Bipro Garden

Bipro Garden এক সঙ্গে এগিয়ে চলাই সাফল্যের আসল চাবিকাঠি।

My YouTube channel :-
https://youtube.com/?si=Y0XH2mrMUo8MPkcS
(4)

সকলকে জানাই সুপ্রভাত 🌺
18/10/2025

সকলকে জানাই সুপ্রভাত 🌺

Good evening all my friends 🌷
17/10/2025

Good evening all my friends 🌷

17/10/2025

অক্টোবর মাসে ডালিম গাছে কি খাবার দিলাম!

রং তুলির ছোঁয়া 🌺
17/10/2025

রং তুলির ছোঁয়া 🌺

17/10/2025

ছাদ বাগানে শীতের ঋতুতে আপনি কোন ফুল গাছ রোপণ করেছেন যা আপনাকে একজন সত্যিকারের বাগান পরিচারক হিসাবে গড়ে তুলবে?

সকলকে সুপ্রভাত 🌺
17/10/2025

সকলকে সুপ্রভাত 🌺

🔷 ডিসেম্বর জানুয়ারি মাস লেবু গাছে ভর্তি করে ফুল পেতে পটাশিয়াম সমৃদ্ধ বুস্টার ফার্টিলাইজার ঘরোয়া উপায়ে কিভাবে তৈরি কর...
16/10/2025

🔷 ডিসেম্বর জানুয়ারি মাস লেবু গাছে ভর্তি করে ফুল পেতে পটাশিয়াম সমৃদ্ধ বুস্টার ফার্টিলাইজার ঘরোয়া উপায়ে কিভাবে তৈরি করবেন?

🌷 তার জন্য যে উপকরণ গুলি লাগবে:-
শুকনো পেয়ারা পাতা, পাকা কলার খোসা, আলুর খোসা, ভাতের মার, গুঁড়ো সরষে খোল।

🌷 কিভাবে তৈরি করবেন:-
🔷 পেয়ারা পাতা:- বেশ কিছুটা শুকনো পেয়ারা পাতা এক লিটার জলের মধ্যে চার থেকে পাঁচ দিনের জন্য ছায়া কোনো জায়গাতে ভিজিয়ে রাখবেন এবং প্রতিদিন কোন একটি দন্ড দ্বারা জলটিকে নাড়িয়ে চারিয়ে রাখবেন।

এই পেয়ারা পাতা থেকে পাবেন গাছের জন্য পটাশিয়াম, ম্যাগনেসিয়াম খনিজ মৌল সহ ভিটামিন। যা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে গাছকে সবুজ রেখে ফুল ফল বৃদ্ধিতে সাহায্য করে।

🔷 পাকা কলার খোসা:- চার থেকে পাঁচটি পাকা কলার খোসা ছোট ছোট করে কেটে এক লিটার জলের মধ্যে চার থেকে পাঁচ দিনের জন্য ছায়া কোন জায়গাতে ভিজিয়ে রাখবেন এবং প্রতিদিন কোন একটি দন্ড দ্বারা নাড়িয়ে চারিয়ে রাখবেন।

এই পাকা কলা খোসার মধ্যে পাবেন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাঙ্গানিজ, কার্বোহাইড্রেট সহ ভিটামিন। যা গাছের মূলের বৃদ্ধি সহ শাখা প্রশাখার সংখা বাড়িয়ে বৃদ্ধিতে সহায়তা করে। গাছের পুষ্টি সরবরাহ ক্ষমতা বাড়িয়ে তোলে। সেই সঙ্গে ফুল ফলের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে।

🔷 আলুর খোসা:- ১ লিটার জলের মধ্যে আলুর খোসা দেড়শ গ্রাম মতো ভিজিয়ে ছায়া কোন জায়গাতে চার থেকে পাঁচ দিনের জন্য রেখে দিতে হবে এবং প্রতিদিন ঠিক একই রকম ভাবে কোন একটি দণ্ড দ্বারা নাড়িয়ে চারিয়ে রাখতে হবে।

এই আলুর খোসার মধ্যেও পাবেন পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন সহ ভিটামিন। যা গাছের কান্ড কে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ফুলফলের ধারণ ক্ষমতা বৃদ্ধি করে।

🔷 ভাতের মার:- ১০ লিটার ফ্রেশ জলের মধ্যে ১ লিটার ভাতের মার মিশিয়ে ছায়া কোন জায়গাতে চার থেকে পাঁচ দিনের জন্য রেখে দিতে হবে এবং প্রতিদিন কোন একটি দন্ড দ্বারা নাড়িয়ে চারিয়ে রাখতে হবে।

এই ভাতের মারের মধ্যে পাবেন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস সহ ভিটামিন। যা গাছের ফুল ফলের সংখ্যা বাড়িয়ে ফুল ঝরা কমাতে সাহায্য করে। গাছের পুষ্টি সরবরাহ করতে দারুণভাবে সাহায্য করে। তাছাড়া গাছের শিকড়কে শক্তিশালী করে। এমনকি গাছকে সবুজ সতেজ রেখে বৃদ্ধিকে ত্বরান্বিত করে। এছাড়া মাটির উর্বরতা ক্ষমতা বাড়িয়ে হিউমিক এসিডের অনুরূপ হিসেবে কাজ করে।

🔷 গুড়ো সরষে খোল:- ১০০ গ্রাম মত গুঁড়ো সরষে খোল এক লিটার জলের মধ্যে ৪ থেকে ৫ দিনের জন্য ছায়া কোন জায়গাতে ভিজিয়ে রাখতে হবে। এবং প্রতিদিন কোন একটি দন্ড দ্বারা নাড়িয়ে চারিয়ে রাখতে হবে।

এর মধ্যে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস সহ ম্যাক্রো ও মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে। যা গাছের বৃদ্ধিসহ ফুল ফল বৃদ্ধিতে দারুণভাবে কাজ করে এবং গাছের পাতাকে সবুজ রাখে।

🌷 গাছের জন্য পটাশিয়াম সমৃদ্ধ বুস্টার কিভাবে তৈরি করবেন:- ভাতের মার মেশানো ১০+১ লিটার দ্রবণের মধ্যে শুকনো পেয়ারা পাতা ভেজানো জল কোন ঝাঝুরি দ্বারা ছেঁকে মিশিয়ে নিতে হবে। ঠিক একই রকম ভাবে কলার খোসা ভেজানো জল ছেঁকে নিতে হবে। আলুর খোসা ভেজানো জল ছেঁকে নিতে হবে। এইভাবে তৈরি হওয়া মোট ১৪ লিটার দ্রবণের মধ্যে এক লিটার তৈরি করা সরষে খোল ভেজানো জল মিশিয়ে নিতে হবে। তাহলে মোট পরিমাণ দাঁড়াবে ১৫ লিটার। অর্থাৎ হিসাব করলে আসবে ১০ লিটার ফ্রেস জল তার সঙ্গে ৫ লিটার শুকনো পাতা, কলার খোসা, আলুর খোসা, ভাতের মার এবং সরষে খোল ভেজানো জল।
অর্থাৎ দুই ভাগ ফ্রেশ জল এক ভাগ তৈরি করা পটাশিয়াম সহ বিভিন্ন ম্যাক্রো ও মাইক্রোনিউট্রিয়েন্ট তরল খাবার।

এবার এই জল ভালো করে বেশ কিছুটা সময় দিয়ে নাড়িয়ে চারিয়ে নেওয়ার পর ১০ ইঞ্চি টবের জন্য ২০০ থেকে ২৫০ ml মত আর ১২ ইঞ্চি টবের জন্য ৩০০ থেকে ৪০০ ml মত সকালবেলাতে মিডিয়াতে মাসে তিন থেকে চার দিন প্রয়োজন বুঝে নভেম্বর মাস পর্যন্ত ব্যবহার করতে থাকবেন। অর্থাৎ গাছে মোট চার থেকে পাঁচবার ব্যবহার করবেন। তাহলেই দেখবেন প্রত্যেকটি লেবু গাছ ভরে ফুল চলে আসবে এবং গাছ হবে হেলদি, গ্রোথ থাকবে ভালো। গাছে আসা ফুলগুলি ঝরবে কম।

🌷 সাবধানতা: এই জল সবসময়ই সকাল বেলাতে ব্যবহার করতে হবে। দুর্বল এবং ঝিমিয়ে পড়া গাছের ক্ষেত্রে মাটিতে ব্যবহার করার আগে প্রয়োজনে এই ১৫ লিটার দ্রবণ জলের মধ্যে তিন চা চামচ যেকোনো একটি কন্টাক্ট ফাংগীসাইড ভালো করে মিশিয়ে ব্যবহার করবেন। কারণ যাতে দুর্বল গাছের শিকড়ে কোন ভাবে ফাংগাস আক্রমণ করতে না পারে।

এইরকম টিপস প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বিভিন্ন রকম তথ্যমূলক ভিডিওর লিংক প্রতিনিয়ত পেতে বিপ্র গার্ডেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।

#তরলবুস্টার #জৈবতরল #জৈবখাবার

16/10/2025

আলুর খোসা ঘটিয়ে দেবে ম্যাজিক কিন্তু কিভাবে! ফুল ফলে গাছ ভরে যাবে। #আলুর_খোসা #পটাশিয়াম

16/10/2025

গার্ডেন তৈরি করতে গিয়ে অনেক বাধা-বিপত্তি আসবে কিন্তু আপনি যদি কঠোর জেদি থাকেন তবে আপনার সফলতা নিশ্চিত 🌷🌷

অনেকদিন পর আবার ফিরে পাওয়া 🌺
16/10/2025

অনেকদিন পর আবার ফিরে পাওয়া 🌺

15/10/2025

গার্ডেনের গাছ ভালো মানের তৈরি করতে গেলে ধৈর্য দরকার সবার আগে 🌷 আর যারা নিজের প্রতি বিশ্বাস রাখে তারাই সাফল্য পায় 🌷

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers...
15/10/2025

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers!

Address

Durgapur, Panpara, Nadia
Ranaghat
741402

Telephone

+919064494805

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bipro Garden posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bipro Garden:

Share