
02/04/2024
Kumar Sanu সম্পর্কে কিছু জানা অজানা তথ্য-
১. আশা ভোঁসলের মতে কিশোর কুমার পরবর্তী সবচেয়ে সুরেলা পুরুষালি কন্ঠের গায়ক কুমার শানু ।
২. গুগলে সবচেয়ে বেশি গান তার সার্চ হবার জন্য গুগল তাকে পুরস্কৃত করেছে ।
৩. কুমার শানু গান Jab koi baat & Kuch na kaho পৃথিবীর ২০০ টি দেশের মিউজিক থেরাপি চিকিৎসা জন্য ব্যবহার করে ।
৪. কুমার শানু নামে আমেরিকা ওহিও প্রদেশ একটি বিশেষ দিন সেলিব্রেট করে প্রতি বছর ।
৫. কুমার শানুর নামে মিউজিক এওয়ার্ড আছে সম্প্রতি সোনু নিগম তা পেয়েছেন ।
৬. বলিউডে সবচেয়ে বেশি নায়কের গলায় সবচেয়ে বেশি হিট গান এর রেকর্ড এখনো তার দখলে
৭. বর্তমান সময়ের বাদশা ( গায়ক) র্যাপার কুমার শানু কে নিজের আইডল মানে ।
৮. ১৯ টি ভাষায় ২০,০০০+ এর বেশি গান তিনি গেয়েছেন এবং এখনো নতুন গান রেকর্ড করে যাচ্ছে, আগামী দিনে অনেক নতুন গান আসছে ।
৯. গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তার নামে একদিনে ২৮ টি গান টানা গেয়েছেন ।
১০. পরপর ৫ বার টানা Flimfare Award সাথে পদ্মশ্রী পুরস্কার এবং দেশীয় আন্তর্জাতিক স্তরে অসংখ্য পুরস্কার সঙ্গীত সন্মান আজ তার দখল ।
১১. সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে তাকে বিশেষ সঙ্গীত সম্মান দিয়েছে, ভারতের প্রথম কোন গায়ক এই সম্মান পেলেন ।
১২. কুমার শানুর আশাকী সিনেমা গান এর রেকর্ড আজও কেউ ভাঙতে পারে নি । এখনো সবচেয়ে বেশি বিক্রি হওয়া বলিউড সিনেমা গান ।
১৩. সুরকার নাদিম-শ্রাবন কুমার শানুর নাম টাইগার দিয়েছে কারন তার গলার ভারি আওয়াজে স্পিকার ফেটে যায় আশিকি গান রেকর্ড এর সময় ।
১৪. গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় কিশোর কুমার এর পর তাকে এক বিস্ময়কর প্রতিভা বলেছেন ।
১৫. কিশোর কুমার পরবর্তী কুমার শানু ছিল আর ডি বর্মন এর প্রথম পছন্দের গায়ক ।
১৬. Sochenge Tumhe Pyaar গানটি কুমার শানু এক টেক নিয়ে ৮ মিনিটে ভিতরে রেকর্ড করে দেয় ।
১৭. Kuch Na Kaho গানটি কুমার শানু প্রথম প্র্যাকটিস চলাকালীন R.D.Burman ফাইনাল রেকর্ড করে নেয় যে গান ভারতের সঙ্গীত জগতে সেরা গান এর তালিকায় আছে ।
❤️❤️❤️❤️