KB Production House

KB Production House This page is for Entertainment only .
(1)

01/09/2025

১০ বছরের অপেক্ষা শেষ! ফের ‘বাহুবলী’ রূপে হাজির প্রভাস, প্রথম ঝলকেই আলোড়ন শুরু!

বাপ্পার আরাধনায় মাতোয়ারা বলিউড! করিনা, অনন্যা-সহ কার কার বাড়ি এলেন গণপতি?গোটা মহারাষ্ট্র জুড়ে উৎসবের মেজাজ! বাপ্পার ...
01/09/2025

বাপ্পার আরাধনায় মাতোয়ারা বলিউড! করিনা, অনন্যা-সহ কার কার বাড়ি এলেন গণপতি?

গোটা মহারাষ্ট্র জুড়ে উৎসবের মেজাজ! বাপ্পার আগমনের আনন্দে ভাসছে মায়ানগরীও। সিদ্ধিদাতার আরাধনায় মেতে উঠেছেন বলিউড তারকারাও। করিনা কপূর থেকে শিল্পা শেট্টি, অনন্যা পাণ্ডে সহ কোন কোন তারকাদের বাড়িতে বাপ্পা এলেন?

বাড়ির গণেশ প্রতিমার ছবি পোস্ট করেছেন করিনা কপূরও। একই সঙ্গে ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছেন শুভেচ্ছা বার্তা। সিদ্ধিদাতার সামনে অভিনেত্রীর ছোট পুত্র জেহ-র নামও লেখা থাকতে দেখা গিয়েছে ছবিতে।

স্বামী-সন্তান নিয়ে সাড়ম্বরে গণপতির আরাধনা শিল্পার। বাপ্পার সামনে নাচলেন মন খুলে। এদিন অভিনেত্রীকে মারাঠি স্টাইলে শাড়ি পরে থাকতে দেখা যায়।

পরিবারের সঙ্গে জাঁকজমকহীন ভাবেই গণেশ পুজোর আনন্দে মাতলেন শর্বরী। পোস্ট করলেন ছবি।স্ত্রী এবং মেয়েকে নিয়ে গণেশের পুজো করতে দেখা গেল কুণাল খেমুকে। সোহা এবং ইনায়াকে গোলাপি রঙয়ের পোশাকে দেখা গেল এদিন।

গোটা শহরের উন্মাদনার ছোঁয়া লেগেছে পাণ্ডে বাড়িতেও। অনন্যা তাঁর গোটা পরিবারকে সঙ্গে নিয়ে ঘরোয়া ভাবেই বাপ্পার আরাধনা করেছেন।
সাদা শেরওয়ানি পায়জামায় দেখা মিলল সোনু সুদের। গণেশ পুজোর ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা।

রাম কাপুর একজন ভারতীয় অভিনেতা, যিনি চলচ্চিত্র এবং টেলিভিশন ধারাবাহিকে কাজ করেন।তিনি টেলিভিশন ধারাবাহিক কসম সে-এ জয় ওয়...
01/09/2025

রাম কাপুর একজন ভারতীয় অভিনেতা, যিনি চলচ্চিত্র এবং টেলিভিশন ধারাবাহিকে কাজ করেন।

তিনি টেলিভিশন ধারাবাহিক কসম সে-এ জয় ওয়ালিয়া এবং বড়ে আচ্ছে লাগতে হ্যায়-এ রাম কাপুর চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি বলিউড চলচ্চিত্র হামশাকালস-এ মামাজি কুনওয়ার অমর নাথ সিং (কেএএনএস), জনি এবং বলবীর, তিনটি চরিত্রে অভিনয় করেছিলেন এবং দ্য ব্যাচেলরেটের উপর ভিত্তি করে আপাতবাস্তব অনুষ্ঠান রাখি কা স্বয়ম্বর উপস্থাপনা করেছিলেন।

জন্মদিনের অনেক অনেক শুভকামনা রইলো....

`ধূমকেতু` রিলিজের পরেই ফের মনোমালিন্য! দেবের মন্তব্যে `ক্ষুব্ধ` শুভশ্রী...১০ বছর পর ফের একসঙ্গে মঞ্চ থেকে পর্দায় এসে ফ্য...
31/08/2025

`ধূমকেতু` রিলিজের পরেই ফের মনোমালিন্য! দেবের মন্তব্যে `ক্ষুব্ধ` শুভশ্রী...

১০ বছর পর ফের একসঙ্গে মঞ্চ থেকে পর্দায় এসে ফ্যানেদের মন জয় করে নিয়েছিলেন দেব (Dev) ও শুভশ্রী (Subhashree Ganguly)। অনস্ক্রিন এই জুটির অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়, কার্যত তাঁদের কথা মাথায় রেখেই ধূমকেতু রিলিজের পরিকল্পনা করেছিলেন দুই তারকা। ফ্যানেদের জন্যই নিজেদের ব্যক্তিগত মনোমালিন্য দূরে সরিয়ে রেখে একসঙ্গে ফেরেন তাঁরা। কিন্তু ধূমকেতু (Dhumketu) রিলিজের পরেই ফের মাথাচাড়া দিয়ে উঠল ব্যক্তিগত টানাপোড়েন।

শুভশ্রীকে ব্লক করেছিলেন দেব। ধূমকেতু রিলিজের আগে এক ইভেন্টে এসে সেই ব্লক খোলেন মেগাস্টার। শুভশ্রী অকপটে জানিয়ে দেন যে তিনি কখনও ব্লক করেননি, তাই ব্লক খোলার কথাও নেই তাঁর। তবে তিনি ফলো করতেন না দেবকে। ওই ইভেন্টেই দেব ও শুভশ্রী একে অপরকে ফলো করা শুরু করেন। এরপরে কার্যত শুভশ্রীই দেবকে একসঙ্গে একটি সেলফি তোলার অনুরোধ করেন ও দেব রাজিও হয়ে যান। দুই তারকার নয়া বন্ধুত্বে ভেসে যায় সোশ্যাল মিডিয়ায়। এরপর একসঙ্গে মন্দিরে পুজো দিতেও দেখা যায় তাঁদের। তবে ধূমকেতু রিলিজের পরেই দেবের এক মন্তব্য নিয়ে বিরক্ত বোধ করেন শুভশ্রী।

"বাংলা সিনেমার গল্পকার স্বপ্নবুননকারী, সংবেদনশীলতার অন্য নাম- ঋতুপর্ণ ঘোষ-কে জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য।"
31/08/2025

"বাংলা সিনেমার গল্পকার স্বপ্নবুননকারী, সংবেদনশীলতার অন্য নাম- ঋতুপর্ণ ঘোষ-কে জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য।"

30/08/2025

'ধূমকেতু ২'-র জন্য যেন ১০ বছর অপেক্ষা না করতে হয়', সিনেমা দেখতে এসে কৌশিকের কাছে আবদার রুক্মিণীর!

যে দিন ধুমধাম করে পুজো করব সে দিন সকলের সঙ্গে সৃজিতও আসবে, গণেশচতুর্থী নিয়ে সুস্মিতা!রাত পোহালেই গণেশচতুর্থী। মূলত, মহার...
30/08/2025

যে দিন ধুমধাম করে পুজো করব সে দিন সকলের সঙ্গে সৃজিতও আসবে, গণেশচতুর্থী নিয়ে সুস্মিতা!

রাত পোহালেই গণেশচতুর্থী। মূলত, মহারাষ্ট্রে এই পুজোর চল। গত কয়েক বছর ধরে বাংলাতেও সিদ্ধিদাতা পূজিত হচ্ছেন। সাধারণ থেকে তারকা, নিষ্ঠার সঙ্গে আরাধনা করছেন দেবতার। সুস্মিতা চট্টোপাধ্যায়ের কথাই ধরুন। তিনি কোলে করে ছোট্ট গণেশমূর্তি আনছেন, মঙ্গলবার এমন একটি ভিডিয়ো ছড়িয়েছে। অভিনেত্রীর চোখেমুখে হাসির ঝিলিক।

কিন্তু অভিনেত্রীর ভাল ‘বন্ধু’ পরিচালক সৃজিত মুখোপাধ্যায় কই? দেবমূর্তি কেনার সময় তিনি কি সঙ্গে ছিলেন? আনন্দবাজার ডট কম-এর প্রশ্ন শুনে একটুও বিরক্ত নন অভিনেত্রী। আন্তরিকতার সঙ্গে পাল্টা জবাব দিয়েছেন, “না, সৃজিত আমার সঙ্গে ছিল না। গত তিন বছর ধরে খুব ছোট করে পুজো করছি। হাতেগোনা কয়েক জনকেই আমন্ত্রণ জানাই।” তার পরেই হেসে ফেলে যোগ করলেন, যে দিন তিনি ধুমধামের সঙ্গে পুজো করবেন সে দিন প্রত্যেককে আমন্ত্রণ জানাবেন। “সে দিন সৃজিতও আসবে আমার বাড়িতে।”

হঠাৎ সিদ্ধিদাতা গণেশের আরাধনা! সুস্মিতা কি এই দেবতার বিশেষ ভক্ত? অভিনেত্রীর কথায়, “আমাদের শহরে গণেশচতুর্থী গত কয়েক বছর ধরে পালিত হচ্ছে। আমি কুলটির মেয়ে। সেখানে বাঙালির তুলনায় অবাঙালির সংখ্যা বেশি। গণেশ তাই এই বিশেষ দিনে আড়ম্বরের সঙ্গে পূজিত হন। ছোট থেকে এ ভাবেই এই উৎসবকে দেখে এসেছি। তাই গণেশচতুর্থী আমার কাছে নতুন নয়।”

গুরু রনধাওয়া হলেন ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের একজন গায়ক ও গীতিকার। রনধাওয়া তার জনপ্রিয় গান "হাই রেটেড গ্যাব্রু", "...
30/08/2025

গুরু রনধাওয়া হলেন ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের একজন গায়ক ও গীতিকার।

রনধাওয়া তার জনপ্রিয় গান "হাই রেটেড গ্যাব্রু", "সুট", "ইয়ার মোড় দো", "পাটোলা", "ফ্যাশন" এবং "লাহোর"-এর জন্য অধিক পরিচিত। ২০১৭ সালে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশন করেছিলেন।

জন্মদিনের অনেক অনেক শুভকমনা...

'একে একে তিন', পরিবারে নতুন সদস্যের আগমনের সুখবর দিলেন রাঘব-পরিণীতি।এবার দুই থেকে তিন হওয়ার পালা। রাঘব-পরিণীতির সংসারে আ...
29/08/2025

'একে একে তিন', পরিবারে নতুন সদস্যের আগমনের সুখবর দিলেন রাঘব-পরিণীতি।

এবার দুই থেকে তিন হওয়ার পালা। রাঘব-পরিণীতির সংসারে আসতে চলেছে খুদে সদস্য। ইনস্টাগ্রাম পোস্টে অনুরাগীদের সুখবর জানিয়েছেন তারা।

সোমবার ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের উপর মিষ্টি পোস্ট করেন অভিনেত্রী। তাতে লেখা, ১+১=৩। সঙ্গে ক্যাপশনে লেখেন, "আসছে আমাদের ছোট্ট পৃথিবী। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করতে পারব না।" এছাড়া দু'জনের একসঙ্গে পথচলার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ওই মিষ্টি পোস্ট দেখে বেজায় খুশি অনুরাগীরা। আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন হবু বাবা-মা।

রাজনীতিক রাঘবের সঙ্গে অভিনেত্রী পরিণীতির মন দেওয়া নেওয়া হয়েছিল আগেই। গত ২০২৩ সালের সেপ্টেম্বরে ঘর বাঁধেন দু'জনে। রাজস্থানের উদয়পুরে বসে বিয়ের আসর। তার মাসছয়েক পর থেকে বি-টাউনে কান পাতলে শোনা যেত পরিণীতির অন্তঃসত্ত্বা হওয়ার খবর। কারণ, তাঁকে নাকি একটি অনুষ্ঠানে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছিল। অনেকেই দাবি করেছিলেন ঢিলেঢালা কাফতানের আড়ালেই নাকি বেবিবাম্প লুকোচ্ছেন অভিনেত্রী। যদিও সে সময় অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন রাঘব ঘরনি। সাফ জানান, আরামের জন্য অনেকে ঢিলেঢালা পোশাক পরেন। ঢিলেঢালা পোশাক মানেই অন্তঃসত্ত্বা হয়ে যাওয়া নয়। সে সময় অবশ্য রাঘব-পরিণীতির পরিবারে নতুন সদস্য আসার গুঞ্জনে ধামাচাপা পড়ে যায়। কাট টু ২০২৫। সম্প্রতি কপিল শর্মার শোয়ে পরিণীতির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে বোমা ফাটান আপ সাংসদ রাঘব। খুব তাড়াতাড়ি সুখবর দেবেন বলেই দাবি করেন। তা শুনে তাজ্জব হয়ে যান পরিণীতি। তার মাসখানেকের মধ্যেই সুখবর দিলেন পরিণীতি। বাবা-মা হিসাবে নতুন দায়িত্ব পালনের প্রস্তুতি তুঙ্গে।

29/08/2025

সলমনের ভাইপোর সঙ্গে পার্টিতে মাতলেন সুহানা! শাহরুখ-কন্যার জীবনে কি অগস্ত্য এখন অতীত?

আক্কিনেনি নাগার্জুনা হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপক।তিনি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্...
29/08/2025

আক্কিনেনি নাগার্জুনা হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপক।

তিনি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, নয়টি রাজ্যের নন্দী পুরস্কার এবং তিনটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথ পেয়েছেন।

জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা...

ফের বিপদে দিতিপ্রিয়া! সম্মান বাঁচাতে শেষে ছদ্মবেশে ঘুরছেন নায়িকা, আবার কী ঘটল তাঁর সঙ্গে?ফের নতুন বিপদে দিতিপ্রিয়া রায়? ...
28/08/2025

ফের বিপদে দিতিপ্রিয়া! সম্মান বাঁচাতে শেষে ছদ্মবেশে ঘুরছেন নায়িকা, আবার কী ঘটল তাঁর সঙ্গে?

ফের নতুন বিপদে দিতিপ্রিয়া রায়? গুঞ্জন, তাঁর উপরে নাকি একদল দুষ্কৃতীর কু’নজর! কিছুতেই তারা নায়িকাকে শান্তিতে দিন কাটাতে দিচ্ছে না। সারা ক্ষণ নজরবন্দি করে রেখেছে তাঁকে। ওদের হাত থেকে বাঁচতে এবং নিজের সম্মানরক্ষা করতে বাধ্য হয়ে নাকি দিতিপ্রিয়াকে ছদ্মবেশে রাস্তায় বেরতে হচ্ছে।

কী করে নতুন সমস্যায় জড়ালেন ছোটপর্দার একসময়ের ‘রানিমা’? আননন্দবাজার ডট কম যোগাযোগ করার চেষ্টা করেছিল তাঁর সঙ্গে। নায়িকা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর শুটিংয়ে ব্যস্ত। তাই ফোন ধরতে পারেননি। টেলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, সবটাই ঘটছে ছোটপর্দায়, জীতু কমল-দিতিপ্রিয়া অভিনীত ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ।

গল্পে নতুন চমক, রাতে একা একা রাস্তায় বেরিয়ে একদল দুষ্কৃতীর খপ্পরে ধারাবাহিকের নায়িকা ‘অপর্ণা’। তাকে বাঁচাতে যথারীতি হাজির নায়ক ‘আর্য সিংহ রায়’। একপ্রস্থ মারপিটের পর উভয়ে আশ্রয়ে নেয় এক মন্দিরে। মন্দিরের সাজসজ্জা অনুযায়ী, সম্ভবত সেটি রাধাকৃষ্ণের মন্দির। সেখানেই নিজেদের বাঁচাতে দিতিপ্রিয়া সম্ভবত ‘রাধা’রূপ নেবেন। নীল ঘাঘরা-চোলি, মানানসই গয়না। নায়কের অবশ্য সাজসজ্জায় কোনও পরিবর্তন আসেনি।

Address

Ranaghat
741402

Alerts

Be the first to know and let us send you an email when KB Production House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KB Production House:

Share