KB Production House

KB Production House This page is for Entertainment only .
(2)

ভারতীয় সঙ্গীত ইতিহাসে কিশোর কুমার হলেন এক উজ্জ্বল নক্ষত্রের মতো।কিশোর কুমার ছিলেন একজন ভারতীয় গায়ক, গীতিকার, সুরকার, ...
04/08/2025

ভারতীয় সঙ্গীত ইতিহাসে কিশোর কুমার হলেন এক উজ্জ্বল নক্ষত্রের মতো।

কিশোর কুমার ছিলেন একজন ভারতীয় গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং রেকর্ড প্রযোজক। সাধারণত তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পের সর্বাধিক সফল এবং চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ নেপথ্য গায়ক হিসেবে বিবেচিত হন।

আজ তাঁর জন্ম দিবস উপলক্ষে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি....

বিয়ে হতে হতেও হয়নি, প্রেমে ছেঁকা অনুষ্কা শর্মার ‘হবু বৌদি’র, তার পরেও ৯০০ কোটি দাম তাঁর!কার ভাগ্য কী ভাবে ফেরে কে বলতে প...
03/08/2025

বিয়ে হতে হতেও হয়নি, প্রেমে ছেঁকা অনুষ্কা শর্মার ‘হবু বৌদি’র, তার পরেও ৯০০ কোটি দাম তাঁর!

কার ভাগ্য কী ভাবে ফেরে কে বলতে পারে! ইনিই দিনের পর দিন প্রত্যাখ্যাত হয়েছেন নায়িকা নির্বাচকদের থেকে। জীবনের প্রথম ছবিতেই ব্যর্থ। শুধুই কি পেশাজীবন? ব্যত্তিগত জীবনও তাঁর সুখের নয়। বিচ্ছেদের ব্যথা সয়ে হাসিমুখে একের পর ছবিতে কাজ করে গিয়েছেন। এখন তাঁরই বাজারদর আকাশছোঁয়া।

একটি ছবিতে সাহসী অভিনয় পেশাজীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে! নামী নায়কের বিপরীতে চর্চিত দৃশ্যে অভিনয় তাঁকে নিন্দা-প্রশংসা দুইই দিয়েছে। কী ভাবে?

আলোচনা তৃপ্তি ডিমরিকে নিয়ে। ছোট বেলায় সকলেই একটু আধটু অভিনয় করেন। কখনও স্কুলে-কলেজে। কখনও পাড়ার অনুষ্ঠানে। তৃপ্তিও তাই। ছোট বেলায় ‘রামলীলা’য় তিনি ‘সূর্পনখা’! যদিও নায়িকার দাবি, “বাস্তবে আমি ভীষণ শান্ত। অভিনয়ে আসব ভাবিইনি। তবু ভাগ্যে বোধহয় অভিনেত্রী হওয়ার ছিল।”

মডেলিং দিয়ে বিনোদন দুনিয়ায় পা রাখলেও শুরুটা একেবারেই ভাল ছিল না তৃপ্তির। একাধিক সাক্ষাৎকারে নায়িকাই জানিয়েছেন, তিনি ১০ বছর ধরে কোনও নায়িকা নির্বাচকের পরিসরে নজর কাড়তে পারেননি। একের পর এক ‘অডিশন’ দিয়েছেন। প্রত্যেকটিতে ব্যর্থ। তিনি ধৈর্য হারাননি। তৃপ্তির প্রথম ছবি ‘

হাসির রাজপুত্র' মনিশ পাল-এর আজ জন্মদিন,,, তাকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।
03/08/2025

হাসির রাজপুত্র' মনিশ পাল-এর আজ জন্মদিন,,, তাকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।

‘নেপো কিড’ কোথাকার, গৌরী জীবনে আসতে নিজের ছেলে জুনেইদ চক্ষুশূল হলেন আমিরের!এই মুহূর্তে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে চোখে হা...
02/08/2025

‘নেপো কিড’ কোথাকার, গৌরী জীবনে আসতে নিজের ছেলে জুনেইদ চক্ষুশূল হলেন আমিরের!

এই মুহূর্তে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে চোখে হারাচ্ছেন আমির খান। যেখানেই যাচ্ছেন, সঙ্গে থাকছেন প্রেমিকা। সম্প্রতি এ-ও জানিয়েছেন, গৌরীর সঙ্গে ইতিমধ্যেই মনে মনে বিয়ে সেরে ফেলেছেন। যদিও প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেই সম্পর্ক রয়েছে অভিনেতার। দুই স্ত্রীর তিন সন্তানকেই দেখা যায় আমিরের সঙ্গে ঘোরাফেরা করতে। যে কোনও উৎসব একসঙ্গে উদ্‌যাপন করেন তারা। কিন্তু এ বার বড় ছেলে জুনেইদকে প্রকাশ্যে ‘নেপো কিড’ বলে ধমক দিলেন আমির। হঠাৎ বাবার বিরাগভাজন হয়ে উঠলেন জুনেইদ!

সদ্য মুক্তি পাওয়া আমিরের ‘সিতারে জ়ামিন পর’ ছবিটি দর্শক এখন দেখতে পাচ্ছেন ইউটিউবের পর্দায়। সিনেমা হলে ভালই ব্যবসা করেছে আমিরের এই ছবি। এখন ১০০ টাকার বিনিময়ে সেই ছবি দেখা যাবে মোবাইলের ছোট পর্দায়। বড় পর্দায় হোক কিংবা অন্য পর্দা ছবির প্রচার তো করতেই হবে। ইউটিউবে কী ভাবে এই সিনেমাটি দর্শক দেখতে পাবেন, কত টাকার বিনিময়ে দেখতে পাবেন, সবটাই আমির জানিয়েছেন দর্শককে, সেটা একেবারেই অন্যরকম কায়দায়। ছেলে জুনেইদের সঙ্গে আমিরের সেই ভিডিয়ো এখন সমাজমাধ্যমে ভাইরাল।

বাংলা ছবিতে প্রথমবার Dolby Atmos, দেবের 'রঘু ডাকাত'-এ থাকছে নতুন অডিও টেকনোলজি।
02/08/2025

বাংলা ছবিতে প্রথমবার Dolby Atmos, দেবের 'রঘু ডাকাত'-এ থাকছে নতুন অডিও টেকনোলজি।

আমির খান বিবেকানন্দ, অক্ষয় কুমার মোদী, ট্রেলারে ছয়লাপ ইউটিউব! সিনেমা কবে রিলিজ?আমির খান স্বামী বিবেকানন্দ অথবা প্রাক্তন ...
01/08/2025

আমির খান বিবেকানন্দ, অক্ষয় কুমার মোদী, ট্রেলারে ছয়লাপ ইউটিউব! সিনেমা কবে রিলিজ?

আমির খান স্বামী বিবেকানন্দ অথবা প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ভূমিকায়, অক্ষয় কুমার তাঁর আরও দুই সঙ্গী পরেশ রাওয়াল এবং সুনীল শেট্টিকে নিয়ে ‘হেরাফেরি’-র তৃতীয় পর্বে অথবা রণবীর কপূর ‘রামায়ণ’-এ রাম কিংবা সেই ছবিতেই হনুমানের ভূমিকায় সানি দেওল… অবিশ্বাস্য লাগছে? মনের মধ্যে সন্দেহ উঁকিঝুকি দিয়ে যাচ্ছে— ‘কই এমন সিনেমার কথা সংবাদমাধ্যমে পড়িনি তো?’ তবে থামুন।

‘টাইটানিক’-এর সিক্যুয়েলে জলের তলা থেকে উঠে এসেছে জ্যাক ডসন, অথবা হ্যারি পটারের আটটি ছবির পরেও তৈরি হচ্ছে খলনায়ক লর্ড ভোল্ডেমর্টের জীবনীচিত্র, হঠাৎ নজরে পড়ছে ‘অ্যাভেঞ্জার’ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তির ঝলক বা প্রিয় অ্যানিমেশন ছবি ‘শ্রেক’-এর পঞ্চম পর্ব…। এমন যদি কিছুতে নজর আটকায়, তবে থামুন।

পিকচার আভি বাকি হ্যায়!

সিনেমা দেখনেওয়ালাদের সমান্তরালে আরও এক প্রকার জীব এই ধরাধামে রয়েছেন, তাঁরা ট্রেলার দর্শক। সেই দিনগুলির কথা মনে করুন, আপনি ইস্কুল পালিয়ে কোনও সিনেমা হলে ছমছমে নুন শো দেখতে গিয়েছেন। ছবির মধ্যান্তর পর্ব মিটতে না মিটতেই পর্দায় ফুটে উঠতে লাগল একের পর এক আসন্ন ছবির ধামাকাদার ট্রেলার। তিন মিনিটের দৈর্ঘ্যে এই অমিতাভ বচ্চনের ঢিসুম তো পরক্ষণেই মিঠুন চক্রবর্তীর ‘জিমি জিমি আ যা আ যা’… ক্ষণে ক্ষণে পটপরিবর্তন! আর সেই ঘোরঘট্ট আশির দশকে আপনি ‘জওয়ানি কি জলওয়া’ বা ‘হান্ড্রেড নাইটস’-মার্কা লুকাছিপা ছবি দেখতে গিয়ে মনস্থির করে ফেলছেন, এ সব আসন্ন সিনেমা না দেখলেই নয়। অবশ্য সে সব ছবি আপনার দেখা হয়েছে কি হয়নি, সেটা বড় কথা নয়, আপনার চিদাকাশে খেলে যাচ্ছে ট্রেলারের জলতরঙ্গ। আপনি আসক্ত হয়ে পড়ছেন সিনেমা শুরুর আগে বা হাফটাইমের ঠিক পরেই দেখানো সেই তিন মিনিটের দুনিয়ায়।
সে সব দিন বিশ্বায়ন আয় অন্তর্জালের এক ফুঁয়ে উড়ে গিয়েছে কবেই। কিন্তু ট্রেলার আপনার পিছু ছাড়েনি। ধসে পড়েছে একের পরে এক মিনার-বিজলি-ছবিঘর, বেশরম মল আর উচক্কা বহুতলের চাপে স্মৃতির মিছিল (প্লিজ পড়ুন ‘ইয়াদোঁ কি বারাত’) নির্জন হয়ে পড়েছে। কিন্তু আপনি লেগে রয়েছেন। আপিস ফেরতা বাসে-মেট্রোয় গহনঘন জনারণ্যে মুঠোফোনে ইউটিউব খুলে কানে ইয়ারপ্লাগ ঠুসে দেখে যাচ্ছেন ট্রেলারের পর ট্রেলার। সিনেমা নয়, মুহূর্তের বিনোদন হিসেবে মধ্যবয়সে এসে ট্রেলারই হয়ে দাঁড়িয়েছে আপনার প্রাণের আরাম, আত্মার আনন্দ।

তাপসী পান্নু একজন ভারতীয় মডেল এবং অভিনেত্রী, যিনি দক্ষিণ ভারতীয় এবং বলিউড চলচ্চিত্র শিল্পে কাজ করেন। তাপসী একজন সফটওয়...
01/08/2025

তাপসী পান্নু একজন ভারতীয় মডেল এবং অভিনেত্রী, যিনি দক্ষিণ ভারতীয় এবং বলিউড চলচ্চিত্র শিল্পে কাজ করেন।

তাপসী একজন সফটওয়্যার পেশাজীবী হিসেবে কাজ করতেন, এবং অভিনেত্রী হবার পূর্বে মডেলিং কর্মজীবনে জড়িত ছিলেন। তার মডেলিং কর্মজীবনে তিনি কিছুসংখ্যক বাণিজ্যিক বিজ্ঞাপনে কাজ করেছেন, এবং ২০০৮ সালে "প্যান্টালুন ফেমিনা মিস ফ্রেশ ফেস" ও 'সাফি ফেমিনা মিস বিউটিফুল স্কিন" খেতাব লাভ করেন।

আজ জন্মদিন উপলক্ষে অনেক অনেক শুভকামনা রইলো...

মহিলাদের সামনে শরীরী ভাষা বদলে যায়! শাহরুখ কি উদ্ধত? অভিনেতার বসার ধরন সম্পর্কে কী জানা গেল?পুরুষদের সামনে এক রকম, মহিলা...
31/07/2025

মহিলাদের সামনে শরীরী ভাষা বদলে যায়! শাহরুখ কি উদ্ধত? অভিনেতার বসার ধরন সম্পর্কে কী জানা গেল?

পুরুষদের সামনে এক রকম, মহিলাদের সামনে আর এক রকম। শাহরুখ খানের আচরণ নাকি এমনই। পুরুষদের সামনে পায়ের উপর পা তুলে বসেন। কিন্তু সামনে মহিলা থাকলেই তাঁর বসার ধরন নাকি বদলে যায়। সম্প্রতি রাজ শমানির পডকাস্টে শাহরুখের আচার-আচরণ নিয়ে কথা বলেছেন ‘বডি ল্যাঙ্গোয়েজ’ বিশেষজ্ঞ কানন তন্ডি।

শাহরুখের একটি পুরনো সাক্ষাৎকারের কথা উল্লেখ করেন কানন। পুরনো সেই সাক্ষাৎকারে সাংবাদিকের সামনে কী ভাবে শাহরুখ বসেছিলেন, তা উল্লেখ করেন তিনি। পায়ের উপর পা তুলে বসেছিলেন বলিউডের বাদশাহ। সেই সঙ্গে তিনি ধূমপানও করেছিলেন। কাননের কথায়, “এই বসার ধরনকে বলা হয় ‘কাউবয় ক্রস’। এটি ‘আলফা জেসচার’। ওঁর বসার ধরনেই স্পষ্ট ছিল, ওটাই ওঁর জায়গা।”

এর বেশ কয়েক বছর পরে ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে এসেছিলেন তিনি। সেখানে শাহরুখের বসার ধরনে বদল এসেছিল। পায়ের উপর পা তুলে বসলেও, কিছুটা নীচের দিকে রেখেছিলেন পা। কানন বলেছেন, “এই ভাবেই শাহরুখ বসতে পছন্দ করেন। ওঁর বসার কায়দাই বলে দেয়, ওটা ওঁর জায়গা। কিন্তু মহিলাদের সামনে তিনি এই ভাবে বসেন না। শাহরুখ ভালই জানেন, মহিলাদের ঠিক কেমন অনুভব থাকা উচিত। একজন পুরুষ হিসাবে সত্যিই এটা দারুণ। মহিলাদের সামনে তিনি কখনওই পায়ের উপরে পা তুলে বসেন না।”

আলিয়া আডবাণী, যিনি পেশাগতভাবে কিয়ারা আডবাণী নামে পরিচিত, একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। ২০১৪ সালের ফুগলি চলচ্চিত্রে...
31/07/2025

আলিয়া আডবাণী, যিনি পেশাগতভাবে কিয়ারা আডবাণী নামে পরিচিত, একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। ২০১৪ সালের ফুগলি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন কিয়ারা। তিনি হিন্দি ও তেলুগু ভাষার চলচ্চিত্রে কাজ করেন।

জন্মদিবস উপলক্ষে তাকে জানায় অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন...

‘সহ-শিল্পীদেরই চেনেন না!’, নতুন সমালোচনায় বিদ্ধ ‘সইয়ারা’র দুই নবাগত নায়ক-নায়িকা।গত দু’সপ্তাহে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে...
30/07/2025

‘সহ-শিল্পীদেরই চেনেন না!’, নতুন সমালোচনায় বিদ্ধ ‘সইয়ারা’র দুই নবাগত নায়ক-নায়িকা।

গত দু’সপ্তাহে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে দুটি নাম, অনীত পড্ডা এবং অহন পাণ্ডে। দুই নবাগত নায়ক, নায়িকার সমীকরণে বিভোর দর্শক। ১৮ জুলাই মুক্তি পেয়েছে ‘সইয়ারা’। সপ্তাহ পার হওয়ার আগে ১৫০ কোটির অঙ্ক ছুঁয়েছে এই ছবি। আপাত ভাবে প্রচারহীন এক ছবির ব্যবসা নিয়ে আলোচনা তুঙ্গে। তেমনই নতুন ছবিতে নায়ক, নায়িকাকে ব্যক্তিগত ভাবে চিনতেও উদগ্রীব দর্শক।

এক দিকে মোহিত সুরি পরিচালিত এই ছবির গল্প যেমন নজর কেড়েছে, তেমনই ছবির গান নিয়েও আলোচনা তুঙ্গে। এই ছবির ‘টাইটেল ট্র্যাক’ তৈরি করেছেন তনিষ্ক বাগচী। সেই গান নিয়েও চলছে তুমুল আলোচনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অহন এবং অনীত প্রসঙ্গে কী বললেন তনিষ্ক?

এই ছবির গান গেয়েছেন ফহীম আবদুল্লাহ এবং অরসলান নিজ়ামী। কিন্তু যাঁদের কণ্ঠে অহন এবং অনীতের গান এত জনপ্রিয়তা পেয়েছে, সেই সঙ্গীতশিল্পীদেরই নাকি চিনতেন না ছবির অভিনেতা, অভিনেত্রী! এক সাক্ষাৎকারে সঙ্গীতপরিচালক বলেন, “ওদের দেখে মনে হয়েছিল দু’জনেরই ভবিষ্যৎ উজ্জ্বল। ছবিতে যে দুই শিল্পী গান গেয়েছেন, তাঁদের না চিনলেও ফহীম এবং অরসলানের গানের বিপুল প্রশংসা করেছেন অহন এবং অনীতের গান এত জনপ্রিয়তা পেয়েছে, সেই সঙ্গীতশিল্পীদেরই নাকি চিনতেন না ছবির অভিনেতা, অভিনেত্রী! এক সাক্ষাৎকারে সঙ্গীতপরিচালক বলেন, “ওদের দেখে মনে হয়েছিল দু’জনেরই ভবিষ্যৎ উজ্জ্বল। ছবিতে যে দুই শিল্পী গান গেয়েছেন, তাঁদের না চিনলেও ফহীম এবং অরসলানের গানের বিপুল প্রশংসা করেছেন অহন এবং অনীত।”

সুরের যাদুকর সোনু নিগম-কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনার কণ্ঠে বাজুক সঙ্গীতের প্রাণ চিরকাল!"
30/07/2025

সুরের যাদুকর সোনু নিগম-কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনার কণ্ঠে বাজুক সঙ্গীতের প্রাণ চিরকাল!"

৩ যোদ্ধার কাহিনি নিয়ে ‘ওয়ার টু’, প্রথম দিনেই ১০০ কোটি আয়ের প্রত্যাশা।কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছিল আগামী ১৪ আগস্ট বড় প...
29/07/2025

৩ যোদ্ধার কাহিনি নিয়ে ‘ওয়ার টু’, প্রথম দিনেই ১০০ কোটি আয়ের প্রত্যাশা।

কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছিল আগামী ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে ‘ওয়ার টু’। এই সিনেমায় প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করবেন হৃতিক, জুনিয়র এনটিআর এবং কিয়ারা।

তিন যোদ্ধার লড়াইয়ের কাহিনি নাকি ফুটে উঠবে এই ছবির মাধ্যমে। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে ট্রেলার। যা দেখে ভক্তদের প্রত্যাশার পারদ আরও বেড়েছে।

ট্রেলার শুরুতেই হৃতিককে বলতে শোনা যায়, ‘আমি প্রতিজ্ঞা করছি, আমার পরিবার, আমার নাম, আমার পরিচয় সবকিছু পাল্টে ফেলে একটা বেনামী ছায়ায় পরিণত হয়ে যাব।’

তারপরেই এনটিআরকে বলতে শোনা যায়, ‘আমি শপথ নিচ্ছি যেটা অন্য কেউ করতে পারবে না সেটা আমি করব। যে যুদ্ধ কেউ জিততে পারবে না সেই যুদ্ধ আমি জিতে দেখাব।’

ট্রেলার শুরুতেই এটুকু স্পষ্ট হয়ে যায়, এনটিআর এবং হৃতিকের চরিত্রের মধ্যে ধুন্ধুমার লড়াই দেখতে পাওয়া যাবে এই সিনেমায়। টাইগার শ্রফের ছবিও দেখানো হয়েছে ট্রেলারে। অর্থাৎ বোঝাই যাচ্ছে, এই সিনেমায় পূর্ববর্তী পর্বের বেশ কিছু অংশ তুলে ধরা হবে। বিশেষভাবে নজর কেড়েছেন আশুতোষ রানা।

তবে যার কথা উল্লেখ না করলেই নয়, তিনি হলেন কিয়ারা আদভানি। একদিকে বিকিনি পরে সৌন্দর্যের সমস্ত মাপকাঠি ভেঙ্গে ফেলছেন আবার অন্যদিকে বন্দুক হাতে দৃঢ় চিত্তে লড়াই করছেন শত্রুপক্ষের সঙ্গে। দেখানো হয়েছে কিয়ারা-হৃতিকের প্রেম পর্বও।

তিনজনেই নিজেদের জায়গা থেকে লড়াইয়ে নেমেছেন। কিন্তু সবশেষে কার জয় হবে? তিনজনেই যদি দেশকে আগে রাখে, তাহলে এই লড়াইয়ের অর্থ কী? এমন অনেক প্রশ্নের উত্তর অজানা, যা স্পষ্ট হবে সিনেমা মুক্তির মাধ্যমেই।

এদিকে বিগ বাজেটের এই সিনেমা নিয়ে নির্মাতাদের প্রত্যাশার পরিমাণও বেশি। তারা আশা করছেন, মুক্তির প্রথমদিনেই বিশ্বব্যাপী ১০০ কোটির ব্যবসা করতে পারে ‘ওয়ার টু’।

Address

Ranaghat
741402

Alerts

Be the first to know and let us send you an email when KB Production House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KB Production House:

Share