
12/06/2024
"অপপ্রচার হইতে সাবধান"
কিছু অসাধু ব্যক্তিগণ লোকসভা ভোটের ফলাফলের পর থেকেই বিভিন্ন রকম খারাপ মন্তব্য করছে এবং আমাদের সকলের প্রিয় শ্রী আনন্দ দে (উপ- পৌরপিতা রানাঘাট পৌরসভা) এবং শ্রীমতি বর্ণালী দে রায় (নদীয়া জেলা পরিষদ সদস্য) আমার দাদা এবং দিদির নামে অপপ্রচার করে তাদের বদনাম করার পরিকল্পনা রটানো হচ্ছে।
তার বিরুদ্ধে আজ আইনগত ব্যবস্থা নেয়া হলো।