My City Ranaghat

My City Ranaghat We are Ranaghatbasi, we love our City.

02/04/2024

Kumar Sanu সম্পর্কে কিছু জানা অজানা তথ্য-

১. আশা ভোঁসলের মতে কিশোর কুমার পরবর্তী সবচেয়ে সুরেলা পুরুষালি কন্ঠের গায়ক কুমার শানু ।
২. গুগলে সবচেয়ে বেশি গান তার সার্চ হবার জন্য গুগল তাকে পুরস্কৃত করেছে ।
৩. কুমার শানু গান Jab koi baat & Kuch na kaho পৃথিবীর ২০০ টি দেশের মিউজিক থেরাপি চিকিৎসা জন্য ব‍্যবহার করে ।
৪. কুমার শানু নামে আমেরিকা ওহিও প্রদেশ একটি বিশেষ দিন সেলিব্রেট করে প্রতি বছর ।
৫. কুমার শানুর নামে মিউজিক এওয়ার্ড আছে সম্প্রতি সোনু নিগম তা পেয়েছেন ।
৬. বলিউডে সবচেয়ে বেশি নায়কের গলায় সবচেয়ে বেশি হিট গান এর রেকর্ড এখনো তার দখলে
৭. বর্তমান সময়ের বাদশা ( গায়ক) র‍্যাপার কুমার শানু কে নিজের আইডল মানে ।
৮. ১৯ টি ভাষায় ২০,০০০+ এর বেশি গান তিনি গেয়েছেন এবং এখনো নতুন গান রেকর্ড করে যাচ্ছে, আগামী দিনে অনেক নতুন গান আসছে ।
৯. গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তার নামে একদিনে ২৮ টি গান টানা গেয়েছেন ।
১০. পরপর ৫ বার টানা Flimfare Award সাথে পদ্মশ্রী পুরস্কার এবং দেশীয় আন্তর্জাতিক স্তরে অসংখ্য পুরস্কার সঙ্গীত সন্মান আজ তার দখল ।
১১. সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে তাকে বিশেষ সঙ্গীত সম্মান দিয়েছে, ভারতের প্রথম কোন গায়ক এই সম্মান পেলেন ।
১২. কুমার শানুর আশাকী সিনেমা গান এর রেকর্ড আজও কেউ ভাঙতে পারে নি । এখনো সবচেয়ে বেশি বিক্রি হওয়া বলিউড সিনেমা গান ।
১৩. সুরকার নাদিম-শ্রাবন কুমার শানুর নাম টাইগার দিয়েছে কারন তার গলার ভারি আওয়াজে স্পিকার ফেটে যায় আশিকি গান রেকর্ড এর সময় ।
১৪. গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় কিশোর কুমার এর পর তাকে এক বিস্ময়কর প্রতিভা বলেছেন ।
১৫. কিশোর কুমার পরবর্তী কুমার শানু ছিল আর ডি বর্মন এর প্রথম পছন্দের গায়ক ।
১৬. Sochenge Tumhe Pyaar গানটি কুমার শানু এক টেক নিয়ে ৮ মিনিটে ভিতরে রেকর্ড করে দেয় ।
১৭. Kuch Na Kaho গানটি কুমার শানু প্রথম প্র্যাকটিস চলাকালীন R.D.Burman ফাইনাল রেকর্ড করে নেয় যে গান ভারতের সঙ্গীত জগতে সেরা গান এর তালিকায় আছে ।
❤️❤️❤️❤️

গৃহস্থের বাড়ির এই পাহাড়টি আপনার অঞ্চলে কি নামে পরিচিত...
27/02/2024

গৃহস্থের বাড়ির এই পাহাড়টি আপনার অঞ্চলে কি নামে পরিচিত...

27/02/2024
১২ পিস পিঠা বিক্রি করে লাভ হবে কম পক্ষে ২৪ টাকা।১২টি পিঠা এক সাথে বানাতে সময় লাগবে সর্বোচ্চ ৬মিনিট। তাহলে ওর ইনকাম প্রতি...
27/02/2024

১২ পিস পিঠা বিক্রি করে লাভ হবে কম পক্ষে ২৪ টাকা।
১২টি পিঠা এক সাথে বানাতে সময় লাগবে সর্বোচ্চ ৬মিনিট। তাহলে ওর ইনকাম প্রতি ৬ মিনিটে ২৪ টাকা, ১ ঘন্টায় ২৪০ টাকা। যদি সে প্রতিদিন বিকাল ০৫:০০ টা থেকে ১০:০০ টা পর্যন্ত মোট ৫ ঘন্টা ব্যবসা করে তাহলে তার আয় হচ্ছে, ৫x২৪০=১,২০০/- টাকা। হা হিসাব করে দেখেন ১,২০০ টাকা। এটা তার সর্বনিম্ন দৈনিক আয়। (১,২০০ টাকা)।
তাহলে এবার হিসাব করে দেখেন তার মাসিক ইনকাম.....
৩০ x ১,২০০ = ৩৬,০০০/- (৩৬ হাজার টাকা)।
একজন পিঠা বিক্রেতা মাসে আয় করেন ৩৬ হাজার টাকা।
হা ভাই এটাই হলো ব্যবসা।
যেখানে একজন লোক ৯-১০ ঘন্টা মজুরি করে আয় করে ৫০০/- (৫শত টাকা), মাসে ১৫ হাজার টাকা।
সেখানে একজন পিঠা বিক্রেতা দৈনিক ৫ ঘন্টা কাজ করে আয় করছেন ১,২০০/- (১হাজার ২শ টাকা), মাসে ৩৬ হাজার টাকা। তবে সেটা একদিনে হয়নি। কয়েক বছর লেগে থাকার পর এই অবস্থান তৈরি হয়েছে। তাই আমি মনে করি সফলতার শেষ মন্ত্র একটাই "লেগে থাকা"।🥰🙂

EvEveryone

- তা তোর সফটওয়্যারের দাম কত করে রাখবি?- কোনো টাকা দিতে হবে না।- কি! কোনো টাকা নিবি না?- হ্যাঁ,ভাষার জন্য টাকা নেব কেন??...
24/02/2024

- তা তোর সফটওয়্যারের দাম কত করে রাখবি?
- কোনো টাকা দিতে হবে না।
- কি! কোনো টাকা নিবি না?
- হ্যাঁ,ভাষার জন্য টাকা নেব কেন??

ডা. মেহেদী হাসান খান (অভ্র সফটওয়ারের নির্মাতা), যিনি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের স্টুডেন্ট। একুশ শতকের এক নিঃস্বার্থ ভাষা সৈনিক, যার কারণে আমরা আজ আমাদের মাতৃভাষা বাংলায় এত সহজে টাইপ করে মনের ভাব প্রকাশ করতে পারছি। ভাষা দিবসে তাকেও জানাই শ্রদ্ধা ❤️

Everyone

Address

Ramnagar,23 Bigha
Ranaghat
741201

Website

Alerts

Be the first to know and let us send you an email when My City Ranaghat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share