Habibpur Baral Private Limited

Habibpur Baral Private Limited this is video creator page.

রাশিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে – ক্যান্সারের ভ্যাকসিন এখন ক্লিনিক্যাল ব্যবহারের জন্য প্রস্তুত ✅ এবং রোগীদের জন্য একে...
09/09/2025

রাশিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে – ক্যান্সারের ভ্যাকসিন এখন ক্লিনিক্যাল ব্যবহারের জন্য প্রস্তুত ✅ এবং রোগীদের জন্য একেবারে ফ্রি দেওয়া হচ্ছে।

এটি শুধু রাশিয়ার নয়, সমগ্র বিশ্বের জন্য এক বিশাল অর্জন। ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে নতুন আশার আলো জ্বালালো এই পদক্ষেপ। 🌍💉

👉 হয়তো আসছে সময়, যখন ক্যান্সার আর মৃত্যুর ভয় নয়, বরং জয়ের গল্প হবে।

৪৩০ কোটি টাকা…! হুগলির বুকে Amazon-র ‘বিপ্লব’ সম্পত্তি রেজিস্ট্রেশন ও রিয়েল এস্টেট সংস্থা প্রপস্ট্যাক তাদের এক্স হ্যান্ড...
09/09/2025

৪৩০ কোটি টাকা…! হুগলির বুকে Amazon-র ‘বিপ্লব’

সম্পত্তি রেজিস্ট্রেশন ও রিয়েল এস্টেট সংস্থা প্রপস্ট্যাক তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, এই ওয়্যারহাউজের স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বড়। যার জন্য কয়েকশো কোটি টাকা খরচও করতে চলেছে ই-কমার্স সংস্থা অ্যামাজন।

জেলার বুকে অ্য়ামাজনের ‘বিপ্লব’। কিন্তু কোন জেলা? খোদ হুগলিতে। সেখানেই বিরাট ওয়্যারহাউজ লিজ় নিয়েছে ই-কমার্স সংস্থা ‘অ্যামাজন ইন্ডিয়া’। হুগলির বুকে এটা প্রথম নয়। গোটা জেলায় শ্রীরামপুর থেকে ডানকুনি পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অ্যামাজন, ফ্লিপকার্টের মতো একাধিক ই-কমার্স সাইটের ওয়্যারহাউজ। মূলত, এগুলি থেকে গোটা রাজ্যে নানা পণ্য ডেলিভারি করে থাকে তারা।

সম্পত্তি রেজিস্ট্রেশন ও রিয়েল এস্টেট সংস্থা প্রপস্ট্যাক তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, এই ওয়্যারহাউজের স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বড়। যার জন্য কয়েকশো কোটি টাকা খরচও করতে চলেছে ই-কমার্স সংস্থা অ্যামাজন।

প্রপস্ট্যাক প্রদত্ত তথ্য অনুযায়ী, হুগলির বুকেই ৫.৬ লক্ষ স্কোয়ারফুটের একটি বিরাট ওয়্যারহাউজ ভাড়া নিয়েছে অ্য়ামাজন। আগামী ২০ বছরের জন্য সেখান থেকে নিজেদের ডেলিভারির কাজ চালাবে তারা। যার জন্য তাদের মাসিক ভাড়াই গুনতে হবে ১ কোটি ২৬ লক্ষ টাকা। অর্থাৎ ২০ বছরের হিসাবে ভাড়ার পরিমাণ দাঁড়াচ্ছে ৪৩০ কোটি টাকা। যা মোটেই স্বাভাবিক নয়। আর নতুন ওয়্য়ারহাউজ খোলার অর্থ শুধুই সংস্থার ‘বাহবা’ নয়, কর্মসংস্থানও।

তবে চুক্তিটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে চূড়ান্ত চুক্তির পর ওয়্যারহাউজের লিজ় সংক্রান্ত নথিপত্র তুলে দেওয়া হবে অ্যামাজন ইন্ডিয়ার হাতে। যাতে বলা হয়েছে, পাঁচ বছরের লক-ইন-পিরিয়ড-সহ মোট ২০ বছরের জন্য ওই ওয়্যারহাউজ অ্যামাজনের হাতে তুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি, এই ওয়্যারহাউজের জন্য সিক্যিউরিটি ডিপোজিট হিসাবে ৭ কোটি টাকা জমা করতে হবে অ্যামাজনকে এবং প্রতি তিন বছর অন্তর ভাড়া বাড়বে ১২ শতাংশ করে।

সত্যিকারের দুঃখ এই যে… 💔দেশের জন্য দীপ্তি জীবঞ্জীর অবদান কেউ জানেই না! 🇮🇳👉 যিনি দেশকে গর্বিত করেছেন, তাঁর নামটাই মানুষ ভ...
09/09/2025

সত্যিকারের দুঃখ এই যে… 💔

দেশের জন্য দীপ্তি জীবঞ্জীর অবদান কেউ জানেই না! 🇮🇳

👉 যিনি দেশকে গর্বিত করেছেন, তাঁর নামটাই মানুষ ভুলে যায় — এটাই সবচেয়ে কষ্টের।

#অজানানায়ক

🔥 iPhone 17 Air – আসছে সবচেয়ে বড় চমক!👉 এই মডেলেই হয়তো থাকবে না কোনো SIM কার্ড স্লট 😲👉 বিশ্বের প্রথম ফোন হতে চলেছে যা হবে...
08/09/2025

🔥 iPhone 17 Air – আসছে সবচেয়ে বড় চমক!

👉 এই মডেলেই হয়তো থাকবে না কোনো SIM কার্ড স্লট 😲

👉 বিশ্বের প্রথম ফোন হতে চলেছে যা হবে একেবারে eSIM-Only 🌍✨

Apple আবারও বদলে দিচ্ছে টেকনোলজির খেলা! 🚀

বাংলার ২ স্কুল পড়ুয়ার স্টার্টআপে লক্ষ্মীলাভ, দেশের নানা কোণায় পাড়ি দিচ্ছে ‘প্যাকেজড’ ঠেকুয়াপুরুলিয়ায় বসে ব্যবসা তৈরি দ...
08/09/2025

বাংলার ২ স্কুল পড়ুয়ার স্টার্টআপে লক্ষ্মীলাভ, দেশের নানা কোণায় পাড়ি দিচ্ছে ‘প্যাকেজড’ ঠেকুয়া
পুরুলিয়ায় বসে ব্যবসা তৈরি দুই কিশোরের, কেমন ছিল গোড়ার দিকের পথচলা?

ঘরে ঘরে তৈরি হয় ঠেকুয়া। ছট পুজো মানেই প্রসাদের থালায় থাকবেই ঠেকুয়া। ঘরে তৈরি এই মিষ্টি এ বার প্যাকেটবন্দি পণ্য। উদ্যোগী পুরুলিয়ার দুই কিশোর। স্কুল পড়ুয়া দুই কিশোরের ব্যবসায়িক বুদ্ধি বাজিমাত করেছে ব্যালেন্স শিটে।

পুরুলিয়া জেলার রেল শহর আদ্রার বাসিন্দা একাদশ শ্রেণির পড়ুয়া জয়ন্ত কর্মকার এবং কৈলাশ বাউরি। কয়েকজন বন্ধুর সহায়তায় মাত্র ১৬ বছর বয়সেই তারা গড়ে তুলেছে দেশি ব্র্যান্ড ‘শুদ্ধ স্বাদ'।

বিহারের জনপ্রিয় স্ন্যাক্স ‘ঠেকুয়া’কে অনলাইন ব্যবসার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা তাদের। ইতিমধ্যেই তাদের তৈরি ঠেকুয়া ছড়িয়ে পড়েছে বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র-সহ ভারতের নানা প্রান্তে। নিজেদের এলাকাতেও জনপ্রিয় হয়েছে। আদ্রা, রঘুনাথপুর, জয়চণ্ডীপাহাড় এলাকায় স্থানীয় ভাবে বেশ বিক্রি হচ্ছে তাদের ঠেকুয়া। পুরুলিয়া জেলায় স্থানীয় বাজারেও দখল তৈরি হয়েছে। ব্যবসা শুরু করার মাত্র তিন মাসের এই সাফল্যে কী বলছে দুই কিশোর?

জয়ন্ত কর্মকার বলছে, ‘আমার ঠেকুয়া খেেয় খুব ভালো লেগেছিল। তারপরেই মনে হয় এই কাজ করা যায়। ২ জনে মিলে শুরু করেছিলাম। এখন আমাদের টিমে ১৫ জন রয়েছে।’ একই কথা বলল কৈলাস বাউড়ি। কৈলাস জানাচ্ছে, বিক্রি করার জন্য অনলাইন প্ল্যাটফর্মও তারাই বানিয়েছে। ভারতের ট্র্যাডিশনাল স্ন্যাক্স রয়েছে, সেগুলি তাদের ব্র্যান্ডের মাধ্যমে অনলাইনে সারা দেশে বিক্রি করার স্বপ্ন রয়েছে তাদের।

আদ্রার প্রত্যন্ত গ্রাম কাঁটারাঙ্গুনির একটি ছোট্ট বাড়িতে তাদের তৈরি ঠেকুয়া প্যাকেজিং হচ্ছে। সেখান থেকে নানাভাবে তা পৌঁছে যাচ্ছে দূর দূরান্তের দোকানে-বাড়িতে।

🚫 সম্পূর্ণ বয়কট!তামিলনাড়ুর হোটেল মালিকেরা একযোগে সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন ব্র্যান্ডের পানীয় যেমন কোকা-কোলা ইত্যাদি ...
08/09/2025

🚫 সম্পূর্ণ বয়কট!

তামিলনাড়ুর হোটেল মালিকেরা একযোগে সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন ব্র্যান্ডের পানীয় যেমন কোকা-কোলা ইত্যাদি পুরোপুরি বর্জন করার।

এই পদক্ষেপটি নেওয়া হয়েছে ট্রাম্প প্রশাসনের আরোপিত ৫০% শুল্কের জবাবে।

দেশি পণ্যের প্রতি সমর্থনই এখন মূল বার্তা!

রাত জেগে ভোর ৩টে ৪৯ মিনিটে প্রজেক্ট জমা দিয়ে খেতে হল বকুনি! না ঘুমিয়ে পড়াশোনা করায় পড়ুয়াকে শাসন শিক্ষিকার...পড়ুয়াদের ...
07/09/2025

রাত জেগে ভোর ৩টে ৪৯ মিনিটে প্রজেক্ট জমা দিয়ে খেতে হল বকুনি! না ঘুমিয়ে পড়াশোনা করায় পড়ুয়াকে শাসন শিক্ষিকার...

পড়ুয়াদের অ্যাসাইনমেন্ট করতে দিয়েছিলেন শিক্ষিকা। নির্দেশ মেনে সেই প্রজেক্ট শেষ করে হোয়াটস্‌অ্যাপে পাঠিয়েছিলেন পড়ুয়া। সারা রাত জেগে পড়াশোনা করছিলেন দেখে প়ড়ুয়াকে শাসন করলেন সেই শিক্ষিকা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় শিক্ষিকা এবং পড়ুয়ার চ্যাটের সেই স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। (যদিও তার সত্যতা যাচাই করেনি হবিবপুর বড়াল প্রাইভেট লিমিটেড)

‘ডিআর. কবিতা কে.’ নামের অ্যাকাউন্ট থেকে লিঙ্কডইনের পাতায় দু’জনের হোয়াটস্‌‌অ্যাপ কথোপকথনের একটি স্ক্রিনশট পোস্ট করা হয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা কবিতা। তাঁর পড়ুয়াদের একটি অ্যাসাইনমেন্ট করতে দিয়েছিলেন তিনি। কবিতার নির্দেশ মেনে সেই কাজ শেষ করে তাঁকে হোয়াটস্‌অ্যাপে পাঠান এক পড়ুয়া। ঘড়িতে তখন ভোর ৩টে ৪৯ মিনিট। এত ভোরে তাঁর এক পড়ুয়া পড়াশোনা করছেন দেখে প্রশংসা করলেন কবিতা। কিন্তু তার পাশাপাশি ভালবেসে বকুনিও দিলেন।

ঘুম বাদ দিয়ে সারা রাত জেগে প্রজেক্ট করতে বারণ করলেন শিক্ষিকা। পর্যাপ্ত বিশ্রাম নিয়ে দিনের অন্য সময়ে পড়ুয়াকে পড়াশোনা করার পরামর্শও দিলেন। শিক্ষিকা লিখেছেন, ‘‘তুমি খুব সুন্দর কাজ করেছ। কোনও রকম প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পার। কিন্তু এ ভাবে ঘুমের বলিদান দিয়ো না। এখন ঘুমিয়ে পড়। ঘুম থেকে উঠে, জলখাবার খেয়ে আমার সঙ্গে কথা বলো।’’ শিক্ষিকার এই পরামর্শ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘সকলেই যেন তাঁদের পড়াশোনা চলাকালীন আপনার মতো শিক্ষিকা পান।’’

রাধিকা আপ্টে ভারতের একজন জনপ্রিয় অভিনেত্রী। রাধিকা হিন্দি, বাংলা, মারাঠি, তেলুগু, তামিল এবং মালায়মাম ভাষার চলচ্চিত্রে ...
07/09/2025

রাধিকা আপ্টে ভারতের একজন জনপ্রিয় অভিনেত্রী।

রাধিকা হিন্দি, বাংলা, মারাঠি, তেলুগু, তামিল এবং মালায়মাম ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন।

জন্মদিনের অনেক অনেক শুভকামনা...

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রবিবার কখন, কোথায় দেখা যাবে? আবার কবে ভারত থেকে দেখা যাবে ‘লালচাঁদ’!আকাশে থাকবে লালবর্ণ চাঁদ। কখন...
06/09/2025

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রবিবার কখন, কোথায় দেখা যাবে? আবার কবে ভারত থেকে দেখা যাবে ‘লালচাঁদ’!

আকাশে থাকবে লালবর্ণ চাঁদ। কখনও হয়ে উঠবে ফ্যাকাশে। ভারত-সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেখা যাবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রবিবার রাত ৯টা থেকে গভীর রাত (ভারতীয় সময়) পর্যন্ত চলবে প্রক্রিয়া। তার মধ্যে ৮২ মিনিট (এক ঘণ্টা ২২ মিনিট) ধরে হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বিজ্ঞানীরা বলছেন, অনেক বছর পরে এত দীর্ঘ সময় ধরে হতে চলেছে চন্দ্রগ্রহণ। এ রকম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ খুব শীঘ্র আর ভারত থেকে দেখা যাবে না। তার জন্য অপেক্ষা করতে হবে আরও তিন বছর।

চাঁদের নিজস্ব আলো নেই। তার উপর সূর্যের আলো পড়ে। তার পরেই তাকে দেখা যায়। পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝে চলে এলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না। বদলে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপরে। তখনই হয় চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং হয় লাল। সে কারণে তাকে ‘লাল চাঁদ’ বলা হয়ে থাকে।

এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। ভারতের প্রায় সব শহর থেকেই দেখা যাবে। কলকাতা, দিল্লি, মুম্বই, পুণে, লখনউ, হায়দরাবাদ, চণ্ডীগড় থেকে স্পষ্ট এই গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অবশ্যই অনুকূল থাকতে হবে।

গ্রিনিচ সময় বা ইউনিভার্সাল টাইম কোঅর্ডিনেট (ইউটিসি) অনুসারে ৭ সেপ্টেম্বর বিকেল ৩টে ২৫ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ। ভারতে তখন রাত ৮টা ৫৮ মিনিট। ইউটিসি অনুসারে ৭ সেপ্টেম্বর রাত ৮টা ৫৫ মিনিটে শেষ হবে সেই গ্রহণ। ভারতে তখন ৮ সেপ্টেম্বর রাত ২টো ২৫ মিনিট। এর মাঝে চাঁদের রং হয়ে উঠবে লাল। ভারতে সেই দৃশ্য দেখা যাবে ৭ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত প্রায় ৮২ মিনিট সময় ধরে।

ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা সন্দীপকুমার চক্রবর্তী জানালেন, এই চন্দ্রগ্রহণ অন্যতম দীর্ঘ। রবিবার রাত ১১টা ৪২ মিনিটে (ভারতীয় সময়) সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন দেখা যাবে চাঁদকে। ওই সময়ে চাঁদের রং থাকবে টকটকে লাল। সন্দীপ জানিয়েছেন, রবিবারের এই চন্দ্রগ্রহণ এত দীর্ঘ ক্ষণ ধরে চলবে যে, আবহাওয়া খারাপ থাকলেও সমস্যা হবে না। কখনও না কখনও দেখার সুযোগ ঠিকই পেয়ে যাবেন ইচ্ছুকেরা। তা ছাড়া গ্রহণের সময়ে চাঁদ এমন অবস্থানে থাকবে, যা সকলে দেখতে পাবেন। দিগন্ত (হরাইজ়ন) থেকে ৬০ ডিগ্রি কোণে আকাশে অবস্থান করবে সেই চাঁদ। গ্রহণ শুরু হলে চাঁদের রং হবে ফ্যাকাশে হলদে। পূর্ণগ্রাসের সময় রং হবে টকটকে লাল।

আরও একটি বিষয় এই চন্দ্রগ্রহণের সময়ে ঘটবে বলে জানিয়েছেন সন্দীপ। রাতে অনেক কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারপাশে ঘোরে। গ্রহণের সময় যখন পৃথিবী এবং চাঁদের মধ্যে দিয়ে সেই উপগ্রহগুলি যাবে, তখন তাদেরও উপরেও পৃথিবীর ছায়া পড়বে। ওই কৃত্রিম উপগ্রহগুলির ঔজ্জ্বল্য কমে যাবে।

ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা জানালেন, এর পরে ভারত থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর। সেই গ্রহণের জন্য অনেক দিন অপেক্ষা করতে হবে।

From Lands Of Biharবিহারের দুই কিশোর মাত্র এক বছরে বদলে দিয়েছে ঐতিহ্যবাহী মিষ্টি থেকুয়া-কে!তৈরি করেছে ১ কোটি টাকার স্ন্য...
06/09/2025

From Lands Of Bihar

বিহারের দুই কিশোর মাত্র এক বছরে বদলে দিয়েছে ঐতিহ্যবাহী মিষ্টি থেকুয়া-কে!তৈরি করেছে ১ কোটি টাকার স্ন্যাক ব্র্যান্ড - "Suddh Swad স্বপ্ন থাকলে বয়স কোনো বাধা নয়।

"গানেই ছিল প্রতিবাদ, সুরেই ছিল প্রেম আর মাটির গন্ধ। তিনি ছিলেন শিল্পী, কবি, বিপ্লবী-একসাথে। আজ সলিল চৌধুরী-র তিরোধান দিব...
05/09/2025

"গানেই ছিল প্রতিবাদ, সুরেই ছিল প্রেম আর মাটির গন্ধ। তিনি ছিলেন শিল্পী, কবি, বিপ্লবী-একসাথে। আজ সলিল চৌধুরী-র তিরোধান দিবসে অশেষ শ্রদ্ধা।”

এসবি পার্কে মোগলমারি! এবার পুজোয় বেহালার মাটি ফুঁড়ে উঠে আসবে বৌদ্ধ সভ্যতার ইতিহাস...পরিব্রাজক হিউয়েন সাং তাঁর গ্রন্থে ব...
04/09/2025

এসবি পার্কে মোগলমারি! এবার পুজোয় বেহালার মাটি ফুঁড়ে উঠে আসবে বৌদ্ধ সভ্যতার ইতিহাস...

পরিব্রাজক হিউয়েন সাং তাঁর গ্রন্থে বাংলার চার প্রদেশের কথা বলেছিলেন। পুণ্ড্রবর্ধন, সমতটী, কর্ণসুবর্ণ আর তাম্রলিপ্ত। সেই ‘সি-ইউ-কি’ গ্রন্থ থেকে জানা যায়, তাম্রলিপ্ত রাজ্যে ১০টি বৌদ্ধবিহার ও এক হাজার বৌদ্ধ সন্ন‌্যাসী ছিলেন। কোথায় ছিল সেদিনের সেই তাম্রলিপ্ত? ঐতিহাসিকরা মনে করছেন বর্তমান বাংলার পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোগলমারিই হল কয়েক হাজার বছর আগের তাম্রলিপ্ত।

তাম্রলিপ্ত বলতে মানচিত্রে যে অংশটা বোঝায়, তার মধ্যে একমাত্র এই অঞ্চলেই মাটির তলা থেকে উঠে এসেছে আস্ত বৌদ্ধবিহার! মোগলমারি! বাংলার বিস্ময়! পৃথিবীর আশ্চর্য। এমনটাই বলছেন কলকাতা বিশ্ববিদ‌্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ‌্যাপক দুর্গা বসু, রাজ‌্য সংগ্রহশালার প্রাক্তন কিউরেটর সুমিতা গুহসরকার। ঠাকুরপুকুর স্টেট ব‌্যাঙ্ক পার্ক সর্বজনীন দুর্গোৎসবে ৫৫ তম বছরে উঠে আসছে সেই মোগলমারি। যে অঞ্চলের মাটির তলায় কথা বলে ইতিহাস। খননে উঠে এসেছে একের পর এক বৌদ্ধমূর্তি। কোনওটা ধ্যানমুদ্রা, কোনওটা অভয়মুদ্রা।

সোমবার প্রেস ক্লাবে থিম প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, পরিচালক গৌতম ঘোষ। ঠাকুরপুকুর এসবি পার্কে এবার যাঁর ছোঁয়ায় উঠে আসছে মোগলমারি, তিনি রাজু সরকার। শিল্পী জানিয়েছেন, ‘‘দুই স্থানের মধ্যে দূরত্ব ১৩৭ কিলোমিটার। বেহালা এস বি পার্কে এলে মনে হবে মিটে গিয়েছে সেই দূরত্ব। আস্ত বৌদ্ধবিহার যেন মাটি ফুঁড়ে উঠে এসেছে এখান থেকেই।’’ প্রত্নকথা থিমের সঙ্গে মানানসই দুর্গামূর্তি। সে মূর্তিতেও বৌদ্ধধর্মের ছাপ স্পষ্ট। জানা গিয়েছে, বৌদ্ধধর্মের তারামূর্তি দেখা যাবে এই পুজোর অঙ্গনে। পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী জানিয়েছেন, বৌদ্ধধর্মে তারা হলেন একজন ত্রাণকর্তা দেবী, মহাযান ও বজ্রযান সম্প্রদায়ে পূজিত হন তিনি। তিনি অবলোকিতেশ্বরের অশ্রু থেকে জাত এবং তাঁকে মা হিসাবে বর্ণনা করা হয়। মোগলমারি নিয়ে তথ‌্যচিত্র তৈরি করেছিলেন পরিচালক গৌতম ঘোষ। দীর্ঘদিন কাটিয়েছেন সে এলাকায়। তাঁর তৈরি করা মৌলিক সে তথ‌্যচিত্রের একটি অংশ দেখা যাবে এবারের এস বি পার্ক দুর্গাপুজো প্রাঙ্গণে।

এত থিম থাকতে মোগলমারি কেন? এস বি পার্ক দুর্গাপুজোর কর্মকর্তা সঞ্জয় মজুমদার জানিয়েছেন, যাঁরা বলেন বাংলার ইতিহাস নেই, সেই অভিযোগের দৃপ্ত প্রতিবাদ, ইতিহাস-মিথ-জনশ্রুতি বুকে নিয়ে হাজার হাজার বছর পথ পেরিয়ে আসা এই মোগলমারি। যেখানে এখনও মাটির তলায় লুকিয়ে গুপ্তোত্তর যুগের মুদ্রা, নকশা, ইট, দেবদেবীর মূর্তি। মনে করা হয় ১৫৭৫ সালে মেদিনীপুর আর জলেশ্বরের(ওড়িশা) মাঝামাঝি তুকারুই নামে এক স্থানে মোগল ও পাঠানের যুদ্ধ হয়। সেই যুদ্ধে মোগলদের বহু ক্ষয়ক্ষতি হয়। মারা যায় অসংখ‌্য মুঘল। সেই থেকেই হয়তো মোগলমারি নামের উৎপত্তি। এবার এ পুজোর ব্র‌্যান্ড অ‌্যাম্বাসাডর অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী। তথ‌্য সংগ্রহ করে পুজোয় সহায়তা করেছেন অতনু প্রধান। যাঁর লেখা বই থেকে সাহায‌্য নিচ্ছেন থিম নির্মাতা।

Address

Ranaghat
741402

Website

Alerts

Be the first to know and let us send you an email when Habibpur Baral Private Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Habibpur Baral Private Limited:

Share

Category