লাখো প্রাণীর জীবন রক্ষা করছে 🌍💚

বাইক নিয়ে দু’জন মহিলা এ বার লাদাখের ‘উমলিঙ লা’-এর পথে, তৈরি হবে ইতিহাস, আশায় বাঁকুড়াবাসী।বাইক নিয়ে একেবারে লাদাখের উমলি...
06/10/2025

বাইক নিয়ে দু’জন মহিলা এ বার লাদাখের ‘উমলিঙ লা’-এর পথে, তৈরি হবে ইতিহাস, আশায় বাঁকুড়াবাসী।

বাইক নিয়ে একেবারে লাদাখের উমলিঙলা-এর পথে। বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার অ্যাকাডেমি এই প্রথম এক দুঃসাহসিক বাইক অভিযানের সূচনা করল। শনিবারের সেই অনুষ্ঠানে বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি উপস্থিত ছিলেন।

অভিযাত্রী দলে চার জন সদস‍্য রয়েছেন। তাঁদের মধ‍্যে দু’জন মহিলা। ওই দলে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্যাথোলজি বিভাগের চিকিৎসক ডাঃ সুনীতা বাগদী (৩৫), বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের শিক্ষিকা মুন্না পাল ও অন্য এক শিক্ষক সুকান্ত পাল-সহ বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার অ্যাকাডেমির সদস্য ও অভিযাত্রী দলের নেতা শেখ আলিমুদ্দিন (৪২)-রা রয়েছেন।

এ দিন পতাকা নড়িয়ে তাঁদের যাত্রার শুভ সূচনা করেন বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি। এ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বাঁকুড়া ভলেন্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশন-এর সম্পাদক বিপ্রদাস মিদ্যা, অ্যাকাডেমির সভাপতি, সম্পাদক-সহ অন্যান্য সদস‍্যরা।

অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি বলেন, ‘অ্যাকাডেমির যে কোনও প্রয়োজনে জেলা পুলিশ পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন।’ সিদ্ধার্থ দর্জি দলনেতা আলিমুদ্দিনের হাতে জাতীয় পতাকা, অ্যাকাডেমির পতাকা, বাঁকুড়া জেলা পুলিশের পতাকা এবং বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের লোগো সম্বলিত পতাকা তুলে দেন।

অ্যাকাডেমির সম্পাদক গৌতম মুখোপাধ্যায় বলেন, ‘এই দুঃসাহসিক অভিযানের সফলতা কামনা করি। এই দল সফল ও সুস্থ ভাবে ফিরে আসার পরে India Book of Record-এ নাম উঠবে, কারণ এই দলে প্রথম কোনও মহিলা উমলিঙলা (১৯০২৪ ফুট) যাবেন। এটা আমাদের বাঁকুড়া তথা জেলা ও রাজ‍্যের গর্ব। অ্যাকাডেমির মুকুটে একটি গৌরবজ্জ্বল পালক প্রতিস্থাপন হবে। আমি সম্পাদক হিসাবে গর্বিত।’

জানা গিয়েছে, সব ঠিকঠাক থাকলে দলটি আগামী ২৫ অক্টোবর ফিরে আসবে। অভিযাত্রী দলের নেতা শেখ আলিমুদ্দিন বলেন, ‘আমারা থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে বিয়ের আগে জরুরি রক্ত পরীক্ষা করার বার্তা দিই।’

⚠️ সতর্কতা ভারতের পক্ষ থেকে!২ বছরের নিচের শিশুদের জন্য কফ সিরাপ সম্পূর্ণ নিষিদ্ধ, আর ৫ বছরের নিচে যতটা সম্ভব এড়িয়ে চলা...
06/10/2025

⚠️ সতর্কতা ভারতের পক্ষ থেকে!

২ বছরের নিচের শিশুদের জন্য কফ সিরাপ সম্পূর্ণ নিষিদ্ধ, আর ৫ বছরের নিচে যতটা সম্ভব এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে 🧒

🚫👏 খুবই ভালো পদক্ষেপ—শিশুদের নিরাপত্তাই সবার আগে!
👩‍👦 বাবা-মায়েদের উচিত ওষুধ ব্যবহারে extra সতর্ক থাকা।

🌿 হালকা অসুখে ঘরোয়া উপায়ই ছোটদের জন্য সবচেয়ে ভালো!

GST-র হারে সংশোধনের পরই নবরাত্রি জুড়ে জমিয়ে কেনাকাটা! তৈরি হল নয়া রেকর্ড!চলতি বছরে উৎসবের মরশুমের ঠিক প্রাক্কালেই লাগ...
05/10/2025

GST-র হারে সংশোধনের পরই নবরাত্রি জুড়ে জমিয়ে কেনাকাটা! তৈরি হল নয়া রেকর্ড!

চলতি বছরে উৎসবের মরশুমের ঠিক প্রাক্কালেই লাগু হয়েছে GST-র সংশোধিত হার। এই আবহেই ভারতের শীর্ষস্থানীয় প্রস্তুতকারী সংস্থা এবং খুচরো বিক্রেতারা এক দশকেরও বেশি সময়ের মধ্যে নবরাত্রিতে (Navratri Sales) সর্বোচ্চ বিক্রি পরিলক্ষিত করেছেন। যার মূল কারণ হল GST-র সংশোধিত হারের ফলে জিনিসপত্রের মূল্য কমে যাওয়া। এর ফলে মানুষের কেনাকাটার আগ্রহ বেড়েছে। যা উৎসবের মরশুমের প্রথম পর্বেই রেকর্ড তৈরি করেছে এবং দীপাবলির আগে কেনাকাটার পরিবেশকে আরও শক্তিশালী করেছে।

নবরাত্রিতে (Navratri Sales) জমিয়ে কেনাকাটা:
গাড়ি বিক্রির ক্ষেত্রে উর্ধ্বগতি: জানিয়ে রাখি যে, মারুতি সুজুকির মতো প্রধান গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি নবরাত্রিতে (Navratri Sales) তাদের গাড়ি বিক্রি দ্বিগুণ হওয়ার কথা জানিয়েছে। নবরাত্রিতে কোম্পানিটি ৭০০,০০০-এরও বেশি গ্রাহকের জিজ্ঞাসা এবং ১,৫০০,০০০ এরও বেশি গাড়ি বুকিং পেয়েছে। যেটি গত বছরের তুলনায় অনেক বেশি। গত বছর এই সংখ্যা ছিল ৮৫,০০০। এদিকে, মাহিন্দ্রা এবং হুন্ডাইয়ের মতো কোম্পানিগুলির ক্ষেত্রেও উৎসবের মরশুমে বিক্রিতে বিশাল বৃদ্ধি পরিলক্ষিত করেছে। বিশেষ করে হুন্ডাইয়ের SUV মডেল ক্রেটা এবং ভেন্যু বাজারে তাদের চাহিদা বাড়িয়েছে।

ইলেকট্রনিক্স বিক্রিতেও বৃদ্ধি: কনজিউমার ইলেকট্রনিক্স বিক্রিতেও (Navratri Sales) উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। এলজি থেকে শুরু করে হায়ার এবং গোদরেজ-এর মতো প্রধান ব্র্যান্ডগুলির বিক্রি গত বছরের তুলনায় এই নবরাত্রিতে ২০ শতাংশ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি GST হারে হ্রাস এবং গ্রাহকদের জন্য কোম্পানিগুলির অতিরিক্ত অফারের কারণে হায়ার ইন্ডিয়ায় ২.৫ লক্ষ টাকার বেশি দামের বড় স্ক্রিন টিভি এবং অন্যান্য গৃহস্থালী যন্ত্রপাতির বিক্রি বেড়েছে।

GST হার কমানোর প্রভাব: জানিয়ে রাখি যে, গত সেপ্টেম্বরের শেষের দিকে সরকার বেশ কয়েকটি প্রয়োজনীয় পণ্যের ওপর GST-র হার কমিয়েছে। যার ফলে পণ্যের দাম কমেছে (Navratri Sales)। কোম্পানিগুলি এই হ্রাসের সুবিধা সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে দিয়েছে। এর ফলে ক্রয় বৃদ্ধি পেয়েছে।

এই প্রসঙ্গে মারুতি সুজুকির মার্কেটিং হেড জানিয়েছেন যে, এই বছর ছোট গাড়ি, SUV এবং মাল্টিপারপাস ভেহিক্যালের বুকিং ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। রিলায়েন্স রিটেইল এবং বিজয় সেলসের মতো রিটেল সংস্থাগুলির ক্ষেত্রেও নবরাত্রিতে (Navratri Sales) বিক্রি যথাক্রমে ২০ থেকে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

🔹 ভারতের নতুন শক্তির প্রতীক – Dhvani 🚀শব্দের চেয়েও দ্রুত, হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে এক ঝটকায় আ/ঘাত করবে এই হাইপারস...
05/10/2025

🔹 ভারতের নতুন শক্তির প্রতীক – Dhvani 🚀
শব্দের চেয়েও দ্রুত, হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে এক ঝটকায় আ/ঘাত করবে এই হাইপারসনিক মি/সাইল।

🔹 গেম চেঞ্জার অ/স্ত্রভাণ্ডার 🇮🇳
ধ্বনি শুধু গতি নয়, শ/ত্রুর প্র/তিরক্ষা ভেদ করার ক্ষমতা নিয়েই তৈরি হচ্ছে।

🔹 ২০২৯ – ভারতের আকাশে Dhvani গর্জন 🔥
এবার প্র/তিদ্বন্দ্বীদের জন্য ভারতীয় শ/ক্তির নতুন বার্তা।




ফের শুরু হচ্ছে ভারত-চিন সরাসরি উড়ান পরিষেবা, বড় ঘোষণা কেন্দ্রেরকবে থেকে শুরু হচ্ছে বিমান চলাচল?গুঞ্জন ছিল আগে থেকেই। অ...
04/10/2025

ফের শুরু হচ্ছে ভারত-চিন সরাসরি উড়ান পরিষেবা, বড় ঘোষণা কেন্দ্রেরকবে থেকে শুরু হচ্ছে বিমান চলাচল?

গুঞ্জন ছিল আগে থেকেই। অবশেষে সমস্ত জল্পনা সত্যি করে শুরু হতে চলেছে ভারত-চিন বিমান চলাচল। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুই দেশের অসামরিক বিমান চলাচল বিভাগের মধ্যে এই নিয়ে আলোচনা হয়েছে। আর তারপরই ঠিক হয়েছে, দুই দেশের মধ্যে উড়ান পরিষেবা ফের শুরু করার। এই মাসেই শেষদিকে তা চালু হতে পারে বলেই জানানো হয়েছে।

কেন্দ্রের তরফে যে বিবৃতি পেশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে, দীর্ঘ আলোচনার পরে দুই ঐক্যমত্যে এসেছে যে, ফের দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু করা যেতে পারে। এই পরিষেবা চালু হলে তা যে দুই দেশের মধ্যে যোগাযোগ আরও সহজ করবে তাও জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালে কোভিড অতিমারীর জেরে যার প্রভাব পড়েছিল কৈলাস-মানস সরোবর যাত্রা, দু’দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল এবং ভিসার উপর। পরবর্তীতে গালওয়ান সংঘাতের কারণে ভারত-চিন সম্পর্কের অবনতি ঘটে। এরপর একাধিকবার সামরিক স্তরে বৈঠক হয় দুই দেশের। চলতি বছর বেজিং-এর সবুজ সংকেতের পর শুরু হয়েছে কৈলাস-মানস সরোবর যাত্রা। এমনকী চিনা নাগরিকদের টুরিস্ট ভিসা দেওয়ার কথাও ঘোষণা করেছে ভারত। এবার দু’দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবাও শুরু হতে চলেছে।

বলে রাখা ভালো, বিভিন্ন সংঘাতের জেরে এমনিতেই আশান্ত হয়ে উঠেছে বিশ্ব। সেখানে উভয় দেশের সুবিধার জন্য চিনও চাইছে ভারতের সঙ্গে নতুন করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত আগ্রহী হয়েছে শি জিনপিংয়ের দেশ। এই পরিস্থিতিতে উড়ান পরিষেবা চালু হওয়া যে দুই দেশের সম্পর্কেই ইতিবাচক প্রভাব ফেলবে তাতে নিশ্চিত ওয়াকিবহাল মহল।

ইনি ঠিক বলেছেন তো বন্ধুরা? নালন্দা বিশ্ববিদ্যালয় 🔥👏
04/10/2025

ইনি ঠিক বলেছেন তো বন্ধুরা? নালন্দা বিশ্ববিদ্যালয় 🔥👏




WhatsApp-কে জোর টেক্কা দেবে ভারতের নিজস্ব অ্যাপ Arattai! রাতারাতি কেন এত জনপ্রিয় এই অ্যাপ, কীভাবে ডাউনলোড করবেন জেনে নিন...
03/10/2025

WhatsApp-কে জোর টেক্কা দেবে ভারতের নিজস্ব অ্যাপ Arattai! রাতারাতি কেন এত জনপ্রিয় এই অ্যাপ, কীভাবে ডাউনলোড করবেন জেনে নিন এখনই!

Zoho কর্পোরেশন ভারতের জন্য বিশেষভাবে তৈরি একটি বিনামূল্যের মেসেজিং এবং কলিং অ্যাপ Arattai চালু করেছে। ভারতে যেখানে WhatsApp বেশ জনপ্রিয়, এই নতুন অ্যাপটিকে WhatsApp-এর একটি ভারতীয় বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি ভয়েস এবং ভিডিও কল, মিডিয়া শেয়ারিং, গ্রুপ চ্যাট, চ্যানেল, আড্ডা এবং অনলাইন মিটিংয়ের মতো অনেক ফিচার অফার করে। Arattai-এর সবচেয়ে বড় শক্তি হল দুর্বল নেটওয়ার্ক এবং নিম্নমানের স্মার্টফোনেও মসৃণ অপারেশন, যে কারণে এটি সকল ধরনের ইউজারের উপযোগী।

অ্যান্ড্রয়েডে কীভাবে ডাউনলোড করা যেতে পারে - গুগল প্লে স্টোর ওপেন করতে হবে এবং Arattai মেসেঞ্জার (জোহো কর্পোরেশন) সার্চ করতে হবে

ইনস্টল:- অথবা Arattai-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি প্লে স্টোর লিঙ্কে যেতে হবে।- থার্ড পার্টি APK থেকে ডাউনলোড না করার বিষয়ে সতর্ক থাকতে হবে।

আইফোনে ডাউনলোড করার উপায়:- অ্যাপ স্টোর ওপেন করতে হবে এবং Arattai মেসেঞ্জার সার্চ করতে হবে।- জোহো কর্পোরেশনকে ডেভেলপার হিসেবে নিশ্চিত করতে হবে।- ইনস্টল করতে Get বাটনে ক্লিক করতে হবে।

ইনস্টল করার পরে অ্যাপটি ওপেন করতে হবে। এরপর নিজেদের দেশ এবং ফোন নম্বর লিখতে হবে এবং একটি OTP দিয়ে পরিচয় যাচাই করতে হবে। তার পর কনট্যাক্ট, মাইক্রোফোন, ক্যামেরা এবং নোটিফিকেশনের জন্য অনুমতি দিতে হবে। সবশেষে, একটি প্রোফাইল নেম এবং ছবি সেট করতে হবে, যাতে লোকেরা সহজেই চিনতে পারে।

Arattai স্বয়ংক্রিয়ভাবে ফোনবুক কনট্যাক্টের সঙ্গে সিঙ্ক করে যায় এবং কে এটি ব্যবহার করছে তা দেখায়। যদি কোনও পরিচিত অ্যাপে না থাকে, তাহলে তাদের SMS-এর মাধ্যমে আমন্ত্রণ জানানো যেতে পারে। তারপর ওয়ান-অন-ওয়ান চ্যাট, গ্রুপ চ্যাট বা মিডিয়া শেয়ারিং ইত্যাদি চালানো যেতে পারে। অ্যাপটি চ্যাটের মধ্যে সরাসরি কলিং ফিচারও অফার করে।

সিক্রেট ডিসকাশন ফিচারও আছে এতে - শুধু চ্যাটিং নয়, Arattai-তে আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। আলোচনার জন্য গ্রুপ, সম্প্রচার আপডেটের জন্য চ্যানেল এবং আপডেট শেয়ার করার জন্য গল্প সরবরাহ করা হয়।

Meetings বৈশিষ্ট্যটি ইউজারকে অনলাইন সেশনের মেয়াদ নির্ধারণ করতে দেয়। এই অ্যাপটি উইন্ডোজ, ম্যাকওএস এবং লিনাক্সের জন্য উপলব্ধ। এটি ‘Arattai -Secure Communication’ নামে অ্যান্ড্রয়েড টিভিতেও ডাউনলোড করা যেতে পারে।

গোপনীয়তার ক্ষেত্রে Arattai এন্ড-টু-এন্ড এনক্রিপশন সহ কলগুলি সুরক্ষিত রাখে। তবে, চ্যাট টেক্সটের এনক্রিপশন এখনও ধীরে ধীরে চালু করা হচ্ছে। এই ফিচার সম্পূর্ণরূপে না আসা পর্যন্ত টেক্সটের মাধ্যমে সংবেদনশীল তথ্য শেয়ার করা এড়িয়ে চলাই ভাল।

যদি কেউ OTP না পায়, তাহলে Resend বা Voice Verification ব্যবহার করা যেতে পারে। যদি কেউ নোটিফিকেশন এবং কলে সমস্যার সম্মুখীন হয়, তাহলে নিশ্চিত করতে হবে যে অ্যাপটিতে পারমিশন এবং ব্যাটারি সেটিংস ঠিকঠাক আছে কি না। এছাড়াও, নতুন নতুন ফিচার এবং সিকিউরিটি আপডেট পেতে অ্যাপটি আপডেট রাখতে হবে।

📰 নতুন গভর্নর নিযুক্ত!সরকার শীর্ষিশ চন্দ্র মুর্মু-কে ভারতের রিজার্ভ ব্যাংকের (RBI) ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ করেছে। 💼🏦...
03/10/2025

📰 নতুন গভর্নর নিযুক্ত!

সরকার শীর্ষিশ চন্দ্র মুর্মু-কে ভারতের রিজার্ভ ব্যাংকের (RBI) ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ করেছে। 💼🏦

বঙ্গ তনয়া শ্রেয়া ঘোষালের শারদীয়া বাঙালি সাজে আইসিসি মহিলা বিশ্বকাপ উদ্বোধনে ভারতের জাতীয় সংগীত গাইলেন...♥️🇮🇳        ...
03/10/2025

বঙ্গ তনয়া শ্রেয়া ঘোষালের শারদীয়া বাঙালি সাজে আইসিসি মহিলা বিশ্বকাপ উদ্বোধনে ভারতের জাতীয় সংগীত গাইলেন...♥️🇮🇳




হোয়াটসঅ্যাপকে টেক্কা! অ্যাপ স্টোরে শীর্ষে উঠে এল 'Arattai', ব্যবহার করেছেন?
30/09/2025

হোয়াটসঅ্যাপকে টেক্কা! অ্যাপ স্টোরে শীর্ষে উঠে এল 'Arattai', ব্যবহার করেছেন?

Address

Ranaghat
741402

Website

Alerts

Be the first to know and let us send you an email when Habibpur Baral Private Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Habibpur Baral Private Limited:

Share

Category