01/08/2025
আমির খান বিবেকানন্দ, অক্ষয় কুমার মোদী, ট্রেলারে ছয়লাপ ইউটিউব! সিনেমা কবে রিলিজ?
আমির খান স্বামী বিবেকানন্দ অথবা প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ভূমিকায়, অক্ষয় কুমার তাঁর আরও দুই সঙ্গী পরেশ রাওয়াল এবং সুনীল শেট্টিকে নিয়ে ‘হেরাফেরি’-র তৃতীয় পর্বে অথবা রণবীর কপূর ‘রামায়ণ’-এ রাম কিংবা সেই ছবিতেই হনুমানের ভূমিকায় সানি দেওল… অবিশ্বাস্য লাগছে? মনের মধ্যে সন্দেহ উঁকিঝুকি দিয়ে যাচ্ছে— ‘কই এমন সিনেমার কথা সংবাদমাধ্যমে পড়িনি তো?’ তবে থামুন।
‘টাইটানিক’-এর সিক্যুয়েলে জলের তলা থেকে উঠে এসেছে জ্যাক ডসন, অথবা হ্যারি পটারের আটটি ছবির পরেও তৈরি হচ্ছে খলনায়ক লর্ড ভোল্ডেমর্টের জীবনীচিত্র, হঠাৎ নজরে পড়ছে ‘অ্যাভেঞ্জার’ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তির ঝলক বা প্রিয় অ্যানিমেশন ছবি ‘শ্রেক’-এর পঞ্চম পর্ব…। এমন যদি কিছুতে নজর আটকায়, তবে থামুন।
পিকচার আভি বাকি হ্যায়!
সিনেমা দেখনেওয়ালাদের সমান্তরালে আরও এক প্রকার জীব এই ধরাধামে রয়েছেন, তাঁরা ট্রেলার দর্শক। সেই দিনগুলির কথা মনে করুন, আপনি ইস্কুল পালিয়ে কোনও সিনেমা হলে ছমছমে নুন শো দেখতে গিয়েছেন। ছবির মধ্যান্তর পর্ব মিটতে না মিটতেই পর্দায় ফুটে উঠতে লাগল একের পর এক আসন্ন ছবির ধামাকাদার ট্রেলার। তিন মিনিটের দৈর্ঘ্যে এই অমিতাভ বচ্চনের ঢিসুম তো পরক্ষণেই মিঠুন চক্রবর্তীর ‘জিমি জিমি আ যা আ যা’… ক্ষণে ক্ষণে পটপরিবর্তন! আর সেই ঘোরঘট্ট আশির দশকে আপনি ‘জওয়ানি কি জলওয়া’ বা ‘হান্ড্রেড নাইটস’-মার্কা লুকাছিপা ছবি দেখতে গিয়ে মনস্থির করে ফেলছেন, এ সব আসন্ন সিনেমা না দেখলেই নয়। অবশ্য সে সব ছবি আপনার দেখা হয়েছে কি হয়নি, সেটা বড় কথা নয়, আপনার চিদাকাশে খেলে যাচ্ছে ট্রেলারের জলতরঙ্গ। আপনি আসক্ত হয়ে পড়ছেন সিনেমা শুরুর আগে বা হাফটাইমের ঠিক পরেই দেখানো সেই তিন মিনিটের দুনিয়ায়।
সে সব দিন বিশ্বায়ন আয় অন্তর্জালের এক ফুঁয়ে উড়ে গিয়েছে কবেই। কিন্তু ট্রেলার আপনার পিছু ছাড়েনি। ধসে পড়েছে একের পরে এক মিনার-বিজলি-ছবিঘর, বেশরম মল আর উচক্কা বহুতলের চাপে স্মৃতির মিছিল (প্লিজ পড়ুন ‘ইয়াদোঁ কি বারাত’) নির্জন হয়ে পড়েছে। কিন্তু আপনি লেগে রয়েছেন। আপিস ফেরতা বাসে-মেট্রোয় গহনঘন জনারণ্যে মুঠোফোনে ইউটিউব খুলে কানে ইয়ারপ্লাগ ঠুসে দেখে যাচ্ছেন ট্রেলারের পর ট্রেলার। সিনেমা নয়, মুহূর্তের বিনোদন হিসেবে মধ্যবয়সে এসে ট্রেলারই হয়ে দাঁড়িয়েছে আপনার প্রাণের আরাম, আত্মার আনন্দ।