KB Production House

KB Production House This page is for Entertainment only .
(1)

25/10/2025

জয় শ্রীরাম ধ্বনি শুনে গান থামিয়ে হঠাৎ মঞ্চ থেকে কি বললেন ইমন চক্রবর্তী।

হাতে বিয়ারের গ্লাস, পিছনে বুর্জ খলিফা! দুবাইতে ছুটির মেজাজে প্রসেনজিৎ পুত্র।ইন্ডাস্ট্রি’র সুপুত্র তিনি। টলিপাড়ায় চর্চা ...
25/10/2025

হাতে বিয়ারের গ্লাস, পিছনে বুর্জ খলিফা! দুবাইতে ছুটির মেজাজে প্রসেনজিৎ পুত্র।

ইন্ডাস্ট্রি’র সুপুত্র তিনি। টলিপাড়ায় চর্চা শীঘ্রই বাপ-ঠাকুর্দার পথে হেঁটে অভিনয় দুনিয়ায় পা রাখবেন প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ। টলিপাড়ায় ফিসফাস এসভিএফের হাত ধরেই বড় পর্দায় ডেবিউ হবে তৃষাণজিৎ-এর।

মাত্র ২১ বছর বয়সেই সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে তৃষাণজিৎ ওরফে মিশুক। প্রসেনজিৎ এবং অর্পিতার একমাত্র সন্তানকে ঘিরে কৌতুহলের শেষ নেই। আজকাল সোশ্যাল মিডিয়ায় একটু বেশি অ্যাক্টিভ মিশুক। হালে নিজের দুবাই ডায়রির ঝলক ফেসবুকে ভাগ করে নিয়েছেন।

‘কেন কথার মানে নেই’, আজকাল এই ক্যাপশনে একাধিক ছবি বা ভিডিয়ো পোস্ট করেন মিশুক। কখনও দেব, কখনও জিৎ-এর পাশে বসা ছবি ভাগ করে নেন প্রসেনজিৎ-পুত্র। এর মাঝেই মরু শহরের কিছু মন মাতানো ছবি উঠে এসেছে মিশুকের ফেসবুকের দেওয়ালে।

একটি ছবিতে দেখা গেল মরুভূমির বালির উপর বসে রয়েছেন তৃষাণজিৎ। পরনে সাদা রঙা জ্যাকেট আর কালো প্যান্ট, মাথায় টুপি। পড়ন্ত সূর্যের রোদ গায়ে মেখে হারিয়ে গিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে লেখা- ‘তোমার রাজত্বে তুমি একাই রাজা’।

এখানেই থামেননি তৃষাণজিৎ। অপর এক ছবিতে দুবাইয়ের নাইট লাইফের ঝলক উঠে এসেছে তৃষাণজিৎ-এর পোস্টে। বিয়ারের গ্লাস হাতে বছর ২১-এর নায়ক-পুত্র। অন্য হাতে কাবাব। শরীর-মন তরতাজা হয়েছে তাঁর, সেই কথা জানিয়ে নায়ক-পুত্র লেখেন- মাইন্ড ফ্রেস।

হাতে পানীয়র গ্লাস থাকায় অনেকে মিশুকের সমালোচনা করেছেন। বাবার পয়সা ধ্বংস করছেন তিনি, এমন কটাক্ষ ধেয়ে এসেছে তবে পাল্টা জবাব দেননি মিশুক।

শোনা যাচ্ছে, ডিসেম্বরেই মিশুকের ডেবিউ ছবির ঘোষণা সারবেন প্রযোজনা সংস্থা। অভিনয়ের জগতে পা রাখা নিয়ে এখনই কোনও মন্তব্য করতে না-রাজ মিশুক। তবে ছেলের অভিনয়ে আসার ইচ্ছে রয়েছে সে কথা বছর খানেক আগেই জানিয়ে ছিলেন প্রসেনজিৎ। পাশাপাশি এও বলেছিলেন ছেলেকে গাইড করলেও কোনওভাবেই তাঁকে লঞ্চ করবেন না। এখন লাখ টাকার প্রশ্ন হল, তৃষাণজিৎ-এর ডেবিউ ছবি পরিচালনা কে করবেন?

এই মামলায় সৃজিত মুখোপাধ্যায় ও কৌশিক গঙ্গোপাধ্যায় ফ্রন্ট রানার, বলেই খবর প্রযোজনা সংস্থার সূত্রে। আপতত চিত্রনাট্য তৈরির কাজ করছে। দামিণী বেণী বসুর কাছে অভিনয়ের ট্রেনিং নিচ্ছেন তৃষাণজিরৎ। সঙ্গে চলছে নাচ, মার্শল আর্টের ক্লাসও।

বাংলার বিখ্যাত অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিনে তাকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
25/10/2025

বাংলার বিখ্যাত অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিনে তাকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

'জংলি বিল্লি নয়, প্রিয়াঙ্কা আমার পোষা ইঁদুর', দেশি গার্ল-এর যৌন আবেদন নিয়ে বিস্ফোরক শাহরুখ!
25/10/2025

'জংলি বিল্লি নয়, প্রিয়াঙ্কা আমার পোষা ইঁদুর', দেশি গার্ল-এর যৌন আবেদন নিয়ে বিস্ফোরক শাহরুখ!

ওর খবর আমি কী করে দেব?' ভাইফোঁটায় দাদা প্রসেনজিৎ-কে নিয়ে কেন একথা বললেন পল্লবী?Bhai Phonta-Prosenjit Chatterjee: অনেক সম...
24/10/2025

ওর খবর আমি কী করে দেব?' ভাইফোঁটায় দাদা প্রসেনজিৎ-কে নিয়ে কেন একথা বললেন পল্লবী?
Bhai Phonta-Prosenjit Chatterjee: অনেক সময় দেখা যায় বোন পল্লবীকে সারপ্রাইজ দিয়েই ফোঁটা নিতে যান প্রসেনজিৎ। আজকে কি সেই সম্ভাবনা আছে? পল্লবীর কাছে ফোন যেতেই তিনি সোজাসুজি বললেন...

ভাইফোঁটার দিন কি সব বোনেদের কাছে এক হয়? এদিন যেমন আনন্দের, ঠিক তেমন, অনেকের কাছেই বেশ অন্যরকম। এই সমাজে সব ভাই-বোনের মধ্যে সম্পর্কের ব্যখ্যা কি বেশ মধুর? ভাইফোঁটার বিশেষ দিন, উপলক্ষেই তারকাদের মধ্যে যাদের দিকে বেশি করে নজর থাকে, তিনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তাঁর বোন পল্লবী চট্টোপাধ্যায়।

পল্লবীর বাড়িতেই ফোঁটা নিতে যান টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই ছবিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে। কিন্তু এবার কি সেই ছবি দেখা যেতে পারে? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে ফোন করা হয়েছিল পল্লবীকে। তিনি কী বললেন? আজ কি দাদাকে ফোঁটা দেবেন তিনি?

অনেক সময় দেখা যায় বোন পল্লবীকে সারপ্রাইজ দিয়েই ফোঁটা নিতে যান প্রসেনজিৎ। আজকে কি সেই সম্ভাবনা আছে? পল্লবীর কাছে ফোন যেতেই তিনি সোজাসুজি বললেন, "আমি তো কলকাতায় নেই, দাদা কলকাতায়, আমি মুম্বাইতে। ব্যাস! বাকি কিছু আর জানি না।" দাদা কি যেতে পারেন আজ?

পল্লবী সোজাসুজি বললেন, "ও তো সুপারস্টার। আমার কাছে সুপারস্টারের খবর জানতে চাইলে হবে? তাঁরা তো সুপারস্টার, আমি তো সামান্য অভিনেত্রী। আমার বাবা এবং দাদা তাঁদের খবর আমি কী করে দেব।" তাহলে কি তাঁর গলায় আক্ষেপের সুর? সেকথা কিন্তু পরিস্কার নয়। তবে, যদি তাঁদের ছবি সমাজ মাধ্যমে দেখা যায় আজ, সেটি ভাইফোঁটার উপরি পাওনা।

24/10/2025

অ্যাটলীর সাথে কাজ করার ইচ্ছে রণবীর সিংহের।

ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র খ্যাত হিমানি শিবপুরীর জন্মদিনে তাকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
24/10/2025

ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র খ্যাত হিমানি শিবপুরীর জন্মদিনে তাকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র খ্যাত মল্লিকা শেরাওয়াত এর জন্মদিনে তাকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
24/10/2025

ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র খ্যাত মল্লিকা শেরাওয়াত এর জন্মদিনে তাকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

দীপাবলিতে বাড়িতে প্রদীপ জ্বালালো রাজ-কন্যা ইয়ালিনি! শুভশ্রীর মেয়ের প্রশংসায় পঞ্চমুখ মানালীআজ দীপাবলি আলোর উৎসব। প্রতিটা ...
22/10/2025

দীপাবলিতে বাড়িতে প্রদীপ জ্বালালো রাজ-কন্যা ইয়ালিনি! শুভশ্রীর মেয়ের প্রশংসায় পঞ্চমুখ মানালী
আজ দীপাবলি আলোর উৎসব। প্রতিটা বাঙালি বাড়ি আজ প্রদীপ, মোমবাতি কিংবা হালের টুনি লাইটে সেজে ওঠে। এর ব্যতিক্রম নয় তারকাদের বাড়িরও। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাড়িও সেজে উঠছে আলোয়। চতুর্দশীতে রীতি মেনে তাঁর বাড়িতেও জ্বলেছে চোদ্দ প্রদীপ। আর এবার সেই প্রদীপ জ্বালানোর দ্বায়িত্ব নিল খুদে ইয়ালিনি!

দীপাবলি আলোর উৎসব। প্রতিটা বাঙালি বাড়ি আজ প্রদীপ, মোমবাতি কিংবা হালের টুনি লাইটে সেজে ওঠে। এর ব্যতিক্রম নয় তারকাদের বাড়িরও। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাড়িও সেজে উঠছে আলোয়। চতুর্দশীতে রীতি মেনে তাঁর বাড়িতেও জ্বলেছে চোদ্দ প্রদীপ। আর এবার সেই প্রদীপ জ্বালানোর দ্বায়িত্ব নিল খুদে ইয়ালিনি!

খুব অবাক হচ্ছেন নিশ্চয়ই। অভিনেত্রী সৃষ্টি পান্ডে দীপাবলির আবহে একটি মিষ্টি ভিডিয়ো পোস্ট করেছেন। তিনি সম্পর্কে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর ভাগ্নি হন। তাঁর শেয়ার করা ভিডিয়োতেই ছোট্ট ইয়ালিনিকে বাড়িতে চোদ্দ প্রদীপ জ্বালাতে দেখা গিয়েছে।

যদিও সে একা ছিল না। সঙ্গে সৃষ্টিও ছিলেন। ভিডিয়োর শুরুতে দেখা যায় এক থালা মাটির প্রদীপের সামনে দাঁড়িয়ে ছোট্ট ইয়ালিনি, আর তার পাশে বসে সৃষ্টি। ইয়ালিনির পরনে সুতোর কাজ করা গোলাপি রঙের কুর্তি আর সৃষ্টি পরেছেন কালো রঙের কুর্তি। তাঁর কপালে ছোট্ট টিপ ও ঝুমকো, চোখে চশমা। দেখা যায় সৃষ্টি ইয়ালিনিকে শিখিয়ে দিচ্ছেন প্রদীপে কীভাবে সলতে রাখতে হয়, আর সে ভাবেই একটার পর একটা প্রদীপ সলতে রাখছে খুদে। খুব মন দিয়ে শান্ত ভাবে সবটা করছে। একেবারে বড়দের মতো।

তারপর দেখা যায় সৃষ্টি খুদের হাত ধরে এক এক করে প্রদীপে সরষের তেল ঢালছেন। আর কাজ করতে করতে অবাক হয়ে সবটা দেখছে মিষ্টি ইয়ালিনি। তারপর দেখা যায় সৃষ্টি একটি প্রদীপ দিয়ে সব প্রদীপগুলি জ্বালাচ্ছেন আর তাঁর হাত ধরে রয়েছেন ইয়ালিনি। তারপর থালা ভরা একরাশ প্রদীপ দেখা যায়। এরপর বেশ কিছু ছবিও সৃষ্টি জুড়ে দেন এই ভিডিয়োর সঙ্গে। সেই সব ছবিতে ইয়ালিনির সঙ্গে তাঁকে দেখা যায়। তাছাড়াও ইউভানেরও দেখা মেলে। তার হাতে আবার তালপাতার সেপাই থুড়ি বাঘ ছিল। প্রদীপ হাতে হাসি মুখে তাঁরা ধরা দেন এক ফ্রেমে। ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘হ্যাপি দিওয়ালী।

জনপ্রিয় এক্টর কমেডিয়ান স্বর্গীয় কাদের খানের জন্মবার্ষিকীতে তাঁকে জানায় বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
22/10/2025

জনপ্রিয় এক্টর কমেডিয়ান স্বর্গীয় কাদের খানের জন্মবার্ষিকীতে তাঁকে জানায় বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

ভারতের অন্যতম সুন্দরী ও প্রতিভাবান শিল্পী পরিণীতা চোপড়ার জন্মদিনে তাকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
22/10/2025

ভারতের অন্যতম সুন্দরী ও প্রতিভাবান শিল্পী পরিণীতা চোপড়ার জন্মদিনে তাকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

আজ পর্যন্ত মাত্র ৫টি বাইরের মুভি কেরালাতে ৫০ কোটির উপরে গ্রোস কালেকশন করেছে। কান্তারাই পঞ্চম মুভি যেটি কেরালাতে এই কীর্ত...
20/10/2025

আজ পর্যন্ত মাত্র ৫টি বাইরের মুভি কেরালাতে ৫০ কোটির উপরে গ্রোস কালেকশন করেছে। কান্তারাই পঞ্চম মুভি যেটি কেরালাতে এই কীর্তি করে দেখালো।

Address

Ranaghat
741402

Alerts

Be the first to know and let us send you an email when KB Production House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KB Production House:

Share